Hasan & Enza

Hasan & Enza Siamo una coppia multiculturale. io sono bengalese invece mia moglie italiana, abbiamo due figli. A n

07/02/2023

❝প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবেই, এটাই হয়তো প্রকৃতির নিয়ম।❞

05/02/2023

যদি ভেবে থাকো ভালোবাসার নামে কাউকে ঠকিয়ে উত্তম কাউকে পাবে তাহলে তোমার চিন্তা ভুল! আল্লাহ প্রতারকের সঙ্গী প্রতারকেই রেখেছেন! বরং মনে রেখো,যাকে ঠকিয়েছ তার জন্য আল্লাহ উত্তম কাউকে রেখেছেন! এটা সৃষ্টিকর্তার ফয়সালা'🖤🌸

04/02/2023

বোকা মানুষ ধোঁকা খায়,
সৎ মানুষ কষ্ট পায়,
সরল মানুষ আঘাত পায়
আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়..
এটাই বাস্তব।

আমরা যেটাকে "Photo upload" বলি,কিছু আত্নীয়স্বজন সেটাকে বলে "Net a chaira diche"!🙄
02/02/2023

আমরা যেটাকে "Photo upload" বলি,
কিছু আত্নীয়স্বজন সেটাকে বলে "Net a chaira diche"!🙄

29/01/2023

কাঁদিয়ে আবার মানিয়ে নেয়
সেই হলো বাবা।
আর কাঁদিয়ে যে নিজে কেঁদে ফেলেন সেইতো মা।

28/01/2023

ছোটবেলায় আমি খুব করে চাইতাম আমার অনেক জ্বর হোক। আমি বিছানায় শুয়ে থাকবো। মাথা বিছানার এক সাইডে থাকবে। এভাবেই মাথায় পানি ঢালবো। চোখ বন্ধ করলেই মনে হবে আকাশে বাতাসে ভাসতেছি।

কিন্তু জ্বর আসলে যেটা হতো, মা ধরে গোসলখানায় নিয়ে যাইতো। এরপর বসায়ে ঘাড় টা কুজো করে পানি ঢালা শুরু হতো। বাতাসে ভাসার বদলে একটু পর পর চিল্লান দিতাম - এই মা, কানে পানি যায়।

28/01/2023

যারা যে কোনো সম্পর্কে অনেক বেশি গুরত্ব দেয়৷ নিজে ভুল হওয়া শর্তেও স্যরি বলে চলে আসে৷ বারবার অপমান করছেন তবুও আগলে থাকতে চায়৷ নিজে ছোট হয়ে রিলেশন টিকিয়ে রাখতে চায়৷ হোক সেটা বন্ধুত্ব কিংবা যে কোনো সম্পর্কে৷

এই মানুষগুলোই আসলে দিনশেষে ঠকে যায়৷ এদেরকেই শুনতে হয় এরা সেলফিশ৷ কেয়ারিং করে না৷ এদেরকেই লোকজন সস্তা ভাবে৷ অবহেলা করে৷

এমন মানুষ পেলে তাকে প্লিজ আগলে রাখুন৷ এরা আছে বলেই আপনার জীবন সুন্দর৷ এই বেহায়া, ইগো ছাড়া সস্তা মানুষগুলো চলে যাবে না বলে বলে যখন সত্যি আপনার জীবন থেকে একেবারে চলে যাবে, তখন আফসোস করেও ফেরাতে পারবেন না....❤

27/01/2023

জীবনে বড় হও
কিন্তু কাউকে ছোট করে নয়।

জীবনে হাসো
কিন্তু কাউকে কাঁদিয়ে নয়।

জীবনে জয়ী হও
কিন্তু কাউকে ঠকিয়ে নয়।

জীবনে সুখী হও কিন্তু
কাউকে কষ্ট দিয়ে নয়।

25/01/2023

সফল হওয়া খুব সোজা!শুধু বারবার ভেঙে গিয়েও সোজা হয়ে দাঁড়ানোর মতো আত্মবিশ্বাস থাকা দরকার

23/01/2023

বেশিরভাগ মানুষই কষ্টে থাকে, কারণ তারা ভুল জায়গায় প্রশান্তি খুঁজে ।

21/01/2023

নিজেকে নিজে সান্তনা দিতে
পারাটা পৃথিবীর সবচেয়ে
জটিল এবং সুন্দরতম
একটি ক্ষমতা!

21/01/2023

তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট একটা বাক্যও অনেক কিছু প্রকাশ করে, আর যে তোমার মন বুঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছু বুঝবে না.!

