24/09/2023
আপনি কি এমআরপি পাসপোর্ট কে ই-পাসপোর্টে কানভার্শন করতে চাচ্ছেন? তাই আপনার জন্য কিছু তথ্য।
# প্রশ্নঃ এমআরপি টু ইপাসপোর্ট কনভার্শন কি?
*উত্তরঃ এমআরপি পাসপোর্টে থাকা তথ্য হবহু ই-পাসপোর্টে নিয়ে আসাকে বলে।
# প্রশ্নঃ আমার এমআরপি পাসপোর্ট আছে। আমি কি ই-পাসপোর্টে কনভার্শন করতে পারবো?
*উত্তরঃ হ্যা, পারবেন।
# প্রশ্নঃ আমার এমআরপি পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা এখন কি আমি ই-পাসপোর্টে কনভার্শন করতে পারবো?
*উত্তরঃ হ্যা, পারবেন। তবে আপনার ভোটার আইডি বিদ্ব্যামান থাকা অবস্থায় নয়। ভোটার আইডি গোপন করে পারবেন না। যদি না থাকে তাহলে হবে।
# প্রশ্নঃ আমার ভোটার আইডি/জন্ম নিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্টের তথ্যের মিল নাই। আমি কি তা ই-পাসপোর্টে কনভার্শন করতে পারবো।
*উত্তরঃ না, পারবেন না। প্রথমে এমআরপি পাসপোর্ট সংশোধন করতে হবে এবং পরে তা ই-পাসপোর্টে কনভার্শন করতে পারবেন।
# প্রশ্নঃ আমার এমআরপি পাসপোর্ট ভোটার আইডি দিয়ে করা এখন আমি ই-পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করতে চাই। করা কি যাবে?
*উত্তরঃ না, করা যাবে না। পূর্বে ভোটার আইডি দিয়ে করে থাকলে ভোটার আইডি দিয়েই করতে হবে।