Digital Diary by Nadia

Digital Diary by Nadia দৈনন্দিন জীবনের ছোট ছোট কিছু শ্মৃতি, সুখ দুঃখে ঘেরা কিছু গল্প - কথা 🙂❤️

প্রতিটা বাঁধের বিপরীতে একটা করে বাঁধ চাই
22/08/2024

প্রতিটা বাঁধের বিপরীতে একটা করে বাঁধ চাই

22/08/2024

বাংলাদেশের পরি*স্থি*তি স্থি*তি*শী*ল হওয়ার যেন কোনো নাম ই নাই😞
সব কিছুর মূলে একমাত্র চা-ওয়ালা মু*দি।

19/08/2024

‼️🚨ইতালি প্রবাসী বোন-ভাবিদের দৃষ্টি আকর্ষন করছি
সবাই আপনাদের বাচ্চা নিয়ে সতর্ক হউন।
⛔️বাসার জানালার আসে-পাশে এমন কিছু রাখবেন না যার উপর দারিয়ে বাচ্চা জানালার উপর উঠতে পারে।
⛔️এমন কি ব্যালকোনি বা বারান্দাতে ও একা যেতে দিবেন না বা এমন কিছু রাখবেন না যার উপর দারিয়ে রেলিং ধরে নিচের দিকে ঝুঁকতে পারে।
⚠️ইতালির বোলোনিয়াতে এক বাচ্চা(নাম-ফাতিহা) তিন তলা বাসার জানালা থেকে পড়ে দিতে মৃত্যু হয়েছে😞
(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

ছোট্ট পাখিটার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি।

কোরবানির সময় গ*রুর গো*শত সকলেই মেপেছেন⚖️ 🚨জানেন কালকে ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে ⁉️কালকে তাবিই'ন নামক স্কুল...
14/08/2024

কোরবানির সময় গ*রুর গো*শত সকলেই মেপেছেন⚖️
🚨জানেন কালকে ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে ⁉️
কালকে তাবিই'ন নামক স্কুলে ফজরের নামাজ পড়ার সময়ে মুসল্লীদের উপরে দ খ ল দার ই/জ*রা য়েলির বো*ম্বিংয়ে ১০০ উপরে নামাজরত মুসল্লী মা*রা যায়। তাদের অবস্থা এমন হয়েছিল যে লা''শ শনাক্ত করা যাচ্ছিলো না।

প্রতি ৭০ কেজি মাং'স মেপে একজন মৃ''ত মানুষ হিসাবে দা'ফন করা হয়েছে! আল্লাহ তুমি মাজলুমদের মুক্তি দাও 🤲
আল্লাহ রহম করো😢

যুদ্ধে বাংলাদেশের বিশিষ্ট ব্যাক্তি বর্গের সাথে সাথে কি রাসেল ভাইপার ও দেশ ছারছে নাকি….?🫣অনেক দিন তার কোনো খোজ খবর নাই🤣
14/08/2024

যুদ্ধে বাংলাদেশের বিশিষ্ট ব্যাক্তি বর্গের সাথে সাথে কি রাসেল ভাইপার ও দেশ ছারছে নাকি….?🫣
অনেক দিন তার কোনো খোজ খবর নাই🤣

My Happiness ❤️
14/08/2024

My Happiness ❤️

11/08/2024

অনেক হয়েছে আর পারছি না। মাথার মধ্যে জ্যাম হয়ে আছে। এখন নরমাল লা*ইফে ব্যাক করতে হবে।তাই সবার আগে মাইন্ড রিফ্রেশ করা প্রয়োজন।

জীবনে কোনো দিন কল্পনাতেও স্বপ্ন দেখি নাই যে-চা খেতে খেতে  জামাইর সাথে রা*জ*নৈতিক আলাপ করমু এই আমি 😵‍💫🫣
10/08/2024

জীবনে কোনো দিন কল্পনাতেও স্বপ্ন দেখি নাই যে-
চা খেতে খেতে জামাইর সাথে রা*জ*নৈতিক আলাপ করমু এই আমি 😵‍💫🫣

08/08/2024

আমরা আসলেই হুজুগে বাঙালী😞
এখন দেশ মেরামতের সময়।
ভাংচুর-লুটপাট আর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের নয়।