21/01/2023

মাঝে মাঝে মনে হবে, তুমি অনেক সুখী..আবার মাঝে মাঝে মনে হবে তোমার চেয়ে দুঃখী আর কেউ নেই। জীবন বোধহয় এমনি।

20/01/2023

এখন আর কারো মায়ায় খুশি হইনা,
কারণ জেনে গেছি সবাই ব্যবহার
করতে'ই মায়া দেখায়!

18/01/2023

নিজেকে হয়তো লুকিয়ে ফেলা যায়
অন্যের থেকে,
কিন্তু নিজেকে নিজের থেকে লুকানো
কি সম্ভব?
নিজের অন্তসত্তা.. বিবেকের
থেকে পালিয়ে বেড়োনো
সেতো অসম্ভব।

17/01/2023

আজ আমি আলু ও মাংসের কিমা দিয়ে পিজ্জা বানিয়েছি।

17/01/2023

তুমি হয়তো ভাবছো, যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারাজীবন তোমায় মনে রাখবে, ভুল ভাবছো! এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয় কিন্তু কয়জন'ই বা মনে রাখে, বেশীর ভাগ'ই মনে রাখেনা!
আমাদের প্রিয় মানুষ গুলো'ই সবচেয়ে বড় অকৃতজ্ঞ !

17/01/2023

আমার একটা প্রচণ্ড 'খারাপ' অভ্যেস হচ্ছে; আমি চাই 'আমি' যাকে মূল্য দিবো, সেও যেনো আমাকে ঠিক সমানভাবেই 'মূল্য' দেয়!

আর এই চাওয়াটাই আমাকে বারবার
'আঘাত' করে!'

15/01/2023

দালাল থেকে সবাই সাবধান। এ বছর বাংলাদেশসহ অন্যান্য দেশের লোকদের ইতালিতে কাজের জন্য আনতে অত্যন্ত কঠোর নিয়ম জারি করেছে ইতালি সরকার। খুব কম লোকই কঠোর নিয়ম মেনে কাজের জন্য ইতালিতে আসতে পারবে। আমি ইতালির ইমিগ্রেশন অফিসে বহু বছর ধরে দোভাষীর কাজ করি এই কারণে আমি এই তথ্য জানি। আমাকে কেও অনুরোধ করবেন না, আমার পক্ষে ভিসা দিয়ে ইতালিতে লোক আনার এই ধরনের সুযোগ আমার নেই।

14/01/2023

কিছু মানুষ অকারণেই অনলাইনে থাকে।খুব ভোরবেলা, অনেক গভীর রাত, দুপুর, বিকাল সবসময় এদের অনলাইনে পাওয়া যায়।
এরা কাউকে মেসেজ দেয় না। ফেসবুকের নিউজফিডে স্ক্রল করতে করতে ক্লান্ত হয় না। একবার নিউজ ফিড, একবার মেসেঞ্জার পালাক্রমে ঘুরে বেড়ায়। কিন্তু কাউকে নক করে না।
এই মানুষ গুলোর জন্য কেউ অনলাইনে অপেক্ষা করে না। কেউ কখনো তাদের খোঁজই নেয় না। তবুও এরা অনলাইনে আসে।
কিছু যেন একটা আকর্ষণ এখানে আছে। কিন্তু কি আছে, তারা এটাও জানে না।
এরা জানে শুধু ফেসবুক স্ক্রল করতে, ঘন্টার পর ঘন্টা অন্যের ডে দেখে সময় পার করতে। কেউ কেউ দুই একটা পুরাতন মেসেজ ঘেটে দেখে।

এরা কারা জানেন? ভিতর থেকে খুব নিসঙ্গ, খুব একা।অনলাইনে জগতে তাদের আহামরি টাইপ বন্ধু নেই, প্রেমিকা নেই, প্রেমিক নেই।

তবুও তারা অনলাইনে আসে। কারো মেসেজের আশা এরা করে না। কেউ এদের থেকেও মেসেজের আশা করে না। অনেকে মনে করে, এরা হয়ত সারাক্ষণ অনলাইনে প্রেম করতে আসে, অন্যকে ইনবক্সে বিরক্ত করার জন্য এক্টিভ থাকে।
কিন্তু প্রকৃতপক্ষে, তারা প্রেম থেকেও দূরে থাকে।
একাকীত্ব নিয়ে তারা যেমন অনলাইনের একোণ ওকোণ ঘুরে বেড়ায়, ঠিক সেই একাকীত্ব কেই সঙ্গ করে ঘুমিয়ে যায়।

