03/08/2024
বলছো তুমি মুক্তির কথা,
লড়ছো না কেন ভাই?
নামেই স্বাধীন এই দেশটাকে,
ফের স্বাধীন করতে চাই।
আওয়াজ তোলো বজ্রকণ্ঠে,
প্রতিবাদী হও আবার,
ভুলে যেও না কেমন ছিল,
পূর্বপুরুষেরা তোমার।
দমাতে পারেনি লোহার বুলেট,
পারবে না আজও,
দেশের জন্য বুক পেতে দেবে,
লাখো সাঈদ-মুগ্ধরা তো।
রেখে দাও মনে সেই স্মৃতি,
নিষ্ঠুরতায় ঝরানো প্রাণ,
নতুন দিনের নতুন স্বপ্ন,
গড়বো ত্যাগের যোগ্য মান।
সৈরাচারকে রুখে দাঁড়াও,
জাগ্রত হোক সাহসের গান,
নতুন ভোরের রৌদ্রছায়ায়,
মুক্তির পথে এগিয়ে চলবো অবিরাম।