02/12/2022
টয়োটা (টয়োঢা) কম্পানীর জন্ম বা শুরুর ইতিহাস
আজকে আমার টয়োটা TOYOTA কম্পানীর কে চিনি বিশ্বের সবচেয়ে বড় গাড়ির কম্পানী হিসাবে । কিন্তু ১৯ শতকের শুরুর দিকে এই কম্পানী যখন প্রথম শুরু করে তখন তার গাড়ি বানাতো না । তখন তার প্রথমে সুতা এবং কাপড় বানাত । তার পরে সুতা এবং কাপড় বানানোর যন্ত্রপাতি বানানো শুরু করে। এরপরে গাড়ি বানানো শুরু করে। তবে টয়োটা কম্পানী এখন সুতা এবং কাপড় বানানোর অত্যাধুনিক যন্ত্রপাতি উন্নয়নশীল দেশগুলোর জন্য তৈরি করে থাকে। আজ আমি এই বিষয় নিয়ে ছোট একটি ভিডিও তৈরী করেছি।