Emtu On the Way

Emtu On the Way study in Europe,
explore Whole european Union � subscribe my chennal...! visit my chennal in youtube
(1)

চল ঘুরতে যাই 🙂 আটলান্টিক মহাসাগরের বড় বড় ঢেউ এনজয় করতে🌊🌊
25/12/2023

চল ঘুরতে যাই 🙂

আটলান্টিক মহাসাগরের বড় বড় ঢেউ এনজয় করতে🌊🌊

আপনাদের সবার ভালবাসায় শিক্ত আমি 💝  ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য🫶 - আমি কিছু দিন এর মধ্যে কিছু ফাইল এর আবেদন সম্পূর্ন...
22/12/2023

আপনাদের সবার ভালবাসায় শিক্ত আমি 💝
ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য🫶 - আমি কিছু দিন এর মধ্যে কিছু ফাইল এর আবেদন সম্পূর্ন করবো। চেষ্টা করবো কিভাবে আবেদন করি সেটার সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য। আবেদন করা কঠিন কিছু না। সাহসের প্রয়োজন
আমি এতো এক্সপার্ট না ভিডিও করতে, স্পেশালি আমার ভিডিও তে কথা বলার অভিজ্ঞতা কম। আমি ক্যামেরার সামনে কথা বলতে গেলে অনেক উচ্চারণে ভুল হয়, বিশেষ করে P/F, b/v এই শব্দ গুলোতে🫤। এটা আমার ভুল হয় আমি স্বীকার করি ভাই। আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্ত ছোট বেলা থেকে(নোয়াখালীর).. আমি ক্যামেরার সামনে ৫ মিনিট শুদ্ধ বাংলা বলতে গেলেও আমার ভুল হবে। তাই বলে এমন না যে আমি বাংলা ভাষা পারি না। আমি আমার আঞ্চলিক ভাষাটাকে প্রাধান্য দিয়ে থাকি। আমার Ielts score 6 পয়েন্ট। 2020সালে IELTS EXAM দিয়েছিলাম৷ IELTS EXAM এ স্কোর 6 তুলা এতোটাও সহজ না। বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল আগে থেকে। যাই হোক, আমার ভিডিও গুলো তে উচ্চারণ এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত। আর আমি গুছিয়ে কথা বলতে পারি না। এটাও সত্য🙂
Follow : MD Evrahim

🥺🥺
21/12/2023

🥺🥺

এজেন্সিদের বিরুদ্ধে কথা বলায় আজ হয়ত পেইজ আর YouTube channel হারাতে হবে। 🥲🥲🥲🥲🥲🥲 আমি সব সময় সত্যের পথে ছিলাম, আছি, থাকব ইনশা.....

20/12/2023

এই ভিডিও করার কারনে আমাকে কত রকম হুমকি। আমি কি খারাপ কিছু বলেছি। কেয়াকে নিয়ে কি বাজে মন্তব্য করেছি?.

17/12/2023

আরেকটা ভ'রা দিমু LEED consultancy কে⚠️

অনেক তথ্য পেলাম 😃 ফাইল নেওয়ার জন্য সবাইকে ভুল তথ্য দিতাছে। ২০ তারিখের মধ্যে ফাইল জমা না দিলে নাকি স্কলারশিপ পাবে না।😂😂

এইসব হালাদের কে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা প্রোমোট করে। সব দালাল

14/12/2023

আমি আমার ভিডিওতে, অথবা পোষ্টে একবার ও বলি নাই যে কেয়া আপু এজেন্সিদের থেকে টাকা নিয়ে তাদের প্রোমোট করেছিল।

বরং উনাকে নিয়ে আমার যে কোন মন্তব্য নেই সেটা আমি ক্লিয়ার আমার পোষ্টে জানিয়ে দিয়েছিলাম। কেয়া আপু বলে সম্মোধন করেছিলাম। উনার ভিডিও আমি আগে থেকে ফলো করি। সুশীল মার্জিত ব্লগ করার কারনে উনার ভিডিও দেখি।

