Titu&Rumana vlogs

Titu&Rumana vlogs The beloved son of parents.

Chiuso definitivamente.
শীতে গরম গরম ভাপা পিঠা.......
09/12/2023

শীতে গরম গরম ভাপা পিঠা.......

08/12/2023
07/12/2023
06/11/2023

আমি স্কুলে যাব না.......

06/11/2023
06/11/2023

#চতুর্থ_গ্রুপে_ভর্তির_সুযোগ! আলহামদুলিল্লাহ! তিনটি গ্রুপে অসংখ্য মানুষ প্রশিক্ষণ নিয়েছেন, এখন আপনার পালা! ডোমেস্টিক, সিজনাল এবং নন সিজনাল আবেদন নিজের আবেদন নিজে করুন।
#নিজে_নিজে_ফ্লোস্সির_আবেদন_করতে প্রবাসী সেবার তিন দিনের অনলাইন প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ গ্রুপে ভর্তির সুযোগ! তিনটি গ্রুপের সফল প্রশিক্ষণ শেষে ৪ এবং ৫ নম্বর গ্রুপে ভর্তি নেয়া হচ্ছে!
নিজে নিজে সঠিকভাবে আবেদন করতে প্রবাসী সেবার তিন দিনের অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে আবেদন প্রক্রিয়া শিখে নিজে নিজে আবেদন করুন যত খুশি তত। খরচ মাত্র ৫০ ইউরো। প্রশিক্ষণ কর্মশালা অনলাইনে হচ্ছে তাই ইতালির যে কোন প্রান্ত থেকে অংশ গ্রহণ করতে পারবেন। প্রত্যেকটি ক্লাসের ভিডিও রেকর্ড থাকে যা পরবর্তীতে দেখে দেখে নিজে নিজে কাজ করতে পারবেন।
ফ্লোস্সি তথা ইতালির সিজনাল / নন সিজনাল ভিসা বা ডোমেস্টিক ভিসার আবেদন করতে বিভিন্ন কাফ অফিস বা বিভিন্ন জনকে ১০০-৩০০ ইউরো পে করতে হয়। এবং বিভিন্ন কাফ অফিসে মালিকের ডকুমেন্টস দিলে এই ডকুমেন্টস দিয়ে অসাধুরা আপনার অজান্তে অন্যদের নামেও আবেদন করে। তাই নিজের আবেদন নিজে করাই ভালো।
নিজে নিজে আবেদন করতে একটি কম্পিউটার বা মোবাইল, ইন্টারনেট এবং একটি SPID আইডি লাগবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রবাসী সেবা যাবতীয় সহযোগিতা করবে।
ভর্তি হতে এই ফরমটি পূরণ করুন: https://form.jotform.com/232886681922367
অথবা হোয়াটসএপে মেসেজ করুন 351 101 4852
ফ্লোস্সি তথা ইতালির সিজনাল / নন সিজনাল ভিসা বা ডোমেস্টিক ভিসার আবেদনের অনলাইন প্রশিক্ষণ কর্মশালার সময়সূচি:
গ্রুপ ১: ক্লাসের সময়সূচি:
(সকল ক্লাস শেষ, সবার জন্য ভিডিও রেকর্ড আছে)
গ্রুপ ২: ক্লাসের সময়সূচি:
(সকল ক্লাস শেষ, সবার জন্য ভিডিও রেকর্ড আছে)
গ্রুপ ৩: ক্লাসের সময়সূচি:
(সকল ক্লাস শেষ, সবার জন্য ভিডিও রেকর্ড আছে)
গ্রুপ ৪: ক্লাসের সময়সূচি:
১১/১১/২০২৩ শনিবার দুপুর ১:০০ টায়
১২/১১/২০২৩ রবিবার সকাল ১১:০০ টায়
১৩/১১/২০২৩ সোমবার দুপুর ১:০০ টায়
গ্রুপ ৫: ক্লাসের সময়সূচি:
১৮/১১/২০২৩ শনিবার দুপুর ১:০০ টায়
১৯/১১/২০২৩ রবিবার সকাল ১১:০০ টায়
২০/১১/২০২৩ সোমবার দুপুর ১:০০ টায়
উল্লেখ্য একবার ৫০ ইউরো দিয়ে ভর্তি হলে সব গ্রুপেই রিপিট ক্লাস করতে পারবেন, পূর্ববর্তী ক্লাসের রেকর্ড ভিডিও দেখতে পারবেন এবং নিজ গ্রুপের একটি ক্লাস মিস হলে অন্য একটি গ্রুপের সাথে এই ক্লাসটি করতে পারবেন।

ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগামী নভেম্বরে এবং ডিসেম্বর থেকে নতুন এপ্লিকেশন শুরু হবে । মাত্র ২ থেকে ২.৫০ লক্ষ টাকা কর...
25/10/2023

ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগামী নভেম্বরে এবং ডিসেম্বর থেকে নতুন এপ্লিকেশন শুরু হবে ।

মাত্র ২ থেকে ২.৫০ লক্ষ টাকা করে খরচ করে, আপনি ইতালির স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারবেন । ইতালির পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ পাবেন, এবং ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে কোন টিউশন ফিস দিতে হয় না । পাশাপাশি প্রতিবছর সাড়ে ৮ লক্ষ টাকা স্কলারশিপের সুযোগ রয়েছে ।

