Manas Modak

Manas Modak Interested and restpect all religion

04/09/2024
02/09/2024

আজ কৌশিকী অমাবস্যা।
মায়ের পুজোর বিশেষ মুহূর্ত

হারানো দিনের পুরাতন বিজ্ঞাপন  ❤ছবি  : সংগৃহীত
03/04/2024

হারানো দিনের পুরাতন বিজ্ঞাপন ❤

ছবি : সংগৃহীত

12/01/2024

সুধামাখা মনোমুগ্ধকর হরিনাম

হরেকৃষ্ণ 🙏🙏 হরিবল

কে ছিলেন ডাক্তার অগ্নিশ্বর মুখোপাধ্যায়?  এটা কি  কেবল একটা  উত্তমকুমার অভিনীত একজন মহান ডাক্তারের গল্প?  না সত্য ঘটনা? আ...
01/07/2023

কে ছিলেন ডাক্তার অগ্নিশ্বর মুখোপাধ্যায়? এটা কি কেবল একটা উত্তমকুমার অভিনীত একজন মহান ডাক্তারের গল্প? না সত্য ঘটনা? আজ সেই ইতিহাসের সন্ধানে...

★★
এক দরদী আদর্শ সৎ চিকিৎসক।কোন বেনিয়ম দেখলে রেগে যান। বাইরে কঠোর ভিতরটা কোমল। কে এই ডাক্তার অগ্নীশ্বর? চলুন বন্ধু! আরো এগিয়ে যাই...

রোগীর ওষুধ কেনার পয়সা নেই, নিজের পকেট থেকে ওষুধের টাকা দিচ্ছেন। কে এই অগ্নীশ্বর? আরো এগোনো যাক বন্ধু...

বিপ্লবীর শরীরে গুলি লেগেছে।রাতের অন্ধকারে গুলি বার করে তাকে সুস্থ করে তুলছেন। যাবার সময় বিপ্লবী বলছেন " বন্দে মাতরম"। অগ্নীশ্বর বলছেন, " বন্দে মাতরম ".. কে এই ডাক্তার? চলুন বন্ধু এগিয়ে যাই...

ডাক্তার মানুষ আবার সাহিত্যস্রষ্টা! লিখছেন, সেকালের নাম করা সব পত্রিকায়, " শনিবারের চিঠি", " ভারতবর্ষ " "বসুমতী" আরো কত পত্রিকায়..তাঁর লেখা বই এর নামগুলো হল, নরকের কীট, দশচক্র, যোগভ্রষ্ট, সিরাজের পেয়ালা। আবার ব্যঙ্গ চিত্রও আঁকছেন! সংস্কৃতে কাব্যতীর্থ, ফরাসি ভাষাও জানেন! কে এই ডাক্তার? চলুন বন্ধু! এগিয়ে যাই.... .

মুক্তমনা সাহসী ডাক্তার অগ্নীশ্বর নিজের বিধবা বোনের বিবাহ দিচ্ছেন নিজেই পৌরোহিত্য করে। ভাবা যায়! সেই বিবাহ-আসরে আবার উপস্থিত স্বয়ং আশুতোষ মুখোপাধ্যায়!
কে এই ডাক্তার অগ্নীশ্বর? চলুন, আর একটু এগোনো যাক..

কলকাতা মেডিকেল কলেজের নামী চিকিৎসক। কনিষ্ঠ ভ্রাতা বিখ্যাত শিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায়! কে এই ডাক্তার?
চলুন, এসে গেছি আর একটু পথ...

এবার সব রহস্যের উদঘাটন। এতক্ষণ যা যা বলেছি সব সত্যি। আরো আছে। একবর্ণও মিথ্যে নয়।

ডাক্তার অগ্নীশ্বর মুখোপাধ্যায় হলেন, মেডিকেল কলেজের প্রসিদ্ধ চিকিৎসক ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায় ( ১৮৮৫- ১৯৬৫)
সাহিত্যিক বনফুল ( ডাক্তার বলাইচাঁদ মুখোপাধ্যায়) এর মেডিকেল কলেজের শিক্ষক। বনফুল তাঁর শিক্ষক ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়কে নিয়ে "অগ্নীশ্বর " উপন্যাস রচনা করেন। বনফুল নিজেই জানিয়েছেন প্রায় সব সত্যি ঘটনা!
এই উপন্যাসের দৃঢ়চেতা যে চিকিৎসকের ছবি পাওয়া যায় তা সাধারণভাবে অভাবনীয় মনে হলেও অতিরঞ্জিত নয়, বনবিহারী ছিলেন এক অবিশ্বাস্য চরিত্র।( তথ্যসূত্রঃ বাঙালির ভাষা ও সংস্কৃতি( পাবলিশার্স, ওরিয়েন্ট ব্ল্যাকসোয়ান) এছাড়া বনফুলের নিজের লেখা)

আর এই চলচ্চিত্রটি যিনি পরিচালনা করেছিলেন বাংলা সিনেমার অনেক সফল সিনেমার পরিচালক, বনফুলের নিজের ভাই অরবিন্দ মুখোপাধ্যায়।

এই সিনেমায় উত্তমকুমারের অভিনয় ভোলার নয়! অসাধারণ! বারবার দেখেও মন ভরে না।

আর আছে সেই বিখ্যাত দুটি রবীন্দ্র সংগীত। এই ছবি রিলিজ হওয়ার পর ঐ দুটি গান আরো ছড়িয়ে পড়ল সর্বত্র।
একটি হল, " তবু মনে রেখো.. "
আর একটি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া সেই গান... " পুরানো সেই দিনের কথা..." আহা! বারবার শুনেও যে আশ মেটে না।

এমন ডাক্তার অগ্নীশ্বরকে কি কখনও ভোলা যায়! 🙏
সংগৃহীত

অনেকদিন পর বানালাম
14/06/2023

অনেকদিন পর বানালাম

দোকান-বাজারের এই ফর্দটা তৈরি করেছিলেন সত্যজিত রায়, সন্দেশ পত্রিকায়।  ফর্দে কী কী জিনিস কতটুকু পরিমাণে ছিল? সঠিক উত্তরদাত...
11/05/2023

দোকান-বাজারের এই ফর্দটা তৈরি করেছিলেন সত্যজিত রায়, সন্দেশ পত্রিকায়।

ফর্দে কী কী জিনিস কতটুকু পরিমাণে ছিল?

সঠিক উত্তরদাতা Really Genius🙏💕

মহারাজা তোমারে সেলাম 🙏
02/05/2023

মহারাজা তোমারে সেলাম 🙏

15/04/2023

শুভ নববর্ষ

Address

Sonarpur
Kolkat
700151

Alerts

Be the first to know and let us send you an email when Manas Modak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manas Modak:

Videos

Share


Other Kolkat media companies

Show All

You may also like