উনাকে উনার ছবি থাম্বলাইনে দিয়েছি কারন উনার ওই ভিডিও দেখে অনেকে এজেন্সির ব্যাপারে জানতে চাইছিলো। আমি কোন ভিউজ এর জন্য এইসব করি নাই🥺.. আমাকে ফেসবুক Youtube কোন ডলার পেমেন্ট করে না।

এখন এটা কি আমার দোষ🫤। আমি তো সব সময় এজেন্সিদের বিরুদ্ধে কথা বলছি। আরো দেড় বছর আগেও একটা এজেন্সিকে নিয়ে আমি ডাইরেক্ট কথা বলচিলাম। এখন কি এটা আমার অন্যায়। আমি অনেক বার তাদের বিরুদ্ধে বলেছি। এখন এটা আমার অন্যায়। ২-৩ জন অলরেডি আমাকে হুমকি দিয়েছিল ভিডিও করার কারনে।

একটা কথা হচ্ছে ভুল বুঝবেন না। কথা গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

কেয়া আপুর ভিডিওতে recommend করা এজেন্সি সম্পর্কে অনেকে জানতে চাইছেন, তাদর জন্য ভিডিও টা। কমেন্ট বক্সে ভিডিও এর লিংক দেওয়...
13/12/2023

কেয়া আপুর ভিডিওতে recommend করা এজেন্সি সম্পর্কে অনেকে জানতে চাইছেন, তাদর জন্য ভিডিও টা। কমেন্ট বক্সে ভিডিও এর লিংক দেওয়া আছে। তবে কেয়া আপুকে নিয়ে আমার কোন মন্তব্য নেই। উনাকে দিয়ে এজেন্সি হয়ত প্রোমোট করেছিল। তবে এইসব এজেন্সিকে প্রোমোট না করা ভাল। মানুষের কষ্টের টাকা মেরে খায় তারা।

Follow this page
#এজেন্সি

12/12/2023

New video upcoming 🙂
About Entertainment By Keya and Batpar agency...

10/12/2023

ইউরোপে সিঙ্গেল থাকাটা বড় অপরাধ😂🇪🇺

চারদিকে সবাই শুধু স্বামি স্ত্রী দের জন্য বাসা ভাড়া দিতাছে,আর সিঙ্গেল হওয়ার কারনে সিঙ্গেল বাসা পাওয়া যাচ্ছে না🫤 মনে হচ্ছে নকল wifi(wife🐸) খুজতে হবে🌚

08/12/2023

২ বছরের বেশি সময় ধরে দেশের বাহিরে আছি

কিন্তু কোন দিন এটা বলি নাই যে - Miss you Bangladesh 😑

05/12/2023

শেষ পর্যন্ত দেখুন 😂 Part -01
পর্তুগিজ কলিগদের সাথে Get together party

Follow my fb id : MD Evrahim

Like & share 💜

#পার্টি

03/12/2023

🇮🇹
ইতালিতে ব্যাচেলর প্রোগ্রাম এর জন্য আবেদন করতে হলে আপনার Ielts score এর পাশাপাশি Tolc score থাকা আবশ্যক ( প্রায় ৯০% ইউনিভার্সিটিতে)

Tolc কি? কিভাবে দিতে হয়? কত মার্কস এর?.

সব কিছু নিয়ে বিস্তারিত আমার Youtube Channel এ ভিডিও দেওয়া আছে। প্রথম কমেন্টে লিংক দেওয়া থাকবে, দেখে নিবেন

ধন্যবাদ 💜

☃️ Winter in kiruna City,  Sweden 🇸🇪    ইউরোপে পড়াশোনা করা মানে ২৭ টা দেশের সৌন্দর্য উপভোগ করার দারুন সুযোগ😇🌸
01/12/2023

