BibekBarta

BibekBarta জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা

17/07/2024

গোপাল ভাড়ের গল্প" এখন থেকে আপনি / আপনারা নিয়মিত দেখতে পাবেন এই পেইজে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি জাবেদ মিরাজ ভাইয়ে প্রতি।

14/07/2024

Japan Bangladesh friends society আয়োজিত গেট টুগেদার অনুষ্ঠান

10/07/2024

( চিকিৎসক ডাক্তার নারায়ন ব্যানার্জীর ওয়াল থেকে সংগৃহীত)

ইকোটোরিয়াল গুয়েনা দেশটার নাম শুনেছেন ? আমি তো শুনিনি। ম্যাপ খুলে দেখলাম সেন্ট্রাল আফ্রিকার ওয়েস্ট কোস্টে ছোট্ট একটি দেশ। এই দেশটি কেন খুঁজলাম ? কেননা স্পেনের এক সতেরো বছরের বালক, ফুটবল ওয়ার্ল্ডে হৈচৈ ফেলে দিয়েছে। ছেলেটির নাম লেমিনে ইয়ামল।

এই ছেলেটির জন্ম স্পেনে কিন্তু ওর মা ইকোটোরিয়াল গুয়েনা-র আর বাবা মরোক্কোর। ছেলেটির এমন ফুটবল প্রতিভা যে মাত্র ১৬ বছর বয়েসে সে স্পেনের জাতীয় দলে জায়গা করে নিয়েছে এবং আবির্ভাবেই ইউরো কাপ মাতিয়ে দিয়েছে। এ যেন এক অভিমন্যু যে কুরুক্ষেত্রে চক্রব্যূহ ভেদ করে ঢুকে পড়েছে, যার যুদ্ধ দেখে ভীষ্ম, দ্রোণের মতো তাবড় ফুটবল কোচেরাও বলছেন "ঠিক যেন অর্জুন !"

ইউরোপের খবরে প্রকাশ, প্যারিসের সাঁ-জা ক্লাব নাকি এই বাচ্চা প্লেয়ারটিকে পেতে ঝাঁপিয়েছে এবং তারা নাকি ওর জন্য ২২৫ মিলিয়ন ইউরো (ভারতীয় টাকায় ২০০০ কোটি টাকারও বেশি) দিতে রাজি - এতো টাকা নাকি তারা নেইমারের জন্যেও দেয়নি ! কিন্তু সেটার থেকেও আরো আশ্চর্যের খবরটি প্রকাশ করেছে একটি জার্মান খবরের কাগজ - বিল্ড। খবরটি হলো এই প্লেয়ারটিকে নিয়ে স্পেনের ন্যাশনাল কোচ ডেলা ফন্টে বড়োই বিপদে পড়েছেন। তার কারণ হলো জার্মান লেবার ল !

জার্মান লেবার ল অনুযায়ী কোনো নাবালক বা নাবালিকাকে রাত ৮ টার পরে কাজ করানো যায় না। প্রফেশনাল অ্যাথেলিটদের জন্য কিছুটা ছাড় দিয়ে সেটা নাকি রাত ১০ টা। ল-টি জার্মানিতে এতটাই স্ট্রিক্টলি এনফোর্সড যে এর ভায়োলেশন যিনি করবেন তার বা তাদের জেল যাত্রা সুনিশ্চিত !

স্পেন-ইতালি ম্যাচে দুর্দান্ত খেলছিলেন ইয়ামল। কিন্তু রাত দশটা বেজে যাবার আগেই, স্প্যানিশ কোচ ওকে তুলে নিতে বাধ্য হন - নয়তো জার্মান অথরিটি হয়তো কোচ ডেলা ফন্টেকেই জেলে ভরতো ! ফুটবল খেলাটাও লেবার ল-এর মধ্যেই পড়ে কিনা ! কোচ ডেলা ফন্টের এখন সবচেয়ে মাথাব্যথা ম্যাচের কতটা সময় উনি ইয়ামলকে খেলাতে পারবেন !
‎‎
আর ভারতে ? শিশুশ্রম নিয়ে অনেক আইন থাকলেও তার এনফোর্সমেন্ট নিয়ে আমরা সম্পূর্ন উদাসীন। তাই রাত সাড়ে এগারোটায় কোনো ছোটু বা ছুটকি নামের নাবালক বা নাবালিকাকে চায়ের দোকানে এঁটো বাসন মাজতে দেখলে আমাদের কিছুই মনে হয় না।

