JB News24

JB News24 দুনিয়ার সকল খবর সবার আগে আপনার দারপ্র?

04/03/2022

ইউক্রেনকে বোমা মেরে গুঁড়িয়ে দাও: পুতিনকে ফোন চেচেন সেনা কর্তা কাদিরভের

24/02/2022

News Updates
Ukraine War ……… 7 dead

20/02/2022
জাপান সরকার মার্চ মাস থেকে দেশে আগত লোকজনের সংখ্যার সর্বোচ্চ সীমা বৃদ্ধি করে নেয়া এবং বিশেষ শর্তের আওতায় বিদেশিদের গ্রহণ...
16/02/2022

জাপান সরকার মার্চ মাস থেকে দেশে আগত লোকজনের সংখ্যার সর্বোচ্চ সীমা বৃদ্ধি করে নেয়া এবং বিশেষ শর্তের আওতায় বিদেশিদের গ্রহণ করার বিষয়টি বিবেচনা করে দেখছে।

নতুন বিদেশিদের আগমন নীতিগতভাবে স্থগিত রাখা হয়েছে। ওমিক্রন ধরনের করোনাভাইরাসের আরও বিস্তার বন্ধ করার উদ্দেশ্যে দেশে ফিরে আসা জাপানি এবং অন্যান্য দেশের বসবাসকারীদের জাপানে পৌঁছুবার পর সাত দিন ধরে স্ব-বিচ্ছিন্ন থাকতে হয়।

ভাইরাসের এই ধরন নিয়ে পাওয়া আরও বেশি উপাত্তের দৃষ্টান্ত এবং টিকার বুস্টার ডোজ বিতরণে অগ্রগতির সম্ভাবনা তুলে ধরে সরকার এখন পর্যায়ক্রমে এই নিয়ন্ত্রণ শিথিল করে নেয়ার পরিকল্পনা করছে। প্রয়োজনীয় সংক্রমণ প্রতিরোধ পদক্ষেপ তারা গ্রহণ করলে এবং অন্যান্য শর্তাবলী পূরণ করলে পর্যটক ছাড়া সেরকম নতুন বিদেশিদের আগমনে অনুমতি দেয়ার ব্যবস্থা সরকারি কর্মকর্তারা এখন করছেন।

বিদেশি সহ জাপানে প্রবেশের দৈনিক সর্বোচ্চ সংখ্যা সম্ভবত ৩,৫০০ থেকে ৫,০০০এ বৃদ্ধি করা হবে।

সরকার এছাড়া আগমনের তৃতীয় দিনে পরীক্ষায় নেগেটিভ প্রতীয়মান হলে স্ব-বিচ্ছিন্ন থাকা অবস্থার সমাপ্তি টানার অনুমতি দেয়াও বিবেচনা করে দেখছে।

জাপান সরকারের নির্ধারণ করে নেয়া সুনির্দিষ্ট দেশ ও ভূখণ্ডের লোকজনকে বর্তমানে কোয়ারেন্টিন কর্মকর্তাদের ঠিক করে দেয়া আবাসনে তিন থেকে দশদিন পর্যন্ত থাকতে হয়। বিচ্ছিন্ন থাকার এই সময় সম্ভবত সেরকম প্রবেশের বেলায় তিনদিন ধার্য করা হবে।

টিকার বুস্টার ডোজ যারা নিয়েছেন এবং যেসব অঞ্চলে ওমিক্রন ধরন ছড়াচ্ছে না সেখান থেকে এসেছেন, স্ব-বিচ্ছিন্ন অবস্থায় তাদের আর থাকতে হবে না বলে প্রত্যাশা করা হচ্ছে।

দ্বিতীয় ডোজের ৬ মাস পরও ৯৩% কার্যকর মডার্নার টিকা করোনার সংক্রমণ থেকে সুরক্ষা পেতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকাক...
06/08/2021

দ্বিতীয় ডোজের ৬ মাস পরও ৯৩% কার্যকর মডার্নার টিকা

করোনার সংক্রমণ থেকে সুরক্ষা পেতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকাকে। বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া অতিসংক্রামক ডেলটা ধরনের বিরুদ্ধে টিকা কতটা সুরক্ষা দিতে পারে, সেটা নিয়েও চলছে আলোচনা। এর মধ্যেই মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, তাদের উদ্ভাবিত টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পরও করোনা থেকে ৯৩ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম। মডার্নার পক্ষে থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

