Sumi Barua

Sumi Barua কোরিয়ার সব তথ্য এবং সকল আপডেট সাথে সাথে পেতে সবাই এই পেইজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন।
(5)

আজকে আমার প্রিন্সেস টার জন্মদিন। ❤️।ওর জন্মের পর প্রতি বছরের এই দিনটি আমার জীবনের সুন্দরতম একটি দিন।সবাই আমার প্রিন্সেস ...
14/04/2024

আজকে আমার প্রিন্সেস টার জন্মদিন। ❤️।ওর জন্মের পর প্রতি বছরের এই দিনটি আমার জীবনের সুন্দরতম একটি দিন।সবাই আমার প্রিন্সেস টার জন্য আশীর্বাদ করবেন৷
সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। ❤❤

সবার ঈদ কেমন কাটলো?কোরিয়াতে গতকাল ১০ই এপ্রিল সরকারি ছুটির দিনে ঈদ উদযাপিত হওয়াতে সবার মনে বাড়তি আনন্দ ছিলো।সবাইকে ঈদে...
11/04/2024

সবার ঈদ কেমন কাটলো?
কোরিয়াতে গতকাল ১০ই এপ্রিল সরকারি ছুটির দিনে ঈদ উদযাপিত হওয়াতে সবার মনে বাড়তি আনন্দ ছিলো।
সবাইকে ঈদের শুভেচ্ছা …ঈদ মোবারক

কোরিয়া তে সবচেয়ে সুন্দর সময় মনে হয় এই বসন্তের সময়।পুরো কোরিয়া এখন চেরিতে ঢেকে আছে। খালি চোখে দেখতে যে সুন্দর ,সেই স...
07/04/2024

কোরিয়া তে সবচেয়ে সুন্দর সময় মনে হয় এই বসন্তের সময়।পুরো কোরিয়া এখন চেরিতে ঢেকে আছে। খালি চোখে দেখতে যে সুন্দর ,সেই সুন্দর্য ক্যামেরা তে আসে না।

04/04/2024

অনেকে অবসর ভাতা (퇴직금) নিয়ে জানার জন্য ফোন দেন, বেশিরভাগ ভাইদের সাথে কথা বলে বুঝতে পারলাম 퇴직금 নিয়ে একটু ভুল ধারণা আছে, যেমন অনেকে এইভাবে বলে 퇴직금 তো আমাদের ২ টা। একটি মালিক দেয়, আর একটি স্যামসাং এর অফিসে দেয়। যদি ও বা আগে ও এটা নিয়ে পোস্ট দিয়েছিলাম তারপর ও আজকে আবার সবাইকে বিষয়টি ক্লিয়ার করার জন্য পোস্টটি দেওয়া। 퇴직금 একটাই। জাস্ট আমরা এইটাকে ভাগ করে পায়। আমরা যখন একটি কোম্পানি তে ১ বছর বা এর বেশি কাজ করব সেই ক্ষেত্রে আমরা 퇴직금 পাবো। স্যামসাং এর অফিস কোনো 퇴직금 দেয় না, মালিক প্রতি মাসে আপনার বেসিক বেতনের ৮.৩% এর মতো স্যামসাং অফিসে জমা দেয়। উদাহরণ স্বরূপ বলি , ধরেন আপনি একটি কোম্পানি তে শুধু মাত্র ১ বছর কাজ করলেন। আপনি লাস্ট ৩ মাস বেতন পেলেন গড়ে ২০ লাখ উয়ন ,এবং আপনার স্যামসাং অফিসে ২০ লাখ উয়ন এর বেশি জমা হয়ে গেছে, তাহলে কোম্পানি থেকে পাওয়ার কিছু নেই। প্রথমে আপনার টোটাল 퇴직금 কতো আসছে দেখবেন, তারপর মালিক কতো টাকা জমা দিয়েছে ,এটা চেক করে যেটা জমা হয়েছে এটা বাদ দিয়ে বাকি টাকা কোম্পানি আপনাকে দিবে। সহজ করে বললে আপনি যদি শুধু মাত্র ১ বছর কাজ করলেন ,এবং আপনি গড়ে ২০ লাখ বেতন পেলেন ,তাহলে এক বছর কাজ করলে এক মাসের একটি বেসিক বেতন পাবেন। আর নিয়ম অনুযায়ী এক বছরের এক দিন নিচে হলে ও 퇴직금 পাবেন না। সুতরাং আপনি যদি ৬ মাস কাজ করে চাকরি ছেড়ে দেন ,স্যামসাং এ যেই টাকা মালিক জমা দিয়েছে জমা সেই টাকা আপনি পাবেন না, টাকা গুলো আবার কোম্পানি কাছে ফেরত যাবে।