☃️ Winter in kiruna City, Sweden 🇸🇪

ইউরোপে পড়াশোনা করা মানে ২৭ টা দেশের সৌন্দর্য উপভোগ করার দারুন সুযোগ😇🌸

English tolc exam কি? কেন দিতে হয়..? কিভসবে দিবেন? কত স্কোর এর পরিক্ষা?  কত স্কোর পেলে পাস..?  সব কিছু একসাথে       #ইতা...
01/12/2023

English tolc exam কি? কেন দিতে হয়..?
কিভসবে দিবেন? কত স্কোর এর পরিক্ষা? কত স্কোর পেলে পাস..? সব কিছু একসাথে

#ইতালি

Tolc Exam কি? Tolc exam কত মার্কস এর? Tolc exam কিভাব দিতে হয়?Tolc exam ছাড়া Admission নেওয়া যাবে কিনা?কত পয়েন্ট পেলে পাশ? এই সব বিষয় নিয়ে আলোচনা ক.....

ব্যর্থতা থাকবেই জীবনে ভাই🫤  শুধু সেখান থেকে উঠে নতুন করে শুরু করার প্রবনতাটাই তোমাকে সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে...
26/11/2023

ব্যর্থতা থাকবেই জীবনে ভাই🫤

শুধু সেখান থেকে উঠে নতুন করে শুরু করার প্রবনতাটাই তোমাকে সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে😊

আল্লাহ তা'য়ালা যা করেন ভালর জন্যই করেন 🌸

25/11/2023

গোটা একটা তরুন জেনারেশন বড় হচ্ছে দেশ ছা'ড়া'র স্বপ্ন নিয়ে 🛫

তার মধ্যে আপনিও একজন 🙂

23/11/2023

অনেকে পেইজে মেসেজ করতে পারছেন না 🫤

প্রথমত পেইজটাকে Follow করুন, তারপর মেসেঞ্জারে প্রবেশ করে search করুন Emtu on The way লিখে। তারপর মেসেজ করার অপশন পেয়ে যাবেন

তাহলে আমার সাথে কথা বলতে পারবেন সহজে💛

23/11/2023

- ইদানিং ইউরোপের দেশ মাল্টা( Malta)

স্টুডেন্ট ভিসা হচ্ছে ভালই। কারো যাওয়ার ইচ্ছে আছে নাকি?

20/11/2023

Ielts ছা'ড়া কিভাবে এজেন্সিরা ফাইল নিয়ে থাকে??

#ইতালিভিসা #এজেন্সিদেরদালালি

18/11/2023

Should apply in Italy for next intake❓🤔🤔

২০২৩ সালের ভিসা রেসিও বাজে ইতালিতে। এই কারনে অনেকে কনফিউজড এ আছে পরের সেশনে এপ্লিকেশন করা নিয়ে?..

#ইতালিতেপড়াশোনা #ভিসারেশিও #স্কলারশীপ

16/11/2023

applicants For September season 2023 🇮🇹

- আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস😒

visa rejection ratio is high rather then success ratio 🫤😪Should apply in italy for 2024
15/11/2023

visa rejection ratio is high rather then success ratio 🫤😪

Should apply in italy for 2024

২০২৩ সালে ইতালির স্টুডেন্ট ভিসা রেটিং একদম বাজে বাংলাদেশে। কেন এতো রিজেক্ট হচ্ছ এটা সঠিক বলা যাচ্ছে নাএর মধ্যে অ.....

14/11/2023

Study in Italy (2024)

" application প্রোসেসিং সম্পর্কে আগামীকাল Youtube channel এ ভিডিও আপলোড করা হবে। স্পেশালি University of paduva সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, সেটা নিয়ে বিস্তারিত বলবো। PTE স্কোর দিয়ে কি এপ্লিকেশন করা যায় কিনা? এটার উত্তর ও থাকবে।
Follow Emtu On the Way

Youtube channel এখনও সাবসক্রাইব করে না থাকলে, এক্ষুনি করে আসুন।
Youtube channel name : Emtu on The way