ইতালিতে যারা মাস্টার্স ডিগ্রী এর জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাদের চেয়ে যে ডকুমেন্টগুলো দরকার হবে:
১. পাসপোর্ট(সর্বনিম্ন ২ বছর মেয়াদ থাকতে হবে)
২. অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট(Bachelor)
যদি কারো কাছে অরজিনাল সার্টিফিকেট না থাকে, শুধু প্রভিশনাল সার্টিফিকেট থাকে, তাহলে অ্যাপ্লিকেশনের সময় কোন প্রবলেম হবে না । কিন্তু আপনার অরজিনাল ট্রান্সক্রিপ্ট অবশ্যই লাগবে ।(জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অরজিনাল ট্রান্সক্রিপ্ট ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন না ।)
৩. MOI/IELTS(যাদের MOI আছে, তাদের IELTS এর দরকার নাই)
৪. রিকমেন্ডেশন লেটার(দুইটি)
৫. মোটিভেশন লেটার ।(প্রতিটি সাবজেক্টের জন্য আপনাকে একটি করে মোটিভেশন লেটার দিতে হবে ।)
৬. এডুকেশনাল সিবি(Europas

ইতালিতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে রোববার (২৮ অক্টোবর)। অর্থাৎ তখন স্থানীয় সময় রাত ৩টার সময় ঘড়িতে দেখা যাবে রা...
21/10/2023

ইতালিতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে রোববার (২৮ অক্টোবর)।
অর্থাৎ তখন স্থানীয় সময় রাত ৩টার সময় ঘড়িতে দেখা যাবে রাত ২টা।
ফলে দিন ছোট হবে রাত বড় হবে এবং বাংলাদেশের সাথে সময়ের পার্থক্য হবে পাঁচ ঘন্টা৷

12/10/2023

Best Friends Forever👫

04/10/2023
ধাঁধা......
30/09/2023

ধাঁধা......

সন্তান আল্লাহর পক্ষ থেকে অসাধারণ এক নিয়ামত; একই সঙ্গে দুনিয়ার সৌন্দর্যের প্রতীক। সন্তান জীবনকে সুশোভিত করে, হৃদয়কে কর...
28/09/2023

সন্তান আল্লাহর পক্ষ থেকে অসাধারণ এক নিয়ামত; একই সঙ্গে দুনিয়ার সৌন্দর্যের প্রতীক। সন্তান জীবনকে সুশোভিত করে, হৃদয়কে করে প্রশান্ত। চাঞ্চল্যে মাতিয়ে রাখে পুরো বাড়ি! ভ্রমর ছাড়া যেমন ফুলবাগানের রূপ পূর্ণতা পায় না, তেমনি সন্তান ছাড়াও ঘরের সৌন্দর্য অপূর্ণই থেকে যায়।

সন্তানের ছোটাছুটি, হাসি-কান্না, অনুযোগ-আবদার, রাগ-অভিমান—সবই পিতা-মাতার প্রফুল্লতার উৎস। এসব না থাকলে ঘর যেন শূন্য হাহাকার, ধু-ধু মরুভূমি। জীবনের এই পরম নিয়ামতকে প্রত্যেক দম্পতিই অনুভব করেন। যার সন্তান নেই, তিনিই বোঝেন সন্তান না থাকার কী কষ্ট। স্বয়ং নবি-রাসূলগণও সন্তানহীনতার বিরহ থেকে মহান আল্লাহর কাছে পানাহ চেয়েছেন! মুসলিম জাতির পিতা ইবরাহিম বৃদ্ধ বয়সে এসে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন—

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

‘হে পরওয়ারদিগার! আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করুন।' (সূরা সফফাত : ১০০)

সাইয়্যিদুনা জাকারিয়া বৃদ্ধ বয়সে কাতর কণ্ঠে আল্লাহর কাছে সন্তানহীনতার কষ্ট থেকে পানাহ চেয়েছেন-

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ

“হে আমার রব! আমাকে একা (নিঃসন্তান) রাখবেন না। আপনিতো শ্রেষ্ঠ উত্তরাধিকারী।
(সূরা আম্বিয়া : ৮৯)

বই- ম্যাসেজ

23/09/2023

ইতালির নতুন আইনের অফিশিয়াল গেজেট অনুযায়ে দেশে ফেরত যেতে না চাইলে শুধুমাত্র চার সপ্তাহের জন্য পরিশোধ করতে হবে 5 mila euro 😭😱
আসছে বিস্তারিত..... অপেক্ষয়া।

22/09/2023

Shot video 📹 👌

22/09/2023

Omar sani vlogs

21/09/2023

অবশেষে,নতুন আইনের অফিশিয়াল গেজেট প্রকাশিত হয়েছে ইতালি থেকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় দেশে ফেরত পাঠানোর বিষয়ে।

Indirizzo

Castel Goffredo

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Titu&Rumana vlogs pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Titu&Rumana vlogs:

Video

Condividi


Altro Creatore di video Castel Goffredo

Vedi Tutte

Potrebbe piacerti anche