03/04/2024

সকাল ৯ টা বাজতে অফিসে একটি কোম্পানি মালিক ফোন দিলো, ১ সপ্তাহ আগে বাংলাদেশ থেকে লোক আসছে ,ওনি নাকি বলছে দেশে চলে যাবে, মালিকের প্রশ্ন সে তো ৩ দিন ও কাজ করে নি, কেন চলে যেতে চাচ্ছে?
ওনার উত্তর ওনার কোরিয়া তে ভালো লাগছে না। কোরিয়া কাজ, কালচার কিছু ওনার ভালো লাগছে না। দেশের জন্য অনেক খারাপ লাগছে তাই চলে যাবে। তো ওনি যে দেশে যাবে টিকেটের টাকা তার কাছে নেই, মালিক যাতে তাকে টাকা ম্যানেজ করে দেয়, মালিক বলে টিকেট এর টাকা আমি কেন দিবো? এত সময় অপেক্ষা করে তার ভিসার জন্য টাকা খরচ করে আমি তাকে নিয়ে আসছি, এখন কি আবার তার দেশে যাওয়ার খরচ ও আমার দিতে হবে কেনো?
ওই ভাই আবার ইমোশনাল ভাবে ব্ল্যাকমেইল করছে ,যদি তাকে দ্রুত দেশে পাঠিয়ে না দেয়, ওনি মারা যাবে।মালিক বলে, এইগুলো কেমন কথা? তাকে বলেন টিকেট এর টাকা দিতে ,তারপরে আমি টিকেট কিনে দেশে পাঠানোর ব্যবস্থা করছি।
এই বিষয় টি বলার কারণ যারা ইপিএসে কোরিয়া তে আসেন আসার আগে নিশ্চয় কোরিয়ার কাজ সম্পর্কে ধারণা নিয়ে আসছেন। ইপিএসে আসার সিস্টেম তো আর এত সহজ না, যে আজকে আবেদন করলেন, কালকে ভিসা হয়ে গেলো। কত লোক আসার জন্য অপেক্ষা করে আছে , কিন্তু আসতে পারছে না।সে নিজেও কিন্তু অনেক সময় ,শ্রম ,টাকা খরচ করে আসছে। এসে আবার দুই দিন পরে যদি বলেন আমার দেশের জন্য খারাপ লাগছে, আমার এইখানে ভালো লাগে না দেশে পাঠিয়ে দিন। দেশের জন্য এত টান থাকলে বিদেশে আসার দরকার কী ? কেউ কি জোর করে আপনাকে পাঠিয়েছে? তাছাড়া প্রথম দেশ থেকে বিদেশে আসলে খারাপ লাগবে এটাই তো স্বাভাবিক। আবার মালিকে কে টিকেট এর টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে? এটা কেমন না?
বি :দ্র: যারা সামনে আসার জন্য চেষ্টা করছেন ,তারা অবশ্যই ভালো ভাবে ভেবেচিন্তে আসুন।আসার পরে এমন আচরণ না করার অনুরোধ রইলো।

