RIAJUL's DAILY LIFE

RIAJUL's DAILY LIFE আসসালামু আলাইকুম।আমি রিয়াজুল এই পেইজটির মাধ্যমে ইতালি সম্পর্কিত বিভিন্নধরনের সাধ্যমত তথ্য/উপাত্য দিব।

ইতালিয়ান ভাষায় শরীরের অংশসমূহের নাম সমূহ নিম্নক্ত দেওয়া হলো।করো যদি কোনো শব্দ উচ্চারণে অসুবিধা হয় তাহলে আমাকে জানালে অবশ...
30/06/2024

ইতালিয়ান ভাষায় শরীরের অংশসমূহের নাম সমূহ নিম্নক্ত দেওয়া হলো।
করো যদি কোনো শব্দ উচ্চারণে অসুবিধা হয় তাহলে আমাকে জানালে অবশ্যই সহযোগিতা করার চেস্টা করবো ইনশাআল্লাহ।

ল্যাবে তৈরী কৃত্রিম মাংস খাবার নিষিদ্ধ করলো        🇮🇹ইউরোপের প্রথম দেশ ইতালি 🇮🇹এতেকরে ইতালির জনসাধারণ সহ সকলেই খুশি
23/11/2023

ল্যাবে তৈরী কৃত্রিম মাংস খাবার নিষিদ্ধ করলো
🇮🇹ইউরোপের প্রথম দেশ ইতালি 🇮🇹
এতেকরে ইতালির জনসাধারণ সহ সকলেই খুশি

Today, another hundred by Nazmul Hassan Shanto .
03/09/2023

Today, another hundred by Nazmul Hassan Shanto .

Congratulation, Media Hasan Miraz For 100
03/09/2023

Congratulation, Media Hasan Miraz
For 100

📚📕  পুরোনো বইয়ের দোকান📚📕এই ছবিটি আমাকে স্কুল জীবনের অনেক স্মৃতি মনে করিয়ে দিল।আমি যখন ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণিতে অধ্যায়নরত ...
28/08/2023

📚📕 পুরোনো বইয়ের দোকান📚📕
এই ছবিটি আমাকে স্কুল জীবনের অনেক স্মৃতি মনে করিয়ে দিল।
আমি যখন ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণিতে অধ্যায়নরত ছিলাম
তখন এই পুরোনো বইয়ের দোকান গুলোতে আমার বা আমাদের যাওয়া আসার বেশ আনাগোনা ছিল।
বিশেষ কয়েকটি কারণে এই দোকান গুলোতে যেতাম।
বর্তমান সময়ের ন্যায় পূর্বেও মাধ্যমিক পর্যায়ের বইগুলো গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দেওয়া হতো। কিন্তু নোট বা গাইড এবং ইংরেজি দ্বিতীয় পত্র গুলো নিজেদের কিনে নিতে হতো।বাবা মায়ের সামর্থ থাকা সত্ত্বেও
আমরা দুই ভাই কিছু টাকা সেইভ করার জন্য পুরনো গাইড, নোট এবং ইংরেজি দ্বিতীয় পত্র এখান থেকে সংগ্রহ করতাম। মজার বিষয় হচ্ছে আমার বড় ভাই শিক্ষাক্রম লেভেলে আমার ৪ বছরের সিনিয়র। তার হাত ধরেই আমার এই দোকান গুলোর সাথে সখ্যতা গড়ে ওঠে। যেহেতু আমারা দুই ভাই একই সময়ে পড়ালেখা চালিয়ে যেতাম তাই বাবা আমাদেরকে দিস্তা খাতা,,, রিম সহ কিনে দিতেন। আমাদের বুঝ হবার পর থেকে আমরা সেই খাতা গুলোও সল্প মূল্যে পুরনো বইয়ের দোকান থেকেই নিতাম।
??এখন প্রশ্ন থাকতে পারে যে পুরনো বইয়ের দোকানে আবার দিস্তা খাতা আসে কোথা থেকে?
উত্তর :- আসলেই তাদের কাছে দিস্তা রিম খাতা থাকে না মূলত আমরা বাঁধাই করা খাতা কিনতাম।
দোকানীরা এগুলো প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পরীক্ষার ফলাফল শেষে কেজি দরে এগুলো সংগ্রহ করতেন।সেখান থেকে খালি বা সাদা পৃষ্ঠা গুলো এক,এক করে ,পৃথক করে, বধাই করে আমাদের কাছে বিক্রি করতেন তারা।
যা বর্তমান সময়ের অনেক শিক্ষার্থীরা জানেই না!
আরেকটি কারণ হচ্ছে স্কুল থেকে নতুন বই পাওয়ার পর, পরেই বাঁধাই এবং মলাট করণের জন্য পুরাতন বইয়ের দোকানে ছুটে যেতাম। এটা আমাদের বন্ধুদের জন্য একটা উৎসব সরূপ ছিল" যে কে, কার আগে বই বধাই করবে✌️
আমি যদি ভুল না করি এই দোকান গুলো ছিল মাদারীপুর পুরান বাজারের কেন্দ্র বিন্দু ভাংগারি মালামাল ক্রয় এবং বিক্রয়ের দোকান গুলোর গলিতে।
(যেটাকে আমরা ভাংগারি পট্টি বলতাম)
বিশেষ করে একটা দোকান খুব জনপ্রিয় ছিল।
লেখা : মৃধা রিয়াজুল

