শ্রাবণী 'স Nest in Italy

শ্রাবণী 'স Nest in Italy �Allah�
(3)

এই যে ভাই জি র জন্মদিন বলে ভাবলাম যে বানাতে গেলে অনেক ঝামেলা যাই কোন একটা ইতালিয়ান শপ থেকে একটা কেইক কিনে নিয়ে আসি ওর জন...
06/05/2024

এই যে ভাই জি র জন্মদিন বলে ভাবলাম যে বানাতে গেলে অনেক ঝামেলা যাই কোন একটা ইতালিয়ান শপ থেকে একটা কেইক কিনে নিয়ে আসি ওর জন্য। এই ভেবে সকাল এ বের হলাম গিয়ে দেখলাম একদম নরমাল, পিচ্চি আর দেখতেই মনে হচ্ছে মজা খুব একটা হবে না তাও ভাবলাম যে দাম জিজ্ঞাসা করে দেখি ১০-১৫ ইউরো হলে নিয়ে নিবো। কিন্তু না আমাকে দাম বলল ২৪ ইউরো যেটা বাংলা টাকায় প্রায় ৩০০০ টাকা। এইটা কোন কথা? তারপর ভাবলাম কষ্ট হলেও আজকে নিজেই বানিয়ে ফেলবো। তারপর মোটামুটি ২ ঘন্টা হেটে ৩ টা সুপারশপ এ গিয়ে কেইক এর যা যা লাগবে কিনলাম।আগের খুব বেশি কেনার অভিজ্ঞতা নাই দেখে ২-৩ সুপারশপ ঘুরতে হইছে😒😒।তারপর বাসায় এসে ৩-৪ ঘন্টার চেষ্টায় এই যে সুন্দর ইয়া বড় পিংক কালার মোটামুটি ভালোই মজা কেইক টা বানিয়ে ফেললাম।আলহামদুলিল্লাহ যতটুকু চাইছিলাম অনেকটাই ততটুকুই হইছে😍😍😍😍😍আর সব মিলিয়ে মনে হয় এই কেইক টার পিছনে ১০ ইউরো ও খরচ হয় নাই
আমার মতো অকর্মের ঢেকি টাও বিদেশ এ এসে দিন দিন একটু কাজের হচ্ছি মনে হচ্ছে🙊🙊🙊

06/05/2024

অবশ্যই আল্লাহ আমাকে তাই দিবেন যা আমার জন্য অতি উত্তম এবং কল্যাণকর🥹

পিজ্জা 😋😋😋বাংলাদেশের পিজ্জা অনেক বেশি আনহেলদি আর কেনো জানিনা আমার খুব একটা পছন্দ ছিল না।কিন্তু পিজ্জার জন্মস্থান এ এসে দ...
03/05/2024

পিজ্জা 😋😋😋
বাংলাদেশের পিজ্জা অনেক বেশি আনহেলদি আর কেনো জানিনা আমার খুব একটা পছন্দ ছিল না।কিন্তু পিজ্জার জন্মস্থান এ এসে দেখলাম দিনের যেকোনো একটা মিল নেওয়ার জন্য পিজ্জাও একটা হেলদি অপশন।
আর এখন অফ ডে তে এটা না খেলে রাতে ঘুম হয় না।

আমার ত ৩ টাই কিনতে মন চায়, চেষ্টাও করি 🥺তাহলে রাজা আধা গাধা মিলিয়ে এক কথায় আমাকে কি বলা যেতে পারে????🤔
21/04/2024

আমার ত ৩ টাই কিনতে মন চায়, চেষ্টাও করি 🥺তাহলে রাজা আধা গাধা মিলিয়ে এক কথায় আমাকে কি বলা যেতে পারে????🤔

11/04/2024

বিদেশের মাটিতে আমাদের ৩ জনের ঈদ ❤️🇧🇬
আলহামদুলিল্লাহ 🥀

১.বাপ পুত ঘরের মধ্যে ঘুম এ আর আমি অন্য রুম এ ( মনের মাধুরি মিশিয়ে নুডুলস, স্যান্ডউইচ অথবা গরম এক থালা ভাত নিয়া বসে আস্তে...
08/04/2024

১.বাপ পুত ঘরের মধ্যে ঘুম এ আর আমি অন্য রুম এ ( মনের মাধুরি মিশিয়ে নুডুলস, স্যান্ডউইচ অথবা গরম এক থালা ভাত নিয়া বসে আস্তে ধীরে খাই আহ কি শান্তি!)

