21/06/2024
ভেবেছিলাম ভালোবাসা পাওনি বলে, ভালোবাসা পাবার তীব্র আকাঙ্খা নিয়ে তুমি আমাকে চাইবে।কিন্তু সহজলভ্য সবকিছুই সস্তা হয়ে যায়।সস্তাকে মানুষ নেয় কিন্তু ভালোবাসেনা।অথচ তোমাকে পাবার জন্য কত হৃদয়ের তীব্র বাসনাকে আমি উপেক্ষা করেছি।
"মানুষ এমন তয়
পাইবার পর নিতান্ত মাটির লাগে তার সোনার মোহর🙂"