29/03/2024

অনেকে পেইজে বিভিন্ন মেসেজ দেন বা কমেন্ট করেন এটা সেটা জানার জন্য, ব্যস্ততার কারণে আমি রিপ্লাই দিতে পারি না। সারাদিন অফিস করে কাজের ফাঁকে সময় হলে পোস্ট করি। কিন্তু কিছু ব্যক্তি রয়েছে মেসেজ এর রিপ্লাই না পেলে বা কমেন্ট এর রিপ্লাই না পেলে উল্টোপাল্টা কমেন্ট লিখা শুরু করে, বা মেসেজ দেয়।আমি তো নিশ্চয়ই সারাক্ষণ আপনার কমেন্ট এর উত্তর দেওয়ার জন্য ফোন হাতে নিয়ে বা ইনবক্স ওপেন করে বসে থাকি না, এটা তো বুঝা উচিত। আবার অনেকে দেখি তার বিভিন্ন সমস্যার জন্য পাসপোর্ট বা এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড এর ছবি দিয়ে বলেন মেম এইটা একটু চেক করে দেন। অফিসিয়াল ভাবে কিছু জানতে বা চেক করতে হলে অবশ্যই অফিসে কল দিতে হবে। নয়তো কোনভাবে কারো ব্যক্তিগত কোনো তথ্য চেক করা কোনো ভাবে পসিবল নয়। অফিসের কিছু রুলস রেগুলেশন রয়েছে ।আপনার কোনো ইনফরমেশন জানতে হলেও অফিসে কল দিবেন। তাহলে সাথে সাথে জানতে পারবেন। মেসেজ বা কমেন্ট করে জানতে চাইলে সাথে সাথে উত্তর পাবেন না এটাই স্বাভাবিক। সবাইকে মেসেজ বা কমেন্ট এর রিপ্লাই করা টা কষ্টকর। কেউ বাজে কমেন্ট করলে আমার চোখে পড়ার সাথে সাথে আমি তাকে ব্লক করি দিই। আমি সবসময় আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি, তাই অফিসে সারাক্ষণ ব্যস্ত থাকা লাগে। কোরিয়া তে ইপিএস এর সহযোগিতা করার জন্য এই একটি মাত্র কাউন্সেলিং সেন্টার রয়েছে। আর আমার অফিসে আমি ছাড়া আর কোনো বাংলাদেশি নেই। সুতরাং এত ব্যস্ততার ফাঁকে আমি সময় পেলে পোস্ট করি বা কমেন্ট এর উত্তর দিই। কিন্তু একটা উত্তর দিতে না পারলে আপনি খারাপ কমেন্ট করতে পারেন না। তাছাড়া এইটা কোনো অফিসিয়াল পেইজ নয়। এটা আমার পার্সোনাল পেইজ। যদি সময় থাকে আমি রিপ্লাই দিবো, নয়তো দিবো না। আমি নিশ্চয় আপনাদের সব কমেন্ট বা ম্যাসেজ এর এর রিপ্লাই দিতে বাধ্য নয়। এখন থেকে একটি বাজে কমেন্ট করলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সেই ব্যক্তির প্রোফাইল সহ স্ক্রিনশর্ট নিয়ে রাখবো। যে কাউকে নিয়ে আপনি বাজে কমেন্ট করার অধিকার রাখেন না।
ধন্যবাদ ।

স্বাধীনতা দিবসে সেই বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যারা আমাদের শান্তির জন্য বীরত্বের সাথে লড়াই করেছেন।
26/03/2024

স্বাধীনতা দিবসে সেই বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যারা আমাদের শান্তির জন্য বীরত্বের সাথে লড়াই করেছেন।

26/03/2024

আমার অফিসে নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, পাকিস্তান লোক নিয়োগ দেওয়া হচ্ছে।
ভিসার ক্যাটাগরি f2, f4, f5, f6 হতে হবে। অবশ্যই কোরিয়ান ভাষায় পারদর্শী হতে হবে ,এবং কোরিয়ান ভালো টাইপিং জানতে হবে। কোরিয়াতে আপনাদের পরিচিত মধ্যে আগ্রহী কেউ থেকে থাকলে যোগাযোগ করার অনুরোধ রইল।
কাজ এর ধরন : কর্মসংস্থান পারমিট সিস্টেম তথ্য পরামর্শ দেওয়া

25/03/2024

অনেকে জানতে চাচ্ছিলেন ইপিএস এর নতুন খাত হোটেল বা রেস্টুরেন্টে কবে থেকে লোক নিবে?
আগামী মাসে এপ্রিল থেকে রেস্টুরেন্ট এবং হোটেলের কাজের জন্য ইপিএস কর্মীর আবেদন শুরু হবে। হোটেলের কাজ এর মধ্যে শুধু পরিষ্কার পরিছন্ন এবং কোরিয়ান রান্নার কাজে সহকারি হিসাবে কাজ করতে পারবে। উল্লেখ্য যে এইসব সেক্টরে দীর্ঘদিন ধরে শ্রমিকের ঘাটতি ছিল।

