Diba’s 24 activites

Diba’s 24 activites Hi this is diba.please follow my page and my 24activites.pls subscribe my youtube chanel DIBA’S 24 FROM Italy .Chanel Link https://youtu.be/w3xGHdFEKmo

 #পছন্দের মানুষ একবার হারিয়ে গেলে আর খুজে পাওয়া যায় না।😭আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম।কিন্তু যখন পরিপাটি প্র...
13/07/2024

#পছন্দের মানুষ একবার হারিয়ে গেলে আর খুজে পাওয়া যায় না।😭
আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম।
কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেলো।
তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগত না।
মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত।
আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয়।
তখন আমার মাস শেষে বেতন ছিলো পনেরো হাজার।
এই টাকায় ও কতটা হ্যাপি ছিলো তা আমি কাউকেই বোঝাতে পারবো না।
আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল ও রাখতো।
আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা।
যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম।
আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইলো।
আমার চিন্তাধারা হলো উন্নত।
কিন্তু সংসারের চাপে পরে ও ঠিক আগের মতোই রয়ে গেলো।
আমার পনেরো হাজার বেতন ত্রিশ হাজারে গিয়ে ঠেকলো।
ঘর পরিবর্তন হলো আমি পরিবর্তন হলাম।
শুধু পরিবর্তন হলো না কবিতা।
হ্যা আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না।
টাকার নেশা আমাকে গ্রাস করে দিলো আস্তে আস্তে।
ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে।সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষ গুলোকে।
সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করতো।
আমি বলতাম যতো সব আদিখ্যেতা।
বৃষ্টি হলেই আমার হাত দু'টো ধরে যখন বলতো।
চলোনা একটু দু'জনে বৃষ্টি বিলাস করি।
আমি তখন বলতাম বয়স তো কম হলো না এখন এসব পাগলামি ছাড়ো।
মাঝ রাতে যখন পিরিয়ডের ব্যথায় কুঁকড়ে উঠতো।
আমি নাক সিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম।
দিনের পর দিন তাঁর ভালোবাসা বেড়ে ছিলো আমার প্রতি।
আর আমার অবহেলা।
একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো।
যাঁর হাতের রান্না সবাই তৃপ্তি নিয়ে খেত।
এখন নাকি তাঁর রান্না ভালো হয় না।
যে ঔষধ না দিলে আমার বাবা-র ঔষধ খাওয়ার কথা মনে থাকত না।
আজকাল নাকি সে ভুল ঔষধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করেছে।
একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোন সম্ভল খুঁজে পেলো না কবিতা।
তাই সরাসরি বলেই দিলাম আমি তোমায় ডির্ভোস দিতে চাই।
সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিলো।
কোন প্রতিবাদ করেনি।
হয়তো সে বুঝতে পেরেছিলো তাঁর এই বাড়ির প্রয়োজন ফুরিয়েছে।
তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতা আর আমার ডির্ভোস হবে।
সেদিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিলো।
কোন প্রতিবাদ করেনি।
এমন কি খোরপোষের টাকা টাও দাবি করলো না।
উকিল যখন বললো সে কেন টাকাটা নিবে না।
তখন ও বললো।
যে মানুষটাই আমার হয়নি তাঁর টাকা দিয়ে আমি কি করবো।
ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিলো।
ভগবান দিয়ে ধন দেখে মন, কাইরা নিতে কতক্ষণ।
কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারি।
তিন মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায়।
বড় বোন টাকে মাঝে মাঝেই তাঁর শ্বশুর বাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়।
বাবা ভুল ঔষধের রিয়াকশনে আজ বিছানার সাথে মিশে আছে।
মা প্রায় আজকাল তরকারিতে নুন,হলুদ দিতে ভুলে যায়।
আর আমি উন্নতমানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি।
আজ ওই কথাটার মানে বুঝলাম।
দিয়ে ধন দেখে মন, কাইরা নিতে কতক্ষণ।
লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতার।
শুনেছি অন্য জায়গায় তাঁর বাবা বিয়ে দিয়েছে।
স্বামী একজন ডাক্তার।
খুব সুখে আছে।
খুব ভালো ভাগ্য সেই মানুষটার, যাঁর সাথে কবিতার বিয়ে হয়েছে।
গেছে মাসে নাকি তাঁদের একটা মেয়েও হয়েছে।
সে সুখের আশা করেনি তাই তাঁর এতো সুখ।
আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি।
তাই আজ আমার এই পরিস্থিতি।
তাইতো বলে,শেষ হাসিটা তাঁরাই হাসে।
যাঁরা নিজেকে নয় অন্যকে ভালোবাসে।
ভালোবাসা ||

