Ashir & Akib corner

Ashir & Akib corner জাপানে বেড়ে উঠা দুই ভাই এর গল্প ! Fun, Entertainment, Daily work, Traveling & Sightseeing.

28/12/2023

Japanese sports song….
Nursery school annual sports competition, It was held 14th October, 2023.

দাদু দাদা র সাথে বেড়ানো ॥ 🥰🥰 মজাই আলাদা
06/10/2023

দাদু দাদা র সাথে বেড়ানো ॥ 🥰🥰
মজাই আলাদা

পোলাও বিরিয়ানি রান্না হচ্ছে ! 😆 যারা যার খেতে চাও সিরিয়ালে দাঁড়াও 🫣😍🐣
04/10/2023

পোলাও বিরিয়ানি রান্না হচ্ছে ! 😆
যারা যার খেতে চাও সিরিয়ালে দাঁড়াও 🫣😍🐣

আল্লাহুম্মা বারিক লাহু ॥ 🥰 রবিবার মানেই আনন্দ 🥰🩵 ।
02/10/2023

আল্লাহুম্মা বারিক লাহু ॥ 🥰

রবিবার মানেই আনন্দ 🥰🩵 ।

আল্লাহুম্মা বারিক লাহু  (বারাকাল্লাহু ফিক) ♥️ বাবা র সাথে ঘুমালে চোখে গ্লাস পরতে হয় ॥
27/09/2023

আল্লাহুম্মা বারিক লাহু (বারাকাল্লাহু ফিক) ♥️

বাবা র সাথে ঘুমালে চোখে গ্লাস পরতে হয় ॥

বাচ্চাদের মুখের ঘা খুব কষ্টের একটা বিষয় ! অনেকের ই হয় । আশির এর অনেকদিন যাবত মুখে ঘা এর সমস্যা টা হচ্ছে । 😢 OS-1 oral Re...
25/09/2023

বাচ্চাদের মুখের ঘা খুব কষ্টের একটা বিষয় !
অনেকের ই হয় । আশির এর অনেকদিন যাবত মুখে ঘা এর সমস্যা টা হচ্ছে । 😢

OS-1 oral Rehydration solution এইটা খুব উপকারি একটা ড্রিংক্স যাদের ঘা এর সমস্যা আছে ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ ঘা কমে যাবে ॥

আমি এতদিন জানতাম না , তাই পোস্ট টা করা যদি কারও উপকারে আসে । 🩵
আপনার টাইমলাইন এ শেয়ার করে রাখতে পারেন হয়তো অন্য কেউ জানবে ♥️🇯🇵 । ধন্যবাদ

সুশি খেতে গিয়ে দেড় ঘন্টা সিরিয়ালে ছিলাম মানে দেড় ঘন্টা! ! ! ! ! ! 🙄😬পরে অবশ্য দুই ঘন্টা বসে বসে আরাম করে খেয়েছি ।😆
23/09/2023

সুশি খেতে গিয়ে দেড় ঘন্টা সিরিয়ালে ছিলাম মানে দেড় ঘন্টা! ! ! ! ! ! 🙄😬
পরে অবশ্য দুই ঘন্টা বসে বসে আরাম করে খেয়েছি ।😆

2019 vs 2023 আশির ঘুঘুগাগা বেবি আমার 🩵🐥🐣 সময় কত দ্রুত যায় !! ⏰ মাশাআল্লাহ 🥰 আল্লাহ হুম্মা বারিক লাহু 🥰😍                 ...
22/09/2023

2019 vs 2023

আশির ঘুঘুগাগা বেবি আমার 🩵🐥🐣
সময় কত দ্রুত যায় !! ⏰
মাশাআল্লাহ 🥰 আল্লাহ হুম্মা বারিক লাহু 🥰😍

আজ হোইকোয়্ন ( ডে কেয়ার ) এ যাওয়ার পর বিকাল ৩:০০ টার সময় সেনসেই (টিচার ) ফোন করে বলল আশির এর অনেক জ্বর ৩৮.৮ যত জলদি পারেন...
21/09/2023

আজ হোইকোয়্ন ( ডে কেয়ার ) এ যাওয়ার পর বিকাল ৩:০০ টার সময় সেনসেই (টিচার ) ফোন করে বলল আশির এর অনেক জ্বর ৩৮.৮ যত জলদি পারেন এসে নিয়ে যান এবং ডক্টর দেখাবেন দয়া করে ।

যখন আসির কে আনতে যাই সেনসেই (টিচার) আবার ও সব ডিটেলস বলেন এবং ডক্টর দেখানোর পর আপডেট দিতে বলেন । 💛
সত্যি ওনাদের ব্যাবহারে মুগ্ধ হই বারবার ! 🌿

আসির এর জ্বর এখন ও কমে নি , প্রচুর জ্বর আর মাথা ব্যাথা দোয়ায় রাখবেন আশা করি ॥ 🩵