এর আগে ক্লিনিক্যাল ট্রায়াল শেষে মডার্না জানিয়েছিল, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৪ শতাংশ সুরক্ষা দিতে পারে। এরপরও প্রতিষ্ঠানটি মনে করছে, অ্যান্টিবডি কমতে শুরু করায় শীত মৌসুমে করোনা থেকে সুরক্ষা পেতে টিকার তৃতীয় বা বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। এদিকে ফাইজার–বায়োএনটেক করোনার টিকার বুস্টার ডোজের বিষয়ে কাজ করছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল–জুন) আয়ের হিসাব দিতে গিয়ে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল জানিয়েছেন, ২০২১ সালে ৮০ কোটি থেকে ১০০ কোটি ডোজের বেশি করোনার টিকা উৎপাদন করবে না প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে স্টিফেন ব্যানসেল বলেন, ‘আমরা এখন সক্ষমতা সীমিত করে আনছি এবং চলতি বছর সরবরাহ করার শর্তে নতুন করে আর কোনো ক্রয়াদেশ নেওয়া হচ্ছে না।’
এদিকে ফাইজার গত সপ্তাহে জানায়, তাদের উদ্ভাবিত করোনার টিকার সক্ষমতা প্রতি দুই মাসে ৬ শতাংশ করে কমে আসে। দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর ফাইজারের টিকার সুরক্ষা সক্ষমতা নেমে আসে প্রায় ৮৪ শতাংশে। মডার্না ও ফাইজার—দুই কোম্পানির করোনার টিকাই আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করা হয়েছে।

স্টিফেন ব্যানসেল আরও বলেন, ‘দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পরও আমাদের কোভিড–১৯ টিকার সুরক্ষা সক্ষমতা (৯৩ শতাংশ) চমৎকার। তবে এরপরও অতিসংক্রামক ডেলটা ধরন এখন আমাদের সামনে নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। এটার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’স্টিফেন ব্যানসেল এমন এক সময় এ মন্তব্য করলেন, যখন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বুস্টার বা অতিরিক্ত ডোজ উৎপাদনের বিষয়ে তোড়জোড় শুরু করেছে। বিশেষত ডেলটা ধরনের সংক্রমণজনিত বিপর্যয় ঠেকাতে টিকার বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিভিন্ন দেশের জনস্বাস্থ্যবিদেরা।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার টিকার বুস্টার ডোজে বিনিয়োগের পরিবর্তে দরিদ্র মানুষের টিকার আওতায় আনার বিষয়ে গুরুত্ব দিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। যদিও জার্মানি, ফ্রান্স, ইসরায়েলের মতো দেশগুলো সংক্রমণ ঠেকাতে বয়স্ক ও আগে থেকেই স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের দ্রুত করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে।

03/08/2021

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
* করোনায় আরো ২৪৬ জনের মৃত্যু; মোট প্রাণহানি ২১,১৬২
* নমুনা পরীক্ষা ৫৩,৪৬২ ; নতুন রোগী ১৫,৯৮৯
* গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ২৯.৯১%
* এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১২,৮০,৩১৭ জন
* ২৪ ঘন্টায় সুস্থ ১৫,৪৮২ জন; মোট সুস্থ ১১,০৮,৭৪৮ জন

কোন ভ্যাকসিন কতটুকু কার্যকর
28/07/2021

কোন ভ্যাকসিন কতটুকু কার্যকর

কোভিডের ওষুধের ক্লিনিকাল পরীক্ষা শুরু করেছে শিওনোগিজাপানের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি শিওনোগি জানিয়েছে, তারা কোভিড-১৯ এর...
27/07/2021

কোভিডের ওষুধের ক্লিনিকাল পরীক্ষা শুরু করেছে শিওনোগি

জাপানের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি শিওনোগি জানিয়েছে, তারা কোভিড-১৯ এর জন্য একটি ওষুধের ক্লিনিকাল পরীক্ষা শুরু করেছে।