07/08/2024

🚨প্রবাসী ভাই ও বোনেরা সময় এসেছে নিজেদের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার
প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা
তোমাদের সকল দাবী দাওয়া পূরন হয়ে গেলে সময় এসে গেছে প্রবাসীদের জন্য আওয়াজ উঠানোর । প্রবাসীদের জন্য কিছু করার। তোমাদের আন্দোলনে প্রতিটা প্রবাসী যে যার জায়গা থেকে যেভাবে সাহায্য করা সম্ভব করেছে। তোমাদের ক্রান্তি কালিন সময়ে সশরীরে তোমাদের সাথে মাঠে নামতে না পারলেও বহীর্বিশ্বের নজরে আসার জন্য প্রবাসের মাটিতেই আন্দোলন সমাবেশ করে লেখালেখি করে ভিডিও বানিয়ে রেমিট্যান্স সাঁট ডাউন করে যে যেভাবে সম্ভব হয়েছে তোমাদের সাপোর্ট করে গেছে। আগামীতেও দেশ গরার জন্য যা যা প্রয়োজন করবে।
তাই তোমাদের অধিকার বুঝে পাওয়া হয়ে গেলে এই প্রবাসীদের ন্যায্য অধিকারটুক ও বুঝিয়ে দিও।
📍এয়ারপোর্ট প্রবাসীদের প্রাপ্য সম্মান টুকু যেন দেওয়া হয়। বিশ্বের কোনো দেশের এয়ারপোর্ট এ বাঙালীদের এতটা হয়রানি আর হেনস্তার শিকার হতে হয় না যত টা তার নিজ দেশে হতে হয়।
আমার দেশ আমি যতবার খুশি ততবার যাব। যতদিন পর মন চায় ততদিন পর যাব। এসব নিয়ে জবাবদিহীতা কেন করব?
📍প্রবাসীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার অবর্তমানে মানে সে মারা গেলে তার পরিবার কে যেন পথে না বসতে হয়।তার দায়ভার রাষ্ট্র কেই নিতে হবে।
📍প্রবাসীর লাস বিনামূল্যে যেন বাংলাদেশে নেওয় হয় এ বিষয় টি নিশ্চিত করতে হবে? একজন প্রবাসী তার আয়ের আশি শতাংশ বাংলদেশে রেমিট্যান্স হিসেবে পাঠিয়ে দেও অথচ সে মারা গেলে তার লাস টা পর্য়ন্ত নিজ দেশে নেওয়া সম্ভব হয় না অনেক সময় টাকার অভাবে।
📍এবং প্রবাসীদের ভাতা প্রদান করতে হবে।
কারন একজন রেমিট্যান্স যোদ্ধা তার আয়ের সবটুকুই নিজ দেশে পাঠাতে পাঠাতে শেষ বয়সে এসে তার হাত থাকে একদম শুন্য । আর এই শুন্য হাতে সে চাইলেও নিজ দেশে গিয়ে শান্তির নিশ্বাস নিতে পারে না। তাই শেষ নিশ্বাস পর্যন্ত ভিনদেশের পরে থাকতে হয়।
⚠️অবশ্যই ব্যতিক্রম ও আছে তবে আমি তাদের কথা বলছি না। সংখ্যা গরিষ্ঠ দের কথা বলছি।
📍আর সবচেয়ে গুরুত্ব পূর্ণ এবং সর্বপ্রথম যে দাবিটি আমাদের মানতে হবে সেটি হলো
তোমাদের আন্দোলন এ সংগ দিতে গিয়ে সৌদি এবং দুবাই সহ কয়েক টি দেশে বাঙালিদের জেল খাটতে হচ্ছে অনেককে যাবত জীবন কারাদন্ড ও দেওয়া হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহন করতে হবে যত দ্রুত সম্ভব।
‼️রেমিট্যা্নস যোদ্ধা ভাই ও বোনেদের কাছে অনুরোধ নিজেদের দাবী না মানা পর্যন্ত প্রিয়জনদের বা স্বজনদের প্রয়োজনের বাহিরে একটা টাকাও পাঠাবেন না। যতটুকু প্রয়োজন , না পাঠালেই না ততটুকুই পাঠাবেন।