17/08/2023

শুভ সকাল

13/08/2023

মায়ের পরিপূরক শুধুই ((মা))

কিও মাদারীপুরের ভাইয়েরা কাচা মরিচ লাগলে বইলেন!🇮🇹🇮🇹 ইতালি থেকে আপনাদের জন্য সুলভ মূল্যে কাচা মরিচ ডেলিভারি দেওয়া হবে।আপনা...
03/07/2023

কিও মাদারীপুরের ভাইয়েরা কাচা মরিচ লাগলে বইলেন!
🇮🇹🇮🇹 ইতালি থেকে আপনাদের জন্য সুলভ মূল্যে কাচা মরিচ ডেলিভারি দেওয়া হবে।
আপনাদের সার্থে ইতালির কয়েক জন সবজি ব্যাবসায়ীর সাথে কথা হয়েছে। তারা বলেছেন প্রচুর পরিমাণে কাচা মরিচ মজুদ রয়েছে 🌶️🌶️🌶️
আমার পক্ষ থেকে মাদারীপুর বাসীর জন্য বিশেষ ছাড় দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব : আপনাদের আর কষ্ট করে ইতালিতে আসতে হবে না। আপনারা মরিচ ব্যাইচাই খান 😃
😆যাষ্ট ফান😆

যদি প্রয়োজন পড়ে তবে এভাবেই এগিয়ে যাও তাহলে…….!                  কিছুটা পথ হলেও গতির সহিত আগাতে পারবেলোকে তোমাকে এভাবে দ...
12/06/2023

যদি প্রয়োজন পড়ে তবে এভাবেই এগিয়ে যাও
তাহলে…….!
কিছুটা পথ হলেও গতির সহিত আগাতে পারবে
লোকে তোমাকে এভাবে দেখে হয়তো অট্টহাসি হাসবে
তাতে তোমার কি আসে যায়!!!
জেনে রাখবা এ সমাজ পিছু টানবে সমনে নয়

দেশটা রসাতলে যাইতেছে মনে হয়ে!!🤔---------------------------------------------------------এই তীব্র গরমে  🔥🔥🔥🇮🇹  ইতালিতে "ক...
05/06/2023

দেশটা রসাতলে যাইতেছে মনে হয়ে!!🤔
---------------------------------------------------------
এই তীব্র গরমে 🔥🔥🔥
🇮🇹 ইতালিতে "কারেন্ট "যায়ও না -আসেও না
কিযে একটা অবস্থার মধ্যে আছি😚
বলে বুঝানো যাবেনা।
শুধু না আর না এর মধ্যে আটকে আছে বিষয়টা!
🇧🇩 আমার বাংলাদেশের ভাইয়েরা, বোনেরা আপনারা
কারেন্টর সার্ভিস কেমন পাচ্ছেন এই তীব্র গরমে???
দয়া করে জানাবেন একটু🫥
শুনলাম আপনাদের বিদ্যুৎ নাকি আসা-যাওয়ার মধ্যেই আছে। তাও ইতালির থেকে ভাল যায়-আসে আর আমাদের
এখানে যায়ও না-আসেও না*

একটা বিষয় কি জানেন
আসলেই কষ্ট হয়,খারাপ লাগে দেশের পরিস্থিতি শুনে
উন্নয়নের জোয়ার ভাসছি আমরা
এর দায়ভার কাদের প্রশ্ন রইলো?

07/05/2023

🇮🇹 Giro d’Italia 2023🇮🇹
🚲🚲🚲🚲🚲🚲
ইতালিতে হয়ে গেল সাইকেল রেস ২০২৩
যা শেষ হবে ২০২ কিলোমিটার পর গিয়ে
বহুল পতিক্ষার পর সৌভাগ্য ক্রমে রেসটি
এবছর দেখতে পারলাম!!

