Mozumder JP

Mozumder JP Education. Fun . Travel . Photography . Videography . Social awareness.

Prayer house.❤️
08/12/2023

Prayer house.❤️

Be careful!😂
29/09/2023

Be careful!😂

27/09/2023

আল্লাহুম্মাগফিরলি আপনি কি জানেন সূর্য ডুবার পরে কোথায় যায়?? রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার...
15/06/2023

আল্লাহুম্মাগফিরলি

আপনি কি জানেন সূর্য ডুবার পরে কোথায় যায়??

রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় আবু যর গিফরী রা.-কে বললেন, তুমি কি জানো, সূর্য কোথায় যায়?

আমি বললাম, আল্লাহ এবং তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেন, তা যেতে যেতে আরশের নীচে গিয়ে সিজদায় পড়ে যায়।

এরপর সে পুন: উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেয়া হয়। আর অচিরেই এমন সময় আসবে যে, সিজদা করবে কিন্তু তা কবুল হবে না এবং সে অনুমতি চাইবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না।

তাকে বলা হবে, যে পথে এসেছ সে পথে ফিরে যাও। তখন সে পশ্চিম দিক হতে উদিত হবে।
আর সেদিন -ই সংঘটিত হবে, মহান রবের প্রতিশ্রুত সেই কেয়ামত।

(বুখারীঃ ২৯৭২)

জাপানে মাক্স জীবনের একটা অংশ হয়ে দাড়িয়েছে। এটা ছাড়া এখন চলা যায় না বললেই চলে ।
08/06/2023

জাপানে মাক্স জীবনের একটা অংশ হয়ে দাড়িয়েছে। এটা ছাড়া এখন চলা যায় না বললেই চলে ।

18/05/2023

এই বক্তব্য শুনে আমি বিমোহিত , অনুপ্রানীত..😂 আসলে কোন যোগ্যতায় তিনি জনপ্রতিনিধি হলেন জানতে চাওয়া আমার মন ।
(কালেক্টেড)

জাপানি ভাষা শিখে যারা জাপানে পড়াশোনার বা জবের উদ্দেশ্যে আসতে চান আশাকরি এই লেসন গুলো তাদের অনেক কাজে আসবে । Vocabulary ...
18/05/2023

জাপানি ভাষা শিখে যারা জাপানে পড়াশোনার বা জবের উদ্দেশ্যে আসতে চান আশাকরি এই লেসন গুলো তাদের অনেক কাজে আসবে ।

Vocabulary ( অধ্যায় ৫)