24/03/2024

সম্প্রতি জব সেন্টার থেকে একটি জরিপে দেখা গিয়েছে কোরিয়াতে ইপিএসের ১৬ টি দেশের মধ্যে কোরিয়ান কোম্পানি মালিক দের কাছে ১ নাম্বার পছন্দের দেশের মধ্যে রয়েছে কম্বোডিয়া দেশের লোক। জব সেন্টারে কোম্পানি যখন আবেদন করতে আসে ১ নাম্বার পছন্দের দেশ এবং ২ নাম্বার পছন্দের দেশের নাম এর তালিকা দিলে ১ নাম্বারে তারা কম্বোডিয়া দেশের লোক কে চয়েস করে থাকে।

22/03/2024

ইদানীং যে বিষয় টা নিয়ে অফিসে বেশি কল পাচ্ছি, দেশে না গিয়ে একটানা ১০ বছর কোরিয়াতে থাকার আইনটি চালু হয়েছে কিনা?
উত্তর : না, এখন ও পযর্ন্ত আইনটি কার্যকর হয়নি। আইন কার্যকর হলে পোস্ট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।

21/03/2024

গত পরশু দিন আমি রিলিজ নেওয়ার বিষয়ে সতর্কতা দিয়ে কিছু কথা লিখেছিলাম।বর্তমানে কয়েক টা শহরে যেখানে আগে বাংলাদেশি অনেক লোক এর চাহিদা থাকলে ও দিন দিন বাংলাদেশির লোক এর চাহিদা কমছে, এটা আমার মন গড়া কোন কথা নয়, জব সেন্টার থেকে আমাদেরকে এটা জানিয়েছে।আমরা সবাই জানি যে, বর্তমানে বাংলাদেশির ইস্যুর হার ও আগের তুলনায় কমে গেছে। কোরিয়াতে যারা আছেন তাদের হয়তো কোনো না কোনো একটা ব্যবস্থা হবে, কিন্তু যারা দেশে রোস্টার হয়ে বসে আছে তাদের টেনশন বেড়ে যাচ্ছে। আমি প্রধানত যেই সমস্যা গুলো দেখতে পাচ্ছি ,মানে সরাসরি বাংলাদেশি যেই কেইস গুলো ফেইস করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য ,বেশিরভাগ বাঙালি ক্ষেত্রে হয়েছে দেখলাম ,রিলিজ নেওয়ার জন্য মালিকপক্ষকে রিলিজ নিবে বলে, যখন মালিক রিলিজ দেয় না, তখন অতি সাধারণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোম্পানির নামে মামলা করে,ওই মালিক কিয়ামতের পূর্ব পর্যন্ত আর কোন বাঙালি নিয়োগ দিবে না । এমনকি সেই মালিকের কাছ থেকে অন্য কিছু মালিকও বিষয়টা জানতে পারলে এই মালিক গুলি বাঙালি শ্রমিকের নিয়োগের ব্যাপারে সতর্ক হবে। বাঙালি শ্রমিক সহজে নিয়োগ দিবে না।তাই যতটুকু পারা যায় মামলাজড়িত সমস্যায় না গিয়ে সমোঝোতার মাধ্যমে সমাধান করতে পারলে ভালো হয়। মামলার কারণে আমাদের নিজেদের ভাবমূর্তি নষ্ট হয়। তারপর একি দেশের মানুষ একসাথে থেকে ঝগড়া করে, বা গায়ে হাত তুলে,একে অন্যের নামে মালিকের কাছে কমপ্লেন করে। যেটা কোরিয়ান মালিক দের কাছে নিজের দেশের ভাবমূর্তি নষ্ট করা।
অনেকে কোম্পানি তে একটু কাজ কমে গেলে বা ওভারটাইম কম হলে কোম্পানি পরিবর্তন করার জন্য মরিয়া হয়ে যায়। মাঝে মাঝে এইসব বিষয় একটু ছাড় দিতে হবে, আমরা মনে রাখি না, দেশে থাকলে আমরা কত টাকা ইনকাম করতে পারতাম? ওটা আমরা হিসাব করি না। অনেকে আমাকে বলে আপু কোম্পানি তে শুধু বেসিক ডিউটি হচ্ছে, তাই কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছি।কোম্পানি অবস্থা সবসময় একি রকম থাকে না। মাঝে মাঝে কাজ বেড়ে বা কমে ও যেতে পারে। তাই কাজ কমে গেলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
অনেকে যদি ও বা ভাষা ঠিকমতো না জানার কারনে মালিক বাংলাদেশি নিতে চাচ্ছে না এটা উল্লেখ করছে, তবে আমার জানা মতে যেহেতু আমার অফিসে ইপিএসের ১৬ টা দেশের প্রতিনিধি রয়েছে, যতটুকু দেখেছি বাংলাদেশিরা অনান্য দেশের তুলনায় কোরিয়ান ভাষা ভালো পারে। আমার দৃষ্টিকোন থেকে উপরের বিষয় গুলো তে আর একটু সতর্ক হলে ভালো হয়। তাতে কোরিয়া তে আমাদের দেশের লোকের সুনাম বৃদ্বি পাবে বলে মনে করি।
ধন্যবাদ।