তাদের মতে, সংশ্লিষ্ট রোগী মুখ দিয়ে এই ভাইরাস-রোধী ওষুধ গ্রহণ করবেন।

স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের মধ্যে এই ওষুধের নিরাপত্তার দিকটি নিশ্চিত করার জন্য গত বৃহস্পতিবার ২০ থেকে ৫৫ বছর বয়সী ৭৫ জন পুরুষের উপর এই পরীক্ষা শুরু হয়েছে।

শিওনোগি’র ভাষ্যানুযায়ী, সংক্রমণের প্রাথমিক পর্যায়ে গ্রহণ করলে এই ওষুধ, ভাইরাসটিকে প্রতিলিপি তৈরি করা থেকে বিরত রাখার পাশাপাশি গুরুতর উপসর্গ দেখা দেয়ার ঘটনা রোধ করতে পারে।

এদিকে, মার্কিন প্রধান ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মের্ক’ও, কোভিড-১৯ রোগীদের জন্য আরেকটি মুখে গ্রহণ করা ওষুধের চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষা পরিচালনা করছে।

নেপারটাক জাপানের ভূমিতে আঘাত হানতে পারেমৌসুমি ঝড় নেপারটাক জাপানের পূর্বদিকের সমুদ্রের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ...
27/07/2021

নেপারটাক জাপানের ভূমিতে আঘাত হানতে পারে

মৌসুমি ঝড় নেপারটাক জাপানের পূর্বদিকের সমুদ্রের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটির মঙ্গলবার পূর্ব জাপান বা তোহোকু অঞ্চল অভিমুখে পৌঁছানো বা ভূমিতে আঘাত হানার আশঙ্কা দেখা দিয়েছে।

জাপানের আবহাওয়া এজেন্সি সতর্ক করে দিয়ে জানাচ্ছে যে এই ঝড় জোরালো হাওয়া, ভারী বৃষ্টিপাত এবং উঁচু ঢেউ বয়ে নিয়ে আসতে পারে।

এজেন্সির ভাষ্যানুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা নাগাদ নেপারটাক ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে জাপানের পূর্বদিকের সমুদ্রের উপর দিয়ে উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছিল।

এর কেন্দ্রভাগের বায়ুমণ্ডলীয় চাপ ৯৯২ হেক্টোপাস্কাল এবং বায়ুর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭২ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ঘন্টায় সর্বোচ্চ ১০৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এর কেন্দ্রের পূর্বদিকের ৬শ কিলোমিটার ব্যাসার্ধ এবং পশ্চিমদিকের ৩শ ৯০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৫৪ কিলোমিটারের চাইতে বেশি বেগে বাতাস বয়ে যাচ্ছে।

আবহাওয়া কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়াকালীন ঝড়টি আরও শক্তিশালী হচ্ছে।

তাদের মতে, ঝড়টির কেন্দ্রভাগে এবং উত্তর দিকের এলাকাগুলোতে বজ্রপাত’সহ ঘণ্টায় ৫০ কিলোমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে।

কর্মকর্তারা এই পূর্বাভাস দিচ্ছেন যে আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় তোহোকু অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর ১শ ৫০ মিলিমিটার, কান্তো-কোশিন অঞ্চলে ১শ মিলিমিটার এবং জাপান সাগরের তোহোকু অংশ বরাবর ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় তোহোকু অঞ্চল, কান্তো-কোশিন, হোকুরিকু এবং নিইগাতা জেলার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ১শ থেকে দেড়শ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তোহোকু’র জাপান সাগর উপকূল বরাবর ৫০ থেকে ১শ মিলিমিটার বৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে।

তোহোকু এবং কান্তো-কোশিন অঞ্চলে মঙ্গলবার পর্যন্ত সাগর উত্তাল থাকার পাশাপাশি সর্বোচ্চ ৭২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়া এবং দমকা হাওয়ার আকারে তা ঘণ্টায় সর্বোচ্চ ১শ ৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ছোট শিশুদের জন্য কোভিড -১৯ ভ্যাকসিন পরীক্ষার আকার বাড়ানোর জন্য Moderna আশা করছেন, ২০২১ সালের শেষের দিকে বা ২০২২ এর প্রথ...
27/07/2021

