Emtu On the Way

Emtu On the Way ইউরোপে পড়াশোনা করতে আসার জন্য সব ধরনের ইনফরমেশন পাবেন এইখানে।
প্রথমে পেইজটা ফলো দিয়ে রাখুন 🙂 subscribe my chennal...! visit my chennal in youtube

হোচট খেয়ে পিছয়ে পড়ে আবার ক্যামব্যাক করার টিম হচ্ছে Real Madrid C.F.    জীবনে পিছনে পড়লেও, আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা করে য...
14/01/2025

হোচট খেয়ে পিছয়ে পড়ে আবার ক্যামব্যাক করার টিম হচ্ছে Real Madrid C.F.

জীবনে পিছনে পড়লেও, আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা করে যেতে হবে সফলতার জন্য।

তাহলে সফলতা ধরা দিবে।

মাদ্রিদ ফ্যান 🇧🇩🇧🇷🇵🇹














আমার সার্ভিস চার্জে কেন অফার লেটার আসার পর নিদিষ্ট পরিমান টাকা দিতে হবে?কেন এতো সার্ভিস চার্জ।  অফিস নাই কেন?শুধু গাইড ল...
13/01/2025

আমার সার্ভিস চার্জে কেন অফার লেটার আসার পর নিদিষ্ট পরিমান টাকা দিতে হবে?
কেন এতো সার্ভিস চার্জ।
অফিস নাই কেন?
শুধু গাইড লাইন দিলে হয় নাকি?.

কত কথা শুনতে হয় কিছু কিছু পোলাপাইনের কাছে।

ওই যে বাঙ্গালি, বুঝে কম চিল্লাই বেশী। এদের জন্য এজেন্সি গুলো একদম পারফেক্ট.. যেন বাঁশ দিতে পারে।

আচ্ছা বলি শুনেন, এজেন্সির কাছে গেলে প্রথমত ফাইল ওপেনিং চার্জ ১০ হাজার টাকা। তারপর বলবে আরো ১৫-২০ হাজার টাকা ভার্সিটির এপ্লিকেশন বাবদ, টোটাল হলো নি ২৫ /৩০ হাজার টাকা, তারপর বলবে স্কলারশিপ নিয়ে দিমু ১০০%, কাগজ দিমু স্কলারশিপ এর,তাই আরো ১৫ হাজার টাকা🤐.. টোটাল ৪৫ হাজার টাকার চান্দে গেলো আপনার।

তারপর সিমিয়া এর জন্য বলবে ৫০ হাজার টাকা দাও। অথচ ৩০০ ইউরো আসে ৪০ হাজার এর মত। ওই খান দিয়ে নিবে ১০ হাজার এক্সট্রা। হলো নি ৫৫ হাজার টাকা ওদের এই পর্যন্ত পাও পাও টাকা। তারপর তো accommodation এর চক্করে পড়ে ৬০ হাজার টাকা আরো শেষ।

তারপর তো আরো অনেক বক্করচক্কর কাহিনি আচে।

এখন আমার সার্ভিস চার্জে কিন্তু নিদিষ্ট একটা amount আচে অফার লেটার আসার পর। আর বাকি বড় amount টা ভিসা পাওয়ার পর। ভিসা পেলে মানুষ এমনি টাকা দিতে পারে। আমি ও দিচিলাম এজেন্সিরে ৪ লক্ষ😑😑।

তারপর আবার অনেকে বলে, ভাই আপনি তো শুধু এপ্লাই করে দিবেন, আর গাইউ লাইন দিবেন। সব তো আমাকে করতে হবে। এজেন্সি দিয়ে করলে তো ওরা করে দিবে।

ভাইরে, এপ্লাই করে দেওয়া আর গাইড লাইন দেওয়া ছাড়া আর কি আছে বল আমারে একটু?.
এজেন্সি কি বানাই দিবে? ফেক ব্যাংক স্টেটমেন্ট?. এটা তো তুমিও পারবা, আর কি করবে এজেন্সি? এজেন্সি কি তোমার ইউনিয়ন গিয়ে তোমার ট্রেড লাইসেন্স বানাবে? এটা তো তোমাকে বানাতে হবে, যে কাজ গুলো তোমাকে করতে হবে, সেটার মধ্যে ব্যাংক স্টেটমেন্ট, সার্টিফিকেট + ডকুমেন্টস সত্যায়িত + নোটারি করা। আর কি কাজ তোমার? এটা যদি নিজে না করতে পারো, তাহলে যাও এজেন্সির কাছে। আর গিয়ে মধু খেয়ে আসো।