05/11/2023

⚠️ Admissions Open 2024⚠️

University of padua🏫

1st call application : 02 November 2023
Deadline 02 February 2024
Application fee: 30 euro

Link : apply.unipd.it

For more update stay with Emtu On the Way

- Hey' Beautiful People’s  " পার্সোনালভাবে যারা Italy তে স্টুডেন্ট ভিসায় কনসালট্যান্ট হিসাবে আমার মাধ্যমে এপ্লিকেশন করার...
31/10/2023

- Hey' Beautiful People’s

" পার্সোনালভাবে যারা Italy তে স্টুডেন্ট ভিসায় কনসালট্যান্ট হিসাবে আমার মাধ্যমে এপ্লিকেশন করার আগ্রহ প্রকাশ করেছিলেন, তারা অনেকে আমার প্রোসেসিং চার্জ সম্পর্কে জানতে চাইছেন।

প্রথমত বলে রাখি, আমার মাধ্যমে কাজ করলে যে ভিসা হবে ১০০%, এটা কখনও বলি নাই আমি, ভিসা আপনার ভাগ্য, ডকুমেন্টস এর উপর নির্ভর করে। কোন এজেন্সি যদি বলে যে ভিসা ১০০%, তাহলে মনে রাখবেন তারা আপনাকে মিথ্যা বলতেছে।

তবে আমি ফাইল প্রোসেসিং করলে আপনারা আপনাদের কাজ গুলো সম্পর্কে আইডিয়া পাবেন। অথেন্টিক, রিয়েল ডকুমেন্টস পেতে সাহায্য পাবেন, ১০০ ইউরো খরচের স্থানে, আপনার থেকে এজেন্সির মত ২০০ ইউরো খরচ নেওয়া হবে না। নিজের ফাইল নিজের হাতে গোছাতে পারবেন, আমি অনলাইনের ভার্সিটি রিলেটেড সব কাজ করে দিবো। দিকনির্দেশনা দিবো কি কি ডকুমেন্টস দেশে আপনার সংগ্রহ করতে হবে। ভিসার জন্য যখন ফাইল সাবমিট করবেন, তখন অন্তত এটা পাবেন যে সব ডকুমেন্টস সঠিক ভাবে নিয়ে সাবমিট করছেন। ভিসা টা তো ভাগ্যই জানে কি হয়।
তবে যা যা রিকোয়ারমেন্ট সব গুলো পূরন করে শক্ত একটা ফাইল তৈরী করতে পারেন।

আর সার্ভিস চার্জ...?? ভাই এটা তো নেওয়া লাগবেই। তবে ভয় পাবেন না। এজেন্সিদের মত ভিসার পর ৩লক্ষ, ভিসার আগে ২লক্ষ, এমন ডা'কাতি করবো না। 🙂 ভিসার আগের টোটাল প্রোসেসিং এ আমি অল্প কিছু সংখ্যাক চার্জ নিবো। আর বাকি প্রোসেসিং এর যা খরচ যায়, তা বরাবর প্রদান করবেন। ১টাকা খরচ হলে ১টাকাই নিবো, ১০ টাকা নিবো না।

আমি খুব অল্প সংখ্যক ফাইল নিবো। যেন ঠান্ডা মাথায় কাজ করতে পারি।

আর হে, যারা এখনও আমার চ্যানেল টা subscribe করো নাই, তারা গিয়ে subscribe করে আসো😊। ইতালি আসলে কফি খাওয়ামু।

ফলো আমার পেইজ এবং আইডি MD Evrahim

30/10/2023

ইতালির স্টুডেন্ট ভিসার জন্য যারা এপ্লাই করবেন

তাদের অনেক ধৈর্যশীল হতে হবে🙂 আর সাথে রিস্ক মনে রেখে সামনে আগাতে হবে।

দেখেন অনেক ভাল ভাল প্রোফাইলও রিজেক্ট হয়। সময় লাগে টোটাল ৬-৭মাস।

ইদানীং অনেক স্টুডেন্ট ইতালিতে এপ্লিকেশন করতেছে যে জন্য ভিসা রেসিও টা অনেক কম বলা যায়।