১. いきます⇒ইকিমাস্⇒যাওয়া।

২. きます⇒কিমাস্⇒আসা।

৩. かえります⇒কা-এ,রিমাস্⇒ফিরেআসা।

৪. こうじょう⇒কোউযো⇒ফ্যাক্টরি।

৫. えき⇒একি⇒ স্টেশন।

৬. ぎんこう⇒গিনকোউ⇒ব্যাংক।

৭. びょういん⇒বিউইন⇒হসপিটাল।

৮. デパ→ト⇒দেপাতো⇒ডিপার্টমেেন্ট স্টোর।

৯. ス→パ⇒সুপা⇒সুপার মার্কেট।

১০. ほんや⇒হোন ইয়া⇒বই এর দোকান।

১১. や⇒ইয়া⇒ষ্টোর।

১২. りょう⇒রিইয়োউ⇒ছাত্রা বাস।

১৩. がっこう⇒গাক্কোউ⇒হাই স্কুল।

১৪. せんしゅう⇒সেনসোউ⇒গত সপ্তাহ।

১৫. こんしゅう⇒কোনসোউ⇒এই সপ্তাহ।

১৬. らいしゅう⇒রাইসোউ⇒পরবর্তী সপ্তাহ।

১৭. まいしゅう⇒মাইসোউ⇒প্রতি সপ্তাহ।

১৮. せんげつ⇒সেনগেচ্ছু⇒গত মাস।

১৯. こんげつ⇒কোনগেচ্ছু⇒এইমাস।

২০. らいげつ⇒রাইগেচ্ছু⇒আগামি মাস।

২১. まいつき⇒মাইছুকি⇒প্রতিমাস।

২২. きょねん⇒কিয়োনেন⇒গত বছর।

২৩. ことし⇒কোতোসি⇒এই বছর।

২৪. らいねん⇒রাইনেন⇒আগামি বছর।

২৫. まいとし⇒মাইতোসি⇒প্রতি বছর।

২৬. たんじょうび⇒তানজিয়োউবি⇒জন্মদিন।

২৭. ひこうき⇒হিকোউকি⇒বিমান।

২৮. ふね⇒ফুনে⇒জাহাজ/নৌকা।

২৯. でんしゃ⇒দেনশা⇒টেন।

৩০. バス⇒বাসু⇒বাস।

৩১. タクシ⇒তাকুসি⇒ট্যাক্সি।

৩২. ちかてつ⇒চিকাতেছু⇒বিকল্পোপথ।

৩৩. しんかんせん⇒সিনকানসেন⇒বুলেট টেন।

৩৪. くるま\じどうしゃ⇒কুরুমা/জিদোউশা⇒গাড়ী।

৩৫. じてんしゃ⇒জিতেনশা⇒সাইকেল।

৩৬. あるいて⇒আরুইতে⇒পায়ে হাটা।

৩৭. ひと⇒হিতো⇒ব্যাক্তি।

৩৮. ともだち⇒তোমোদাচি⇒বন্ধু।

৩৯. こいびと⇒কোইবিতো⇒মেয়ে বন্ধু।

৪০. しゃちょう⇒সাচোউ⇒চেয়ারম্যান।

৪১. せんぱい⇒সেনপাই⇒সিনিয়র

৪২. こうはい⇒কোউহাই⇒জুনিয়র

৪৩. いつ⇒ইৎসু⇒কখন।

৪৪. ひとりで⇒হিতোরিদে⇒নিজে নিজে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে?...
18/05/2023

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে? বিল গেটস বলেছিলেন, "হ্যাঁ, এমন একজন আছেন, যিনি আমার চেয়েও ধনী।" এরপর, তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন। এটা এমন এক সময় ছিল, যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না। একদিন আমি নিউইয়র্কের বিমান বন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র ক্রয় করতে চেয়েছিলাম। কিন্তু, তখন আমার কাছে খুচরা পয়সা ছিল না। তাই আমি সংবাদপত্র ক্রয় করার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতা আমাকে বলেছিলেন, "এটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি।" তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম। কাকতালীয়ভাবে, দুই থেকে তিন মাস পরে আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা ক্রয় করার জন্য আমার কাছে খুচরা টাকা ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রি অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারব না। কারণ, আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন, "আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি। এতে আমার কোনও ক্ষতি হবে না।" আমি পত্রিকাটি নিয়েছিলাম। প্রায় ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছি। হঠাৎ করে সেই সংবাদপত্র বিক্রেতার কথা মনে পড়ল। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, "আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন, "হ্যাঁ, আপনি বিল গেটস।" আমি তাকে আবারও জিজ্ঞাসা করেছিলাম, "আপনার মনে আছে?! আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন, "হ্যাঁ, মনে আছে।" আপনাকে দুইবার আমি পত্রিকা দিয়েছিলাম। আমি বলেছিলাম, "সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করব।’' বিক্রেতা বললেন, "স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন?" আমি জিজ্ঞাসা করলাম, "কিন্তু, কেন?" তিনি বলেছিলেন, "আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম, তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখন-ই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তাহলে কীভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে?" বিল গেটস বলেছিলেন, "আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে, সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন। কারণ, তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি।" আমাদের বুঝতে হবে যে, সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে। দামী একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়।