আরে ফাইল প্রোসেসিং করতেছি শুধু স্টুডেন্ট এর হেল্প এর জন্য। যাতে তাদেরও হেল্প হয়, আমার ও কিছু সময় এর বিনিময়ে ইনকাম হয়। কাজ করে টাকা নিলে সমস্যা হয় না। হারাম ইনকাম তো করতেচিনা। আর আমি ফাইল নিয়ে কাজ করি ৩-৪ টা। বেশিওনা, কারন ব্যস্ত মানুষ। হুম করবো সামনে ইনশাল্লাহ।

পেইজ টা ফলো করো 😒, আর পোষ্ট শেয়ার করে দিলে কি হয় 😐, ভাল তথ্য দিয়ে তো হেল্প করি।
শেয়ার তো করতেই পারো।

13/01/2025

পোলাপাইন চাই আমি বলি যে " Without IELTs ইউরোপ চলে আসুন" 😒

এটা বলমু না ভাই😐, আগে IELTS /TOEFL স্কোর তুলেন। তারপর বাহিরে পড়াশোনা করার চিন্তা করিয়েন।

মিথ্যা আশ্বাস, ফলস তথ্য দিয়ে আমি কাউকে ঠকাতে চাইনা। এজেন্সির কাছে যান, তারা বলবে আপনার ভিসা ১০০%, তারপর দিন শেষে দেখবেন হাতে হারিকেন, পিছনে বাঁশ 😂

IELTS ছাড়া ভিসা হয়, হয়না যে তেমন না। তবে সেটা মাস্টার্সের ভাল Cgpa থাকলে এডমিশন পাওয়া যায়। cgpa 3.20+ থাকলে Moi দিয়ে এপ্লাই করতে পারবেন। তবে দিন শেষে এটা বলি আমি ভাই IELTS করুন। সব দিক দিকে ভাল হবে এটা।

12/01/2025

পর্তুগালে বউ পালা কষ্ট কর 😑😪🇵🇹

Visit MD Evrahim


















University of macerata এপ্লিকেশন এখনও অন হয় নাই। ব্যাচেলর প্রোগ্রাম এ মাত্র ১ টা সাবজেক্ট.  Application start from 3 Feb...
11/01/2025

University of macerata

এপ্লিকেশন এখনও অন হয় নাই।

ব্যাচেলর প্রোগ্রাম এ মাত্র ১ টা সাবজেক্ট. Application start from 3 February 2025

1. International, European And Comparative Legal studies Law

English proficiency B2 level. B1 দিয়েও করা যায়।

TOLC E দিতে হবে। যদিও এটা Free access. স্কোর দিয়ে সিলেকশন এর উপর প্রভাব পড়ে না।

মাস্টার্সের জন্য ৩ টা সাবজেক্ট. Application start from 3 February 2025

১. International Finance And Economics
Business administration and Law

2. International relation ( curricula : International politics and econimic Relations ;

CAMBRIDGE B2, IELTS score 6, TOFEL 87,

3. International tourism and destination management social and behaviour science

Tuition fee :156 euro per year





University of pavia।  ইতালির মধ্যে সুন্দরতম একটা ভার্সিটি।  এপ্লাই করতে পারেন এখনই। আর পেইজ ফলো দেন ব্রো😒, না হয় ইনফো মি...
11/01/2025

University of pavia। ইতালির মধ্যে সুন্দরতম একটা ভার্সিটি। এপ্লাই করতে পারেন এখনই।

আর পেইজ ফলো দেন ব্রো😒, না হয় ইনফো মিস করবেন।

Application Fee : 35 euro

If you need service for application purpose then contact with Emtu On the Way

IELTS score : 5.5( depend on course)

**Economics and Political Sciences:**

- International Business & Entrepreneurship (MIBE)
- Economics, Development and Innovation (MEDI)
- Finance
- World Politics and International Relations

**Engineering:**

- Civil Engineering for Mitigation of Risk from Natural Hazards
- Computer Engineering
- Electrical Engineering
- Electronic Engineering
- Industrial Automation Engineering
- Environmental Engineering – Resilience to Climate Change Effects (REACH) Curriculum

**Humanities:**

- The Ancient Mediterranean World: History, Archaeology and Art

**Medicine and Psychology:**

- Harvey Medicine and Surgery
- Psychology, Neuroscience and Human Sciences
- Medical and Pharmaceutical Biotechnologies

**Sciences:**

- Molecular Biology and Genetics
- Neurobiology
- Agri-food Sustainability
- Physical Sciences – Biomedical Physics Curriculum

These programs are designed to provide comprehensive education and research opportunities in various fields. For detailed information on each program, including admission requirements and application procedures, please visit the University of Pavia's official application portal.

