Haroun Rashid

Haroun Rashid WELCOME TO ALL OF YOU WHO HAVE JOINED MY FACEBOOK PAGE.

17/10/2022

GLOBAL VILLAGE FESTIVAL-2022, ITAEWON, SOUTH KOREA. OCTOBER 15-16.

06/09/2022

নিম্মচাপের কারনে দক্ষিন কোরিয়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। কখনও থেমে থেমে আবার কখনও একটানা বৃষ্টি হচ্ছে। স্থানীয় গনমাধ্যমগুলো সারাক্ষণই আবহাওয়ার বর্তমান চিত্র তুলে ধরছেন।

15/07/2022

মিউজিক ড্যান্স
এখানকার আবাহাওয়া এখন খুবই সুন্দর।
বিকেলে সাগরের পাডে মিউজিকের সাথে পানির নিত্য প্রদর্শনী। উপভোগ করছেন দর্শনার্থী।

12/07/2022

|| এক ঝলক দেখে নিন ||
রাজধানী সিউলের ফুটপাতে যে সকল ফল ও সব্জি বিক্রয় করা হয়।

10/07/2022

কোরিয়ায় ঈদের আনন্দে সবাই উচ্ছ্বসিত।

04/05/2022

>>>>>>>|| ঈদ মোবারক ||>|| ঈদ মোবারক ||

18/04/2022

গত সপ্তাহে শেষ হল দক্ষিন কোরিয়ায় চেরী ফুলের উৎসব। করোনা মহামারির পর এবারই প্রথম বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল এই উৎসবে। এদেশে চেরী উৎসবের ঐতিহ্যবাহী স্থান Hangang Park of Seoul.

10/12/2021

গত ৭ ই ডিসেম্বর ২০২১ শেষ হল দক্ষিন কোরিয়ার KINTEX কার এক্সিভিশন সেন্টারে ইলেক্ট্রিক গাড়ির প্রদর্শনী "Seoul Mobility 2021" মার্সিটিজ বেন্জ ছাড়াও বিশ্বের অনেক নামী-দামী গাড়ি উৎপাদন প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তির সর্বশেষ ইলেক্ট্রিক কার নিয়ে হাজির হয়েছিলেন এই প্রদর্শনীতে। এখানে প্রদর্শীত হয়েছে ইলেক্ট্রিক প্রাইভেট কার, মিনিবাস, ট্রাক, স্পোর্টস কার, উড়ন্ত কার ও সাবমেরিন কারসহ নানারকম প্রযুক্তি। ১০ দিন ব্যাপী এই প্রদর্শনীতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আগামী দিনের ইলেক্ট্রিক কারগুলোর ডিজাইন ছিল খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন। প্রতিটি গাড়ির স্টিয়ারিং ও ড্যাশবোর্ড এমনভাবে তৈরী করা হয়েছে যেন, গাড়ি চালানোর সময় মনে হবে আপনি অফিসের ডেস্কে কম্পিউটার নিয়ে বসে আছেন।

আমাদের দেশে মধ্যবিত্তের একটা গাড়ি কেনার স্বপ্ন বুকে ধারণ করে যুগ যুগ ধরে। কখনও স্বাদ আর স্বাধ্যের একসাথে সমন্বয় হয় না। কারন জাপান থেকে ৫ লক্ষ টাকার একটি গাড়ি বাংলাদেশে গিয়ে পৌছালে এর দাম হয় ২৫ লক্ষ টাকা। তারপর আছে পেট্রোল বা ডিজেল খরচ। ১০০ কিলোমিটার চলতে খরচ হয় প্রায় হাজার টাকা। তাই মধ্যবিত্তের স্বপ্ন শুধু স্বপ্নটাই রয়ে যায়। তবে এবার সেই স্বপ্ন পূরণে গাড়ি শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে যাচ্ছে ইলেক্ট্রিক কার। বিশ্বব্যাপী জ্বালানি সাশ্রয়ী, অর্থনীতি ও গ্রীনহাউজ গ্যাস নি:সরন কমাতে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো বর্তমানে ইলেক্ট্রিক কার নির্মানে খুবই ব্যস্ত। প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়নে বদলে যাচ্ছে সারা বিশ্ব। এমন অগ্রযাত্রায় সহজেই অনুমান করা যায় নিকট ভবিষ্যতে গাড়ি শিল্পে বড় ধরনের পরিবর্তন নিয়ে হাজির হচ্ছে প্রযুক্তি।

ইতিমধ্যেই জাপান টয়োটা ও এলিয়নের মত গাড়িগুলোর উৎপাদন বন্ধ করে দিয়েছে। হাইব্রীড ও প্লাগইন হাইব্রীডের পর এবার ইলেক্ট্রিক গাড়ির দিকেই বেশি নজর দিচ্ছে সবাই। দক্ষিন কোরিয়ার রাস্তায়ও ইদানিং ইলেক্ট্রিক কার দেখতে পাওয়া যায়। এখানেও বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো পেট্রোল, অকটেন ও ডিজেলে চালিত গাড়িগুলোর উৎপাদন কমিয়ে দিয়ে ইলেক্ট্রিক কারের প্রতি নজর দিচ্ছে।

এবার চলুন দেখি কি আছে ইলেক্ট্রিক কারে? আসলে তেমন কিছুই নাই। এই গাড়িতে কোন ইন্জিন নেই। পেছনের দুই চাকার মাঝখানে একটি মটর এবং সামনের দুই চাকার মাঝখানে একটি মটর এবং নিচে পুরু বডিতে লাগানো একটি লিথিয়াম আয়ন ব্যাটারী। এই ব্যাটারী একবার চার্জ দিলে (ব্যাটারী ক্ষমতা অনুযায়ী) প্রায় ৩০০ থেকে ৭০০ কিলোমিটার চলতে সক্ষম। এবং প্রতিবার চার্জিং খরচ বাংলাদেশী টাকায় মাত্র ২০০ থেকে ৩০০ টাকা।

ইলেক্ট্রিক কার সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে ইনবক্সে লিখুন।

মোড়ল হারুন
দক্ষিন কোরিয়া।

@ অস্থির এই পৃথিবীতে আজ আমরা সবাই আতংকিত। একমাত্র সাবধানতাই আমাদের একমাত্র অবলম্বন। তাই ভয় পাবেন না। সাবধানে থাকুন। নিয...
14/06/2020

@ অস্থির এই পৃথিবীতে আজ আমরা সবাই আতংকিত। একমাত্র সাবধানতাই আমাদের একমাত্র অবলম্বন। তাই ভয় পাবেন না। সাবধানে থাকুন। নিয়মনীতি মেনে চলুন। সুস্থ্য ও সুন্দর হোক আগামী দিনগুলো।

01/06/2020

Important Post for Corona Virus

Address

Incheon
21128

Alerts

Be the first to know and let us send you an email when Haroun Rashid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haroun Rashid:

Videos

Share

Category


Other Video Creators in Incheon

Show All

You may also like