Adity-অদিতি

Adity-অদিতি “Adity”is an international student and content creator in Japan🇯🇵, sharing her Daily life👩‍💼, travel⛺️, and study experiences📚.
(3)

09/01/2026

Funny Template Ever 😆😂

08/01/2026

শীত মানেই পিঠা 😋

08/01/2026

Foodie Me 🙂

Day By Day জাপানের প্রতিটা রুলস কঠিন হচ্ছে।নতুন যারা আসতাছেন তারা একবার আসতে পারলেই হলো এই চিন্তা থেকে বের হয়ে দেশ থেকে...
08/01/2026

Day By Day জাপানের প্রতিটা রুলস কঠিন হচ্ছে।নতুন যারা আসতাছেন তারা একবার আসতে পারলেই হলো এই চিন্তা থেকে বের হয়ে দেশ থেকে এটলিস্ট N4 পর্যন্ত ভালো ভাবে কমপ্লিট করে আসেন।
জাপানের ব্যাপারে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেন আমি আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী সবসময় আপনাদের ইনফো দিয়ে হেল্প করার ট্রাই করি।তাই এই সতর্ক বার্তা টাও দিয়ে রাখলাম। যেমন তেমন করে N5 শেষ করেই চলে আইসেন না কারন জবের ক্ষেত্রে এখন N1 ছাড়া ফাইল ই ওপেন করছে না।( অবশ্যই ভালো কোনো জব)।

07/01/2026

Me Time🖤

টাকা খরচ করা একটা শিল্প। কিছু শিল্পী মাসের প্রথমেই নিঃস্ব হয়ে  যায়।এরা বড় শিল্পী।শিল্পী যত বড়, মাস তত কঠিন🙂।
06/01/2026

টাকা খরচ করা একটা শিল্প। কিছু শিল্পী মাসের প্রথমেই নিঃস্ব হয়ে যায়।এরা বড় শিল্পী।শিল্পী যত বড়, মাস তত কঠিন🙂।

মানুষ নাকি নিজের জন্মদিন ভুলে যায়, আমি তো ২০২৬ এর ক্যালেন্ডার পেয়েই চেক করে ফেলছি ২৭ জানুয়ারি কি বার🥱
06/01/2026

মানুষ নাকি নিজের জন্মদিন ভুলে যায়, আমি তো ২০২৬ এর ক্যালেন্ডার পেয়েই চেক করে ফেলছি ২৭ জানুয়ারি কি বার🥱

Controversy কে মারাত্মক ভয় পাওয়া মেয়ে আমি।কোনো উল্টা পাল্টা কিছু করে নিজেকে হাইলাইট করা বা ভাইরাল হওয়া কোনোটাই আমার ...
05/01/2026

Controversy কে মারাত্মক ভয় পাওয়া মেয়ে আমি।কোনো উল্টা পাল্টা কিছু করে নিজেকে হাইলাইট করা বা ভাইরাল হওয়া কোনোটাই আমার এই পেজের পার্পাস না।পেজ টা খোলা হয়েছিলো আর ও ৫ বছর আগে আমার বিজনেস পারপাসে তখন তেমন রিচ ও ছিল না রিচ হয়েছে লাস্ট কয়েক মাস ধরে।

যাইহোক গতকাল আমি একটা পোস্ট করেছিলাম 7- Eleven এর পোশাক পরে যেইটা তে কয়েকজন নেতিবাচক কথা বলেছেন তবে কথা গুলি যৌক্তিক তাই পোস্ট টা 20k views হওয়ার পরে ও আমি ডিলিট করে দিয়েছি। অনেক কনবিনি তেই পোশাক পড়ে ভিডিও করা নিষেধ তবে সেটা দোকানের ভিতরে আর আমার ভিডিও টা ছিলো রেস্ট রুমে। যাইহোক তবু ও আমি এই বিষয়ে কন্ট্রোভার্সি তে জড়াতে চাই না।

তবে…
সাধারণ যেকোনো পোস্টে যদি আপনি কোনো রকমের উল্টা পাল্টা কমেন্ট করেন আর সেটা যদি আমার চোখে পরে তাহলে আপনার আইডি লিঙ্ক,স্ক্রিনশট,ছবি সহ ব্যক্তিগত যত ইনফরমেশন আইডি তে পাবো সব কিছু পাবলিকলি পোস্ট করবো সাথে ১০ টা পাবলিক পেজে শেয়ার ও।

So be careful not to drop any bad comments.

প্রথমবারের মতো তুষারবিলাস,অতঃপর জ্বর,নেক পেইন,নাকের মাংস ফুলে যাওয়া সহ নানান সমস্যা🙂।কমিটমেন্ট অনেক বড় একটা জিনিস তার ...
05/01/2026

প্রথমবারের মতো তুষারবিলাস,অতঃপর জ্বর,নেক পেইন,নাকের মাংস ফুলে যাওয়া সহ নানান সমস্যা🙂।

কমিটমেন্ট অনেক বড় একটা জিনিস তার সাথে দায়িত্ব ও। ৩৮৽ জ্বর নিয়ে ও লাস্ট ২ দিন কাজ করেছি।বছরের শেষ সপ্তাহ থেকে নতুন বছরের প্রথম সপ্তাহে জাপানিজ রা খুব একটা কাজ করে না। সেই গ্যাপ টা ফিল আপ করার জন্য ম্যানেজার আর ও ৩ মাস আগেই আমি সহ বাকি বিদেশি স্টাফ দের বলে রাখছিল যেন এই দিন গুলি তে আমরা ডিউটি করি।

আমি চাইলেই পারতাম এই জ্বর নিয়ে কাজে না গিয়ে বাসায় রেস্ট করতে।কিন্তু ওই যে দায়িত্ব তাছাড়া ম্যানেজার ও আমার সুবিধা মতো যখন তখন আমাকে শিফট দিয়েছে।তাই শরীর খারাপ থাকা সত্ত্বেও তাঁকে বিপদে ফেলতে ইচ্ছে করে নি।

তবে যা বুঝলাম ঐসব স্নোফল টোনোফল আমার মতো ১২ মাসি ঠান্ডার রুগিদের জন্য নয় 🙂।

খুব বাজে একটা অভিজ্ঞতা হইছে আজ।টানা ২ দিন ছুটি করে আজ ভোরে রওনা হইছি আপুর বাসা থেকে। গতকাল তুষারপাত হওয়ার কারণে রাস্তায...
03/01/2026

খুব বাজে একটা অভিজ্ঞতা হইছে আজ।
টানা ২ দিন ছুটি করে আজ ভোরে রওনা হইছি আপুর বাসা থেকে। গতকাল তুষারপাত হওয়ার কারণে রাস্তায় তখনও বরফ ছিলো আর কনকনে ঠান্ডা তো আছেই। সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পরপর ২ টা জব করে বাসায় যাওয়ার সময় ট্রেন লেট। 人身事故 (じんしんじこ / jinshin jiko Maybe কোনো Sui* case এর কারণে পাক্কা ২ ঘন্টা ট্রেন লেট করছে।

ভাই রে ভাই ২ টা ডেড বডি সরাতে গিয়ে যেই সময় নিসে ওরা।হাজার হাজার মানুষ স্ট্রাগল করছে আজ কে।আমার কথা হইলো ম*রার জন্য তোদের ট্রেনের তলে কেন আসতে হবে?

住所

Chiba-shi, Chiba

ウェブサイト

アラート

Adity-অদিতিがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する

カテゴリー