২.বাপ পুত বাইরে যায় ঘুরতে আর আমি প্রথমেই বিছানা টা ঝাড়ু দিয়ে টানটান করি তারপর প্রথম ১০ মিনিট চার হাত পা চার দিকে দিয়ে শুয়ে থাকি, পরের ৫ মিনিট উরাধুরা ফোন চালাই আর তারপর ঘরের জানালা টা বন্ধ করে রাত রাত ভাইব এনে আরামসে একটা ঘুম দেই 🙂

বর্তমানে এই ২ টা সুযোগ আমার জামাই দিলেই আমি খুশি হয়ে যাই,,,মালদ্বীপ অথবা সুইজারল্যান্ড এ ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললেও এতো খুশি হব না।
এমন বউ পাওয়া জামাইদের জন্য কি ভাগ্যের ব্যাপার না!?😁

~~যে লক্ষ্মণ থাকলে বুঝবেন আপনি একজন নায়িকা "শাবানা" ১. বাড়ির মুরুব্বিরা আপনাকে অনেক পছন্দ করে।২. আপনার কষ্টে বাড়ির মুরুব...
09/03/2024

~~যে লক্ষ্মণ থাকলে বুঝবেন আপনি একজন নায়িকা "শাবানা"

১. বাড়ির মুরুব্বিরা আপনাকে অনেক পছন্দ করে।

২. আপনার কষ্টে বাড়ির মুরুব্বিরাও কেঁদে ফেলে।

৩. বাসায় যাই ঘটুক সব দোষ আপনার।

৪. আপনি বাসার এত কাজ করেন, মাঝে মাঝে নিজেকে কা/জের বে/টি রহিমা মনে হয়।

৫. আপনি টুকটাক সেলাইয়ের কাজ পারেন, না পারলেও জীবনে কোন পর্যায়ে শিখতে চেয়েছিলেন।

৬. আপনার ভেতরটা কষ্টে ভরা।

৭. কষ্টে জর্জরিত হয়েও আপনি সব কিছু সহ্য করে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করেন।

৮. নিজের কষ্টের কথা আপনি কাউকে বলেন না।

৯. আপনি শাড়ি পড়তে পছন্দ করেন।

collected

19/01/2024

আজকাল কারো দুনিয়া থেকে চলে যাওয়ার কথা শুনলে মন বড্ড বেশি অশান্ত হয়,,হতো ত আগেও তবে আজকাল যেনো একটু বেশিই হয়।💔💔হয়তো তাদের কাউকে কাউকে আমি চিনিও না আমার কোন পরম আপনজন নয় তবুও প্রচন্ড মন খারাপ হয়। ২-১ রাত ঠিকঠাক ঘুম হয় না অস্থির লাগে।চোখে ভেসে উঠে আমার আপন মানুষদের,,অচেনা মানুষদের জায়গায় ত আজকে আমার আপন মানুষগুলোও থাকতে পারতো। বিদেশ এ থেকে দেশ এর কেও চলে যাওয়ার কথা শুনলে খারাপ লাগবে, অস্থির লাগবে, যন্ত্রণা হবে এটা ত নরমাল তবে প্রবাসী কেও চলে গেলে????????!!!!!!!!
দূর প্রবাস এ থেকে যখন অন্য কোন প্রবাসীর দুনিয়া থেকে চলে যাওয়ার খবর শুনি তখন বুকটা আরো বেশি মোচর দিয়ে উঠে 💔

08/01/2024

প্রিয় বাবা,মা💔💔💔🥲🥲
আহা!! কতই না যত্নে, ভালোবাসায়, পরিশ্রমে বাবারা সন্তানদের বড় করে তুলেন একটু একটু করে। কতো শত নির্ঘুম রাত জাগার পরেও সকালে রোজগার এর জন্য বেড়িয়ে যায় সন্তাদের চাহিদা মেটাতে।সেই বাবাকেও জীবন এর শেষ দিনটায় দেখতে না পারার সন্তানের নাম প্রবাসী সন্তান 💔💔💔💔💔
আমার ছোট্ট আইজান কে ওর পাপা কতই না যত্ন করেন,আগলে আগলে রাখেন হয়তো আমার শশুর ও আইজান এর পাপার জন্য তাই করতেন।আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন🤲
প্রতিটা প্রবাসী সন্তান কে যেন আল্লাহ যেকোনো উছিলায় অন্তত শেষ দেখাটুকু দেখার সুযোগ দান করেন 🥲

জামাইয়ের সাথে ঝগড়া হইলে মনে হয় এর চেয়ে খারাপ বেডা আর দুনিয়ায় নাই। আর মিল থাকলে মনে হয় এর চেয়ে ভালো বেডা দুনিয়ায় নাই। কি ...
04/01/2024