(সবাই টাকায় সুখ খোঁজে না, প্রিয় মানুষটার মাঝেও কেউ সুখ খোজে। তাই বলি প্রিয় মানুষগুলোকে সময় থাকতে মূল্য দিও হারিয়ে গেলে, কপাল ঠুকলেও আর ফিরে পাবে না)

08/07/2024

🥰এভাবে দরজা আটকিয়ে দাড়িয়ে থাকে।যখন কোথাও যেতে দেখে😁❤️

 #আমি একটা জিনিস বুঝিনা। বাচ্চা  বড় হয়েছে বলে মাকে কেন বুড়ি লুক নিতে হবে। মাকে কেন রং হীন কাপড় পরতে হবে? মাকে কেন অনিচ্ছ...
09/06/2024

#আমি একটা জিনিস বুঝিনা। বাচ্চা বড় হয়েছে বলে মাকে কেন বুড়ি লুক নিতে হবে।

মাকে কেন রং হীন কাপড় পরতে হবে? মাকে কেন অনিচ্ছাসত্ত্বেও চেহারায় মুরুব্বীয়ানা ভাব আনতে হবে।

সন্তানদের সাথে যদি মায়েরাও রঙ্গিন থাকে তাহলে কি সমস্যা ?

একদল উত্তর দিবে মায়েদের একটা রেস্পেক্ট আছে না? মায়েদের সবকিছু মানায় না।

মহা মুসিবত, এই যে সন্তানদের জন্য সংসারের জন্য এত স্যাক্রিফাইস একজন মা করলো তাতেও পোষাচ্ছে না ? রেস্পেক্ট পাবার জন্য সাজা ছেঁড়ে দিতে হবে ? ফিকে কাপড় পরতে হবে। কিশোরীর মত উচ্ছাস দেখাতে ইচ্ছা হলে, যুবতীর মত সাজতে ইচ্ছা হলে, প্রান খুলে হাসতে ইচ্ছা হলেও, শুধু মা বলে চুপ থাকতে হবে?

তারও নিজেকে ভালোবাসার, নিজের পছন্দে সাজার অধিকার আছে।

Aging gracefully বলে একটা phrase আছে ইংরেজিতে যার অর্থ হল সুন্দর ভাবে বয়সকে বরণ করা।

যে কোন মানুষ চাইলেই বয়স হবার ব্যাপারটা এঞ্জয় করতে পারে।কারন বয়স হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস। এতে কারো হাত নেই। কিন্তু এই সময়টাকে সুন্দর বানানো সম্পূর্ণ আমাদের হাতে।

আমরা যদি আমাদের মায়েদের ভালোবাসি তাহলে তাকে জিমে যেতে বলব, নিজের চেহারার যত্ন নিতে বলব, হেলদি খেতে বলব। কখনওই মনে করিয়ে দিব না - তুমি শেষ হয়ে যাচ্ছ।

একজন ২০ বছর বয়সী পুত্রের মা হিসেবে আমি বুঝি, মা হলেই কেউ বড় হয়না, সংসারের সব দায়িত্ব নিলেও কেউ মানসিক ভাবে বৃদ্ধ হয়না।এমনকি শরীর পুরানো হলেও মানুষ বৃদ্ধ হয়না। মানুষের বয়স হয় তখনই যখন সবাই তাকে বয়স্ক হিসেবে ট্রিট করতে থাকে।

সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া একটা ঘটনা বলি।

একটা বিয়ে বাড়িতে এক পঞ্চাশোরদ্ধ ভদ্রমহিলা লাল রঙ এর লিপস্টিক পরে যাওয়ায় তার আত্মীয়স্বজনেরা তাকে ভীষণ ভাবে অপমান করেন।

এই ঘটনা জানার পর তার পঁচিশ বছর বয়সী পুত্র সেই আত্মীয়স্বজনদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হন।মাকে slut-shaming করার প্রতিবাদে সে নিজে লাল রঙ্গের লিপস্টিক পরে ছবি আপলোড করে রিলেটিভদের উদ্দেশ্যে লিখেন" Get Well Soon”.

এই দেখার পর আমার মনে হল সত্যিই তো, মায়েরা লাল লিপস্টিক দিতে পারবেনা এটা কোথায় লেখা আছে? বরং লাল রঙ এর মত দুঃসাহসিক রঙ পরার সাহস যদি থাকে কোন মায়ের তাহলে সন্তানের তাকে নিয়ে লজ্জা না গর্ব হওয়া উচিত...।।

তাই let’s get well soon together.

শুধু মা বলেই কিছু চাপিয়ে দেয়ার আগে ভাবি

মা হলেও কারো সাজতে ভালো লাগে, মা হলেও হাসতে ভালো লাগে, মায়েরও আড্ডা দিতে ইচ্ছা করে, বন্ধুদের সাথে ঘুরতে ইচ্ছা করে।

মা হলেই কেউ বাঁচা বন্ধ করে দেয়না, মা বলেই কেউ মরে যায়না........

(C)

☺️সময় বহমান নদীর মতোসেদিনের সেই ছোট হাত দুটি 🤗এখন মা ছাড়া একাই চলতে পারে মাশ্আললাহ ।এভাবে যেতে হবে অনেক দূর মহান আল্লাহ...
12/02/2024

☺️সময় বহমান নদীর মতোসেদিনের সেই ছোট হাত দুটি 🤗এখন মা ছাড়া একাই চলতে পারে মাশ্আললাহ ।এভাবে যেতে হবে অনেক দূর মহান আল্লাহ তোমাকে অনেক অনেক বড় করুক এই দোয়া।তিনদিনের শিক্ষা সফরে যাচ্ছে আমার মেয়ে ও তার সহপাঠিরা।সবাই ওদের জন্য দোয়া করবেন। সুস্হ ভাবে যেন আল্লাহর রহমতে ফিরে আসে।🤲

04/02/2024

😋

09/01/2024

❤️❤️❤️❤️

06/12/2023

#কলার মোচা😋😋

16/11/2023

I got 1 reaction on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

15/11/2023

🥰🥰🥰

15/11/2023

I gained 6 followers, created 13 posts and received 37 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

07/11/2023

❤️❤️💛💛

03/11/2023

❤️❤️🥰🥰

10/10/2023

#যখন আবেগ কাজ করে বিবেক কাজ করে না😂

10/10/2023
10/10/2023

loving cat 🐈❤️❤️

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
10/10/2023

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

19/06/2023

❤️বয়স যখন চার তার বান্ধবী Elenar সাথে❤️

15/06/2023

❤️❤️❤️

30/05/2023

😻🙀😿😹😸😽🐱😺

28/05/2023

🏊‍♀️🤿🏊‍♂️🏊

07/03/2023

❤️❤️❤️বন্ধুত্ব বেঁচে থাকুক সারাজীবন ❤️❤️🌹❤️

31/01/2023

❤️❤️Best moments❤️❤️

Indirizzo

Via Gaetana Agnesi 17
Milan
20135

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Diba’s 24 activites pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Diba’s 24 activites:

Video

Condividi


Altro Creatore di video Milan

Vedi Tutte