Collected

Vocabulary ( অধ্যায়  ৪)১. おきます⇒ওকিমাস⇒ঘুম থেকে ওঠা।২. ねます⇒নেমাস⇒ঘুমানো।৩. はたらきます⇒হাতারাকিমাস⇒কাজ করা।৪. やすみます⇒ইয়াসুমি...
13/05/2023

Vocabulary ( অধ্যায় ৪)

১. おきます⇒ওকিমাস⇒ঘুম থেকে ওঠা।

২. ねます⇒নেমাস⇒ঘুমানো।

৩. はたらきます⇒হাতারাকিমাস⇒কাজ করা।

৪. やすみます⇒ইয়াসুমিমাস⇒বিশ্রাম নেওয়া।

৫. べんきょうします⇒বেনকিউসিমাস ⇒পড়াশোনা করা।

৬. おわります⇒ওওয়ারিমাস⇒শেষ করা।

৭. ごぜん⇒গোজেন⇒সকাল। AM

৮. ごご⇒গোগো⇒বিকাল। PM

৯. あさ⇒আসা⇒সকাল।

১০. ひる⇒হিরু⇒দুপুর।

১১. ゆうがた⇒ইয়ু গাতা⇒সন্ধ্যা

১২. ばん\よる⇒বান/ইয়ুরু⇒রাত।

১৩. おととい⇒অততই⇒গত পরশু।

১৪. きのう⇒কিনো⇒গত কাল।

১৫. きょう⇒কিউ⇒আজ।

১৬. あした⇒আসিতা⇒আগামি কাল।

১৭. あさって⇒আসাত্তে⇒আগামি পরশু।

১৮. けさ⇒কেসা⇒আজ সকাল।

১৯. こんばん⇒কোনবান⇒আজ রাত।

২০. ゆうべ⇒ইউবে⇒গত রাত।

২১. まいあさ⇒মাইআসা⇒প্রতিসকাল।

২২. まいばん⇒মাইবান⇒প্রতি রাত।

২৩.まいにち⇒মাইনিচি⇒প্রতি দিন।

২৪. やすみ⇒ইয়াসুমি⇒ছুটির দিন।

২৫. ひるやすみ⇒হিরু ইয়া সুমি ⇒দুপুরে খাবার বিরতি।

২৬. にほんご⇒নিহোনগো⇒জাপানিজ ভাষা।

২৭.えいご⇒এইগো⇒ইংলিশ ভাষা।

২৮. ご⇒গো⇒ভাষা।

২৯. べんきょう⇒বেনকিউ⇒পড়াশনা।

৩০. じゆぎよう⇒জুগিও⇒পড়াশনার সময় কাল।

***曜日--ইউবি—বার

৩১. にちようび⇒নিচি ইউবি⇒রবিবার।

৩২. げつようび⇒গেৎস্যু ইউবি⇒সোমবার।

৩৩. かようび⇒কা ইউবি⇒মঙ্গলবার।

৩৪. すいようび⇒সু ইউবি⇒বুধবার।

৩৫. まくようび⇒মকু ইউবি⇒বৃহস্প্রতিবার।

৩৬. きんようび⇒কিন ইউবি⇒শুক্রবার।

৩৭.どようび⇒দো ইউবি⇒শনিবার।

৩৮. いま⇒ইমা⇒এখন।

Vocabulary ( অধ্যায়  ৩),১. ここ⇒কোকো⇒এখনে। ২. そこ⇒সোকো⇒ওখানে।৩. あそこ⇒আসোকো⇒ঐখানে।৪. どこ⇒দোকো⇒কথায়।৫. こちら⇒কোচিরা⇒এ...
12/05/2023

