Shadin Bangla Television

Shadin Bangla Television its a public page

01/01/2025

ইতালি ও যুক্তরাষ্ট্র থেকে বর্ষবরণের খবর | News24 up-to-date with the latest news and current events with NEWS24. As one of t...

রোমে একতা ব্যবসায়ী সমিতির উদ্যোগে  প্রতি বছরের ন্যায় নতুন বছরকে স্বাগত জানিয়ে আতসবাজি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
01/01/2025

রোমে একতা ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় নতুন বছরকে স্বাগত জানিয়ে আতসবাজি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।

01/01/2025
01/01/2025
ইতালির পালেরমো আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও প্রতিবাদ সভা
01/01/2025

ইতালির পালেরমো আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও প্রতিবাদ সভা

31/12/2024

সমন্বয়কদের বিচার বাংলার মাটিতে করা হবে
আলমগীর হোসেন
সাধারণ সম্পাদক
ইতালি আওয়ামী লীগ

30/12/2024

মহান বিজয়ের মাসে অবৈধ,অসাংবিধানিক ও রাষ্ট্র ক্ষমতা জবর দখলকারীদের পদত্যাগ,মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী ও ১৯৭১ এর মুক্তিযুদ্ধের বিজয়ের শ্লোগান জয় বাংলা বাতিল ঘোষনা করায় ইতালি আওয়ামী লীগ পালেরমো আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়
প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখছেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সুমন।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।

28/12/2024

স্বদেশ বিদেশ রিপোর্ট:ইতালির রোমের দোহার ঐক্য পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়.....

ইতালির রোমের দোহার ঐক্য পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা,কেক কাট...
26/12/2024

ইতালির রোমের দোহার ঐক্য পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা,কেক কাটা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোহার ঐক্য পরিষদের সভাপতি কাজী শাহজাহান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান শাহীন ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দোহার এর কৃতি সন্তান, স্কটল্যাণ্ডের বাংলা কমিউনিটির সাধারন সম্পাদক আব্দুর রাহিম (জাকির মোড়ল)। বিশেষ অতিথি ছিলেন মিলানের বিশিষ্ট সামাজ সেবক সফি উদ্দিন শফি,উদ্বোধন করেন সংগঠনের পৃষ্ঠপোষক শেখ সোহেল,প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাক ভূইয়া,বিশেষ বক্তা ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা আফতারুল হক টুটুল মৃধা,শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ আলমগীর হোসেন,সার্বিক তত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুর রহমান বুলেট, জাকির ভূইয়া,সার্বিক তত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুর রহমান বুলেট, জাকির ভূইয়া ,এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শহীদ দরানি , সোহেল মাঝি, মাহবুব আলম, সালাউদ্দিন মোড়ল ,দ্বীন ইসলাম, মোশারফ হোসেন শেখ সোহাগ সম্মানিত অতিথি : লিটন কাজী, আবুল বাসার নান্নু,ইমন খালাসি, অহিদুল ইসলাম,আতিক কাজী,মিজান আসলাম, এছাড়া সম্মানিত বক্তা চঞ্চল মাহমুদ, ওয়ালাইদ হোসেন রাজিব ,শহিদুল ইসলাম,তাবাসসুম শেলী, সবুজ,বাশার,মিজানুর রহমান, আরাফাত, মহসিন, জাকির হোসেন,আলআমিন,আনিসুর রহমান সুহিন ও রোমের সম্মানিত ব্যক্তি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সন্মানিত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু বাবু, সমাজ সেবক সামির হোসেন, জসিম উদ্দিন, সাব্বির আহমেদ,মোজাম্মেল হোসেন মোল্লা , মন্তেভেরদে থেকে শহিদুল ইসলাম আক্তার, মফিজ মিয়া, রতন শিকদার , সবুজ আহমেদ, নুরু, ঢাকা জেলা সমিতি মন্তেভেরদে ঐক্য পরিষদ, কেরানীগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ, মার্কনী সমাজ কল্যাণ পরিষদ, কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

