Nila Islam

Nila Islam This is a daily diary of a poor women who never want to leave her won land.

21/06/2024

ভেবেছিলাম ভালোবাসা পাওনি বলে, ভালোবাসা পাবার তীব্র আকাঙ্খা নিয়ে তুমি আমাকে চাইবে।কিন্তু সহজলভ্য সবকিছুই সস্তা হয়ে যায়।সস্তাকে মানুষ নেয় কিন্তু ভালোবাসেনা।অথচ তোমাকে পাবার জন্য কত হৃদয়ের তীব্র বাসনাকে আমি উপেক্ষা করেছি।

"মানুষ এমন তয়
পাইবার পর নিতান্ত মাটির লাগে তার সোনার মোহর🙂"

19/06/2024

আমার প্রথম সন্তান হারানোর পরের কথা বলি।অনুভূতি বলি শোনেন।
আমি রাতের পর রাত ঘুমাতে পারতাম না।মনে হতো আমার মৃত সন্তান আমার বিছানার কাছে বসে আছে।পাশে নয় একটু দূরে।রাগ করে যেমন কোন শিশু বসে থাকে তেমন।এক গাদা অভিমান চোখে নিয়ে তাকিয়ে আছে।আমি ঘরের আবছা অন্ধকারে চোখ বড় করে দেখার চেষ্টা করতাম।সত্যিই কি কেউ বসে আছে!?
মনে হতো সত্যিই বসে আছে। কখনও কখনও ওকে দেখতামও।যদিও মনের গহীনে জানি এটা মিথ্যা।নিরেট মিথ্যা। কেউ নেই।কেউ না। তবুও মনের আরেক অংশ পুড়তো।হাহাকার করতো।আহারে আহারে আমার সন্তান! যাকে ছুঁয়ে দেখা হয়নি কখনও।আহারে মানিক আমার!
মাঝেমাঝে পাশের মানুষটাকে ঝাঁকি দিয়ে ডাকতাম। জানতে চাইতাম ওইখানে কেউ বসে আছে কিনা।সে বলতো না।কেউ নেই।ঘুমাও।মন খারাপ করোনা।সব ঠিক হয়ে যাবে।আমার এই হাহাকারের সাথে তার পরিচয় নেই।আমার এই গভীর ক্ষতর গভীরতা সে জানেনা।এই গভীরতা মাপতে গেলে সে ক্ষতের গভীর অন্ধকারে ডুবে যেতো।কি দরকার?
আজ কত বছর হলো হাহাকার এক ফোটা কমলো নারে সোনা। আজও পরানটা পোড়ে।চোখে বন্যা নামে লক্ষী আমার। মা তোমাকে মিস করি।

住所

Wakabayashi Ku
Sendai, Miyagi
984-0822

ウェブサイト

アラート

Nila Islamがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する


デジタルクリエイターのその他Sendai

すべて表示