জামাইয়ের সাথে ঝগড়া হইলে মনে হয় এর চেয়ে খারাপ বেডা আর দুনিয়ায় নাই। আর মিল থাকলে মনে হয় এর চেয়ে ভালো বেডা দুনিয়ায় নাই। কি সুন্দর বিবাহিত জীবনচক্র।😑

বেশি না হলেও চলবে।।
27/12/2023

বেশি না হলেও চলবে।।

হঠাৎ করেই ছেলেবেলা কেমন দামি হয়ে গেল!! ছেলেবেলায় ২-৫ টাকার হাওয়াই মিঠাই কিনে খেতাম যেটা এখন হয়ত ২০-৩০ টাকা আর ইতালিতে এস...
25/12/2023

হঠাৎ করেই ছেলেবেলা কেমন দামি হয়ে গেল!! ছেলেবেলায় ২-৫ টাকার হাওয়াই মিঠাই কিনে খেতাম যেটা এখন হয়ত ২০-৩০ টাকা আর ইতালিতে এসে সেটা প্রায় ৩০০ টাকা(২.৫ ইউরো)চিনির দাম বেড়েছে যে!!!!!!!!
শুধু দামি হলাম না আমরা,ধীর পায়ে মূল্যহীন হলো আমাদের অনুভূতি। কি সুন্দর করে আমরা দূর্বলতা প্রকাশ করি একটু সান্ত্বনা পেতে,উপহারে মেলে বিষন্নতা।

হেমন্তের শেষ সন্ধ্যায় দাড়িয়ে নিজের আবেগের দাম এমন করেই বাড়িয়ে দিতে ইচ্ছে করে। এইযে হাওয়াই মিঠাই এর মতো…

ফিটনেস সচেতন তারকারা যখন ডায়েট ভুলে যায়😄
25/12/2023

ফিটনেস সচেতন তারকারা যখন ডায়েট ভুলে যায়😄

20/12/2023

দিন গুনি নতুন কিছুর অপেক্ষায়।। সুন্দর একটা ক্যারিয়ারের অপেক্ষায়🙂🥀ইনশাআল্লাহ

মা হওয়ার পর মাথার চুল ছিড়ে ফেলার মতো যন্ত্রনাতেও আনন্দ পাই🙂💔💔যেই চুল এ একটু জোরে চিরুনির টান লাগলেই উফ করে উঠে অন্য কাওক...
20/12/2023

মা হওয়ার পর মাথার চুল ছিড়ে ফেলার মতো যন্ত্রনাতেও আনন্দ পাই🙂💔💔
যেই চুল এ একটু জোরে চিরুনির টান লাগলেই উফ করে উঠে অন্য কাওকে মাথায় হাত দিতে দেয় না ব্যাথা পাবে বলে মা হওয়ার পর সেই চুল এই প্রতিদিন কতো শত টান হাসিমুখে সয়ে যায়🙂মায়েরা অবলীলায় কত কিছুই না সয়ে যায় 💔💔
[ চুলে ধইরা টান দেওয়ার মতো মজার কাজ তার কাছে আর কিছু নাই। সুযোগ পাইলেই হইছে।বইন টা রেও ছাড় দেয় না😒]

ইতালিতে বিয়া লাগছে😌🫣ঘর থেকে বের হইলেই মনে হয় বিয়া বাড়িতে আইছি,,এই মাইনাস ঠান্ডা তেও মন ফুরফুরে লাগে
15/12/2023

ইতালিতে বিয়া লাগছে😌🫣ঘর থেকে বের হইলেই মনে হয় বিয়া বাড়িতে আইছি,,এই মাইনাস ঠান্ডা তেও মন ফুরফুরে লাগে

14/12/2023

মা হওয়াটাও একটা জব।৮ ঘণ্টার নয় ২৪ ঘণ্টার যার কোন রেস্ট নেই, ছুটি নেই, বেতনও নেই

Send a message to learn more

লে আমার আম্মু 😂😂😂কথায় কথায় মাটিতে পড়ে ফিট খাওয়া লোক তিনি😄😄
26/11/2023

লে আমার আম্মু 😂😂😂
কথায় কথায় মাটিতে পড়ে ফিট খাওয়া লোক তিনি😄😄

জীবন এর একটা বড় সপ্ন। নিজের করা বাড়িতে এমন একটা কর্ণার থাকবে আমার নিজের জন্য।ইনশাআল্লাহ রব আমাকে সপ্ন পূরনের তৌফিক অবশ্য...
19/11/2023