ছোট শিশুদের জন্য কোভিড -১৯ ভ্যাকসিন পরীক্ষার আকার বাড়ানোর জন্য Moderna আশা করছেন, ২০২১ সালের শেষের দিকে বা ২০২২ এর প্রথম দিকে ইইউ খুঁজবেন।

Moderna তাদের কোভিড -১৯ ভ্যাকসিন পরীক্ষার আকার ছোট বাচ্চাদের মধ্যে বাড়িয়ে দেবে, সংস্থাটি সোমবার জানিয়েছে, এবং এই বয়সের গোষ্ঠীর এই ভ্যাকসিনের জন্য জরুরীভাবে ব্যবহারের অনুমোদন চাইবে না এই বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে।

জাপানে ভ্যাকসিন শংসাপত্রের জন্য আবেদন শুরুজাপান govt বিদেশ ভ্রমণ করার পরিকল্পনা করা লোকেদের জন্য COVID-19 টিকাদানের cert...
26/07/2021

জাপানে ভ্যাকসিন শংসাপত্রের জন্য আবেদন শুরু

জাপান govt বিদেশ ভ্রমণ করার পরিকল্পনা করা লোকেদের জন্য COVID-19 টিকাদানের certificate জন্য আবেদন গ্রহণ করা শুরু করেছে।

মডার্নার ২য় ডোজ গ্রহণকারী প্রতি ৪ জনের মধ্যে ৩ জনের জ্বরজাপানী গবেষকরা, মডার্নার করোনাভাইরাস টিকার ২য় ডোজ নেয়ার পর অধিকা...
26/07/2021

মডার্নার ২য় ডোজ গ্রহণকারী প্রতি ৪ জনের মধ্যে ৩ জনের জ্বর

জাপানী গবেষকরা, মডার্নার করোনাভাইরাস টিকার ২য় ডোজ নেয়ার পর অধিকাংশ টিকাগ্রহীতা জ্বর এবং মাথা ব্যাথার মত উপসর্গে ভোগেন বলে জানতে পেরেছেন। তাঁরা, প্রতি ৪ জনের মধ্যে ৩ জনের জ্বর এসেছে বলে জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা দলটি, মডার্না টিকার প্রথম ডোজ নেয়ার পর আত্মরক্ষা বাহিনীর প্রায় ৫ হাজার ২শ সদস্য এবং দ্বিতীয় ডোজ নেয়ার পর প্রায় ১ হাজার সদস্যের উপসর্গ নিয়ে গবেষণা করেন।

এতে দেখা যায় যে, টিকার প্রথম ডোজ গ্রহণের পরদিন ৪.৭ শতাংশের এবং দুদিন পর ২.২ শতাংশের ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি জ্বর আসে। তবে দ্বিতীয় ডোজ নেয়ার পরদিন ৭৫.৭ শতাংশ এবং দুদিন পর ২২.৩ শতাংশের জ্বর আসে।

জুনতেন্দো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অতিথি অধ্যাপক ইতো সুমিনোবু গবেষণা দলটির নেতৃত্বে রয়েছেন। অধ্যাপক ইতো, টিকার বিরূপ প্রতিক্রিয়া সাধারণত প্রায় তিনদিনের মধ্যে কমে গেলেও জ্বরের মাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানান।

তিনি বলেন যে, তিনি চান বিশেষ করে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর টিকা গ্রহণকারীরা বিশ্রামের জন্য কর্মক্ষেত্র অথবা বিদ্যালয় থেকে প্রায় দুদিনের ছুটি গ্রহণ করুক।

নারীদের ভারোত্তোলনে ভারতের রৌপ্যপদক অর্জনআজ শনিবার সূচির দ্বিতীয় দিনে, বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে টোকিও অলিম্পিক পূ...
24/07/2021

নারীদের ভারোত্তোলনে ভারতের রৌপ্যপদক অর্জন

আজ শনিবার সূচির দ্বিতীয় দিনে, বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে টোকিও অলিম্পিক পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে।

