Sumi Barua

Sumi Barua Counselor in Foreign Workers Councelling Center in South Korea,
Professional Interpreter
(2)

28/01/2025

আজকে ইনছন আইবিসিকে প্রোগ্রামে আমার মেয়ে মিনির পারফরম্যান্স ❤️❤️

আগামীকাল থেকে কোরিয়া তে সল্লাল(설날)এর লম্বা ছুটি শুরু হচ্ছে। সল্লাল হলো কোরিয়ান নববর্ষ। সবাইকে কোরিয়ান নববর্ষের শুভেচ্ছা...
24/01/2025

আগামীকাল থেকে কোরিয়া তে সল্লাল(설날)এর লম্বা ছুটি শুরু হচ্ছে। সল্লাল হলো কোরিয়ান নববর্ষ। সবাইকে কোরিয়ান নববর্ষের শুভেচ্ছা।সবার ছুটি অনেক ভালো কাটুক।❤️❤️

শুভ সকাল ❤️
22/01/2025

শুভ সকাল ❤️

21/01/2025

কোরিয়া তে কোন লোক যদি আপনাকে যে কোনো ধরনের সাহায্য করে দিবে বলে যেমন, ভিসা পরিবর্তন, বা কোম্পানি পরিবর্তন, চাকরি দেওয়া, বা কোম্পানি থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ নিয়ে দেওয়া বা আপনার পরিবার এনে দিবে বলে আপনার কাছ থেকে অর্থ নিয়ে থাকে, পরে আপনার কাজটি যদি ঠিকমতো করে না দিয়ে এবং আপনার অর্থ ফেরত না দিয়ে আপনার সাথে পরে উল্টো পাল্টা আচরণ, বা আপনাকে কোন রকম হয়রানি করে থাকে আমার সাথে অফিসে এসে যোগাযোগ করার অনুরোধ রইলো। গত সপ্তাহে দুই জন ব্যক্তি এই রকম হয়রানির সম্মুখীন হয়ে অফিসে আসছিলো। তাদের কথা শুনে আমি খুব অবাক হলাম। পরে জানতে পারলাম শুধু তারা নয়,এইরকম আরো অনেক ভুক্তভুগি রয়েছে। সব অসাধ্য কাজ কে সাধ্য করে দিবে বলে প্রতুশ্রুতি দিয়ে বিশাল এমাউন্ট নিচ্ছে ।কোরিয়াতে ও দেখি চারিদিকে বাটপার দালালে ভরে গেছে। আমাদের নিজেদের দেশীয় মানুষের কাছ থেকে সব চেয়ে বেশি ক্ষতিগস্ত হচ্ছে। আপনি মানুষকে সাহায্য করে সেইটার পরিশ্রম এর বিনিময়ে হয়তো আপনি কিছু টাকা নিতে পারেন।কিন্তু এই ধরনের বাটপারি করে নয়। যাই হোক এই বিষয়ে কোনো ধরনের আইনি পরামর্শ লাগলে অফিসে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন।
বি দ্র: কোনো লেনদেন করার আগে ভালোভাবে তার সম্পর্কে জেনে নিবেন।

15/01/2025

কোরিয়ার রাষ্ট্রপতিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে।
এইখানে কেউ অপরাধ করলে সেই যে হোক না কেন পাড় হয়ে যেতে পারে না। রাজনীতির বা কোনও ধরনের ক্ষমতার প্রভাব দেখানো সম্ভব না । আইন সবার জন্য সমান ।
তাই কোরিয়া তে আমাদের দেশীয় অনেকে আছেন যারা একটু নিজেকে ক্ষমতাশীল ভাবেন, বা আবার এইরকম অনেকেই বলতে দেখি আমার বড় ভাই বা বন্ধুর অনেক প্রভাব ।ওনি কোরিয়ান পাসপোর্ট ।যেইখানে কোরিয়ার রাষ্ট্রপতি গ্রেপ্তার হয়,সেখানে আমার আপনার ক্ষমতা কতটুক তো বুঝতে পারছেন। তাই কোনো অপরাধে জড়িয়ে পড়ার আগে সাবধান হয়ে যান ।