🇮🇹ইউনিভার্সিটি অফ ক্যামেরিনোতে ব্যাচেলর প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া ( মাস্টার্স প্রোগ্রামের কোর্স গুলো কমেন্টে দেওয়া হল...
11/01/2025

🇮🇹ইউনিভার্সিটি অফ ক্যামেরিনোতে ব্যাচেলর প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া ( মাস্টার্স প্রোগ্রামের কোর্স গুলো কমেন্টে দেওয়া হলো)

ইউনিভার্সিটি অফ ক্যামেরিনোতে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তির জন্য প্রাক-আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদন শুরুর তারিখ: ২০শে নভেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ: ৩১শে মার্চ ২০২৫
আবেদন ফি: মাত্র ২০ ইউরো

ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগের অসাধারণ কোর্সে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এখানে রয়েছে:

-School of Architecture and Design

- Industrial and Environmental Design
- Science of Architecture

School of Biosciences and Veterinary Medicine :

- Animal Wellness and Production Technician
- Biosciences and Biotechnology
- Environment and Sustainable Management of Natural Resources
- Nutritional Biology

*School of Law:*
- Legal Sciences for Organizational Innovation and Social Cohesion


*School of Pharmacy:*

- Scientific Information on Drugs and Sciences of Fitness and Health Products


School of Science and Technology:

- Gastronomic Sciences
- Chemistry
- Computer Science
- Computer Science for Digital Communication
- Mathematics and Applications
- Physics
- Materials Science
- Geological Sciences and Environmental Technologies
- Technologies and Diagnostics for Cultural Heritage

আপনার পছন্দের বিভাগে আবেদন করতে দেরি করবেন না। বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করুন আমাদের পেজে।

Emtu On the Way

09/01/2025

University of Marche ( Marche politecnico University)

পোর্টাল অন আছে। ডেডলাইন 1st call এর ৩১ জানুয়ারি পর্যন্ত।

Do application, Hurry up bro 🇮🇹😘

নার্সিং নিয়ে পড়াশোনা করার জন্য এক্ষুনি এপ্লাই করতে পারেন ফিনল্যান্ডে অবস্থিত lapland University of Applied Science ভার্স...
08/01/2025

নার্সিং নিয়ে পড়াশোনা করার জন্য এক্ষুনি এপ্লাই করতে পারেন ফিনল্যান্ডে অবস্থিত lapland University of Applied Science ভার্সিটিতে

Subject : Bachelor of Health care

এপ্লাই এর ডেডলাইন : ১৬ জানুয়ারি ২০২৫

IELTS SAT কিছু লাগবেনা। তবে মনু, তারা এক্সাম নিবে Math এর উপর। ২-৩ মিনিটের ভিডিও রেকড পাঠাতে বলবে ( ওদের দেওয়া একটা টপিক এর উপর), গ্রুপ ডিসকাশন করতে দিবে।

লিংক : https://opintopolku.fi/konfo/en/koulutus/1.2.246.562.13.00000000000000002053?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR2s6SpCrTC9VEi53BFFIqoR8eN9mIa-k528XA0NpDQLt552vTt73esZzDw_aem_NY-Zmty07hr5BxwiOcohLw

ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্নাতকোত্তর প্রোগ্রাম অফার করে। নিচে কিছু উল্লেখযোগ্য প্...
07/01/2025

ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্নাতকোত্তর প্রোগ্রাম অফার করে। নিচে কিছু উল্লেখযোগ্য প্রোগ্রামের তালিকা, আবেদন সময়সীমা, এবং IELTS স্কোরের প্রয়োজনীয়তা দেওয়া হলো:

স্নাতকোত্তর প্রোগ্রামসমূহ (Masters Programs):

