আপনি যদি এমন কোনো রোগে ভুগেন, যা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে তার চিকিৎসার জন্য এমন কিছু সাদকাহ করুন, যা আল্লাহ ছাড়া কেউ জানবে না। আপনার অন্তরে যদি এমন কোনো কষ্ট বা দুঃশ্চিন্তা থাকে, যা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে তা দূর করার জন্য এমন কিছু ইস্তেগফার করুন, যা আল্লাহ ছাড়া কেউ শুনবে না। --আব্দুল্লাহিল আল কাফি
#islamic #forgiveness #dua
"তুমি তোমার প্রতি ওহীকৃত তোমার প্রতিপালকের কিতাব থেকে পড়ে শুনাও; তাঁর বাক্য পরিবর্তন করার কেউই নেই। আর তুমি কখনই তিনি ব্যতীত অন্য কোন আশ্রয়স্থল পাবে না।"
--[সূরা কাহফ ১৮, আয়াত ২৭]
"আর অবশ্যই আমি এ কুরআনে (বহু বিষয়) বারবার বিবৃত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। কিন্তু এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায়।"
--[সূরা ইসরা ১৭, আয়াত ৪১]
আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ তা‘আলা প্রত্যহ রাত্রের শেষ তৃতীয়াংশে নীচের আসমানে অবতরণ করেন এবং বলেন,
কে আমাকে ডাকে? আমি তার ডাকে সাড়া দেব।
কে আমার নিকট প্রার্থনা করে? আমি তাকে দান করব।
এবং কে আমার নিকট ক্ষমা চায়? আমি তাকে ক্ষমা করব।
-[বুখারী ১১৪৫, ৭৪৯৪, মুসলিম ১৮০৮, সুনান আরবাআহ, মিশকাত ১২২৩]
"আল্লাহর সাথে অন্য কোন ইলাহ সাব্যস্ত করো না; করলে নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে।"
--[সূরা ইসরা ১৭, আয়াত ২২]
"তোমার রবই তাঁর বান্দাদের পাপাচরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট।"
--[সূরা ইসরা ১৭, আয়াত ১৭]
আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু আ'নহু) হতে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানের সম্মান করে। সে যেন তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে। সে যেন ভাল কথা বলে; নচেৎ চুপ থাকে।"
--[বুখারী ৬১৩৮]