Vocabulary ( অধ্যায় ৩),

১. ここ⇒কোকো⇒এখনে।

২. そこ⇒সোকো⇒ওখানে।

৩. あそこ⇒আসোকো⇒ঐখানে।

৪. どこ⇒দোকো⇒কথায়।

৫. こちら⇒কোচিরা⇒এখানে।

৬. そちら⇒সোচিরা⇒ওখানে।

৭. あちら⇒আচিরা⇒ঐখানে।

৮. どちら⇒দোচিরা⇒কথায়।

৯. きようしつ⇒কিয়উসিৎস্যু⇒ক্লাস রুম।

১০. しよくどう⇒সোউকুদোউ⇒ক্যান্টিন।

১১. トイレ/おてあらい⇒তোইরে-ওতেআরাই⇒টয়লেট।

১২. ロビ⇒রোবি⇒লবি।

১৩. うけつけ⇒উকেৎসুকে⇒রিসিপশন ডেক্স।

১৪. じむしよ⇒জিমুসো⇒অফিস।

১৫. へや⇒হেয়া⇒রুম।

১৬. にわ⇒নিওয়া⇒বাগান।

১৭. けんしゅう センタ⇒কেনসুউ সেনতা⇒প্রশিক্ষন সেন্টার।

১৮. エレべ↦タ⇒ইরেবেতা⇒লিফট।

১৯. かいだん⇒কাইদান⇒পায়ে হাটার সিড়ি।

২০. げんかん⇒গেনকান⇒সদর দরজা।

২১. ろうか⇒রোউকা⇒বারান্দা।

২২. きつえんじょ⇒কিৎস্যুএনজো⇒ধূমপান করার জায়গা।

২৩. うち⇒উচি⇒বাড়ি।

২৪. かいしゃ⇒কাইসা⇒কম্পানি।

২৫. くに⇒কুনি⇒দেশ।

২৬. いみ⇒ইমি⇒অর্থ।

২৭. かい⇒কাই⇒তলা।

২৮. えん⇒এন⇒ইয়েন।জাপানীজ মুদ্রা।

২৯. バ⇒ツ⇒বাৎস্যু⇒বাৎস্যু।

৩০. ばん⇒বান⇒নাম্বার।

৩১. いくら⇒ইকুরা⇒কত টাকা।

৩২. なんえん⇒নান'এন⇒কত ইয়েন।

৩৩. なんバ→ツ⇒নান'বাৎস্যু⇒কত বাৎস্যু।

৩৪. なんかい⇒নান'কাই⇒কত বার।

৩৫. なんがい⇒নান'গাই⇒কত তলা।

৩৬. うりば⇒উরিবা⇒টিকিট বিক্রয়ের স্থান।

৩৭. をください⇒ও কুদাসাই⇒দয়া করে দিন।

বাংলা অর্থ সহ সূরা সমূহ ।
12/05/2023

বাংলা অর্থ সহ সূরা সমূহ ।

Vocabulary ( অধ্যায়  ২)১. ちがいます⇒চিগাইমাচ⇒ভিন্নরকম। ২. これ⇒কোরে⇒এটা।   (বস্তুর ক্ষেত্রে)৩. それ⇒সোরে⇒ওটা।    (বস্তুর ক্ষ...
12/05/2023

Vocabulary ( অধ্যায় ২)

১. ちがいます⇒চিগাইমাচ⇒ভিন্নরকম।

২. これ⇒কোরে⇒এটা। (বস্তুর ক্ষেত্রে)

৩. それ⇒সোরে⇒ওটা। (বস্তুর ক্ষেত্রে)

৪ . あれ⇒আরে⇒ঐটা। (বস্তুর ক্ষেত্রে)

৫ . この⇒কোনো⇒এটা। (ব্যাক্তির ক্ষেত্রে)

৬ . その⇒সোনো⇒ওটা। (ব্যাক্তির ক্ষেত্রে)

৭ . あの⇒আনো⇒ঐটা। (ব্যাক্তির ক্ষেত্রে)