নারীদের ভারোত্তোলনের ইভেন্টে, ভারতের মীরাবাই চানু টোকিওর আন্তর্জাতিক ফোরামে নারীদের ৪৯ কেজি ভারোত্তোলনে রৌপ্য পদক অর্জন করেছেন। এটি টোকিও অলিম্পিকে ভারতের প্রথম রৌপ্য পদক অর্জন।

অন্যদিকে, ইউমেনোশিমায় ফাইনাল ফিল্ডে, বাংলাদেশের আর্চারি মিশ্র দলটি দক্ষিণ কোরিয়ার কাছে ১-৮ এলিমিনেশন রাউন্ডে পরাজিত হয়।

জাপানের কাছ থেকে টিকা পেয়েছে কম্বোডিয়া এবং ইরানটিকার সমবন্টনের জন্য গঠিত একটি আন্তর্জাতিক কাঠামোর মাধ্যমে জাপানের কাছ থে...
24/07/2021

জাপানের কাছ থেকে টিকা পেয়েছে কম্বোডিয়া এবং ইরান

টিকার সমবন্টনের জন্য গঠিত একটি আন্তর্জাতিক কাঠামোর মাধ্যমে জাপানের কাছ থেকে তাদের প্রথম করোনাভাইরাসের টিকার চালান গ্রহণ করেছে কম্বোডিয়া ও ইরান।

জাপান, কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে অভ্যন্তরীণভাবে উৎপাদিত সর্বমোট ১ কোটি ১০ লক্ষ অ্যাস্ট্রাযেনেকার টিকা ১৫টি দেশের কাছে পাঠানোর পরিকল্পনা করছে।

গতকাল শুক্রবার, কম্বোডিয়ার রাজধানী নম পেন’এর একটি বিমানবন্দরে প্রায় ৩ লক্ষ ডোজ টিকা এসে পৌঁছায়। গত এপ্রিল মাস থেকে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু বেড়ে চলেছে।

অন্যদিকে, শুক্রবার ইরান প্রায় ১১ লক্ষ ডোজ টিকা গ্রহণ করেছে। জুন মাস থেকে দেশটিতে আবারও নতুন সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে।

ইরানের মোট জনগোষ্ঠীর মাত্র ৯ শতাংশ অন্ততপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছেন।

টোকিও অলিম্পিকস: বাংলাদেশ থেকে কোন ইভেন্টে কারা খেলবেনবাংলাদেশ থেকে ধাপে ধাপে ছয়জন অ্যাথলিট বিভিন্ন ইভেন্টের বিভিন্ন ডি...
23/07/2021

টোকিও অলিম্পিকস: বাংলাদেশ থেকে কোন ইভেন্টে কারা খেলবেন

বাংলাদেশ থেকে ধাপে ধাপে ছয়জন অ্যাথলিট বিভিন্ন ইভেন্টের বিভিন্ন ডিসিপ্লিনে অলিম্পিক গেমসে অংশ নিতে যাচ্ছেন।
১০মিটার এয়ার রাইফেলের পুরুষ বিভাগে অংশ নেবেন আব্দুল্লাহ হেল বাকি।
নারী ও পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে অংশ নেবেন যথাক্রমে জুনায়না আহমেদ এবং আরিফুল ইসলাম।
আর্চারিতে নারী একক ও পুরুষ এককে খেলতে যাচ্ছেন যথাক্রমে দিয়া সিদ্দিকী এবং রোমান সানা। অ্যাথলেটিক্সের পুরুষ বিভাগের ৪০০ মিটার দৌড়ে অংশ নেবেন মোহাম্মদ জহির রায়হান।
২৩শে জুলাই থেকে জাপানের টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিক গেমস।
যেখানে কয়েক ধাপে বাংলাদেশ থেকে জাপানে যাবে অ্যাথলেটদের দল।
টোকিওতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম।

মাস্ক, কোয়ারেন্টিন এবং লালা পরীক্ষার জালে ব্যতিক্রমী এক গেমসশুরু হয়েছে টোকিও অলিম্পিক গেমস। কোভিড প্যানডেমিকের কারণে হ...
23/07/2021