14/01/2025

বর্তমানে কোরিয়াতে ইপিএসের আওতাধীন ১৬টি দেশের মধ্যে অবস্থানরত ইপিএস কর্মী সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো । আগে ও একবার জানিয়েছিলাম কোরিয়া তে বর্তমানে ইপিএস কর্মী মালিক দের পছন্দের মধ্যে কম্বোডিয়া এক নাম্বারে রয়েছে ।তাই কোরিয়া তে ইপিএস কর্মীর মর্ধ্যে সবচেয়ে কম্বোডিয়া কর্মী বেশি রয়েছে ।
১. কম্বোডিয়া ৪৮,৭০২জন
২. নেপাল ৪৬,৭৩৬জন
৩. ভিয়েতনাম ৪১,৭৮৯জন
৪. ইন্দোনেশিয়া ৩৮,৮৫৩জন
৫. মায়ানমার ৩২,৪৫০ জন
৬. থাইল্যান্ড ২৭,৭৫৪জন
৭. ফিলিপাইন ২৬,১৮৮জন
৮. শ্রীলঙ্কা ২৩,৭৪৪ জন
৯. উজবেকিস্তান ১৪,৬৭৮ জন
১০. বাংলাদেশ ১৩,৬৩৫ জন
১১. পাকিস্তান ৪,৬২৯জন
১২.মঙ্গোলিয়া ৪,২৩৪ জন
১৩.পূর্ব তিমুর ৪,১৩৮জন
১৪.লাওস ২,৭২৭ জন
১৫. চীন ১,৭৮৮ জন
১৬. কিরগিজস্তান ১,৬৭৯ জন
কোরিয়া তে ইপিএস কর্মী বাংলাদেশির সংখ্যা ১০ নাম্বার এর মধ্যে রয়েছে ।আশা করি ভবিষ্যতে কম্বোডিয়ার মতো কোরিয়াতে বাংলাদেশি ইপিএস কর্মীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে ।

13/01/2025

শুভ সকাল
গতকালকে এরিয়া পরিবর্তন এর বিষয় নিয়ে পোস্ট দিয়েছিলাম। (비수도권) নন-মেট্রোপলিটিয়ান এরিয়া এর মধ্যে আছেন , 비수도권 বলতে বুঝায় যারা 경기도,서울, 인천 এর অধীনে না তারা এরিয়া পরিবর্তন করতে পারবে না জানিয়েছিলাম। 비수도권 এ যারা আছেন তারা গতকাল অনেকে বলছিলেন আমাদেরকে কেনো বৈষম্য করা হচ্ছে তাদের জন্য নতুন নিউজ হলো ,비수도권 এর মধ্যে তারা যদি এক মাসের মধ্যে তারা যে প্রদেশ বা যে এরিয়া তে আছে সেইখানে কোনো জব না পায়, তাহলে তারা শুধু মাত্র (비수도권) নন-মেট্রোপলিটিয়ান এরিয়া ভিতরে যেমন বুসান, উলসান, দেগু এই ধরনের প্রদেশে এর মধ্যে পরিবর্তন করতে পারবেন। কিন্তু (수도권) 경기도, 서울, 인천 প্রদেশে আসতে পারবেন না। ফ্রেবুয়ারি ৭ তারিখ থেকে আইনটি কার্যকর হবে।
এই বিষয়ে বিস্তারিত কিছু জানার থাকলে আগামী মাসে অফিসে কল দিতে পারেন ।
বি:দ্র: যারা ২০২৩ সালের অক্টোবর এর ১৯ তারিখ থেকে যাদের ভিসা ইস্যু হয়েছে,এর পরে কোরিয়া তে নতুন আসছেন, বা আসবেন রিএন্ট্রি সহ তারা শুধু মাত্র এই আইনের আওতায় পড়বেন।

12/01/2025

কোরিয়াতে বর্তমানে ইপিএস কর্মী এরিয়া পরিবর্তন এর নতুন আইন প্রসঙ্গে

12/01/2025

ব্রেকিং নিউজ
ইপিএস ভিসাধারীদের কোম্পানি পরিবর্তন এর ক্ষেত্রে এলাকা পরিবর্তন এর বিষয়ে যে আইনটি চালু হয়েছিলো,সেটি একটু শিথিল করতে যাচ্ছে।যারা (수도권) মানে মেট্রোপলিটন এলাকার অধীনে ছিলেন যেমন 경기도, 서울 , 인천 এর অধীনে ছিলেন তারা চাইলে (지방)অন্য প্রদেশে যেতে পারবেন । কিন্তু যারা 경기도 ,서울 , 인천 এ ছিলেন না তারা চাইলে ও 경기도 ,서울 , 인천 এ পরিবর্তন করে আসতে পারবেন না। আর যারা একবার (지방) এর দিকে পরিবর্তন করে চলে যাবে তারা চাইলেও আর (수도권 ) এর দিকে ব্যাক করে আসতে পারবেন না । বর্তমানে 경기도 ,서울, 인천 এর দিকে কাজ অনেক কম থাকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।এই বিষয়ে অফিসিয়ালি নোটিশ আসবে ফেব্রুয়ারি ৭ তারিখে । যেহেতু এখন ও পর্যন্ত আইনটি কার্যকর হয় নি ,তাই এই বিষয়ে কারো কোনো কিছু জানার থাকলে আগামী মাসে আমাকে অফিসে কল দিয়ে বিস্তারিত জানার জন্য অনুরোধ রইলো ।
বি:দ্র: যারা ২০২৩ সালের অক্টোবর এর ১৯ তারিখ থেকে যাদের ভিসা ইস্যু হয়েছে,এর পরে কোরিয়া তে নতুন আসছেন, বা আসবেন রিএন্ট্রি সহ তারা শুধু মাত্র এই আইনের আওতায় পড়বেন।

