Rupa and Rahid

Rupa and Rahid On this page will upload baby's funny moments, travelling, cooking and personal vlogs

06/08/2024

আমি আজ বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে লিখতে চাই আমরা এমন দেশ চাই যেন গর্ব করে বলতে পারি আমি বাংগালী।
১,আমরা এমন সরকার চাই যে মনে করবে জনগণের বেতন ভুক্ত কর্মকর্তা আমি।
২,আমরা এমন পুলিশ বাহিনী চাই যারা ঘুস খাবে না।যে খাবে তার চাকরি থাকবে না।যারা মনে রাখবে জনগনের সেবায় তারা নিয়জিত। ন্যায়ের পক্ষে তাদের পদক্ষেপ থাকবে।মানুষের মনে তাদের প্রতি ঘৃনা তৈরি হয়েছ তা তাদের কর্ম দিয়ে ভালোবাসায় পরিনত করতে হবে।
৩,এছাড়াও বিচার বিভাগে সবাইকে সততার সাথে কাজ করতে হবে।
৪,ডাক্তার দের পরিবর্তন হতে হবে টাকার জন্য বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না।ডাক্তারদের হতে হবে ফেরেস্তার মত।টাকার নেশা থাকবে না।
৫,জনগনের মত প্রকাশের সুযোগ থাকতে হবে।
৬,সরকারী সকল কর্মকর্তাদের জনগনের সাথে ভালো আচরণ করতে হবে।সাধারণ মানুষ যেন তাদের কারনে হয়রানির স্বিকার না হয়।
৭,আমরা যারা প্রবাসী যারা কিনা দেশ গড়ার কারিগর তাদের সম্মান দিতে হবে।আমরা যখন দেশে যাব বা আসব কোন প্রকার হয়রানির স্বিকার না হই।আমাদের প্রতি বিনয়ী হতে হবে।
৮,সবাইকে এমন ভাবে কাজ করতে হবে যাতে আমরা সব বাংলাদেশি ভালো থাকতে পারি।এমন যাতে না হয় যে সুযোগ পেয়ে ক্ষমতাশালীরা লুট করবেন।

05/08/2024

আমাকে ক্ষমা করবেন আমি শুধু ফেইসবুকে প্রতিবাদ করছি।আপনাদের সাথে যুদ্ধে নামতে পারিনি।কারন আমি প্রবাসী। আমার বাবা আজকের এই দিনে মারা গিয়েছিলেন।আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন।সবাই তার জন্য দোয়া করবেন।আমি আমার পেইজে আমার উপর হওয়া অত্যাচার আপনাদের সাথে শেয়ার করব যে আমি এত দূরে থেকেও কতটা চাপে ছিলাম। আমার পরিবার দেশে কতটা মানবেতর জীবনযাপন করছে এই অত্যাচারিদের থেকে

05/08/2024

আলহামদুলিল্লাহ আল্লাহ আবার বুঝিয়ে দিল যুগে যুগে জালিমদের ধ্বংস হবেই।

05/08/2024

আল্লাহ জালিমদের ধ্বংস করুন। আমিন

19/07/2024

আমার বড় ছেলের বয়স ১৭ বছর।আমার ছেলে মেধাবী ছিল। আমার ইচ্ছা ছিলো ওকে আমি ডাক্তার বানাব।আমার ছেলেটা খুবি শান্ত প্রকৃতির।৬ শ্রেণি পর্যন্ত দেশে ছিল। আমার ছেলে মাঠে খেলতে গিয়েছিল একটা বকাটে ছেলে আমার ছেলের মাথায় অকারনে রড দিয়ে একটা বাড়ি দিয়েছিলো।আমার ছেলেকে আমি রক্তাক্ত দেখে শুধু কেঁদেছিলাম।আমার ছেলের রক্ত ঝরেছে কিন্তু আমি বিচার পাইনি।কারন ঐ ছেলে আমার শাশুড়ীর আপনজন।তাই কেউ ঐ ছেলেকে একটা থাপ্পর পর্যন্ত দেয়নি।আমার ছেলে মেরে আমার বাসাতেই আমার চোখের সামনে দিয়ে আমার দেবরের ঘরে এসে খায় দায় ফুর্তি করে।এটা যে আমার জন্য কত কষ্টের সেটা বলে বোঝাতে পারব না।আজও এত বছর পরেও আমি ভুলতে পারিনি সেই আঘাত।আমার স্বামী প্রবাসী। আমি অনেক কষ্ট মনে নিয়ে দেশ ছেড়ে দিয়েছি।আর আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি।আজ মনে হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে দেশ ছেড়ে ভালই করেছি।যে দেশে অন্যায় কে অন্যায় বলা যায় না।জীবন দিতে হয় সে দেশে থেকে কি হবে?

দেখতে দেখতে আমাদের রাহিদের ২ বছর হয়ে গেল। সবাই রাহিদের জন্য দোয়া করবেন।
04/03/2024

দেখতে দেখতে আমাদের রাহিদের ২ বছর হয়ে গেল। সবাই রাহিদের জন্য দোয়া করবেন।

02/01/2024

31st উদযাপন করতে আমরা কোমোতে (Vlog 13)

Indirizzo

Novara

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Rupa and Rahid pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Rupa and Rahid:

Video

Condividi


Altro Creatore di video Novara

Vedi Tutte