06/08/2024

যাক,এখন যদি দেশ ও দেশের মানুষ একটু শান্তি ও নিরাপত্তা পায়।

06/08/2024

অনেকদিন ভিডিও দেই না।প্রায় একমাসের উপরে হবে। দেশের এই অবস্থায় মন ভালো ছিল না।এই ভিডিও টা ও অনেক আগের। এডিট করা একসপ্তাহ আগে। কিন্তু মন ভালো ছিল না তাই আপলোড করিনি। ফেইসবুকে ঢুকলেই শুধু হাত-পা কাঁপত। মনে শুধু একটাই প্রশ্ন ছিল ওদের আবদার টা কি শুরুতেই সুষ্ঠ আলোচনার মাধ্যমে মেনে নেওয়া যেত না..?

06/08/2024

জিনিসপত্রের দাম কমেছে, ছেলেমেয়েরা রাস্তায় ট্রাফিক সামলাচ্ছে, গ্রুপ বেঁধে রাস্তা পরিষ্কারে নেমেছে, পত্র পত্রিকাগুলো সত্য বলছে, টিভিতে অথেনটিক নিউজ প্রচার হচ্ছে, শিল্পীরা দেয়ালগুলো আবার রং ঢেলে সুন্দর করার উদ্যোগ নিচ্ছে, হুজুর ভাইয়েরা সারারাত মন্দির পাহারা দিয়েছেন (একটা ছবিতে দেখলাম মন্দিরের গেইটে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। কি মিষ্টি), ফান্ডরেইজ হচ্ছে সংখ্যালঘু পরিবারের জন্য, চলচ্চিত্র পেইজ গুলো সেন্সরশিপ তোলার জন্য আওয়াজ তুলছে, ছাত্ররা লুটপাট হয়ে যাওয়া টাকা আর জিনিস গণভবনে ফেরত দিয়ে আসছে, একইসাথে নেমেছে গণভবন পরিষ্কারের কাজে। আমি খুবই পেসিমিস্ট একজন মানুষ ভাই। তবু, একদিনের মাথায় মনটা ভালো লাগছে। বিপদ এখনো মাথার ওপর থেকে কাটেনি। তবে, বিপ্লবের সময়ে বিশ্বাস করেছি ভয় সংক্রামক, তেমনি সাহসও। এখনো তাই বিশ্বাস করছি। ঘরে বসে না থেকে আসুন বিকল্প হই। একদিনে সব ঠিক হবে না। তবে, সাহস থাকলে হয়তো. ..
Copied:-

06/08/2024

অসভ্য,বর্বর এর মতো আচরন না করে নিজেকে সংযত করুন।আপনাদের এসব কর্মকান্ড ইন্টারন্যাশনাল পর্যায়ে ও দেখানো হবে।এমন কিছু করিয়ে...
05/08/2024

অসভ্য,বর্বর এর মতো আচরন না করে নিজেকে সংযত করুন।
আপনাদের এসব কর্মকান্ড ইন্টারন্যাশনাল পর্যায়ে ও দেখানো হবে।এমন কিছু করিয়েন না যাতে ভবিষ্যতে লজ্জিত হতে হয়।

05/08/2024

১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত স্বাধীন হইলাম অনেকবার
কিন্তু
সভ্য জাতি হইতে পারলাম না।

05/08/2024

একটা প্রবাদ বাক্য খুব মনে পড়ছে-
পিপীলিকার পাখা গঁজায় মরিবার তরে।
আরেক টা প্রবাদ বাক্য আছে-
অতি বাড় বাড়িও না ঝড়ে পড়ে যাবে।

একজনকে দেখে অন্যজন শিক্ষা নেন। দেশের ছাত্র-জনতা একজনকে দেশ ছাড়া করতে পারলে , আরেক জনকে ও পারবে।
তাই নতুন করে আবার অহেতুক ধ্বংস যোগ্য না চালায়া, দেশের মানুষ গুলারে শান্তি দেন।
নিরাপদে, নিশ্চিন্তে বাঁচতে দেন।

