Nipa’s passion

Nipa’s passion Hlw Everyone.Assalamu walaikum This is my daily life vlog page. I am glad to share my daily vdo🇮🇹
(7)

08/12/2025

বাচ্চাদের নিয়ে পাহাড়ের উপরে উঠে তোহ গেলাম কিন্তু নামবো কি করে তা নিয়ে চিন্তায় পরে গেলাম।

যারা ফজরের নামাজে উঠতে  কষ্ট হয় বা অন্য ওয়াক্তে নামাজ পড়তে অনিহা হয়। তাদেরকে একটা ট্রিকস শিখিয়ে দেই। আমার আগে অনেক নামাজ...
06/12/2025

যারা ফজরের নামাজে উঠতে কষ্ট হয় বা অন্য ওয়াক্তে নামাজ পড়তে অনিহা হয়। তাদেরকে একটা ট্রিকস শিখিয়ে দেই। আমার আগে অনেক নামাজ মিস হয়ে যেত ।কিন্তু যেদিন থেকে আমি এই ট্রিকস এপ্লাই করি অই দিন থেকে আলহামদুলিল্লাহ ফজরে বা তাহাজ্জুদে উঠতে এলার্ম লাগে না।

ট্রিকস ১ঃ এশার নামাজ পড়ে ৩ কুল তিন বার করে পড়বেন।হাতে ফু দিয়ে সমস্ত শরীর মাসাজ করবেন।
এর বেনিফিট কি জানেন রাতে যখন আমরা শুতে যাই তখন শয়তান আমাদের ঘাড়ে তিনটা গিট দেয়।১ম গিট দেয় আর বলে তোমার সামনে অনেক লম্বা রাত তুমি ঘুমাও।২য় /৩য় গিটে সেইম কথা বলে।যেন আমরা মরার মত ঘুমাতে পারি।যখন আমরা ৩ কুল পড়ে ফু দেই তখন আর এই গিটগুলা লাগে না।কি ইন্টারেস্টিং বিষয় তাই না।

ট্রিকস ২ঃ রাতে বিছানায় গিয়ে আল্লাহকে বলবেন হে আল্লাহ আমাকে ফজরের নামাজ বা তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন।আল্লাহ আমাকে ঘুম থেকে যথা সময়ে উঠানোর দায়িত্ব তোমার।আমাকে উঠিও দিও। অন্য নামাজের শেষে বলবেন আল্লাহ আমাকে পরের ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও।যখন আপনি ইবাদতের জন্য আল্লাহ সুবাহানাহু তায়ালাকে বলবেন, আল্লাহ কি আপনাকে না উঠিয়ে পারবেন? যখন দায়িত্বটা আল্লাহকে দিবেন আর আপনি চেষ্টা করবেন, নামাজ পড়ার মনোভাব রাখবেন তখন আল্লাহ কিভাবে উনার দায়িত্ব পালন না করে থাকবেন।

ট্রিকস ৩ঃ একটা হাদিস শুনেছিলাম অনেক আগে। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়।
আপনি এই কথাটা মাথায় আঠা দিয়ে গেথে ফেলেন।যে ইচ্ছা করে এক ওয়াক্ত মিস গেলে কাফের হয়ে যাবেন।তাহলে আর নামাজ মিস হবে না।কোন মুসলিম চায় না কাফের হতে।
এই ট্রিকস ফলো করেন দেখবেন ইন-শা-আল্লাহ নামাজ মিস হবে না।
যতই পাপ করেন পাপের সাগরে থাকেন নামাজ মিস দিয়েন না।নামাজ পাপ কমিয়ে দেয়।
নামাজ পানির মত, পানি যেইভাবে ময়লা ধুয়ে পরিষ্কার করে তেমনি নামাজ পাপ ধুয়ে পবিত্র করে।
এক দিন দুই দিন পাঁচ মাস ১ বছর নামাজ পড়তেই থাকেন।এক দিন দেখবেন পাপ আপনার দ্বারা আর হচ্ছে না।
এই নামাজের কারনে হাজার পাপ থেকে বিরত থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ আর যা পাপ হয়ে যায় আল্লাহ মাফ করুক
আমীন।।
(Collected)

04/12/2025

মজাদার কিনোয়া সালাদ রেসেপি। বাসায় ট্রাই না করলে মিস করবেন।

03/12/2025

আমার গুনী বান্ধবীদের মধ্যে আমি পুরাই বেগুন 😐😐

02/12/2025

ছোচা ভাইদের জন্য শান্তি মতো কিছু খাইতে ও পারি না।কি একটা অবস্থা।😂😂

26/11/2025

বাচ্চারা কতো দ্রুত বড়ো হয়ে যায়। আকসার বয়স যখন ৮ মাস ছিলো তখন এই ভিডিও টা করেছিলাম।আর এখন সে ১৪ মাসের বুড়ি মাশাআল্লাহ।
আল্লাহুম্মা বারিক লাহা ❤️

25/11/2025

এই হলো আমার দশা বানাই একদিন আর খাই আরেকদিন।

কাকনের বাসায় আমাদের সবার কিছু সুন্দর মুহূর্তের ছবি।
24/11/2025

কাকনের বাসায় আমাদের সবার কিছু সুন্দর মুহূর্তের ছবি।

23/11/2025

বড় বোন ছোটো দুই বোনকে দোলনায় দোলাচ্ছে মাসাআল্লাহ।আকসা কি খুশী।

22/11/2025

শরতের পাতা ঝরার সৌন্দর্যকে আরও কাছে থেকে দেখার জন্য বাচ্চাদের নিয়ে পাহাড়ের উপরে উঠলাম।মাশাআল্লাহ বাচ্চারা কি সুন্দর নির্ভয়ে পাহাড়ে উঠে গেলো।

20/11/2025

সরাসরি বিভিন্ন ধরনের ফলের জুস বানিয়ে নিজেদের প্রোডাক্ট এর বিজ্ঞাপন দিচ্ছে।

19/11/2025

ইতালির খোলা বাজারে প্রায় বেশিরভাগ সময় ই অফার এ ভালো ভালো জিনিস পাওয়া যায়।

Indirizzo

Treviso
31046

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Nipa’s passion pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Nipa’s passion:

Condividi