মাস্ক, কোয়ারেন্টিন এবং লালা পরীক্ষার জালে ব্যতিক্রমী এক গেমস

শুরু হয়েছে টোকিও অলিম্পিক গেমস। কোভিড প্যানডেমিকের কারণে হবে কি হবেনা এই নিয়ে বছরভর অনিশ্চয়তার পর শুক্রবার শেষতক তা শুরু হয়েছে।
কিন্তু অতীতের যে কোনো অলিম্পিক বা যে কোনো ক্রীড়া প্রতিযোগিতার চেয়ে এবারে জাপানের এই অলিম্পিক নানা দিক থেকে অনেকটাই আলাদা।
প্যানডেমিকের কারণে অলিম্পিকস এক বছর পিছিয়েছে। ফলে ২০৭টি দেশের ১১,৩০০ অ্যাথলেট প্রশিক্ষণ এবং অনুশীলনের জন্য বাড়তি এক বছর সময় পেয়েছেন।
দু'হাজার বিশ সালের মার্চে যখন টোকিও অলিম্পিকস স্থগিত করার ঘোষণা আসে, আয়োজকরা বলেছিলেন, ‘অলিম্পিক মশাল হবে অন্ধকার সুড়ঙ্গের শেষে আশার আলো।‘ রূপক অর্থে যে সুড়ঙ্গের কথা তারা তখন বলেছিলেন তার শেষে আলোর দেখা এখনও মেলেনি।

টোকিওতে করোনাভাইরাসের ১,৩৫৯টি নতুন সংক্রমণ নিশ্চিত হয়েছে
23/07/2021

টোকিওতে করোনাভাইরাসের ১,৩৫৯টি নতুন সংক্রমণ নিশ্চিত হয়েছে

টোকিও অলিম্পিক আনুষ্ঠানিকভাবে আরম্ভটোকিও অলিম্পিক কয়েক বছরের প্রস্তুতি এবং এক বছর পিছিয়ে যাওয়ার পরে শুক্রবার জাপান সময় র...
23/07/2021

টোকিও অলিম্পিক আনুষ্ঠানিকভাবে আরম্ভ

টোকিও অলিম্পিক কয়েক বছরের প্রস্তুতি এবং এক বছর পিছিয়ে যাওয়ার পরে শুক্রবার জাপান সময় রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আয়োজকরা এই আয়োজনের জন্য অত্যন্ত ব্যস্ত রয়েছেন, কেননা করোনাভাইরাস তার সংক্রমণ বিস্তার করে চলেছে। অধিকাংশ ভেন্যুতে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং প্রতিযোগীরা কঠোর নিয়মকানুনের মুখোমুখি হচ্ছেন।

২০০টি দেশ ও ভূখণ্ড থেকে আগত ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ ৩৩টি খেলায় অংশ নেবেন।

তবে, জাপানের রাজধানী এখন চতুর্থবারের মত জরুরি অবস্থার অধীনে রয়েছে। খেলোয়াড় এবং গেমস সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যেই বেশ কয়েকজন সংক্রমিত হয়েছেন। শুক্রবার, আয়োজকরা জানায়, চেক প্রজাতন্ত্র এবং নেদারল্যান্ড থেকে এখানে এসে পৌঁছানোর পরে, ৩ জন খেলোয়াড়ের পিসিআর পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
এই সংখ্যা সহ ১ জুলাইয়ের পর থেকে এই গেমস সংশ্লিষ্ট নিশ্চিত সংক্রমিত ব্যক্তির সংখ্যা মোট দাঁড়ায় ১০৬-এ।

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্ক ঘণীভূত হচ্ছে। হলোকাস্ট বা ইহুদিদের উপর নাৎসিদের চালানো গণহত্যা নিয়ে ৯০’এর দশকে তার করা মন্তব্যের কারণে ইভেন্টের প্রাক্কালে এই অনুষ্ঠানের পরিচালককে বহিষ্কার করা হয়।

এর আগে একজন সংগীতকার অনুষ্ঠান থেকে সরে দাঁড়ান। এই সংগীতকার ছাত্রাবস্থায় প্রতিবন্ধী’সহ সহপাঠীদের উপর নির্যাতন করার জন্য সমালোচনার মুখোমুখি হচ্ছিলেন।