Advanced Molecular Sciences

IELTS প্রয়োজনীয়তা: সর্বনিম্ন ব্যান্ড স্কোর ৬.০
আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫

Architecture

IELTS প্রয়োজনীয়তা: সর্বনিম্ন ব্যান্ড স্কোর ৬.০
আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫

Design of Sustainable Tourism Systems

IELTS প্রয়োজনীয়তা: সর্বনিম্ন ব্যান্ড স্কোর ৬.০
আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫

Economics and Development

IELTS প্রয়োজনীয়তা: সর্বনিম্ন ব্যান্ড স্কোর ৬.০
আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫
বিষয়বস্তু: অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নমূলক অর্থনীতির বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে গভীর গবেষণা।

Finance and Risk Management (FRIM)

IELTS প্রয়োজনীয়তা: সর্বনিম্ন ব্যান্ড স্কোর ৬.০
আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫

বিষয়বস্তু: ফাইন্যান্স, বিনিয়োগ ব্যবস্থাপনা, ঝুঁকি পরিমাপ এবং ঝুঁকি ব্যবস্থাপনার কার্যকর কৌশল।
Geoengineering

IELTS প্রয়োজনীয়তা: সর্বনিম্ন ব্যান্ড স্কোর ৬.০
আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫

বিষয়বস্তু: ভৌত প্রকৌশল, ভূমিকম্প প্রকৌশল, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার।
Data Science, Scientific Computing & Artificial Intelligence

IELTS প্রয়োজনীয়তা: সর্বনিম্ন ব্যান্ড স্কোর ৬.০
আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন প্রক্রিয়া:
আবেদন ফি: €২০
আবেদনের পোর্টাল: apply.unifi.it

University of Torino  মাস্টার্সের জন্য এপ্লিকেশন শুরু হয়েছে। ব্যাচেলর এর জন্য ওপেন করবে ২৪ ফেব্রুয়ারী থেকে। ব্যাচেলর এ শ...
06/01/2025

University of Torino

মাস্টার্সের জন্য এপ্লিকেশন শুরু হয়েছে। ব্যাচেলর এর জন্য ওপেন করবে ২৪ ফেব্রুয়ারী থেকে।

ব্যাচেলর এ শুধু ২টা প্রোগ্রাম। ১। Business & Management
২। global Law And transnational Legal studies

মাস্টার্সের এপ্লিকেশন ডেডলাইন ৩০ জানুয়ারি। হাতে ২০ দিন এর মত সময় আছে।
সাবজেক্ট গুলো হচ্ছে

1. artificial intelligence for biomedicine and healthcare

2. Biotechnological and chemical science in diagnostics

3. Biotechnology For neuroscience

4.business Administration

5.cellular and molecular Biology

6.Cultural Heritage and creativity For tourim and territorial

7. Economica

8. Economics of innovation for sustainable development

9. English and american studies

10. Europeam legal studies

11.Filosofia ( international curriculum)

12. Language technologies and Digital Humanities

13. Quantitative finance and insurance

14. Scienze animali ( curriculum in Animal Nutrition and feed safety)

15. Food systems

16. Stochastics and Data Science

এইগুলো হচ্ছে সাবজেক্ট। যাদের IELTS সহ সব কিছু রেডি আছে। ভাল IELTS score ছাড়া এপ্লাই করে লাভ নাই৷ আর অনেক সাবজেক্ট এ ৭০-৮০% মার্কস চাই। অনেক সাবজেক্ট এ ইন্টারভিউ দিতে হবে নিদিষ্ট একটা সময়ে। এপ্লাই করে ফেলুন।

এপ্লিকেশন ফী :৬০ ইউরো

নিজে না করতে পারলে Emtu On the Way এর সার্ভিস নিতে পারেন।

06/01/2025

মাস্টার্সের জন্য এখনও কেন বসে আছেন?
যদি IELTS থাকে তাহলে ইতালিতে 🇮🇹এপ্লাই করে পেলুন।

অনেক University তো পোর্টাল অপেন করেছে।

আপনারা যারা ২০২৫ সালে ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে চান, তাদের জন্য একটি দারুণ সুযোগ এসেছে!  **📅 আবেদন শুরু এব...
05/01/2025

আপনারা যারা ২০২৫ সালে ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে চান, তাদের জন্য একটি দারুণ সুযোগ এসেছে!

