দিনের পথে - RB Khan

দিনের পথে - RB Khan I love you everyone ����� ময়মনসিংহ
(1)

10/12/2024
অহংকারি মানুষকে আল্লাহ্ পছন্দ করেনা
15/10/2024

অহংকারি মানুষকে আল্লাহ্ পছন্দ করেনা

11/09/2024

ইন্ডিয়ানদের বিরুদ্ধে সব জায়গায় প্রতিরোধ ঘরে তুলুন এভাবে

নববধু বিয়ে হয়ে সবেমাত্র শ্বশুর বাড়িতে এসেছে। দাদী শাশুড়ী এসে কানে কানে বললো, আমার একজন পুতি চাই। নবুবধু লজ্জা মিশ্রিত মু...
10/09/2024

নববধু বিয়ে হয়ে সবেমাত্র শ্বশুর বাড়িতে এসেছে। দাদী শাশুড়ী এসে কানে কানে বললো, আমার একজন পুতি চাই।

নবুবধু লজ্জা মিশ্রিত মুচকি হেসে বললো, দোয়া করেন।
একটু পর শাশুড়ি এসে বললো, আমার একজন নাতি চাই।
নববধু মাথা নেড়ে আশ্বাস দিলো।

কিছুক্ষণ পর ননদ এসে বললো, আমার একটা ভাইপো চাই। নববধু স্মিত হেসে বললো, সবর কর না বাপু। একটু সময় তো লাগবে নাকি?
অবাক কান্ড! স্বামী বাসর ঘরে ঢুকেই বলছে, আমার দ্রুত বেবি চাই। কথা শুনে নববধূ একটু বিস্মিত চোখে চেয়ে ফিসফিস কন্ঠে বললো, তোমাদের পরিবার কি পাগল নাকি?

কেন?
সবাই যে দাবি করছো ভালো। কিন্তু দাবি কি এখনই পূরণ সম্ভব? দাবি পূরণের জন্য আল্লাহর রহমত এবং যৌক্তিক সময় তো লাগবে নাকি? তোমাদের দাবি শুনে মনে হচ্ছে, সাথে করে নাতি-পুতি, ভাইপো এবং তোমার জন্য বেবি ব্যাগে করে নিয়ে এসেছি। "তোমরা চাহিবামাত্র আমি দিতে বাধ্য থাকিব।"

গল্পের শিক্ষা:
প্রত্যাশা ঠিক আছে এবং দাবিও ঠিক আছে। কিন্তু এসবের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সময় পর্যন্ত অপেক্ষা না করে আন্দোলন শুরু করলেই কি নববধুর পক্ষে দাবি পূরণ সম্ভব?

09/09/2024
08/09/2024

মাশাল্লাহ অসাধারণ কণ্ঠ

06/09/2024

পোড়াদহ চিতলিয়া রেল ব্রিজের নিচ থেকে এই ছেলেটি পানিতে ডুবে হারিয়ে যাওয়াই সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোঁজাখুঁজির অবসান ঘটে চিতুলিয়া রেল ব্রিজের পাশেই বাড়ি ছেলেটির নাম জুনায়েদ ছেলেটির বাবার নাম মজিদ

জি ঠিক দেখছেন।বা দিকের লোকটি সততার সাথে চেষ্টা করছিলেন ক্রিকেটের জন্য। মতিঝিল থেকে ক্রিকেট নিয়ে আসেন মিরপুর স্টেডিয়ামে। ...
27/08/2024

জি ঠিক দেখছেন।
বা দিকের লোকটি সততার সাথে চেষ্টা করছিলেন ক্রিকেটের জন্য। মতিঝিল থেকে ক্রিকেট নিয়ে আসেন মিরপুর স্টেডিয়ামে। মাঠ তৈরি হয় আধুনিক পদ্ধতিতে। ক্রিকেট পায় নিজস্ব স্টেডিয়াম। হোম অব ক্রিকেট মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। ফারুক আহমেদ হন চীপ সিলেটের। পরবর্তীতে টিম ঢেলে সাজানো হয়। প্রথম বারের মত দলে নেয়া হয় মুশফিক, সাকিব, তামিম, রিয়াদ, রাজ্জাকের মত ক্রিকেটারদের। তাদের অবদান আজকে অজানা নয়। শুরু হয় বাংলাদেশে ক্রিকেটের সপ্নের যাত্রা। কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো, পোর্ট অব স্পেনে ২০০৭ ওয়ার্ল্ডকাপে ইন্ডিয়াকে হারানো, সুপার এইটে উঠে সাউথ আফ্রিকাকে হারানো। সমীহ করা টীম হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে টীম।
অথচ গত অন্তত ১৩ বছর আমাদের দুর্নীতিতে ডুবে থাকা পাপনের বোর্ড সেই পাচ জহুরিসম প্লেয়ার আর বের করতে তো পারেনইনি উপরন্তু তাদের কাধে ভর করে এখনো চলছিলেন।
দেশ আজ নতুন সপ্ন দেখছে।
সাগতম ফারুক আহমেদ।
আরাফাত রহমানকে কি কেউ মিস করছেন? হয়তো না। কারন ওই ইতিহাস এই জেনারেশনকে জানানো হয়নি।

06/08/2024
মূর্খরা পোস্টটি এড়িয়ে যাওয়ার অনুরোধ করছি-----বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল স...
29/07/2024

মূর্খরা পোস্টটি এড়িয়ে যাওয়ার অনুরোধ করছি-----
বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতাও ৯০ ভাগ বাঙ্গালীর নাই। বাঙ্গালীর আরো ৩০/৪০ বছর লাগবে প্রফেসর ইউনুস কোন মাপের মানুষ এটা বুঝতে।

নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!?

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে থাকবেন। অনেকে তাকে ১ নম্বরে রাখবে। একজন বাঙ্গালী মুসলমান দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনো ঘটে নাই। আবার কবে হবে কেউ জানে না।

প্রফেসর ইউনুসের সাথে কিছু মূর্খ যে আচরণ করে এটা লজ্জাজনক।

Indirizzo

Rome

Telefono

+39346466447

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando দিনের পথে - RB Khan pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a দিনের পথে - RB Khan:

Video

Condividi