05/08/2024

প্রিয় বাংলাদেশ!!
এতদিন যা হয়েছে তার হয়তো প্রয়োজন ছিলো। এখন অন্তত লাগাম টানুন। জাতির পিতার প্রতিকৃতি নষ্ট করার তো দরকার নাই। তিনি তো তার মেয়েকে বলে যান নাই দেশকে এভাবে শোসন করতে! এই যে আমরা থামতে জানিনা, এটাই আমাদের সমস্যা। যাইহোক দুটো কথা বলি।
১. দেশ স্বাধীন হয়েছে এই আনন্দে আমরা মাত্রাতিরিক্ত যেকোন কিছু না করি এবং ডিফোকাসড না হই। এক ডিক্টেটর গেছে, আরেক ডিক্টেটর যেন গদিতে না বসাই। এবার অন্তত জনগণের মতের স্বাপেক্ষে কাউকে দেশ চালানোর ক্ষমতা দেই। তাই ফোকাস পিপল, ফোকাস। তীরে এসে তরী ডুবিয়েন না।
২. আর, সংখ্যালঘু জনগোষ্ঠীদের আঘাত করবেন না। প্লিজ, প্লিজ,প্লিজ! যে সরকারই ক্ষমতায় আসে, নিজের দরকারে এদের ঘরে আ*গুন দিয়ে এজেন্ডা বাস্তবায়ন করে। আমরা সবাই মিলেমিশে একটা সেক্যুলার বাংলাদেশ গড়ি। এখানে যেন যেন জাতি,ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকে। ভুলে যেয়েন না আপনার ছেলবেলার বন্ধু যার সাথে সব উৎসবে আয়োজনে আনন্দ ভাগ করেছেন, দু:খে কষ্টে কষ্ট ভাগ করেছেন। কারোরই প্ররোচনায় পড়ে সংখ্যালঘুদের আঘাত করবেন না। বরং রক্ষা করবেন। নইলে ফ্যাসিবাদীদের সাথে আপনাদের কোন পার্থক্য রইবেনা।
যাই দেশ তো স্বাধীন হলো। অনেক ক্লান্ত লাগছে। একটু ঘুমাই।

Copied :- paprification

05/08/2024

সব ই ঠিক আছে
কিন্তু এরপর কি….?
পরবর্তী পদক্ষেপ বা উদ্যোগ কি হওয়া উচিত
কে হবে দেশের পরবর্তী অভিভাবক…?

05/08/2024

Alhamdulillah
ঘটনা কি সত্যি…?
এখনো বিশ্বাস হচ্ছে না

03/08/2024

শোকের কালো আগষ্ট নয়
আজকের আগষ্ট বিজয়ের এক নতুন অধ্যায়

মা-বোন, পরিবার-পরিজনদের সাথে কথা বলার জন্য গলাটা একদম শুকিয়ে গেছিল। পানির তৃষ্ণায় যেমন হাহাকার লাগে, বুকের ভেতরটা ঠিক তে...
24/07/2024

মা-বোন, পরিবার-পরিজনদের সাথে কথা বলার জন্য গলাটা একদম শুকিয়ে গেছিল। পানির তৃষ্ণায় যেমন হাহাকার লাগে, বুকের ভেতরটা ঠিক তেমন …… হাহাকার লাগছিল। মনে হচ্ছিল পৃথীবির বুক থেকে বাংলাদেশ নামক দেশ টা গায়েব হয়ে গেছে ,উধাও হয়ে গেছে।সাতটা দিন মনে হয় সাত বছর কিংবা তার বেশি মনে হয়েছে। কোনো কিছুই থেমে ছিল না । রান্না,খাওয়া, ঘুম, সব কিছুই তার নিজ নিজ গতিতে চলেছে। কিন্তু কোনোকিছুতে কোনো শান্তি পড়াচ্ছিলাম না।
অনেক দিন পর বুকটা একটু হালকা লাগছে।

যদিও এখনো অনেক টাই মন খারাপ । দেশের মানুষ গুলোর জন্য । অকারণে যাঁদের প্রা*ণ গেল তাদের জন্য।
কিন্তু কিছুই করার নেই।কিছুদিন পরে আবার সব আগের মতো হয়ে যাবে ।
সবাই যে যার মতো ব্যস্ত হয়ে পরবে। এই দিন গুলোর কথা কেউ মনেও করবে না শুধু যারা স্বজন হারিয়েছে তারা ছারা। আবার হয়তো কেউ মনে করবেও ,একটু মন খারাপও হয়তো হবে ,হয়তো একটু আফসোস ও করবে। কিন্তু তাতে কার কি যাবে আসবে…..? কার কি লাভ হবে…?
জানি না। আরও কত কত প্রশ্ন কত কথা জট বেধে আছে মনের কার কি লাভ হবে…? ।যা লিখে শেষ করা যাবে না।যার উত্তর অজানা….। 😞
ছোট মাথায় এত কিছু আঁটে না😞