এই ছোটু বা ছুটকিরা কোনোদিন জানতেও পারবে না তাদের বয়েসী একটি ছেলে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার হতে চলেছে যার কাজের সময় নিয়ে একটি দেশের আইন, স্পেনের জাতীয় দলের ফুটবল অফিসিয়ালদের রাতের ঘুম কেড়ে নিয়েছে !

‎--- ©️ আশাভরী সেন.

07/07/2024

বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার ছেলে শহিদুল হক। জাপানে বিশ্বখ্যাত ইউটিউবার বনি আমিন ভাইয়ের প্রতিনিধি।

টোকিও থেকে ফিরেদৈনিক দেশ রূপান্তর পত্রিকারনাজমুল লিখন ভাইয়ের লেখা প্রবন্ধ।সকলকে পড়ার অনুরোধ করছি।
30/06/2024

টোকিও থেকে ফিরে
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার
নাজমুল লিখন ভাইয়ের লেখা প্রবন্ধ।

সকলকে পড়ার অনুরোধ করছি।

দেশে পরিচিত - অপরিচিত অনেকেই এবছরএইচ এস সি পরীক্ষা লিখছে। তাদের জন্য দোয়া করি,যেন সুন্দর মতো পরীক্ষা লিখে সফলতা অর্জন কর...
30/06/2024

দেশে
পরিচিত - অপরিচিত
অনেকেই এবছর
এইচ এস সি পরীক্ষা লিখছে।
তাদের জন্য দোয়া করি,
যেন সুন্দর মতো পরীক্ষা লিখে
সফলতা অর্জন করতে পারে।
সৃষ্টিকর্তা যেন
তাদের সকলের প্রতি সহায় থাকেন।

আমার নতুন করা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি।
29/06/2024

আমার নতুন করা এই
ইউটিউব চ্যানেলটি
সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি।

এবছর কোরবানির ঈদ উপলক্ষে কিনতে যাওয়া ছাগল দিয়ে এটাই প্রমাণিত যে, ছাগলের দাম যত বেশি হউক না কেন, ছাগল ছাগলামি করবেই। কারণ...
29/06/2024

এবছর
কোরবানির ঈদ উপলক্ষে
কিনতে যাওয়া ছাগল দিয়ে
এটাই প্রমাণিত যে,
ছাগলের দাম যত বেশি হউক না কেন,
ছাগল ছাগলামি করবেই।
কারণ ছাগল যে ছাগলই।
🇧🇩

23/06/2024
ছবি কথা কয়।মুখ নেই, তবুও প্রকাশ করেঅনেক কিছু।অভিনেতা, কিন্তু অভিনয় নয়, পুরোটা বাস্তবতা।একদিকে কোকাকোলা বর্জন অপরদিকে কোক...
12/06/2024

ছবি কথা কয়।
মুখ নেই, তবুও প্রকাশ করে
অনেক কিছু।

অভিনেতা, কিন্তু
অভিনয় নয়, পুরোটা বাস্তবতা।
একদিকে কোকাকোলা বর্জন
অপরদিকে কোকাকোলার
প্রচার প্রচারণা।

12/06/2024

জাপানের সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট * আকিহাবারা।

11/06/2024

টোকিওর সবচেয়ে বড় ও সুন্দর মসজিদ এটি।

09/06/2024
03/04/2024

আমরা সম্প্রীতির কথা বলি এই স্লোগানকে সামনে রেখে

06/03/2024

বিবেক পাবলিকেশন
মিশন একুশে বইমেলা-২০২৫
কার্যক্রম শুরু!
আপনি লেখক হিসাবে তৈরি তো?