কেউ তাদের না,
তারা কারো না।
তারা শুধু প্রচন্ডরকম নিসঙ্গ।🌸

13/01/2023

ছেলেদের চাহিদা:

মায়াবি, সুন্দরি, স্ট্যাইলিশ, এডোকেটেড, হিজাবি, পর্দাশীল, রোমান্টিক, স্ট্রেইট ফরোয়ার্ড, লম্বা, স্লিম, হালকা মেদ যুক্ত পেট, সুন্দর বডি শেইপ, বাস্তববাদী, সাহিত্যিক, ধা/মিক, বিজ্ঞানমনস্ক, নারীবাদী, স্বামীর অনুগত, কালচারাল, জাস্ট ফ্রেন্ডবিহীন, রিলেশন ম্যাটেরিয়াল, ভা/র্জি/ন, ওয়াইফ ম্যাটেরিয়াল, নম্র, ভদ্র, চঞ্চল, চুপচাপ স্বভাবী, ট্রাভেলার, ফাস্ট ফুড লাভার, রান্না-বান্না জানা ঘরোয়া গৃহিণী টাইপের এন্ড বড় লোক বাপের কম বয়সী একমাত্র মে/য়ে!🙂

12/01/2023

কিছু মানুষ খুব ইমোশনাল, নরম মনের তাই নাহ! কিন্তু এরাই আবার নিজেকে সামলে নিয়ে একবার স্ট্রং হয়ে উঠলে, আর কোনো মোহ-মায়াতেই আসক্ত হয় না!'❤️

12/01/2023

কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়,তাহলে ভাববেন না যে মানুষটা অনেক সস্তা। 🙂
আসলে আপনার কপালটা ভালো। কারণ পৃথিবীতে এতো মানুষ থাকতেও সে আপনাকে প্রায়োরিটি দেয়। আপনাকে সব সময় বুঝতে চেষ্টা করে। আপনার সাথেই সে সময় কাটিয়ে আনন্দ পায়। 🖤
হয়ত আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটি টা অনেক সময় বিরক্তিকর মনে হয়। একবার ভেবে দেখুন তো, যে মানুষটার কাছে আপনি এতো স্পেশাল, তার সাথে কথা না বলা বা তাকে একটুও সময় না দেওয়া টা কি ঠিক? তার প্রায়োরিটিকে মূল্য দিতে শিখুন, তাকে একটু বুঝতে চেষ্টা করুন। 🥀
হোক সেটা বন্ধুত্ব,ভালোবাসা কিংবা বেস্টফ্রেন্ড এর সম্পর্ক! 🌸

11/01/2023

আপনি একইসাথে অনার্স-মাস্টার্স পাশ মেয়ে বিয়ে করতে চাইবেন, আবার তারে চাকরি করতে দিবেন না, তারে আবার কন্ট্রোল করতে চাইবেন। কথা না শুনলে বলবেন, "মেয়ে বেয়াদব, পরিবার থেকে কিছুই শেখায় নাই!" পরিবার থেকে শিক্ষা না পেলে তো এই মেয়ে মাস্টার্স পাশ করতো না ভাই! সে একজন শিক্ষিত মানুষ, আপনার ভুল হলে ধরিয়ে দিবে, পারিবারিক যে কোনো ইস্যুতে সে মতামত দিবে।

আপনার যদি ইচ্ছা থাকে এমন কাউকে বিয়ে করবেন, যে আপনারে দুই বেলা রেধে খাওয়াবে, আপনার কাপড় চোপড় ধুয়ে দিবে, আপনার বংশ রক্ষা করবে। তাহলে আপনি ভুল জায়গায় নক দিয়েছেন। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে আপনার "বিয়ে করা সারভেন্ট" হবার জন্য এতো কষ্ট করে পড়ালেখা করে নাই। আপনার যদি "বিয়ে করা সারভেন্ট" লাগে আপনি গার্মেন্টসের "অসহায়-অভাবী" মেয়ে বিয়ে করতে পারেন, অথবা মফস্বল শহরের গরীব মেয়েকে বিয়ে করতে পারেন, যারা ঠিকমত খেতে পারে না, পেটের দায়ে বাসা-বাড়িতে কাজ করে। তারা আপনার কাজও করে দিবে, বংশও রক্ষা করবে, নিজেরাও দুইবেলা খেতে পারবে। তারা কখনো আপনার সাথে তর্ক করবে না, গুগল, মাইক্রোসফট কিংবা সিভিল সার্ভিসে চাকরি করার জন্য আপনার পরিবারের লোকদের সাথে ফাইট করবে না, পারিবারিক যে কোনো ইস্যুতে আপনি যে সিদ্ধান্ত দিবেন, সেটাকেই চূড়ান্ত হিসেবে মেনে নিবে।

যদি নিতান্তই "বাসার কাজকর্ম করার জন্য, বংশ রক্ষার জন্য" আপনার উচ্চশিক্ষিত মেয়ে দরকার হয়, তাহলে আপনি মেয়ের বাবা'কে ক্লিয়ারলি বলে দেন, "দেখেন ভাই, আমাদের বাসার কাজকর্ম করার জন্য আপনার মেয়েটাকে আমাদের দরকার, ওটাই ওর চাকরি। ওকে আর বাইরে চাকরি করতে হবে না!"

