13/06/2025
🇮🇹 শ্রদ্ধা ও প্রার্থনা 🇮🇹
আজ দক্ষিণ ইতালির ফ্রান্কাভিল্লা ফোনতানায় ছিনতাইকারীর গুলিতে কারাবিনিয়ারি অফিসার ব্রিগেডিয়ার জেনারেল কার্লো লেগ্রোত্তালিয়ে মৃত্যুবরণ করেন । আজই ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন, তিনি আগামী মাসে অবসর গ্রহণ করতেন।
🔻 কর্তব্য পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।
🔻 তাঁর বয়স ছিল ৫৯ বছর।
🔻 ছিনতাই রোধ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়।
CSV পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর আত্মার শান্তি কামনা করছে। তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।