MOHIN UDDIN

MOHIN UDDIN Like share comment

16/01/2025
14/01/2025
10/01/2025

অসুস্থ মায়ের সেবায় তারেক রহমান
মায়ের সেবায় তারেক রহমান। নিজ হাতে খাবার নিয়ে স্ত্রীকে সাথে নিয়ে হাসপাতালে যাচ্ছে মা বেগম খালেদা জিয়ার জন্যে।
আল্লাহ চাহেতো অনেক কিছুই সম্ভব। আলহামদুলিল্লাহ

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
31/12/2024

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

29/12/2024

ক্যান্সারে আক্রান্ত ইজ*রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

আলহামদুলিল্লাহ বলেন!

29/12/2024

দক্ষিন কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে মুহূর্তেই চূর্ণবিচূর্ণ বিমান # @ 🥲

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন
25/12/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন

20/12/2024

উপদেষ্টা
এ এফ হাসান আরিফ ইন্তেকাল করেছেন !
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন🥲

👉আসিফ নজরুল নামে আসলে কেউ নেই। আমরা যাকে  আজ আইন উপদেষ্টা আসিফ নজরুল হিসেবে চিনি, তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। এই ভদ্রল...
09/12/2024

👉আসিফ নজরুল নামে আসলে কেউ নেই।
আমরা যাকে আজ আইন উপদেষ্টা আসিফ নজরুল হিসেবে চিনি, তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম।

এই ভদ্রলোক এক সময়ে নিজের নামের মোহাম্মদ আর ইসলাম শব্দ দু’টো ছেঁটে ফেলেছিলেন। এ নাম পরিবর্তনের পেছনেও আছে এক গল্প।

একদিন তার সাধ হলো কবিতা লিখবেন। তখন সামরিক শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে প্রতিবাদের প্লাটফর্ম হিসেবে জাতীয় কবিতা পরিষদ নামে কবিদের এক সংগঠন হয়েছে কবি শামসুর রাহমানের নেতৃত্বে। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়ে আসছে জাতীয় কবিতা উৎসব প্রতি বছর ফেব্রুয়ারি মাসে । কবিরা কবিতা পড়েন এ কবিতা উৎসবে। উৎসবের আগে কবিতা জমা দিতে হয়।

তখন জাতীয় কবিতা পরিষদের এই কবিতা বাছাইয়ের দায়িত্বে ছিলেন কবি সমুদ্র গুপ্ত। দারুণ মজার মানুষ শুভ্র লম্বা চুল আর ইয়া গোঁফওয়ালা সমুদ্র দা।

মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয় কবিতা
উৎসবে কবিতা পাঠের জন্য কবিতা জমা দিয়েছেন। সমুদ্র দা মজা করেই বলেছিলেন, ”কবিতাটা ভালো কিন্ত এই সব নরজুল ফরজুল পাল্টাও। কাব্যিক নাম দাও। ”

উল্লেখ্য কবি সমুদ্র গুপ্তেরও এ নামটি ছদ্মনাম;প্রকৃত পারিবারিক নাম আব্দুল মান্নান বাদশা।

মোহাম্মদ নজরুল ইসলাম কিছুতেই নাম বদলাবে না । এই নিয়ে সমুদ্র দার সাথে তুমুল কান্ড। সমুদ্র গুপ্তও বড় ফাজিল; তিনি কিছুতেই নরজুল ফরজুল নামে কবিতা পড়তে দেবেন না! শেষমেষ রফা হলো নাম হবে আসিফ নজরুল। সে বছর থেকেই মোহাম্মদ নজরুল ইসলাম হলেন আসিফ নজরুল।

আজ আইন উপদেষ্টা হিসেবে তিনি যে আসিফ নজরুল লিখছেন, ফাইল সই করছেন, তার এই নাম পরিবর্তনের আইনি কোনো দালিলিক প্রমান বা এফিডেফিট আছে কি? নাকি এ সবও মেটিকুলাস ডিজাইন?

ভবিষ্যতে একদিন হয়ত দেখা যাবে আসিফ নজরুল নামেই কেউ ছিল না; কাঠগড়ায় দাঁড়িয়ে আসিফ নজরুল বলছেন , ”মহামান্য বিচারক, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি আসিফ নজরুল নামে কাউকে চিনি-ই না। ”

পরপারে থেকে তখন কবি সমুদ্র গুপ্ত ওরফে আব্দুল মান্নান বাদশা হাসবেন আর বলবেন,” ওই ব্যাটা নরজুল, দেখলি তো ওদিন তোকে কীভাবে বাঁচিয়ে দিয়েছি !”

(গল্পটা কবি সমুদ্র গুপ্তের কাছেই শোনা)
সংগৃহীত

08/12/2024

আপা চলে গেলে বাংলাদেশ নাকি সিরিয়া হয়ে যাবে ;
অথচ সিরিয়াই এখন বাংলাদেশ হয়ে গেল ।✊

03/12/2024

যারা পাকিস্তান গিয়ে খেলতে ভয় পায়, তারা নাকি বাংলাদেশ দখল করবে ?

😆 হাস্যকর 😆

সবাইকে খুশি করতে চাইলে নেতা না হয়ে আইসক্রিম বিক্রি করো।চিরন্তন সত‍্য
02/12/2024

সবাইকে খুশি করতে চাইলে নেতা না হয়ে আইসক্রিম বিক্রি করো।চিরন্তন সত‍্য

27/11/2024

শুধুমাত্র দলের জন্য যারা নিজের ঈমান বিসর্জন দিয়ে ইসকনের পাশে দাঁড়িয়েছে, তাদের হাশর যেন ফেরাউন আর নমরুদের সাথে হয়।

25/11/2024

৫ তারিখের পর থেকে যদি সঠিক নিয়মে শায়েস্তা করা হতো তাহলে অপশক্তি হয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করতোনা।
সময় এখনো ফুরিয়ে যায়নি..

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when MOHIN UDDIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share