এদিকে, অলিম্পিক মশাল মধ্য টোকিও’তে এসে পৌঁছেছে। সেখানে মেট্রোপলিটন সরকারের ভবনে একে স্বাগত জানানো হয়। মশালের দেশ জুড়ে এই দীর্ঘ যাত্রা মার্চ মাসে ফুকুশিমায় শুরু হয়েছিল।

23/07/2021

ভারতের হয়ে টোকিয়ো অলিম্পিক্সে যোগ দেওয়া সব ক্রীড়াবিদদের পুরস্কৃত করবে ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ)। প্রত্যেককে এক লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে তারা। পদক জিতলে থাকবে অতিরিক্ত পুরস্কার।

সোনার পদকজয়ীদের দেওয়া হবে ৭৫ লক্ষ টাকা। রুপোর পদক জিতলে থাকবে ৪০ লক্ষ টাকা। ব্রোঞ্জ পদক জিতলে দেওয়া হবে ২৫ লক্ষ টাকা। এমনটাই ঘোষণা করেছে ভারতীয় অলিম্পিক্স সংস্থা। শুধু তাই নয়, জাতীয় ক্রীড়া সংস্থার (ন্যাশানল স্পোর্টস ফেডারেশন) প্রতিযোগীদের দেওয়া হবে আরও ২৫ লক্ষ টাকা। পদক জিতলে তাঁরা পাবেন ৩০ লক্ষ টাকা। অর্থাৎ অলিম্পিক্স থেকে ভারতীয় প্রতিযোগীরা কোটিপতি হয়ে যেতে পারেন।
ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “দেশের হয়ে টোকিয়ো অলিম্পিক্স খেলতে নামা প্রত্যেক প্রতিযোগীকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে।” আইওএ সচিব রাজীব মেহতা বলেন, “প্রথম বার জাতীয় ক্রীড়া সংস্থার প্রতিযোগীদের পুরস্কৃত করছে আইওএ।”

লং কোভিড কী, কেন হয়, কী চিকিৎসা?করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার কয়েক মাসের মধ্যেই ব্যাপারটা ব্রিটেনের স্বাস্থ্য বিশে...
19/07/2021

লং কোভিড কী, কেন হয়, কী চিকিৎসা?

করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার কয়েক মাসের মধ্যেই ব্যাপারটা ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা খেয়াল করেছিলেন।
প্রথম দিকে বলা হয়েছিল, করোনাভাইরাস সংক্রমণের ফলে শতকরা ৯০ জনের ক্ষেত্রেই সংক্ষিপ্ত এবং মৃদু অসুস্থতা দেখা দেয়, - জ্বর, কাশি, স্বাদ -গন্ধ না-পাওয়া ইত্যাদি - যা সপ্তাহ দুয়েকের মধ্যেই সেরে যায়।
বলা হয়েছিল, শুধুমাত্র যাদের ওজন বেশি, বা যাদের ডায়াবেটিস, অ্যাজমা, হৃদরোগ ইত্যাদির মতো কোন স্বাস্থ্য সমস্যা আগে থেকেই আছে - তাদের জন্যই এটি বিপদ বা মৃত্যু-ঝুঁকির কারণ।
কিন্তু কিছুকাল বাদেই দেখা গেল - করোনাভাইরাস সংক্রমিতদের অনেকের জ্বর-কাশির মত উপসর্গগুলো সেরে গেলেও তারা পুরোপুরি সুস্থ হতে পারছেন না। দেখা গেল, তাদের ফুসফুসের গুরুতর ক্ষতি হয়ে গেছে, অবসন্নতা ও বুক ধড়ফড়ানি দেখা দিচ্ছে, স্মৃতিশক্তি কমে গেছে, অনেকে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে হাঁটাচলা পর্যন্ত করতে পারছেন না - স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে তাদের মাসের পর মাস সময় লাগছে, কাউকে কাউকে ফিজিওথেরাপি নিতে হচ্ছে।