21/09/2023

আকিব 🩵

জাপানের ডে কেয়ার পর্ব-১💛। ডে কেয়ার এ মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে সকাল ১০-১২ টার মধ্যে সেনসেইরা (টিচার) বিভিন্ন পার্ক এ ঘুরত...
19/09/2023

জাপানের ডে কেয়ার পর্ব-১💛।

ডে কেয়ার এ মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে সকাল ১০-১২ টার মধ্যে সেনসেইরা (টিচার) বিভিন্ন পার্ক এ ঘুরতে নিয়ে যায় এবং বিভিন্ন কিছুর সাথে পরিচয় করিয়ে দেয়, যেমন ফুল লতা পাতা ঘাস পোকা-মাকড় ইত্যাদি ।

আজ আশিরদের নিয়ে ১ঘণ্টার জন্য পার্কে ঘুরাঘুরি করে ৩ নং ছবির জিনিসপত্র কুরিয়েছে ।
কোথায় কখন কোন পার্কে নিয়ে যাবে তার সব ডিটেলস আগে ই মা-বাবাদের জানিয়ে দেয়া হয় ।☺️💛

এই যে একটা ঘুমের গল্প ! 🥱😴 আম্মু ব্যস্ত তাই নিজে নিজে ই ঘুমাই 🐣🐣 ॥
19/09/2023

এই যে একটা ঘুমের গল্প !
🥱😴

আম্মু ব্যস্ত তাই নিজে নিজে ই ঘুমাই 🐣🐣 ॥

দিনের মধ্যে একটা সেনালী সময় আছে কখন সেটা জানেন তো ?? কমেন্ট এ জানিয়ে দিন ॥ Sunset 🌅
05/09/2023

দিনের মধ্যে একটা সেনালী সময় আছে কখন সেটা জানেন তো ??
কমেন্ট এ জানিয়ে দিন ॥

Sunset 🌅

সুন্দর কথাগুলো 🩵
04/09/2023

সুন্দর কথাগুলো 🩵

আম্মাকে তসবীহ হাতে গ্রিল ঘেঁষে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখছি অনেকক্ষণ ধরে।

কাছে যাবার সাহস হচ্ছেনা।

শেষ বিকেলের আলোতে যে এতো বিষাদ আগে কখনো খেয়াল করিনি!

আমার একমাত্র ভাই অনিন্দ্য গতকাল কানাডা চলে গেল।University of Toronto তে ও ফুল স্কলারশিপ পেয়েছে পিএইচডির জন্যে।

বলে গেছে ঘরে ফিরবে।কিন্তু আম্মা বিশ্বাস করছেন না।

তোমাদের যাদের বয়স ১৫-১৬ বছর তারা এই ছবিটা মনে রেখ।

'পড় পড় পড়!!' বলে এখন তোমার 'মাথা খাওয়া' মা টা একদিন দেখতে ঠিক এরকম হবে!

ঠিক মিলিয়ে নিও, একদিন তুমি অনেক বড় হবে স্রেফ এটুকুর বাইরে তোমার 'রাগী' মায়ের দোয়াতে আর কিচ্ছু ছিল না!

ভাবছ তো একদিন টাকা দেবে,বাড়ি দেবে, হীরা দিয়ে মুড়ে দেবে মাকে!

আমাদের অসহায়ত্ব এখানেই যে,আমরা যখন ছোট থাকি শাসনের আড়ালের মায়াটা দেখিনা!

আর যেদিন আমাদের বোঝার বয়স হয়, সেদিন হয় আমরা দূরে চলে যাই বা তাঁরা আল্লাহর মেহমান হয়ে যান।

কি অদ্ভূত একটা সম্পর্ক!

M Raquib Ehsan - Only Allah knows how much I will miss you!♥️

বাচ্চাগুলো কতো অল্প তে খুশি হয়ে যায় ।মাশাআল্লাহ🩵 পছন্দের কেক কিনে দেওয়াতে মহা খুশি আশির আব্বু টা ॥ ♥️♥️♥️♥️
29/08/2023

বাচ্চাগুলো কতো অল্প তে খুশি হয়ে যায় ।মাশাআল্লাহ🩵
পছন্দের কেক কিনে দেওয়াতে মহা খুশি আশির আব্বু টা ॥ ♥️♥️♥️♥️

Hitachi sea side park in Ibaraki, Japan 🇯🇵…..
24/08/2023

Hitachi sea side park in Ibaraki, Japan 🇯🇵…..

সমুদ্রে চলে আসলাম পানি আর বালি র মাঝে ॥ beach 🏖️ 🌊
20/08/2023

সমুদ্রে চলে আসলাম পানি আর বালি র মাঝে ॥ beach 🏖️ 🌊

住所

Itabashi-ku, Tokyo

ウェブサイト

アラート

Ashir & Akib cornerがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Ashir & Akib cornerにメッセージを送信:

ビデオ

共有する