**📅 আবেদন শুরু এবং শেষ সময়:**
৮ জানুয়ারি ২০২৫ সকাল ৮টা (UTC+2) থেকে ২২ জানুয়ারি ২০২৫ বিকাল ৩টা (UTC+2) পর্যন্ত।

**💳 আবেদন ফি:**
১০০ ইউরো (প্রায় ১৩,০০০ টাকা)।
আবেদন ফি জমা দেওয়ার পরই আপনার আবেদন পর্যালোচনা করা হবে এবং আপনি ভর্তির অফার পেতে পারেন।

একটি আবেদন জমা দেওয়ার পর, এই ফি দিয়ে একই শিক্ষাবর্ষের অন্য আবেদনগুলিতেও আবেদন করতে পারবেন। তবে, ভিন্ন শিক্ষাবর্ষের জন্য নতুন করে ফি দিতে হবে।

**📋 ভর্তির অন্যান্য তথ্য:**
- **ইন্টারভিউ:** নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী।
- **টিউশন ফি:** প্রতি বছর ৮,০০০ ইউরো থেকে ১১,০০০ ইউরো।

**🛠️ মোট আনুমানিক খরচ (টিউশন ফি ছাড়া):**
- ব্যাংক স্টেটমেন্ট: ৯,৬০০ ইউরো (প্রায় ১২,৫০,০০০ টাকা)।
- ভ্রমণ বাজেট (ভারত): ৫০,০০০ টাকা।
- ভিএফএস এবং দূতাবাস ফি: আনুমানিক ৫০,০০০ টাকা (ভিএফএস ফি অ্যাপয়েন্টমেন্টের সময় জমা দিতে হবে; দূতাবাস ফি যেকোনো সময় দেওয়া যাবে)।
- আবেদন ফি: ১০০ ইউরো (প্রায় ১৩,০০০ টাকা)।

**📌 আবেদন করতে পারবেন:**
যৌথ প্রোগ্রামে সর্বোচ্চ ছয়টি আবেদন জমা দেওয়া যাবে।

ফিনল্যান্ডে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে "EMTU on the Way" আপনার সাথে!

যাদের IELTS score ৬+ আছে। যাদের ব্যাংক স্টেটমেন্ট ভাল আছে। তারা এপ্লাই করতে পারেন।
ব্যাংক স্টেটমেন্ট আত্নীয় এর মধ্যে ও দেখাতে পারেন। যাদের account এ ভাল পরিমান অর্থ আছে।

এপ্লাই করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের স্টুডেন্ট আপনার ফাইলটি স্মুথ ভাবে প্রোসেসিং করতে সাহায্য করবে।

ক্লান্ত শরীর নিয়ে বাসায় যাওয়ার সময় মেট্রোতে 😒   দৈনিক ৮ ঘন্টা কাজ শেষে বাসায় ফিরা, সকাল বেলা ঘুম থেকে উঠে নাস্তা রেডি কর...
05/01/2025

ক্লান্ত শরীর নিয়ে বাসায় যাওয়ার সময় মেট্রোতে 😒
দৈনিক ৮ ঘন্টা কাজ শেষে বাসায় ফিরা, সকাল বেলা ঘুম থেকে উঠে নাস্তা রেডি করা, নাস্তা খেয়ে আবার ক্লাসে যাওয়া। ক্লাস শেষে আবার বিকালে বাসায় ফিরে ড্রেস চেঞ্জ করে আবার কর্মস্থলে যাওয়া। এটাই লাইফ 🙂
তবুও আলহামদুলিল্লাহ। দিন শেষে আল্লাহ ভাল রাখছে। কষ্টের পর তো সুখ আসে☺️

কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট। পুরুষ মানুষ তো, এটার মাঝেই নিজেকে খুঁজে নিতে হবে। সফলতা ধরা দিবে সময় হলেই।

Follow : Emtu On the Way
Visit : MD Evrahim






যারা পর্তুগালে Culinary art ডিপ্লোমা কোর্স টা করতে চাচ্ছেন তারা রেডি থাকিয়েন মার্চ এর দিকে এই বছর। সেপ্টেম্বর ইনটেক এর জ...
03/01/2025

