06/08/2024
আমি আজ বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে লিখতে চাই আমরা এমন দেশ চাই যেন গর্ব করে বলতে পারি আমি বাংগালী।
১,আমরা এমন সরকার চাই যে মনে করবে জনগণের বেতন ভুক্ত কর্মকর্তা আমি।
২,আমরা এমন পুলিশ বাহিনী চাই যারা ঘুস খাবে না।যে খাবে তার চাকরি থাকবে না।যারা মনে রাখবে জনগনের সেবায় তারা নিয়জিত। ন্যায়ের পক্ষে তাদের পদক্ষেপ থাকবে।মানুষের মনে তাদের প্রতি ঘৃনা তৈরি হয়েছ তা তাদের কর্ম দিয়ে ভালোবাসায় পরিনত করতে হবে।
৩,এছাড়াও বিচার বিভাগে সবাইকে সততার সাথে কাজ করতে হবে।
৪,ডাক্তার দের পরিবর্তন হতে হবে টাকার জন্য বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না।ডাক্তারদের হতে হবে ফেরেস্তার মত।টাকার নেশা থাকবে না।
৫,জনগনের মত প্রকাশের সুযোগ থাকতে হবে।
৬,সরকারী সকল কর্মকর্তাদের জনগনের সাথে ভালো আচরণ করতে হবে।সাধারণ মানুষ যেন তাদের কারনে হয়রানির স্বিকার না হয়।
৭,আমরা যারা প্রবাসী যারা কিনা দেশ গড়ার কারিগর তাদের সম্মান দিতে হবে।আমরা যখন দেশে যাব বা আসব কোন প্রকার হয়রানির স্বিকার না হই।আমাদের প্রতি বিনয়ী হতে হবে।
৮,সবাইকে এমন ভাবে কাজ করতে হবে যাতে আমরা সব বাংলাদেশি ভালো থাকতে পারি।এমন যাতে না হয় যে সুযোগ পেয়ে ক্ষমতাশালীরা লুট করবেন।