Shahin FAKIR

Shahin FAKIR "Non finisce mai da imparare" - "শিক্ষার কোন শেষ নাই "

04/03/2024
"দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রতারিত হবেন না, দুনিয়া তে কোনো ভবিষ্যৎ নেই, সত্যিকারের ভবিষ্যৎ তো হলো জান্নাত"
29/02/2024

"দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রতারিত হবেন না, দুনিয়া তে কোনো ভবিষ্যৎ নেই, সত্যিকারের ভবিষ্যৎ তো হলো জান্নাত"

"সমস্যা তোমাকে থামিয়ে দেয়ার জন্য আসে না। সে আসে, যাতে তুমি নতুন পথ খুঁজে পাও"
28/02/2024

"সমস্যা তোমাকে থামিয়ে দেয়ার জন্য আসে না। সে আসে, যাতে তুমি নতুন পথ খুঁজে পাও"

ঈমানের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরা।- আবু দারদা (রা:)
25/02/2024

ঈমানের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরা।
- আবু দারদা (রা:)

🇮🇹 আবার শুরু হতে যাচ্ছে ইতালির ভিসা ব্যবসা।😉 Flussi 2024.✒️ পূর্বের ন্যায় এবারও বিভিন্ন দেশ হতে কর্মি নিবে ইতালি সরকার।*...
23/02/2024

🇮🇹 আবার শুরু হতে যাচ্ছে ইতালির ভিসা ব্যবসা।
😉 Flussi 2024.
✒️ পূর্বের ন্যায় এবারও বিভিন্ন দেশ হতে কর্মি নিবে ইতালি সরকার।
* ডমেস্টিক (স্পন্সর) সহ কৃষি খাতেও কর্মি নেওয়া হবে।
এবং এরই ফাকে বাজারে হানা দিবে অসংখ্য ভন্ড দালাল 👿
* সঠিক পথে এবং কাগজপত্র সঠিকভাবে যাচাই করে সামনে এগোনোর অনুরোধ রইল। ভন্ড দালাল হতে সাবধান, নয়ত, সব হারাবেন।
* বিস্বশ্ত এজেন্সি বা অভিজ্ঞ লোকের পরামর্শ নিন এবং সঠিকভাবে আবেদন জমা করুন।
✈️ যারা প্রস্তুতি নিচ্ছেন আবেদন করার, সকলের প্রতি শুভকামনা।

05/10/2022

"বল, রহমান হতে কে তোমাদেরকে রক্ষা করবে রাতে ও দিনে? তবুও তারা তাদের রবের স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয়।"

--[সূরা আম্বিয়া ২১, আয়াত ৪২]

লোকের কটুক্তিতে তুমি ধৈর্য্য ধর এবং ভদ্র ভাবে ওদের পরিহার করো। -সূরা মুযাম্মিল -১০
04/10/2022

লোকের কটুক্তিতে তুমি ধৈর্য্য ধর এবং ভদ্র ভাবে ওদের পরিহার করো। -সূরা মুযাম্মিল -১০

03/07/2022

"তুমি তোমার প্রতি ওহীকৃত তোমার প্রতিপালকের কিতাব থেকে পড়ে শুনাও; তাঁর বাক্য পরিবর্তন করার কেউই নেই। আর তুমি কখনই তিনি ব্যতীত অন্য কোন আশ্রয়স্থল পাবে না।"

--[সূরা কাহফ ১৮, আয়াত ২৭]

26/05/2022

"আর অবশ্যই আমি এ কুরআনে (বহু বিষয়) বারবার বিবৃত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। কিন্তু এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায়।"

--[সূরা ইসরা ১৭, আয়াত ৪১]

12/05/2022

আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ তা‘আলা প্রত্যহ রাত্রের শেষ তৃতীয়াংশে নীচের আসমানে অবতরণ করেন এবং বলেন,
কে আমাকে ডাকে? আমি তার ডাকে সাড়া দেব।
কে আমার নিকট প্রার্থনা করে? আমি তাকে দান করব।
এবং কে আমার নিকট ক্ষমা চায়? আমি তাকে ক্ষমা করব।
-[বুখারী ১১৪৫, ৭৪৯৪, মুসলিম ১৮০৮, সুনান আরবাআহ, মিশকাত ১২২৩]

27/04/2022

"আল্লাহর সাথে অন্য কোন ইলাহ সাব্যস্ত করো না; করলে নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে।"

--[সূরা ইসরা ১৭, আয়াত ২২]

23/04/2022

"তোমার রবই তাঁর বান্দাদের পাপাচরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট।"

--[সূরা ইসরা ১৭, আয়াত ১৭]

17/04/2022

আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু আ'নহু) হতে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানের সম্মান করে। সে যেন তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে। সে যেন ভাল কথা বলে; নচেৎ চুপ থাকে।"

--[বুখারী ৬১৩৮]

Indirizzo

ANCONA
Ancona

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Shahin FAKIR pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Shahin FAKIR:

Video

Condividi


Altro Creator digitale Ancona

Vedi Tutte