আজ ১লা মে.....বিশ্ব শ্রমিক দিবস ✊✊✊সকল খেটে খাওয়া মেহনতি মানুষদের  প্রতি রইলো কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️যাদের অক্লান্ত পরিশ্...
30/04/2023

আজ ১লা মে.....বিশ্ব শ্রমিক দিবস ✊✊✊
সকল খেটে খাওয়া মেহনতি মানুষদের প্রতি রইলো কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️
যাদের অক্লান্ত পরিশ্রমে এতদূর ছুটে চলা।
যাদের প্রতিটি ঘামের ফোটায় গড়া এতো বড়,বড় ইমারত
তাদের জন্য সম্মান রইলো আজীবন।

21/04/2023

কই কেউ তো
হাতে মেহেদী দেওয়া ছবি
ইনবক্স করলা না?
🫣🫣🫣

20/04/2023

আমি প্রবাস থেকে বলছি
আমার ঈদ বলে কিছু নেই
😭😭😭

সপ্ন বাড়ি যাবে আমার   কিন্তু-এবার ঈদেওহাজারো প্রবাসীর সপ্ন বাড়ি যাবে না!!!!!!. 🥲এর নামেই প্রবাস🇮🇹🇪🇺🇧🇩
17/04/2023

সপ্ন বাড়ি যাবে আমার
কিন্তু-এবার ঈদেও
হাজারো প্রবাসীর সপ্ন
বাড়ি যাবে না!!!!!!. 🥲
এর নামেই প্রবাস
🇮🇹🇪🇺🇧🇩

প্রতিটি মানুষই কোনো -না -কোনোভাবে তার জীবনে সফল হতে চায়।অনেকে হয়তো অতিদ্রুত সফলতা পায় আবার কেউ, কেউ সফলতালার দ্বার প্রান...
17/04/2023

প্রতিটি মানুষই কোনো -না -কোনোভাবে তার জীবনে সফল হতে চায়।
অনেকে হয়তো অতিদ্রুত সফলতা পায় আবার কেউ, কেউ
সফলতালার দ্বার প্রান্তে এসে আটকে থাকে।
সফলতা পেতে হলে ইচ্ছে শক্তির উর্ধে বিচারন করতে হবে।
প্রথমত মহান রবের প্রতি নিজেকে আত্নসমর্পণ করতে হবে।
প্রবল চেষ্টা,ধৈর্য ধারণ করা -অধ্যাবসায়,সংগ্রাম,সামর্থ
ও সঠিক পরিকল্পনা এনে দিতে পারে সফলতা নামক সোনার হরিণ।
জীবনে একবার হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাল ছেড়ে দিলে
সফলতা কখনোই আসবে না।
দোয়া করি ব্যাক্তি জীবনে প্রতিটি মানুষেই সফল এবং সার্থক হোক।
আমার জন্যও দোয়া করবেন🤲🤲🤲🤲
নিজস্ব চিন্তা ভাবনা :-রিয়াজুল

লেখনি রিয়াজুল.....আমার বাংলাদেশের শিক্ষার্থী ভাইয়েরা,বোনেরা পড়াশুনা শেষ করে কি হতে চায়??তারা উচ্চতর ডিগ্রি অর্জনের পর ত...
14/04/2023

লেখনি রিয়াজুল.....
আমার বাংলাদেশের শিক্ষার্থী ভাইয়েরা,বোনেরা পড়াশুনা শেষ করে কি হতে চায়??
তারা উচ্চতর ডিগ্রি অর্জনের পর তাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য কি???
বাংলাদেশে বিভিন্ন ধরনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় রয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার মাধ্যমে, প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা নিশ্চয়ই তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চায় । ভালো কোনো চাকরির প্রত্যাশা রাখে!!!!!!!!!
হয়তো পড়ালেখা শেষ করে তাদের প্রধান উদ্দেশ্য টাকা উপার্জন করা এবং পরিবারের হাল ধরা 😓
কিন্তু আমাদের বাংলাদেশের যেই সার্বিক পরিস্থিতি এতে কি সকলেই তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারছে???
উপযুক্ত চাকরি হচ্ছে কিনা সবার?????
বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হারেই বেশি 🥲🥲
যেটা দেশের অগ্রযাত্রার প্রধান সমস্যার মধ্যে বিশেষ একটি
একজন শিক্ষার্থী তার এত-শত সার্টিফিকেট দিয়ে কি করবে যদি তার যথাযথ সম্মান না পায়।
প্রশ্ন❓ রইলো😭😭😭

ঠিক তাই
06/04/2023

ঠিক তাই

কিসের অহংকার???
01/04/2023

কিসের অহংকার???