সতর্কতামূলক পোস্ট : প্রতিদিন যেহেতু কোরিয়া বিভিন্ন জব সেন্টারে কথা বলা হয়, সেই সূত্রে জানতে পারছি, এখন চাকরির অবস্থা খু...
19/03/2024

সতর্কতামূলক পোস্ট :
প্রতিদিন যেহেতু কোরিয়া বিভিন্ন জব সেন্টারে কথা বলা হয়, সেই সূত্রে জানতে পারছি, এখন চাকরির অবস্থা খুব একটা ভালো নয়, শিহুং জব সেন্টার থেকে বললো আমাদের এইখানে শুধু মাত্র একটি কোম্পানি বাংলাদেশি আবেদন করা আছে, ইনছন সকু জব সেন্টার থেকে ও বলছে, আমাদের এইখানে বাংলাদেশি আবেদন করা কোম্পানি নেই, যাতে অন্য জায়গায় চেঞ্জ করে নেয়। এতদিন হোয়াসং এর দিকে মোটামোটি জব এর মেসেজ ছিল, গত সপ্তাহে হোয়াসং সিটি থেকে ও বললো তাদের এইখানে বাংলাদেশি আবেদন করা খুব একটা কোম্পানি নেই, যাতে অন্য জায়গায় চেঞ্জ করে নেয়। গুয়াংজু , আনসান জব সেন্টারে ও একি অবস্থা। বর্তমানে বাংলাদেশী ভাই যারা রিলিজে আছেন, তারা এখন বার বার বিভিন্ন শহর চেঞ্জ করছেন। তাতে ও লাভ হচ্ছে না। তো এখন যারা রিলিজ নিবেন ভাবছেন, তারা অব্যশই ভালো করে ভেবে চিন্তে রিলিজ নিবেন। আবার অনেকের ভুল ধারনা রয়েছে যে,জব সেন্টার থেকে প্রথম দিকে ভালো মেসেজ দেয় না, শেষের দিকে ভালো মেসেজে দেয়। তাই অনেকে প্রথম দিকে যেই মেসেজ গুলো পায়, ওই গুলো অ্যাভয়েড করে। জব সেন্টার থেকে ভালো খারাপ বাছাই করে করে মেসেজ দেয় না। যেই সব কোম্পানী বাংলাদেশী আবেদন করা আছে, এই কোম্পানি মেসেজ গুলো দেওয়া হয়।
বি :দ্র: জব সেন্টারের তথ্য মোতাবেক কোরিয়া তে বাংলাদেশি আবেদনের সংখ্যা কম।
কেন দিন দিন বাংলাদেশির চাহিদা কমে যাচ্ছে, এই উত্তর টি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা বলুন।

07/03/2024

যাদের লটারি তে নাম আসছে সবাইকে অভিনন্দন।যাদের নাম আসে নাই ,মন খারাপ না করে হতাশ না হয়ে আগামীবারে আবার চেষ্টা করবেন। যাদের নাম আসছে সবাই এখন থেকে ভালো করে পড়াশুনা করেন, যাতে ভালো মার্ক পেয়ে পাস করে রোস্টার হতে পারেন। সবার জন্য শুভ কামনা রইলো ।🥰🥰