জীবন এর একটা বড় সপ্ন। নিজের করা বাড়িতে এমন একটা কর্ণার থাকবে আমার নিজের জন্য।ইনশাআল্লাহ রব আমাকে সপ্ন পূরনের তৌফিক অবশ্যই দিবেন💙
ছবি:collected

কে জানে হয়ত একদিন সে থাকবেনা কিন্তু হৃদয়ভর্তি কথা নিয়ে এ দুনিয়ায় আপনাকে একা থেকে যেতে হলো!! ফুরিয়ে যাবার আগেই কথা বলুন,স...
16/11/2023

কে জানে হয়ত একদিন সে থাকবেনা কিন্তু হৃদয়ভর্তি কথা নিয়ে এ দুনিয়ায় আপনাকে একা থেকে যেতে হলো!!
ফুরিয়ে যাবার আগেই কথা বলুন,সময় দিন,গল্পের আসর সাজান,আগলে রাখুন।💙
Asik Khan

আজ রোদ এ ঝলমলে একটা দিন, মাশাআল্লাহ।ঘুম থেকে উঠেই মনটা ফুরফুরে লাগছিল,তাই ভেবে নিলাম নাস্তা সেরে আয়েস করে একটু ঘন করে দু...
15/11/2023

আজ রোদ এ ঝলমলে একটা দিন, মাশাআল্লাহ।ঘুম থেকে উঠেই মনটা ফুরফুরে লাগছিল,তাই ভেবে নিলাম নাস্তা সেরে আয়েস করে একটু ঘন করে দুধ চা বা কফি খাবো যদিও গলাটা বসে আছে রং চা খেলেই বেশি ভালো হবে তবুও দুধ চা বসিয়ে দিলাম, সাথে সাথেই কানে আসলো আইজান এর কান্নার শব্দ।ছুটে গেলাম ঘুমন্ত আইজান কে কোলে নিতে আর ভুলে গেলাম চা এর কথা,এসে দেখি পুড়ে ছাই!নতুন করে আর দুধ চা বানাতে মন চাইলো না, বানিয়ে ফেললাম গুড় এলাচ দারচিনি আর খাঁটি মধু দিয়ে রং চা
রিজিকে যা আছে, যতটুকু আছে ততটুকুতেই মানুষ সীমাবদ্ধ। একজন মানুষ একা হাতে অঢেল উপার্জন করতে পারে,কিন্তু এইটুকুই তো ক্ষুধার জ্বালা-সে আর কতটুকুই খেতে পারে?

তবু কখনো কখনো দুচারমুঠো খাবার জন্যেই মানুষ বেঁচে থাকে,তিনবেলা পেটভরে খাবার পেয়ে নিশ্চিন্তমনে ফজর অবধি যে একটানা ঘুম দিতে পারে-সে সুখী..অবশ্যই সে সুখী!!

হ ঠিক এই😄😄😄😄😄
14/11/2023

হ ঠিক এই😄😄😄😄😄

প্রিয় ছোট্ট আইজান,,বাবা বৃদ্ধ হলে তার প্রতি ঠিক ততটাই যত্নশীল হইও যতটা যত্নশীল তিনি তুমার প্রতি ছিলেন 💌ছেলের জর, ঠান্ডা ...
12/11/2023

প্রিয় ছোট্ট আইজান,,
বাবা বৃদ্ধ হলে তার প্রতি ঠিক ততটাই যত্নশীল হইও যতটা যত্নশীল তিনি তুমার প্রতি ছিলেন 💌
ছেলের জর, ঠান্ডা বলে বাবা সারাদিন বাইরে কাজ করে এসে এভাবেই ছেলেকে কোলে নিয়ে কিছুটা ঘুমিয়ে কিছুটা না ঘুমিয়ে রাত পার করেছে💔

বাহ!জন্মদিন আসলে যদি জামাই ১২০০ টাকা দেয় চকলেট খাওয়ার জন্য তাহলে ত জন্মদিন আসাই ভালো 😊
11/11/2023

বাহ!জন্মদিন আসলে যদি জামাই ১২০০ টাকা দেয় চকলেট খাওয়ার জন্য তাহলে ত জন্মদিন আসাই ভালো 😊

না,এই দিন টা কে ঠিক জন্মদিন বলা যায় না।মৃত্যু দিনের কাছাকাছি হওয়া বলা যায়।বরং মনে হয়  ইসস! যদি আর কখনো এই দিন টা না আসতো...
10/11/2023

না,এই দিন টা কে ঠিক জন্মদিন বলা যায় না।মৃত্যু দিনের কাছাকাছি হওয়া বলা যায়।বরং মনে হয় ইসস! যদি আর কখনো এই দিন টা না আসতো আমি এই এতোটুকু আমিই থেকে যেতাম। এইতো কি ভীষণ চমৎকার ভাবে কেটে যাচ্ছে জীবন এর এতোগুলা বছর! বছরের এই দিন টা তে নতুন করে আমি আরও বড় হয়ে যাই!!!