যারা পর্তুগালে Culinary art ডিপ্লোমা কোর্স টা করতে চাচ্ছেন তারা রেডি থাকিয়েন মার্চ এর দিকে এই বছর। সেপ্টেম্বর ইনটেক এর জন্য 🇵🇹
আমি সরাসরি হেল্প করবো আপনাদের।
ইউরোপ সহ যে কোন দেশ থেকে এপ্লাই করতে পারবেন।
যারা বাংলাদেশ থেকে করতে চাচ্ছেন তারাও করতে পারবেন। তবে দোয়া করেন যেন এপ্রিল এর মধ্যে পর্তুগাল এম্ভাসি বাংলাদেশে প্রতিস্থাপন করা হয়🤲

যোগ্যতা : মিনিমাম Hsc পাশ।gpa নিয়ে কোন সমস্যা নাই। আর স্টাডি গ্যাপ নিয়েও সমস্যা নাই।
তবে ভাতিজা, ইন্টারভিউ নিবে তারা।

হুমম আর IELTS score 5.5 minimum লাগবে।

টিউশন ফি ১ বছরের ১২০০ ইউরো ( Hotel management and food and beverage Course এর জন্য)
1500 euro ( culinary art এর জন্য, যেটা আমি করতেছি)

ডিপ্লোমা করলে সুবিধা কি? আরে ভাই সুবিধার অভাব নাই। বিদেশে ৩-৪ বছরের কোর্স করলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। 😑 তাই শর্ট কোর্স এ বেটার। কোর্স শেষ এ ৮০-৯০% কাজ পাওয়া সম্ভাবনা থাকে। আর পর্তুগালে তো ৫ বছর থাকলে নাগরিকত্ব এর জন্য আবেদন করা যায়।
আর আমি তো আছি ভাই, 🙃 হেল্প পাবেন

তবে একটা চিরন্তন সত্যি কথা, পর্তুগালে টাকা কম। মানে চাকরি করলেও বেতন কম। কাজ পাওয়া দুষ্কর। তবে কোর্স শেষ এ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। তখন তো আপনি প্রো☺️

আর কি কমু। ভুলে গেচি মনে পড়লে আমার পোষ্ট করমু৷ ও হে, পেইজ টা ফলো দিয়ে রাখেন।
আমার youtube channel টা subscribe করেন।

শেয়ার করে দিয়েন ভাল লাগলে☺️

আমার আইডি : MD Evrahim

জীবন যাচ্ছে জীবনের মত করে🙂  এইতো মাঝে মাঝে ফিল হয় এই বুঝি সব শেষ😮‍💨 আবার দাঁড়িয়ে যায় মনের ভিতর একটা সাহস আর শক্তি নিয়ে 😊...
29/12/2024

জীবন যাচ্ছে জীবনের মত করে🙂
এইতো মাঝে মাঝে ফিল হয় এই বুঝি সব শেষ😮‍💨

আবার দাঁড়িয়ে যায় মনের ভিতর একটা সাহস আর শক্তি নিয়ে 😊

জীবন বড় অদ্ভুত , তবে সৎ সত্যের পথে থাকলে শত কষ্টের মাঝে থাকলেও প্রকৃত সুখ টা পাওয়া যায়।

আল্লাহর এর উপর ভরসা করে, নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন। ভাল কিছু হবে আপনার জীবনে ইনশাল্লাহ ❤️

আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ❤️

follow : MD Evrahim

আচ্ছা, University of genova তাদের পোর্টাল অন করছে 2025 এর সেপ্টেম্বর ইনটেক এর জন্য।  free application শুধু মাত্র মাস্টার...
27/12/2024

আচ্ছা, University of genova তাদের পোর্টাল অন করছে 2025 এর সেপ্টেম্বর ইনটেক এর জন্য।
free application

শুধু মাত্র মাস্টার্সের এপ্লিকেন্টরা এপ্লাই করবেন।
অনেক গুলো সাবজেক্ট আছে, বেশির ভাগ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিলেটেড।

Ielts 6 থাকলে তাহলে এপ্লাই করুন। শুধু শুধু এপ্লাই করে লাভ নাই৷

এই ভার্সিটিতে এডমিশন এর জন্য তারা কিন্তু ইন্টারভিউ নিয়ে থাকে



25/12/2024

লিসবন চত্তরে 🇵🇹🎬

Indirizzo

Genzano Di Roma

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Emtu On the Way pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Video

Condividi