৮ . ほん⇒হোন⇒বই।

৯. ざっし⇒জাস্সি⇒মেগাজিন।

১০. じしょ⇒জিসোউ⇒ডিকশোনারি।

১১. ノ-ト⇒নোতো⇒নোট বুক।

১২. メモ⇒মেমো—মেমো

১৩. かみ⇒কামি⇒কাগজ।

১৪. しんぶん⇒সিনবুন⇒খবরের কাগজ।

১৫. てがみ⇒তেগামি⇒চিঠি।

১৬. えんぴつ⇒এনপিচ্ছু⇒পেনসিল।

১৭. ペン⇒পেন⇒কলম।

১৮. ホ-ルペン⇒বোরুপেন⇒বলপেন।

১৯. シャ_ ペン⇒সাপেন⇒মেকানিকপেন।

২০. マ_カ⇒মাকা⇒মার্কার পেন।

২১. たばこ⇒তাবাকো⇒সিগারেট।

২২. ライタ⇒রাইতা⇒লাইটার।

২৩. はいざら⇒হাইজারা⇒ছাইদানী।

২৪. かぎ⇒কাগি⇒চাবি।

২৫. とけい⇒তোকেই⇒ঘড়ি।

২৬. かばん⇒কাবান⇒ব্যাগ।

২৭. ごみ⇒গোমি⇒আর্বজনা।

২৮. はこ⇒হাকো⇒বাক্স।

২৯. ごみばこ⇒গোমিবাকো⇒ময়লার বাক্স।

৩০. ラジカセ⇒রাজিকাসে⇒রেডিও ক্যাসেট প্লেয়ার।

৩১. でんわ⇒দেনওয়া⇒টেলিফোন।

৩২. いす⇒ইসু⇒চেয়ার।

৩৩. つくえ⇒সুকুএ⇒টেবিল।

৩৪. まど⇒মাদো⇒জানালা।

৩৫. ドア⇒দোয়া⇒দরজা।

৩৬. テレビ⇒তেরেবি'⇒টিভি।

৩৭. ラジオ⇒রাজিও⇒রেডিও।

৩৮. カメラ⇒কামেরা⇒ক্যামেরা।

৩৯.

৪০. カード⇒কাদো⇒কার্ড।

৪১.

৪২. コンピュータ⇒কোনপিওতা⇒কম্পিউটার।

৪৩. せんぷうき⇒সেনপুইকি⇒ফ্যান।

৪৪ .なふだ⇒নাফুদা⇒নেমপ্লেট।

৪৫. ハンカチ⇒হানকাচে⇒তোয়ালে।

৪৬. なん⇒নান⇒কি।

৪৭. ちょっと⇒চুত্ত⇒সামান্য।

Vocabulary ( অধ্যায়  ১)১. わたし⇒ওয়াতাশি⇒আমি। ২ . わたしたち⇒ওয়াতাশি তাচি⇒আমরা।৩.  あなた⇒আনাতা⇒তুমি, আপনি। ৪.   あのひと⇒ আনোহিতো...
12/05/2023

Vocabulary ( অধ্যায় ১)