শুধু শুধু প্রেম পিরিতে করে সময় নষ্ট না করে🙁  Ielts এর পিছনে ভাল করে একটু সময় দাও। দেখবা ভাল একটা ক্যারিয়ার গড়তে পারবা। হ...
25/10/2023

শুধু শুধু প্রেম পিরিতে করে সময় নষ্ট না করে🙁

Ielts এর পিছনে ভাল করে একটু সময় দাও। দেখবা ভাল একটা ক্যারিয়ার গড়তে পারবা।

হুদা হুদি এইসব প্রেম কইরা সময় নষ্ট করার কোন মানে হয় না। পোলাপাইন এইবার একটু পড়াশোনায় মন দে'😒

15/10/2023

ইতালিতে Tolc exam ছাড়া Admission 🇮🇹

Tolc Exam দিতে হয়, যারা ইতালিতে ব্যাচেলর প্রোগ্রাম এর জন্য পড়াশোনা করতে যেতে ইচ্ছুক। প্রায় সব ভার্সিটি আপনার Tolc exam mandatory করে রেখেছে। এর মাঝেও ২-৩টা ভার্সিটি Without tolc এ admission কনফার্ম করে। এটা নিয়ে আলোচনা



✨২০২৪ সালের সেপ্টেম্বর সেশনের জন্য ইতালিয়ান ইউনিভার্সিটি গুলো 2023 এর ডিসেম্বর এর শেষের দিক থেকে তাদের পোর্টাল গুলো অন ক...
10/10/2023

✨২০২৪ সালের সেপ্টেম্বর সেশনের জন্য ইতালিয়ান ইউনিভার্সিটি গুলো 2023 এর ডিসেম্বর এর শেষের দিক থেকে তাদের পোর্টাল গুলো অন করবে এপ্লিকেশন এর জন্য.

24 এর সেপ্টেম্বর সেশন এর জন্য কিছু স্টুডেন্ট এর ফাইল নিয়ে কাজ করবো, সেটা আগেই announcement করছিলাম। অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট এর ফাইল নিবো, এটা নিয়ে বিস্তারিত ভিডিও তে বলবো। অবশ্যই যাদের Ielts score মিনিমাম 5.5 আছে, তাদের ফাইল নিয়ে কাজ করবো। আপনারা চাইলে আপনাদের academic background কমেন্ট করে জানাতে পারেন, অথবা পেইজে Inbox করে জানাতে পারেন।

ধন্যবাদ

আলহামদুলিল্লাহ 💝 কারো উপকারে আসতে পারলে নিজের কাছে ভাল লাগে। শুভ কামনা রইল 😊সবার জন্য দোয়া এবং ভালবাসা। চেষ্টা করতে থাকু...
09/10/2023

আলহামদুলিল্লাহ 💝

কারো উপকারে আসতে পারলে নিজের কাছে ভাল লাগে। শুভ কামনা রইল 😊

সবার জন্য দোয়া এবং ভালবাসা। চেষ্টা করতে থাকুন, সফলতা আসবে ইনশাল্লাহ

02/09/2023

Belem Tower 🇵🇹

Torre de Belém, pronounced [ˈtoʁɨ ðɨ βɨˈlɐ̃j]), officially the Tower of Saint Vincent (Portuguese: Torre de São Vicente) is a 16th-century fortification located in Lisbon that served as a point of embarkation and disembarkation for Portuguese explorers and as a ceremonial gateway to Lisbon.[1][2] It was built during the height of the Portuguese Renaissance, and is a prominent example of the Portuguese Manueline style,[3] but it also incorporates hints of other architectural styles.[4] The structure was built from lioz limestone and is composed of a bastion and a 30-metre (100 ft),[5] four-storey tower.

