WB24 News

WB24 News This channel is all about news.. And you can sent news of your area in this whatsapp number90640 4731

১৪ ই জুন বিশ্ব রক্তদাতা দিবশ ও ইদুজোহাকে সামনে রেখে রক্তদান শিবির। সেখ রিয়াজুদ্দিন,(WB24 NEWS) বীরভূম।ওয়েস্ট বেঙ্গল ভল...
25/06/2024

১৪ ই জুন বিশ্ব রক্তদাতা দিবশ ও ইদুজোহাকে সামনে রেখে রক্তদান শিবির।

সেখ রিয়াজুদ্দিন,(WB24 NEWS) বীরভূম।

ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বীরভূম ভলানটারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং বাংলা সংস্কৃতি মঞ্চ ও চামড়াগুদাম মসজিদ কমিটি ও যুবক বৃন্দের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে ১০২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন l রক্ত সংগ্রহ করার দায়িত্বে ছিলেন বোলপুর ব্লাড সেন্টার । রক্তদান শিবিরের পাশাপাশি প্রায় ১০০ টা স্বেচ্ছাসেবী সংগঠণ কে তাঁদের বিভিন্ন ধরনের সামাজিক কাজের জন্য সম্মানিত করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে l উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি রাজ্য সম্পাদক কবি ঘোষ, সহ সম্পাদক রাজেশ পালিত, প্রাক্তন জন স্বাস্থ্য আধিকারিক ড: কাজল কৃষ্ণ বণিক ,সাইকেল ম্যান জ্য়দেব রাউত, বাংলা সংস্কৃতি মঞ্চের জেলা সভাপতি রাজকুমার ফুলমালি সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ l বীরভূম ভলেনটারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের অন্যতম কর্ণধার পিন্টু সেখ এর নেতৃত্বে এই শিবির টি পরিচালিত হয়। সহযোগিতায় ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য আমিনুল সহ অন্যান্য সদস্যগণ। বিশেষ উল্লেখযোগ্য হল যে গ্রীষ্মকালীন রক্ত সংকটমোচন তথা জেলার ব্লাড ব্যাংক গুলির শূন্যতা দূরীকরণ।

ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে  আটকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। সেখ রিয়াজুদ্দিন,(WB24 NEWS) বীরভূম।রাজ্যের বিভিন...
25/06/2024

ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা।

সেখ রিয়াজুদ্দিন,(WB24 NEWS) বীরভূম।

রাজ্যের বিভিন্ন স্থানে বেশ কয়েকদিন যাবৎ ছেলে ধরা সন্দেহে গণপিটুনি সহ হামলার শিকার হতে হচ্ছে অনেক নিরীহ ব্যাক্তিকে।এনিয়ে পুলিশের পক্ষ থেকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। অযথা কোনো ব্যক্তি সন্দেহের শিকার যেন না হয়ে পড়ে তা সকলের দেখার কর্তব্য এবং গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।সেরূপ সোমবার সন্ধ্যায় রামপুরহাট এলাকার কাষ্ঠগড়া গ্রামে এক মহিলাকে ছেলে ধরা সন্দেহে আটক করে গ্রামবাসীরা।
ঘটনা সূত্রে জানা যায় বীরভূম জেলার রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামে, সকাল থেকেই চার মহিলা ও একজন পুরুষকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন গ্রামবাসীরা।বহিরাগত তিন মহিলা ও এক পুরুষ এদিন সকাল থেকেই উদ্দেশ্যহীন ভাবে গ্রামের বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘোরাফেরা করছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। অবশেষে ঠিক সন্ধ্যের সময় কাষ্ঠগড়া গ্রামের দোলতলা মোড়ের একটি বাড়ির পিছন থেকে আচমকা দৌড়ে পালাতে দেখে বহিরাগতদের। তা দেখে উপস্থিত কয়েকজন গ্রামবাসীদের মধ্যে ছেলে ধরা সন্দেহের দানা বাঁধতেই তাদের পিছনে ধাওয়া করে।তিনজন পালাতে সক্ষম হলেও একজন আটকে গ্রামবাসীদের হাতে। ইতিমধ্যে গ্রাম জুড়ে ছেলে ধরার গুজব রটতেই গ্রামের অন্যান্য মানুষজন ভীড় জমাতে থাকে। স্থানীয়দের বক্তব্য যে,তারা কোনো চুরির উদ্দেশ্যে গ্রামে ঘোরাফেরা করছিল।
অবশেষে রামপুরহাট থানার পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়।তড়িঘড়ি পুলিশের একটি ভ্যান এসে মহিলাটিকে গ্রামবাসীদের রোষানলের হাত থেকে উদ্ধার করে রামপুরহাট থানায় নিয়ে যায়।গ্রামবাসীদের সন্দেহের প্রেক্ষিতে
ঘটনার তদন্ত শুরু করেছেন রামপুরহাট থানার পুলিশ বলে জানা যায়।