বিয়ের আগে বলবেন, "নাহ কোনো সমস্যা নেই, আপনার মেয়ে তো আমার-ই মেয়ে, ওকে আমরা পড়াশোনা করাবো, চাকরিও করবে, কোনো সমস্যা নেই!" - আবার বিয়ের পরে উল্টে যাবেন, পড়াশোনা কন্টিনিউ করতে চাওয়ার জন্য, চাকরি করতে চাওয়ার জন্য মেয়েটাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করবেন, তাহলে কিন্তু সেটা অন্যায় হবে!

"Never marry a high educated girl, if you can't afford her!" - remember the words!

10/01/2023

জড়িয়ে ধরা ব্যাপারটা মারাত্মক রকমের সুন্দর।অনেক মাস পর বাড়ি ফিরে মা কে জড়িয়ে ধরা,অন্য শহর থেকে অনেকদিন পর বাড়ি ফেরা ছোট ভাইকে জড়িয়ে ধরা,বহুদিন পর কোন বন্ধুর দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরা।

কাউকে ভালবেসে জড়িয়ে ধরা,প্রচন্ড ঘৃণায় কাঁদতে কাঁদতে কাউকে জড়িয়ে ধরা,আর কখনোই দেখা হবেনা জেনেও শেষবারের মত জড়িয়ে ধরা,প্রচন্ড সুখে কাউকে জড়িয়ে ধরা অথবা প্রচন্ড কষ্টে কাউকে জড়িয়ে ধরা এই সব ধরনের জড়িয়ে ধরাই মারাত্মক রকমের সুন্দর।

বিশ্বাস করেন এই জড়িয়ে ধরা ব্যাপারটায় না অদ্ভুত রকমের মানসিক শান্তি আছে,মায়া আছে,ভালবাসা আছে!'🖤🌻

10/01/2023

জীবনেও এক টাকা হারাম খেয়ে দেখেন নাই বলেছিলেন ওয়াসার এমডি তাসকিম খান। এখন শুনি আমেরিকাতেই উনার চোদ্দটা বাড়ি।
এসব নাকি শ্বশুরের পয়সায়!

অবশ্য সব চোরদের দেখেছি ঘুসের পয়সা আহ্লাদ করে বউ আর শ্বশুরের কাছেই জমা রাখে। বাপ-মা ভাই-বোনের থেকে শ্বশুরবাড়ি বিশ্বস্ত ভাবে।

বিল গেটস বলেছিলেন, আপনি যদি গরীব হয়ে জন্মান সেটা আপনার দোষ না কিন্তু যদি গরীব হয়েই মারা যান তবে সেটা আপনার দোষ।

আর আমার মনে হয়, আপনি যদি গরীব হয়ে জন্মান সেটা আপনার দোষ না কিন্তু আপনার শ্বশুর যদি গরীব হয় সেটা আপনার দোষ। কঠিন দোষ।

10/01/2023

অধিকার নিয়ে কখনো তর্ক করে লাভ নেই! পারলে চুপ থাকেন! খুব বাজে ভাবে ঠকার চাইতে অভিমান নিয়ে হারিয়ে যান! ভালো থাকুক আপনার ভালোবাসা অন্য কারো ভালোবাসায়!🌸

একটি শিক্ষামূলক পোস্ট ::১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তি...
10/01/2023

একটি শিক্ষামূলক পোস্ট ::

১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।

২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।

২২. কাউকে খোঁটা দিবেন না।

২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।

২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না।

২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।

ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

08/01/2023

তোমায় নিয়ে চর্চা অনেক?
লোকের কথায় কান দিও না...
সময়ের চাকা পরিবর্তনশীল,
থামিয়ে দেবে সব সমালোচনা।
💗💗💗💗

Indirizzo

Alcamo
91011

Telefono

+393791644434

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Hasan & Enza pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Hasan & Enza:

Condividi


Altro Alcamo società di media

Vedi Tutte

Potrebbe piacerti anche