03/03/2024

সরকারিভাবে দক্ষিন কোরিয়াতে ইপিএস সিস্টেমে যাওয়ার জন্য লটারি আগামীকাল ৪ ও ৫তারিখ

নিবন্ধন সংক্রান্ত নোটিশ২০২৪ সালে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগামী ৪-৫ মার্চ তারিখ উম্মুক্ত পদ্ধতিতে অনলাইন...
02/03/2024

নিবন্ধন সংক্রান্ত নোটিশ

২০২৪ সালে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগামী ৪-৫ মার্চ তারিখ উম্মুক্ত পদ্ধতিতে অনলাইনে প্রাথমিক নিবন্ধন হবে। উক্ত নিবন্ধনে কোরিয়ান ভাষা জানা প্রার্থীদের অংশগ্রহণের জন্য পরামর্শ দেয়া হলো।

যোগ্যতা ও শর্তাবলী
১। কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
২। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ মার্চ ৪, ১৯৮৫ হতে মার্চ ৪, ২০০৬ এর মধ্যে হতে হবে);
৪। পাসপোর্ট-এর মেয়াদ ৪ মার্চ ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে অবশ্যই মার্জিত হতে হবে;
৭। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

আগামী ৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা হতে ৫ মার্চ ২০২৪ বিকাল ৫ টায় পর্যন্ত নির্ধারিত নিবন্ধন ফি ৫০০/- (পাঁচশ) টাকা + বিকাশ চার্জ (অফেরতযোগ্য) বিকাশ গেটওয়ের মাধ্যমে জমা করে Transaction ID গ্রহণ পূর্বক নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd-এ চাহিত তথ্য (নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, পাসপোর্ট নম্বর, নিজ-পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বরসহ প্রয়োজনীয় তথ্য) পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ, এক্ষেত্রে আগে আপনার হালনাগাদ পাসপোর্টের জন্য উপরে বর্ণিত নিবন্ধন ফি প্রদান করে তারপর সংশ্লিষ্ট Transaction ID ব্যবহার করে নিবন্ধন করতে হবে। প্রার্থীগণকে বিকাশের মাধ্যমে ফি প্রদানপূর্বক প্রাপ্ত Transaction ID সংরক্ষণ করতে হবে কারণ এটি ছাড়া নিবন্ধন করা যাবে না। নির্ধারিত তারিখ ও সময়ের পর নিবন্ধন সাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ফি প্রদান করা থাকলেও আর নিবন্ধন সম্পন্ন করা যাবে না। ফলে আগামী ৫ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৪.৩০ টার পর নির্ধারিত নিবন্ধন ফি বিকাশ গেটওয়ার মাধ্যমে প্রদান না করার জন্য অনুরোধ করা হলো।

অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ১২৪০০ (বার হাজার চারশ)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)-এ অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।

লটারি সংক্রান্ত কার্যক্রম আগামী ৭ মার্চ ২০২৪ তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীগণ লটারির সময় উপস্থিত থাকতে পারবেন। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ বোয়েসেলএর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে প্রচার করা হবে।

লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ২৮ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ প্রদানপূর্বক কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশপত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৭ মে হতে ২১ জুন ২০২৪ তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নোটিশ এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্তি সাপেক্ষে আগামী ১৫ মে ২০২৪ তারিখ বোয়েসেল এর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে যথাসময়ে প্রচার করা হবে।
তথ্যসূত্র :বোয়েসেল

🇰🇷দক্ষিণ কোরিয়ার  কর্মী নিয়োগ লটারি রেজিষ্ট্রেশনের তারিখঃ ৪ & ৫-ই-মার্চ ২০২৪ ইং,সময়ঃ সকাল ১০ঃ০০ টা থেকে বিকেল ৪ঃ০০ টা প...
26/02/2024

🇰🇷দক্ষিণ কোরিয়ার কর্মী নিয়োগ লটারি রেজিষ্ট্রেশনের তারিখঃ ৪ & ৫-ই-মার্চ ২০২৪ ইং,
সময়ঃ সকাল ১০ঃ০০ টা থেকে বিকেল ৪ঃ০০ টা পর্যন্ত।