জাপানেপরিচিত মুখ বি এম শাজাহান ভাইয়েরজন্মদিন উপলক্ষে বিবেক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন 🌺🌺🌺
05/03/2024

জাপানে
পরিচিত মুখ
বি এম শাজাহান ভাইয়ের
জন্মদিন উপলক্ষে
বিবেক পরিবারের পক্ষ থেকে
শুভেচ্ছা ও অভিনন্দন 🌺🌺🌺

27/02/2024

একুশে বইমেলা-২০২৪
বিশেষ বিবেচনায় বর্ধিত হয়েছে,
আগামী শুক্র ও শনিবার।
আমি আছি ইনশাআল্লাহ
আপনি আসছেন তো?

একুশে বইমেলা-২০২৪ এ বিবেক পাবলিকেশন থেকে প্রকাশিত জাপান প্রবাসী সাংবাদিক ও লেখক পি আর প্ল্যাসিড-এর উপন্যাস "মা" স্টক আউট...
23/02/2024

একুশে বইমেলা-২০২৪ এ বিবেক পাবলিকেশন থেকে প্রকাশিত জাপান প্রবাসী সাংবাদিক ও লেখক পি আর প্ল্যাসিড-এর উপন্যাস "মা" স্টক আউট।
আজ শেষ কপিটি সংগ্রহ করেন, দু'জন মানবাধিকার কর্মী।

পরবর্তি সংস্করনের জন্য অপেক্ষা করুন।

23/02/2024

বুকের গহীনে থাকা পদ্মপুকুরে

23/02/2024

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বৃহস্পতিবার ইসরায়েল

জাপান প্রবাসী লেখক ও সাংবাদিক পি আর প্ল্যাসিড সম্পাদিত হিরোশিমায় সংগঠিত নির্মম পারমানবিক বোমা হামলায় বেচে যাওয়া কিছু ভাগ...
23/02/2024

জাপান প্রবাসী লেখক ও সাংবাদিক পি আর প্ল্যাসিড সম্পাদিত হিরোশিমায় সংগঠিত নির্মম পারমানবিক বোমা হামলায় বেচে যাওয়া কিছু ভাগ্যবান মানুষের স্মৃতিকথা মূলক প্রথম বাংলা ভাষায় লেখা ঐতিহাসিক গ্রন্থ "হিরোশিমা কথা বলে" আজ এক খুদে পাঠকের হাতে তুলে দেয়ার কিছু স্থিরচিত্র।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা "চিত্ত ফ্রান্সিস রিবেরূ'র" লেখা ঐতিহাসিক গবেষণাগ্রন্থ "মুক্তিযুদ্ধে ভাওয়ালের খ্রিষ্টা...
23/02/2024

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা "চিত্ত ফ্রান্সিস রিবেরূ'র" লেখা ঐতিহাসিক গবেষণাগ্রন্থ "মুক্তিযুদ্ধে ভাওয়ালের খ্রিষ্টান সম্প্রদায়" পাওয়া যাচ্ছে বিবেক পাবলিকেশন-এর ৩৬৫ নাম্বার স্টলে।

22/02/2024

ভেনিজুয়েলার দক্ষিণ-পূর্ব বলিভার রাজ্যের অ্যাঙ্গোস্তুরা শ

22/02/2024

আমাদের স্কুল যেন এক প্রজাপতি

22/02/2024

অম্বর লেলিহান গাজার ধরণীতে,

22/02/2024

বিবেক পাবলিকেশন-এর ৩৬৫
আজ আছি বিকাল ৩টা থেকে
রাত ৯ টা পর্যন্ত।

21/02/2024

বিবেক পাবলিকেশন-এ
এই পর্যন্ত বেস্টসেল শীর্ষে
পি আর প্ল্যাসিড-এর উপন্যাস
"কেটে গেলো রাত"

住所

Tajima 4-26-17, 305
Saitama-shi, Saitama

電話番号

+819022360092

ウェブサイト

アラート

BibekBartaがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

BibekBartaにメッセージを送信:

ビデオ

共有する