শুভ সকাল 🥶 🥶❄️
09/01/2025

শুভ সকাল 🥶 🥶❄️

মন্দ মানুষ থেকে দূরে থেকে, কারোর ক্ষতি না করে, কারোর কাছে নিজের মেরুদণ্ড না বেচে দিয়ে মাথা উঁচু করে, আত্মসম্মানের সাথে, ...
09/01/2025

মন্দ মানুষ থেকে দূরে থেকে, কারোর ক্ষতি না করে, কারোর কাছে নিজের মেরুদণ্ড না বেচে দিয়ে মাথা উঁচু করে, আত্মসম্মানের সাথে, সততার সাথে, নিজের ছোট ছোট সাধ্যের ভেতরে থাকা স্বপ্নগুলো পূরণ করে,হিসেবের ভেতরে থেকে এভাবেই হেসেখেলে,সবকিছু সামলে নিয়ে, পড়তে পড়তে উঠে দাঁড়িয়ে যেন বছরটা কেটে যায়!! ব্যস এইটুকুই প্রার্থনা।

08/01/2025

আপনি সব ধরনের সহযোগিতা নেওয়ার পরে ,আর সাহায্য নিবেন না বলে অভদ্র আচরণ করে নিজেকে বিশাল বড় পণ্ডিত ভেবে বড় বড় কথা বলে চলে গেলেন। চলে যাওয়ার আবার একদিন পরে আবার তার কাছ থেকে অন্য বিষয়ে পরামর্শ এবং সহযোগিতা নিলেন । ঘুরে ফিরে তো আবার সেই ব্যক্তির থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ছে ।নিজের স্বার্থে আবার এসে সুন্দর করে ব্যবহার করলেন। পরে এমন একটা ভাব নিলেন যে আপনি ভাজা মাছ উল্টো করে খেতে জানেন না। অবাক লাগলো একটা বার সরি বলার ও প্রয়োজন মনে করলেন না। বাহাদুরি কিন্তু কম দেখালেন না। নিজের স্বার্থে বার বার রূপ পরিবর্তন করেন। মানুষের ব্যবহার নাকি তার বংশের পরিচয়। আপনার ব্যবহার আচরনে প্রকাশ পেলো আপনি কি রকম বংশের মানুষ।
কথা বলার সময় আপনি কার সাথে কি কথা বলছেন সেটা বিবেচনা করে কথা বলবেন। আপনার এইরকম অভদ্র আচরণ প্রথম এবং শেষ বারের মতো আপনাকে মাফ করলাম। নেক্সট টাইম
এই রকম আচরণ পেলে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হবো ।

05/01/2025

বর্তমানে কোরিয়া তে চাকরির অবস্থা প্রসঙ্গে

01/01/2025

হ্যাপি নিউ ইয়ার ❤️

নতুন বছর আপনার জীবনে নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দিক। হ্যাপি নিউ ইয়ার ❤️
31/12/2024

নতুন বছর আপনার জীবনে নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দিক। হ্যাপি নিউ ইয়ার ❤️

আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মত লালন করুন কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে।
26/12/2024

আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মত লালন করুন কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে।

24/12/2024

পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালে ইপিএস কর্মীর এর কোটা ছিলো ৫৬,০০০ জন
২০২০ সালে ৫৬,০০০ জন
২০২১ সালে ৫২,০০০ জন
২০২২ সালে ৬৯,০০০ জন
২০২৩ সালে ১,২০,০০০ জন
২০২৪ সালে ১,৬৫,০০০ জন
২০২৫ সালে ১,৩০,০০০ জন
বিগত বছর গুলোতে কোটার সাথে ইস্যুর হার তুলনা করলে ২০২২ সালে এবং ২০২৩ সালে ইস্যুর হার অনেক ভালো ছিলো।
২০২২ সালে কোটা ছিলো ৬৯,০০০ জনের । ইস্যু হয়েছে ৬৬,৯৮৭ জনের। ২০২৩ সালের কোটা ছিলো ১ লাখ ২০ হাজার, ইস্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৩৮ জনের। কিন্তু ২০২৪ সালে কোটা অনেক বেশি ১ লাখ ৬৫,০০০ ছিলো ।কিন্তু ইস্যু হয়েছে অর্ধেক এর ও অনেক কম ।
এবার দেখা যাক ২০২৫ সালে ইস্যু কেমন হয় ..

23/12/2024

২০২৫সালে ইপিএসের অধীনে থাকা ১৭ টি দেশের জন্য ৯৮,০০০ কর্মী কোটা নির্ধারণ করেছে। তবে আরো ৩২ হাজার অতিরিক্ত কোটা রেখেছে ।টোটাল ১লাখ ৩০ হাজার জনের কোটা নির্ধারণ হয়েছে। তারমধ্যে উৎপাদন খাতে ৭২,০০০ জন
শিপবিল্ডিং খাতে ২,৫০০ জন
নির্মাণ খাতে ২০০০ জন
কৃষি খাতে ১০,০০০ জন
মৎস্য খাতে ৮,৫০০জন,
এবং সেবা খাতে ৩,০০০ জন কোটা নির্ধারণ হয়েছে।

Address

Seoul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumi Barua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumi Barua:

Videos

Share

Category