🇰🇷লটারিতে আবেদনের সময় যা যা কাগজ লাগবেঃ
১, নাম।
২, জন্মতারিখ।
৩, পাসপোর্ট নম্বর।
৪, জাতীয় পরিচয়পত্র নম্বর। / জন্মনিবন্ধন নাম্বার
৫, পিতামাতার নাম।
৬, পিতামাতার জাতীয় পরিচয় পত্র নম্বর।
৭, রঙিন পরিষ্কার পাসপোের্ট স্ক্যানকপি।( শুধু ছবি ওয়ালা পেইজ) ( সাইজ- ৬০০*৪০৩)( ৪৬-৫৯ কেবির মধ্যে)
৮, ব্যাকগ্রাউন্ড সাদা রঙিন পরিষ্কার ছবি।( সাদা জামা পরা যাবেনা, সাইজ - ২৭০*৩৪৯, ১৪ কেবির মধ্যে হতে হবে।
৯, নিজস্ব মোবাইল নম্বর।
১০,এস,এস,সি পাশের বছর উল্লেখ করতে হবে।
১১,একটা ইমেইল আইডি।

সকালে ঘুম থেকেই উঠেই দেখি চারিদিক সাদা হয়ে আছে। শ্বেত শুভ্রতার অসহ্য সোন্দর্য্য যেন পৃথীবির চারিদিকে।☃️হয়তোবা এই শীতে...
22/02/2024

সকালে ঘুম থেকেই উঠেই দেখি চারিদিক সাদা হয়ে আছে। শ্বেত শুভ্রতার অসহ্য সোন্দর্য্য যেন পৃথীবির চারিদিকে।☃️
হয়তোবা এই শীতের শেষ তুষার।

আজ মহান অমর একুশে ফেব্রুয়ারি । মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করছি। 🙏...
21/02/2024

আজ মহান অমর একুশে ফেব্রুয়ারি । মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করছি। 🙏🙏

20/02/2024

আজ বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে শুরু হয়েছে কোরিয়ায় আসার জন্য কোরিয়ান ভাষা পারদর্শীদের অনলাইন নিবন্ধন ।কোটা পূরণ হওয়া পযর্ন্ত নিবন্ধন চলবে আগামীকাল বিকেল ৪ টা পর্যন্ত। আবেদনের সময় যাতে কোনো রকম ভুল না হয়,অন্য কাউকে দিয়ে আবেদন করলে ও আপনি অবশ্যই আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা চেক করে নিবেন। সবার জন্য শুভ কামনা
নিবন্ধন লিংক -
http://eps.boesl.gov.bd/fcfs/

18/02/2024

এটি আমার নতুন পেইজ, কিছু সমস্যার কারণে এই পেইজ টি কন্টিনিউ ব্যবহার করতে পারবো না। তাই নতুন পেইজ খুলেছি, যারা আমার এই পেইজে ফলো করেন অনুগ্রহ করে ,তারা আমার নতুন এই পেইজ টিতে লাইক আর ফলো দিয়ে রাখবেন। এখন থেকে কোরিয়া সর্ম্পকিত সব তথ্য এবং ভিডিও আমার নতুন পেইজে পাবেন।
আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।

https://www.facebook.com/profile.php?id=61555649404014&mibextid=LQQJ4d

কোরিয়ার সব তথ্য এবং সকল আপডেট সাথে সাথে পেতে এই পেইজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন।।

17/02/2024

দক্ষিণ কোরিয়ায় সরকারীভাবে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সার্কুলার নিয়ে আজকের লাইভ।

সুখবর আসছে সবার জন্য।এবার কোরিয়ার জন্য যারা সনদ নিয়ে চিন্তা করছেন বোয়েসেল থেকে এইটা সংশোধন করা হয়েছে।এই বিষয়ে আজকে বাংলা...
17/02/2024