১. わたし⇒ওয়াতাশি⇒আমি।

২ . わたしたち⇒ওয়াতাশি তাচি⇒আমরা।

৩. あなた⇒আনাতা⇒তুমি, আপনি।

৪. あのひと⇒ আনোহিতো⇒ঐ ব্যাক্তি।

৫. あのかた⇒আনোকাতা⇒ঐ ব্যাক্তি।

৬. けんしゅう⇒কেনশোউ⇒প্রশিক্ষন।

৭. けんしゅうせ⇒কেনশোউসেই⇒প্রশিক্ষনার্থী।

৮. じっしゅう⇒জিৎসু⇒কারীগরি প্রশিক্ষন।

৯. じっしゅうせい⇒জিৎসুসেই⇒কারীগরি প্রশিক্ষণে প্রশিক্ষনার্থী।

১০. せんせい⇒সেনসেই⇒শিক্ষক।

১১. がくせい⇒গাকুসেই⇒ছাত্র।

১২. ~さん⇒সান⇒সাহেব।

১৩. アイ厶 ⇒আইএমুজাপান⇒আই,এম,জাপান।

১৪. でんき⇒দেনকি⇒বিদুৎ।

১৫. きかい⇒কিকাই⇒মেশিন।

১৬. にほん⇒নিহোন⇒জাপান।

১৭. バングラデシュ⇒বানগুরাদেশু⇒বাংলাদেশ।

১৮. アメリカ⇒আমেরিকা⇒আমেরিকা।

১৯. インド⇒ইন্দো⇒ভারত।

২০. インドネシア⇒ইন্দোনেশিয়া⇒ ইন্দোনেশিয়া।

২১.かんこく⇒কানকোকু⇒দক্ষিন কোরিয়া।

২২.ちゅうごく⇒চৌগোকু⇒চিন।

২৩. べトナ厶⇒বেতনামু⇒বেতনাম।

২৪. ラオス⇒রাউসু⇒লাওস।

২৫ ~じん⇒জিন⇒জাতীয়তা।

২৬. じこしようかい⇒জিকোসুকাই⇒নিজের পরিচয়।

২৭. なんさい⇒নানসাই⇒তোমার বয়স কত। ( ছোটোদের ক্ষেত্রে)।

২৮. おいくつ⇒ওইকুতস্যু⇒আপনার বয়স কত।( বড়দের ক্ষেত্রে )।

২৯. だれ⇒দারে⇒কে। ( ছোটোদের ক্ষেত্রে)।

৩০. どなた⇒দোনাতা⇒কে। ( বড়দের ক্ষেত্রে )।

৩১ なにじん⇒নানিজিন⇒আপনার জাতীয়তা কি।

12/05/2023

#ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আদর করে জিজ্ঞেস করলেন, 'বড় হয়ে কি হতে চাও মা?'
মেয়েটি বললো, "বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই"।
স্বপ্নের কত রঙ! আকাঙ্ক্ষার কত আঙ্গিক!
বাঁচার আকুতি কত হৃদয় বিদারক!
হাত বিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু যদি আমার হাতগুলো ঠিক থাকতো!
পা ছাড়া লোকের সাধ তো একটাই - যদি একদিন চলতে পারতাম সবার মতই।
অন্ধের স্বপ্ন যদি একটাবারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রঙ!!
আর বোবার সব আকাঙ্ক্ষা যেন একটু কথা বলতে পারলেই পূরণ হতো!!
মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাঝকা করছে, তখন শত বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন, ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, সে শুধুমাত্র স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আপাতত এটুকুই!
আইসিইউ-র ভেতরের মানুষটা শুধু একটাবার কাঁচের দরজার এপাশে বেরুতে চায়!
আপনি যখন লিখাটা পড়ছেন, ঠিক এই মূহুর্তে মৃত্যুশয্যায় হাজারো মুমূর্ষের আর একটা মাত্র নিঃশ্বাস নেয়ার হাহাকার!
এ হাহাকার দুনিয়ার শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয়!
শীতের রাতে ফুটপাত, বাসস্টপ কিংবা রেলস্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদের কষ্টও ভুলিয়ে দেয়। দিনশেষে তার একটু মাথাগোঁজার ঠাঁইটুকুন রয়েছে, এদের সেটাও নেই!
আপনার গ্রামের সবচেয়ে বড়লোক, শহরের উঁচু দালান দেখে নিজেকে হতভাগ্য ভাবেন!
দুনিয়া ধোঁকার বস্তু, কখনো কাউকে তৃপ্ত করবে না! #যেন_হাওয়াই_মিঠাই!!
আপনি যত অপূর্ণতায় ভোগেন, ভেবে দেখবেন, 'আপনার সৃষ্টিকর্তা আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনো স্বপ্ন।'
যে চোখ দিয়ে পড়ছেন, অনেকের সেই চোখে আলো নেই। তিনবেলা পেটপুরে খেয়ে, ভালো জামাকাপড় পরে, স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জমিনে চলতে পেরে, সুস্থ থেকেও যদি আপনি বলেন ডিপ্রেশনে আছেন, বেঁচে থাকতে ভালো লাগছে না বলেন, তাহলে আপনি জেনে বুঝে সৃষ্টিকর্তাকে দোষারোপ করছেন!
আত্মহত্যা মহাপাপ মনে হয় এই কারণেই!
কিন্তু সমস্যা একটাই- আমরা শুধু অন্যের সুখটাই দেখি!!
আর সেটিই মনে হয় আমাদের আসল অসুখ!!!