#পর্তুগালের_রুপ_বৈচিত্র্য

30/08/2023

ইতালির স্টুডেন্ট ভিসার জন্য যারা ইন্টারভিউ কল পাচ্ছেন, অথবা ইন্টারভিউ দিতে যাবেন...

তারা একটা কথা মনে রাখবেন, ইন্টারভিউ এর মাধ্যমে আপনি আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা টা ৮০% এগিয়ে নিতে পারবেন৷

কনফিডেন্স রাখবেন। এম্বাসেডর যা প্রশ্ন করবে, সেটা কনফিডেন্স সহকারে উত্তর দিবের। উত্তর গুলো ডেলিভার দিবেন স্মুথ ভাবে। যেন আপনার কথার মাঝে কোন রকম চোরামি, বা চালাকি, ধরা না পড়ে🙂

যদি এম্বাসেডর বলে আপনার এই ডুকমেন্টস টা ফেক, তাহলে আপনি জবাবে এমন ভাবে উত্তর দিবেন যে আপনি ঠিক আর এম্ভাসেডর এর ধারনা ভুল।
বুঝছেন তো কি বুঝাইচি.....??

ভাল করে ইন্টারভিউ দিবেন। আর এম্ভাসেডর কে বেয়াইন ভেবে হেসে কথা বলবেন🐸

ভিসা পেলে মিষ্টি পাঠাই দিয়েন😃

কমেন্টে গত বছর আমার কথা ইন্টারভিউ নিয়ে করা ভিডিও টার লিংক দিবো। দেখে নিবেন।

23/08/2023

ইউরোপের স্থলভাগের সর্বশেষ স্থান । cabo Da Roca। পর্তুগালের রুপ বৈচিত্র্য 🇵🇹

Cabo da Roca or Cape Roca is a cape which forms the westernmost point of the Sintra Mountain Range, of mainland Portugal, of continental Europe, and of the Eurasian landmass. It is situated in the municipality of Sintra, near Azóia, in the southwest of the Lisbon District


#পর্তুগালের_রুপ_বৈচিত্র্য

09/08/2023

ইউরোপের সোনালী স্বপ্ন দেখা ৪১ জনের প্রাণ গেল আজ ভূমধ্যসাগরে! 😢

🌱 🇮🇹  যারা Tolc Exam দেওয়া ছাড়া Bachelor programme এ এডমিশন  নিতে চাচ্ছেন, তাদের জন্য।  যে সব ইতালির University Tolc Exa...
08/08/2023

🌱 🇮🇹

যারা Tolc Exam দেওয়া ছাড়া Bachelor programme এ এডমিশন নিতে চাচ্ছেন, তাদের জন্য।

যে সব ইতালির University Tolc Exam ছাড়া Admission granted করে তাদের লিষ্ট দেওয়া হলো


াড়া_Admission

ইতালিতে ব্যাচেলর এর জন্য আবেদন করতে হলে,প্রায় ৯০ % ইউনিভার্সিটিতে Tolc exam দিতে হয়।-------------------🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹-------------------------------Tol....

07/08/2023

How to manage accommodation & Insurance for Italian Student Visa 🇮🇹

🇮🇹

কিভাবে ইন্সুইরেন্স এবং accommodation দেখাবেন ইতালির ভিসার জন্য।
29/07/2023

কিভাবে ইন্সুইরেন্স এবং accommodation দেখাবেন ইতালির ভিসার জন্য।

ইতালির স্টুডেন্ট ভিসা রিফিউজ এর বড় একটা কারন হতে পারে accommodation...accommodation যদি সঠিক ভাবে না দেখাতে পারেন। তাহলে অনেক সময় এট.....

27/07/2023

Web Seminar from University of venice

You should Attend seminar, Then U can get more information About enrollment, scholarship, payment, etc......!!

Indirizzo

Genzano Di Roma

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Emtu On the Way pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Video

Condividi


Altro Creator digitale Genzano di Roma

Vedi Tutte

Potrebbe piacerti anche