অজানা আমি😑
28/03/2023

অজানা আমি😑

দৃষ্টি আকর্ষণ :ক্লিক ডে.....click dayআসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ 🤲🤲🇮🇹 দীর্ঘ আপেক্ষার প্রহর শেষ হতে চলছে.... আ...
26/03/2023

দৃষ্টি আকর্ষণ :ক্লিক ডে.....click day
আসসালামু আলাইকুম সবাইকে
আলহামদুলিল্লাহ 🤲🤲

🇮🇹 দীর্ঘ আপেক্ষার প্রহর শেষ হতে চলছে....
আজ ২৭ মার্চ ২০২৩ ইতালির সময় সকাল ৯টায় এবং
বাংলাদেশ সমায় দুপুর ১টায় সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফ্লুসি ডিক্রি ২০২২এর আওতার সকল সিজনাল
এবং ননসিজনাল ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হবে ইনশাআল্লাহ।

সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইলো
মহান আল্লাহ যেন সকলের মনের আশাগুলো পূর্ন করেন।
আমিন🤲🤲🤲

পোষ্টর বয় সাকিব আল হাসানWHAT THE LOOK?
26/03/2023

পোষ্টর বয় সাকিব আল হাসান
WHAT THE LOOK?

যাদের আত্নত্যাগে আজ আমরা স্বাধীনতাদের প্রতি রইলোগভীর শ্রদ্ধাঞ্জলি
25/03/2023

যাদের আত্নত্যাগে আজ
আমরা স্বাধীন
তাদের প্রতি রইলো
গভীর শ্রদ্ধাঞ্জলি

ঘোষনা:📢📢📢২৬শে মার্চ রবিবার ২০২৩ অর্থাৎ আজ শনিবার রাতের শেষ ভাগে 🇮🇹 ইতালি সহ 🇪🇺ইউরোপের সকল দেশের ঘড়ির কাঁটা এক ঘন্টা পরির...
25/03/2023

ঘোষনা:📢📢📢
২৬শে মার্চ রবিবার ২০২৩ অর্থাৎ আজ শনিবার রাতের শেষ ভাগে 🇮🇹 ইতালি সহ 🇪🇺ইউরোপের সকল দেশের ঘড়ির কাঁটা এক ঘন্টা পরির্বতন করা হবে। যখন রাত ২ বাজবে তখন এই সময়টাকে এগিয়ে নিয়ে রাত ৩ টা দেখাবে। ইউরোপের সকল ঘুম প্রিয় মানুষেরা আজ রাতে ১ ঘন্টা কম ঘুমাতে পারবে।
বিশেষ দ্রষ্টব : 🇪🇺🇧🇩 ইতালির সাথে বাংলাদেশের সময়ের ব্যাবধান এখন হবে ৪ ঘন্টা।
ধন্যবাদ👍

শুভ জন্মদিন দেশের রত্ন সাকিব আল হাসান। কেউ একজন বলে গিয়েছেন দু-দিনের দুনিয়ায়  সপ্তাহে সাত দিনেই আপনাকে শুভেচ্ছা জানাতে হ...
23/03/2023

শুভ জন্মদিন দেশের রত্ন সাকিব আল হাসান।
কেউ একজন বলে গিয়েছেন
দু-দিনের দুনিয়ায়
সপ্তাহে সাত দিনেই আপনাকে শুভেচ্ছা জানাতে হয়🤔
এটাই বলতে চাই আপনার এই শুভ দিনে
নিন্দুকদের পিছে ফেলে ছুটে চলুন নিরন্তর 🥰
শুভ কামনা রইলো 💐💐💐

আহলান সাহলান, মাহে রমাদান। হে মহান প্রতিপালক, পবিত্র রমাদানের উপলক্ষে আমাদেরকে সকল  রহমত,বরকত, মাগফিরাত, নেয়ামত ও ফজিলত ...
22/03/2023

আহলান সাহলান, মাহে রমাদান।
হে মহান প্রতিপালক, পবিত্র রমাদানের উপলক্ষে আমাদেরকে সকল রহমত,বরকত, মাগফিরাত, নেয়ামত ও ফজিলত দান করুন। আমাদের জীবনের সমস্ত গুনা সমূহকে ক্ষমা করে দিন, আমিন।
🇮🇹 ইতালির রোম ও তার পার্শ্ববর্তী এলাকা সমূহের সাহরী ও ইফতারের সময় সূচী।
সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা 💐

22/03/2023

ইতালিতে পেরমেস্সো দি সৌর্জন্য-র
ক্ষেত্রে
বিশেষ কিছু পরিবর্তন হতে যাচ্ছে।
তবে ভয়ের কোনো কারণ নেই

Indirizzo

Rome

Telefono

+393347922749

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando RIAJUL's DAILY LIFE pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a RIAJUL's DAILY LIFE:

Video

Condividi