23/12/2024
ইতালির রোমে সেন্তসেল্লে ঐক্য পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় জমকালো পিঠা মেলার আয়োজন করে। বিস্তারিত আসিতেছে
23/12/2024

ইতালির রোমে সেন্তসেল্লে ঐক্য পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় জমকালো পিঠা মেলার আয়োজন করে। বিস্তারিত আসিতেছে

16/12/2024

ইতালি আওয়ামী লীগ বা কমিউনিটি নেতাদের বাদ দিয়ে আগামী দিনে কোন ধরনের অনুষ্ঠান করতে দেওয়া হবে না বাংলাদেশ দূতাবাসকে।

16/12/2024

ইতালি আওয়ামী লীগের পোস্টার লীগ,শুভেচ্ছা লীগের সাথে সম্পর্ক ছিন্ন করতে বললেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি দ্বীন মোহাম্মদ দিনু

16/12/2024

রোমের হাইব্রিড আওয়ামী লীগের নেতাদের মুখোশ খুলে দিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সুমন।

ইতালি আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
16/12/2024

ইতালি আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

ইতালির বারী শহরে অভিবাসীদের বিক্ষোভ ও প্রতিবাদ  সভাইতালি প্রতিনিধিঃইতালির বন্দর নগরী বারী শহরে সম্প্রতি প্রবাসী বাংলাদেশ...
27/11/2024

ইতালির বারী শহরে অভিবাসীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
ইতালি প্রতিনিধিঃ
ইতালির বন্দর নগরী বারী শহরে সম্প্রতি প্রবাসী বাংলাদেশীদের উপর কিশোর গাং দ্বারা হামলা,ছিনতাই সহ বর্নবাদী আচরনের বিরুদ্বে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজ কল্যান সমিতি বারী।
পিয়াচ্ছা দেল রেডেন্টোরে মিলিত হয়ে সেখান থেকে "লিবার্টা পাড়ায় যথেষ্ট সহিংসতা" বলে শ্লোগান দিয়ে কর্সো ভিত্তোরিও এমানুয়েলয় গিয়ে শেষ হয়। প্রতিবাদ সভায় বাংলাদেশ সমাজ কল্যান সমিতি বারীর সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমডি মোস্তফার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজ কল্যান সমিতি বারীর যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,কোষাধ্যক্ষ জাফর আহমেদ,ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, বারী বিএনপির সভাপতি খলিলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মেহেদী, মসজিদ কমিটির সভাপতি মোঃ ইমরান হোসেন,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,সামাজিক সংগঠন সিজিএল এর নেতৃবৃন্দ সহ আরো অনেকে। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন দেশের অভিবাসীরা অংশগ্রহন করে। এ সময় বক্তারা বলেন বারী একটি শান্তপ্রিয় শহর,গত কয়েক মাস ধরে লক্ষ করছি উশৃঙ্খল কিশোর গাং কতৃক বাংলাদেশীরা রাতে কর্মস্থল থেকে ফেরার পথে হামলার শিকার হচ্ছে। ছিনতাই করে নিচ্ছে অর্থ সহ স্কুটার। এমন কি বাংলাদেশীকে বুকে ছুরি মেরে রাস্তায় ফেলে রাখা হয়েছে,আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রতিবাদ সমাবেশ শেষে বারী জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সাথে বিভিন্ন দেশের ৬ সদস্যর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।প্রশাসনের কাছে এসব বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবী জানান। জেলা প্রশাসক বলেন বাংলাদেশী এলাকায় পুলিশী টহল এবং লাইটিং বাড়ানো হবে।এ ছাড়া ইতালিয়ান কমিউনিটির সাথে যৌথ প্রোগ্রাম হাতে নেওয়া হবে।

Indirizzo

Rome

Telefono

+393887887278

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Shadin Bangla Television pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi

Digitare