দোয়া সমূহ ।টাইম লাইনে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন।(কালেক্টেড)
11/05/2023

দোয়া সমূহ ।
টাইম লাইনে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন।

(কালেক্টেড)

10/05/2023

টোকিও গিঞ্জা এরিয়া…যেমন পরিকল্পিত শহর , তেমন পরিষ্কার পরিচ্ছন্ন সর্বত্রই ।সময় সল্পতার কারনে বেশি ঘুরতে পারিনি । যেহেতু আমার কর্মস্থল সেখানেই তাই আশাকরি নেক্সটে আরো সুন্দর কিছু দৃশ্য উপস্থাপন করতে পারবো ।

কারো বাসায় গেলে পাঁচ পদ নিয়ে যাওয়া এবং কেউ বাসায় এলে দশ পদ রান্না করার কালচার থেকে বের হতে না পারলে আত্মীয়-স্বজন এবং প্র...
09/05/2023

কারো বাসায় গেলে পাঁচ পদ নিয়ে যাওয়া এবং কেউ বাসায় এলে দশ পদ রান্না করার কালচার থেকে বের হতে না পারলে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা কঠিন।

মধ্যবিত্ত পরিবারে (পড়ুন নিম্নমধ্যবিত্ত পরিবারে) এক কেজি আঙ্গুরের চেয়ে এক ডজন ডিমের প্রয়োজনীয়তা বেশি। জাপানীরা কারো সাথে দেখা করতে গেলে এক কেজি চাল নিয়ে যায় উপহার হিসেবে। ওদের প্রধান খাদ্য ভাত, আমাদেরও ভাত। তাহলে আমরা চাল নিয়ে গেলে সমস্যা কোথায়?

যিনি বা যারা বেড়াতে যাচ্ছেন তারা যদি ঐ বেলার বাজারটাই করে নিয়ে যান সবচেয়ে ভালো হয়। সেগুলোই রান্না হবে। মেহবান এবং মেজবান কারোই সমস্যা হবে না, কষ্ট হবে না। বাসায় দুটো বাচ্চা থাকলে সাথে পাঁচ টাকা দামের দুটো চকলেট নিয়ে যান, কোনো সমস্যা নেই।

যারা দশ পদ রান্না করেন এবং যারা দশ পদের রান্না না দেখলে মনে করেন সমাদর করা হয়নি—সবারই মনে রাখা উচিত তৃপ্তি ভরে খাওয়া যায় মাত্র দুই পদ। আরেকটা পদ যোগ হতে পারে আগে বা পরে সাপ্লিমেন্টারি হিসেবে।

এই কালচার প্রোমোট করার ক্ষেত্রে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। যারা একটা কালচারে তাদের জীবন শেষ করে দিয়েছেন প্রায়, তাদের পক্ষে অন্য কিছু ভাবা সম্ভব নয়।

08/05/2023

মানুষের নীতি নৈতিকতা দিনে দিনে কোথায় গিয়ে ঠেকছে । ভিডিও ক্রেডিট News

07/05/2023

টোকিও জাপানে বাঙ্গালীর ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় BAJNA BEAT এর কিছু অসাধারন পারফরম্যান্স।

07/05/2023

Kawaguchi stations area..Saitama Japan. very crowded and beautiful places.

14/04/2023

আমি যেই গুছায়া আনি তখনি ধরা খাইয়ে যাই🤣🤣 জেল খাটতে খাটতে আমি নিঃস্ব 🤣🤣🤣

04/04/2022

住所

Tokyo
Kita-ku, Tokyo
114-0001

ウェブサイト

アラート

Mozumder JPがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

ビデオ

共有する

メディア会社付近