নিম্মচাপের কারনে দক্ষিন কোরিয়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। কখনও থেমে থেমে আবার কখনও একটানা বৃষ্টি হচ্ছে। স্থানীয় গনমাধ্যমগুলো সারাক্ষণই আবহাওয়ার বর্তমান চিত্র তুলে ধরছেন।
কোরিয়ায় ঈদের আনন্দে সবাই উচ্ছ্বসিত।
>>>>>>>|| ঈদ মোবারক ||<<<<<<<
>>>>>>>|| ঈদ মোবারক ||<<<<<<<
সারাবিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই=বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমরা যে যেখানেই আছি সৃষ্টিকর্তা যেন আমাদের সুস্থ্য ও সুন্দরভাবে জীবনধারনে তৌফিক দান করেন সেই প্রত্যাশাই করছি।
মোড়ল হারুন
দক্ষিন কোরিয়া।
গত ৭ ই ডিসেম্বর ২০২১ শেষ হল দক্ষিন কোরিয়ার KINTEX কার এক্সিভিশন সেন্টারে ইলেক্ট্রিক গাড়ির প্রদর্শনী "Seoul Mobility 2021" মার্সিটিজ বেন্জ ছাড়াও বিশ্বের অনেক নামী-দামী গাড়ি উৎপাদন প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তির সর্বশেষ ইলেক্ট্রিক কার নিয়ে হাজির হয়েছিলেন এই প্রদর্শনীতে। এখানে প্রদর্শীত হয়েছে ইলেক্ট্রিক প্রাইভেট কার, মিনিবাস, ট্রাক, স্পোর্টস কার, উড়ন্ত কার ও সাবমেরিন কারসহ নানারকম প্রযুক্তি। ১০ দিন ব্যাপী এই প্রদর্শনীতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আগামী দিনের ইলেক্ট্রিক কারগুলোর ডিজাইন ছিল খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন। প্রতিটি গাড়ির স্টিয়ারিং ও ড্যাশবোর্ড এমনভাবে তৈরী করা হয়েছে যেন, গাড়ি চালানোর সময় মনে হবে আপনি অফিসের ডেস্কে কম্পিউটার নিয়ে বসে আছেন।
আমাদের দেশে মধ্যবিত্তের একটা গাড়ি কেনার স্বপ্ন বুকে ধারণ করে যুগ যুগ ধরে। কখনও স্বাদ আর স্বা