08/11/2023

যদি কাওকে মন থেকে চাওয়ায় পর তাকে না পাও, তাহলে আরেকজন কে চাও! 😊

ভোর রাতে জামাই জব এ চলে যাওয়ার সময় তাকে  টাটা বলতে গিয়ে ঘুমের ঘোরে ভুলে টাকা  বলে ফেলছিলাম, ঘুম ভাঙার পরে দেখি মাথার পাশ...
06/11/2023

ভোর রাতে জামাই জব এ চলে যাওয়ার সময় তাকে টাটা বলতে গিয়ে ঘুমের ঘোরে ভুলে টাকা বলে ফেলছিলাম, ঘুম ভাঙার পরে দেখি মাথার পাশে ৫০ ইউরো মানে ৬ হাজার টাকা । আমি তো অবাক ।পরে সে মেসেজ দিয়ে বললো টাকা পাইছো?
আমি বললাম টাকা কেনো ।সে বললো তুমি তো বললা টাকা ।তাই ভাবলাম তোমার টাকা লাগবে!🙂
জামাইটা দিন দিন প্রেমিক এর মতো হয়ে যাচ্ছে,কি যে করি!🥺🙈

অক্টোবর শেষে, নভেম্বর শুরুতে এই দিনগুলি কেমন জানি! পরিষ্কার আকাশ, বাতাসে শীত শীত ঘ্রাণ, ভালোও লাগে আবার একই সাথে কোনো কা...
03/11/2023

অক্টোবর শেষে, নভেম্বর শুরুতে এই দিনগুলি কেমন জানি! পরিষ্কার আকাশ, বাতাসে শীত শীত ঘ্রাণ, ভালোও লাগে আবার একই সাথে কোনো কারন ছাড়াই বিষন্নও লাগে। অদ্ভুত রকমের melancholic একটা আবহাওয়া! ❤️হঠাৎ বাইরে যেয়ে দেখি পাতা সব হলুদ হয়ে গেছে 🍁🍁🍁হেমন্তকে উপভোগ কে না করে😁😍

কতই না ভালো হতো যদি কাছের মানুষদের জন্য মন না পুড়তো 💔রব আশ্চর্য এক গভীর টান দিয়ে সৃষ্টি করেছেন দুনিয়াবি সম্পর্কগুলো, ঘুম...
02/11/2023

কতই না ভালো হতো যদি কাছের মানুষদের জন্য মন না পুড়তো 💔রব আশ্চর্য এক গভীর টান দিয়ে সৃষ্টি করেছেন দুনিয়াবি সম্পর্কগুলো, ঘুম ঘুম চোখে বড় আপার সাথে ভিডিও কল এ কথা বলা নিত্যদিনের অভ্যাস এর মতো হয়ে গেছে।প্রায় দিনের দৃশ্যই এটা।হাজার মাইল লম্বা যে দূরত্ব সেটার খামতি টাকেই হয়তো ঘুচানোর চেষ্টা। ছোট্ট আইজান এর ও অভ্যাস এর মতো হয়ে গেছে ঘুম থেকে উঠে খাম্মুনির সাথে খানিকটা পেচাল পারা তারপর আবার ক্লান্ত হয়ে কম্বলগায়ে লম্বা একটা ঘুম।আপন মানুষের প্রতি মায়া বুঝি এমনি হয়।দরকার পড়ে না সামনাসামনি দেখা হওয়ার বা বাস্তবে কাছাকাছি হওয়ার।কি আশ্চর্য মায়াভরা সম্পর্কের পারফেকশন। ফোন এ সম্পর্কের বিনিময় শেষে বাইরে গিয়ে দেখি মন খারাপ হওয়ার মতো আর আপন মানুষের প্রতি দূরত্ব গভীরভাবে অনুভব করার জন্য পারফেক্ট একটা দিন আজকে।চারদিকে বৃষ্টি আর অন্ধকার একটা দিন 🖤শীতে জমে যাচ্ছিলাম আর ধোয়া ওঠা চা খাচ্ছিলাম তখনি মনে হলো কতই না ভালো হতো যদি কাছের মানুষের জন্য মন না পুড়তো সৃষ্টি কর্তা এতো মায়াভরা টান না দিতো💔

Indirizzo

Monfalcone

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando শ্রাবণী 'স Nest in Italy pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Video

Condividi