ইসরায়েলি প্রযুক্তি দিয়ে বিশ্ব জুড়ে রাজনীতিক, সাংবাদিক, আইনজীবীদের ওপর গোপন নজরদারীবিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার কর্...
19/07/2021

ইসরায়েলি প্রযুক্তি দিয়ে বিশ্ব জুড়ে রাজনীতিক, সাংবাদিক, আইনজীবীদের ওপর গোপন নজরদারী

বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার কর্মী, রাজনীতিক, সাংবাদিক এবং আইনজীবীদের ফোনের ওপর গোপনে নজরদারী করতে ইসরায়েলের একটি প্রতিষ্ঠান সরকারগুলোর কাছে একটি ফোন স্পাইওয়্যার বিক্রি করেছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে।
ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের এই স্পাইওয়্যার কিনেছে যেসব ক্রেতা তারা ৫০ হাজার ফোনের ওপর গোপনে নজরদারী চালিয়েছে বলে খবরে বলা হচ্ছে।
এই তালিকা এবং এর ওপর তদন্তের প্রতিবেদনটি সারা বিশ্বের কিছু প্রথম সারির সংবাদমাধ্যমের হাতে তুলে দেয়া হয়েছে।
লন্ডনের দ্যা গার্ডিয়ানসহ ১৬টি সংবাদমাধ্যম একযোগে এই তদন্তের ফলাফল প্রকাশ করেছে। তবে মোট কয়টি দেশে কতগুলো ফোন হ্যাক করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

টোকিও অলিম্পিকের জন্য কঠোর ট্রাফিক নিয়মাবলী শুরুচলতি সপ্তাহের শেষের দিকে অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক শুরুর আগে টোকিও এবং ...
19/07/2021

টোকিও অলিম্পিকের জন্য কঠোর ট্রাফিক নিয়মাবলী শুরু

চলতি সপ্তাহের শেষের দিকে অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক শুরুর আগে টোকিও এবং এর আশেপাশের এলাকায় আজ সোমবার থেকে কঠোর ট্রাফিক বা যান চলাচল নিয়মাবলী শুরু হয়েছে।

জাপানের সড়ক যান চলাচল তথ্য কেন্দ্রের ভাষ্যানুযায়ী, এই বিধিনিষেধের কারণে রাজধানীর কয়েকটি সড়কে পাঁচ কিলোমিটার বা তার চেয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
তথ্য কেন্দ্রটি এও জানায় যে, গেমস চলাকালীন অতিরিক্ত টোল দেয়া এড়াতে, ক্রমবর্ধমান সংখ্যক চালক দৃশ্যত টোকিওর কেন্দ্রভাগে থাকা মেট্রোপলিটন মহাসড়ক নেটওয়ার্কগুলোর পরিবর্তে অন্যান্য সড়ক বেছে নিচ্ছেন।

সোমবার থেকে সাধারণ গাড়ির চালকদের সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নেটওয়ার্ক ব্যবহারের জন্য অতিরিক্ত ১ হাজার ইয়েন বা প্রায় ৯.১ ডলার পরিশোধ করতে হচ্ছে।

টোকিও এবং এর পাশের চিবা জেলায় ১১টি স্থানে অলিম্পিক সংশ্লিষ্ট গাড়ির জন্য সুনির্দিষ্ট এবং অগ্রাধিকার ভিত্তিক লেইন চালু করা হয়েছে।

যান চলাচলের পরিমাণের উপর ভিত্তি করে মেট্রোপলিটন মহাসড়কগুলো’সহ অন্যান্য কিছু সড়কের প্রবেশদ্বার বন্ধের পাশাপাশি লেইনের সংখ্যাও সীমিত করা হতে পারে।

জাতীয় পুলিশ এজেন্সি, চালক এবং কোম্পানিগুলোকে তাদের গাড়ি ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি গাড়ি চালানোর প্রয়োজন হলে সর্বশেষ যান চলাচল সংক্রান্ত তথ্য যাচাই করে নেয়ার আহ্বান জানাচ্ছে।

住所

Saitama-shi, Saitama

電話番号

+819098498567

ウェブサイト

アラート

JB News24がニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

ビデオ

共有する

カテゴリー



あなたも好きかも