গোপাল ভাড়ের গল্প -- (০১)
গোপাল ভাড়ের গল্প" এখন থেকে আপনি / আপনারা নিয়মিত দেখতে পাবেন এই পেইজে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি জাবেদ মিরাজ ভাইয়ে প্রতি।
ভিডিওটি দেখে মন্তব্য করার অনুরোধ করছি।
Japan Bangladesh friends society
Japan Bangladesh friends society আয়োজিত গেট টুগেদার অনুষ্ঠান
Shahidul Huq From Bangladesh, Living in Kanagawa Prifecture, Japan.
বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার ছেলে শহিদুল হক। জাপানে বিশ্বখ্যাত ইউটিউবার বনি আমিন ভাইয়ের প্রতিনিধি।
কাজ শেষ করে রাতের ট্রেনে ঘরে ফেরার দৃশ্য
সাপে বাচ্চা দেয় এটা তো নতুন জানা হলো। আপনিও কি নতুন জানেন? জানাবেন প্লিজ।
জাপানের সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট * আকিহাবারা।
জাপানের সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট * আকিহাবারা।
টোকিও জ্যামি মসজিদ।
টোকিওর সবচেয়ে বড় ও সুন্দর মসজিদ এটি।
৪ মে ২০২৪, শনিবার, জাপানের কানাগাওয়া প্রিফেকচারের সাগামিহারা তাকাতাবাশী নদীর ধারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল ইন জাপান। এতে আপনারা সকলে আমন্ত্রিত। ভিডিওটা শোনার পর দয়া করে শেয়ার করার মাধ্যমে অন্যদের শোনার সুযোগ করে দিন। - পি আর প্ল্যাসিড।
খুদে রিপোর্টার রুবায়েত মোড়লের সচেতন মূলক একটি ভিডিও ।
সবাইকে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি।
টোকিওতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা
🌺🌺🌺🌺🌺
গত ২৪ শে ডিসেম্বর ২০২৩, রবিবার টোকিওতে অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা ২০২৩। মেলার আয়োজন করে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ জাপান শাখা।
টোকিও, ইতাবাসি ওয়ার্ডস্থ উকিমাফুনাদো শহরের ফুনাদো হলে আয়োজিত মেলায় জাপানে বসবাসরত মহিলাদের মধ্যে কয়েকজন উদ্যোক্তা অংশগ্রহণ করে মেলাকে সফল করে তোলেন। এদের মধ্যে ছিলেন বাংলা বই (বিবেক), খাবার (সুরভী আক্তার), মসলা (জালাল আলী), চা, পোশাক ও একসেসরিজ (পুষ্পা) প্রমূখ।
মেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাজ্জাদুল হক ও সমন্বয়কারী হিসেবে ছিলেন ইয়াগুচি সুমন।
পরিষদের সভাপতি পি আর প্ল্যাসিড অংশগরহণ কারীদের উদ্দেশ্যে বলেন, জাপানে বিজয় মেলার যাত্রা শুরু কেবল পণ্য বেচাকেনা করার জন্য নয়। উদ্দেশ্য, জাপানে এই মেলার মাধ্যমে দেশীয় পন্য জাপানিদের মধ্যে পরিচয় করি
শুভ বড়দিনের শুভেচ্ছা
২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার টোকিওতে অনুষ্ঠিত বড়দিনের অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পি আর প্ল্যাসিড সম্পাদক বিবেকবার্তা (জাপান থেকে প্রকাশিত প্রথম অনলাইন বাংলা নিউজ পোর্টাল
(পরীক্ষামূলক সম্প্রচার)
(পরীক্ষামূলক সম্প্রচার) বিজয়ের অনুষ্ঠান জাপানের টোকিও থেকে
মাদল এর বর্ষপূর্তি উদযাপন
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
গত ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার জাপানে বাংলাদেশিদের একটি সাংস্কৃতিক সংগঠন মাদল তাদের প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষ্যে এক অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি অনুষৃঠিত হয় জাপানের ছাইতামা প্রিফেকচারস্থ মিছাতো শহরে। অনুষ্ঠানে মাদলের প্রতিষ্ঠাতা তফসির আহমেদ তুহিন বলেন জাপানে দিনদিন বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। বাড়ছে নতুন প্রজন্মের সংখ্যাও। বিষয়টি মাথায় রেখে তাদের বিনোদনের মাত্রায় ভিন্নতা যোগ করতে মাদল গঠন করা হয়। এসময় জাপানে বসবাসরত বাংলাদেশীদের দ্বারা পরিচালিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও আঞ্চলিক সংগঠনের প্রধানগন বক্তব্য রাখেন। এদের মধ্যে বক্তব্য রাখেন শেখ আলিমুজ্জামান, বাদল চাকলাদার, জাকির যোয়ারদার, শরাফুল ইসলাম, খন্দকার রতন, সুখেন ব্রহ্ম্য, বিপ্লব মল্লিক, রাজীব মাহমুদ, বাদল রা