সুখবর আসছে সবার জন্য।এবার কোরিয়ার জন্য যারা সনদ নিয়ে চিন্তা করছেন বোয়েসেল থেকে এইটা সংশোধন করা হয়েছে।এই বিষয়ে আজকে বাংলাদেশ সময় ৭.৩০ এ লাইভে বিস্তারিত আলোচনা করা হবে আমার পেইজে।যাদের বিভিন্ন প্রশ্ন আছে লাইভে জয়েন হয়ে সব কিছু বুঝে নিতে পারবেন।
ধন্যবাদ।
পোস্টটি শেয়ার করে সবাই কে জানানোর সুযোগ করে দিন।


বোয়েসেলের কোরিয়ান ভাষা পারদর্শী এবং লটারির সার্কুলার নিয়ে গুরুত্বপূর্ণ লাইভ হবে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ টায়।য...
16/02/2024

বোয়েসেলের কোরিয়ান ভাষা পারদর্শী এবং লটারির সার্কুলার নিয়ে গুরুত্বপূর্ণ লাইভ হবে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ টায়।যাদের সার্কুলার নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকবে তারা লাইভে সরাসরি জেনে নিতে পারবেন।
ধন্যবাদ।

16/02/2024

নিবন্ধন সংক্রান্ত জরুরি নোটিশ

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে।

কোরিয়ান ভাষা পারদর্শী (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) সম্ভাব্য নিবন্ধন আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ এবং সাধারণ (লটারি) সম্ভাব্য নিবন্ধন আগামী ৪ ও ৫ মার্চ ২০২৪ তারিখ।

প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে (সনদ বাধ্যতামূলক);
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (এ সংক্রান্ত সনদ বাধ্যতামূলক);
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধনের পদ্ধতি
এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। আগামীকাল এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বোয়েসেল ওয়েবসাইটে প্রচার করা হবে।

সংশ্লিষ্ট সকলকে বহুল প্রচারের জন্য শেয়ার করার পরামর্শ দেয়া হলো।

13/02/2024

জরুরি নোটিশ

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে। প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:

১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধনের পদ্ধতি
এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। যথা শিঘ্রই এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বোয়েসেল ওয়েবসাইট ও এ পেইজে প্রচার করা হবে।

সংশ্লিষ্ট সকলকে বহুল প্রচারের জন্য শেয়ার করার পরামর্শ দেয়া হলো।

새해 복 많이 받으세요 ~~즐거운 명절 보내세요~^^
09/02/2024

새해 복 많이 받으세요 ~~즐거운 명절 보내세요~^^

আজকে বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ডক্টর মল্লিক আনোয়ার হোসেন স্যার এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব নুরুল ...
09/02/2024

আজকে বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ডক্টর মল্লিক আনোয়ার হোসেন স্যার এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব নুরুল ইসলাম কিরণ স্যার এর সাথে ছোটখাটো একটা মিটিং ছিলো।আমাদের এই মিটিং এর বিষয়বস্তু ছিলো সামনে কীভাবে বাংলাদেশ এর ইপিএস এর কর্মী কোটা বাড়ানো যেতে পারে,এখানে কর্মীরা কিরকম সমস্যা অতিক্রম করে,ইপিএস কর্মী দের সুবিধা অসুবিধা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।ভবিষ্যতে বোয়েসেল থেকে কোরিয়াতে আসার আগে কোরিয়ান ভাষার উপর গুরুত্ব সাথে সাথে, কোরিয়ার সংস্কৃতি ,এবং বিভিন্ন মেশিনারী প্রশিক্ষণের ব্যবস্থা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বোয়েসেল তাদের জায়গা থেকে ইপিএস এর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।ভবিষ্যতে আশা করি আমাদের সবার সহায়তায় ইপিএস এর বাংলাদেশীর কোটা আরো বৃদ্ধি পাবে।রোস্টার ভুক্ত সকলের জন্য শুভ কামনা রইলো।
Sumi South Korea



শুভ সকাল 🥰জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা।
07/02/2024

শুভ সকাল 🥰
জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা।

সবকিছু পরিবর্তন হবে। কোনো কিছুই আজকের মতো থাকবে না। তাই তৈরি করুন নিজেকে …
06/02/2024

সবকিছু পরিবর্তন হবে। কোনো কিছুই আজকের মতো থাকবে না। তাই তৈরি করুন নিজেকে …

Address

Seoul

Alerts

Be the first to know and let us send you an email when Sumi Barua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumi Barua:

Videos

Share

Category