তাহলে লাসের হিসাব দিবে কে…? এত এত শহীদের কি হবে…?তাল গাছটা যদি তাদের ই থাকে তাহলে এই সমাধান টা আগেই দিতে পারত।তাহলে তো আ...
21/07/2024

তাহলে লাসের হিসাব দিবে কে…? এত এত শহীদের কি হবে…?
তাল গাছটা যদি তাদের ই থাকে তাহলে এই সমাধান টা আগেই দিতে পারত।
তাহলে তো আর এতগুলো মেধাবী নক্ষত্র হারাতে হতোনা আমাদের।

20/07/2024

আজকে ভালো নেই আমার দেশ,
ভালো নেই জাঁতি।
ভালো নেই আমার দেশের ছাত্র ভাইয়েরা,
ভালো নেই আমি।😥

20/07/2024

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কী ..?
কারো জানা থাকলে অবশ্যই জানাবেন।
২ দিন ধরে দেশে যোগাযোগ করতে করতে পারছি না।
এর আগেও ঝড় বন্যার কারনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ।কিন্তু কখোনোই এত চিন্তা হয় নি।

19/07/2024

কি দেখার কথা ,কি দেখছি..।
কি শোনার কথা, কি শুনছি
কি ভাবার কথা,কি ভাবছি..।
স্বাধীনতার ৫৩ বছর পরেও স্বাধীনতাটাকে খুঁজছি ..😞

19/07/2024

দেশের মিডিয়া চুপ থাকলেও অন্য পথ খুলে দেওয়া হলো
যে যার মত করে নিউজ পাঠান যে কোন ইন্টারন্যাশনাল চ্যানেলে
Mail Address :

BBC News
Email: [email protected]

CNN
Email: [email protected]

Al Jazeera
Email: [email protected]

Reuters
Email: [email protected]

Associated Press (AP)
Email: [email protected]

Sky News
Email: [email protected]

France 24
Email: [email protected]

Deutsche Welle (DW)
Email: [email protected]

Bloomberg
Email: [email protected]

NHK World
Email: [email protected]

WhatsApp Number :

1. Al Jazeera: +974 5080 0207

2. CNN: (646) 397-6705

3. Reuters: +44 20 7542 9978

4. Associated Press (AP): +1 212-621-1500

5. The New York Times: +1 844-698-6397

6. The Guardian: +44 20 3353 2000

7. Reuters: +1 646-223-4000

8. AFP (Agence France-Presse): +33 1 40 41 46 00

9. Bloomberg: +1 212-318-2000

10. CNBC: +1 201-735-2622

11. BBC World Service (London): +44 20 3614 1111

The WhatsApp Number And The Email Address Of International News Channel....❤️
Plz collect All Evidence and Sent them in Whatsapp And Email...

Copied

এটা কি সত্যি কিনা জানি না তবে স্যতি হলে খুবই খুসি হবো।
18/07/2024

এটা কি সত্যি কিনা জানি না তবে স্যতি হলে খুবই খুসি হবো।

১৯৫২ র ছাত্র আন্দোলন দেখিনি আমি,দেখেছি ২০২৪ শে এসে ন্যায্য অধিকার চেয়েনিজেরই স্বাধীন দেশে সোনার ছেলেরা কিভাবে প্রান দিচ্...
18/07/2024

১৯৫২ র ছাত্র আন্দোলন দেখিনি আমি,
দেখেছি ২০২৪ শে এসে ন্যায্য অধিকার চেয়ে
নিজেরই স্বাধীন দেশে সোনার ছেলেরা কিভাবে প্রান দিচ্ছে।আরও ৬০ জন নাকি শেষ। আরও কতগুলো তাজা ফুল অকালেই ঝরে যাবে জানি না।
আল্লাহ সবাইকে হেফাজত করো।


Indirizzo

Venice

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Digital Diary by Nadia pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Digital Diary by Nadia:

Video

Condividi