গ্রামাঞ্চলেও নাট্য চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে নাকাশ গ্রামে মঞ্চস্থ হল নাটক।মহঃ সফিউল আলম,(WB24 NEWS) রাজনগর,বীরভূম৷ তরু...
24/06/2024

গ্রামাঞ্চলেও নাট্য চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে নাকাশ গ্রামে মঞ্চস্থ হল নাটক।

মহঃ সফিউল আলম,(WB24 NEWS) রাজনগর,বীরভূম৷

তরুণ যুবারা যাতে সাংস্কৃতিক চর্চা চালিয়ে যায় এবং গ্রামাঞ্চলেও যাতে নাট্য চর্চা অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখে ধর্মরাজ পুজো উপলক্ষে রাজনগরের নাকাশ গ্রামে নাটক পরিবেশিত হয়৷ জানা গিয়েছে, নাকাশ মা মঙ্গলচন্ডী নাট্য সংস্থা পরিবেশিত, ভোলানাথ কর্মকার রচিত, শিশির সিংহ নির্দেশিত একটি সামাজিক নাটক " ভালোবেসে কী পেলাম"? মঞ্চস্থ হয়৷ নাট্যপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল যথেষ্ট৷ স্থানীয় তরুণ যুবাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো৷ বাসিন্দারা এক্ষেত্রে বিশেষ ভাবে সহযোগিতা করেন বলে জানা গিয়েছে৷ সোমবার গ্রামীণ মেলা আয়োজিত হবে নাকাশ গ্রামে৷ আয়োজকদের সূত্রে এমনটাই জানা যায়৷ আয়োজকদের তরফে নাট্যপ্রেমী, নির্দেশক শিশির সিংহ বলেন, আমাদের গ্রামে নাটকের চর্চা বহু আগে থেকে চলে আসছে৷ রামপদ সৌদের মতো ব্যক্তিত্বরা যার সূচনা করেছিলেন বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছু তরুণ যুবা আজও তা টিকিয়ে রেখেছেন৷ তিনিও এক্ষেত্রে সহযোগিতা করে চলেছেন৷ আগামীতে এমন প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান তাঁরা৷

একদিনে চার হাজারমামলার নিষ্পত্তি,বীরভূমে অনুষ্ঠিত জাতীয় লোক আদালতে।সেখ রিয়াজুদ্দিন,(WB24 NEWS) বীরভূম।সুপ্রিম কোর্টের ন...
23/06/2024

একদিনে চার হাজার
মামলার নিষ্পত্তি,বীরভূমে অনুষ্ঠিত জাতীয় লোক আদালতে।

সেখ রিয়াজুদ্দিন,(WB24 NEWS) বীরভূম।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দীর্ঘদিন ধরে জমে থাকা মামলার পাহাড় কমাতে সারাদেশ জুড়ে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত।সেই হিসেবে শনিবার সারা দেশের সঙ্গে বীরভূমের সিউড়ী, রামপুরহাট ও বোলপুর আদালতে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত। এদিন সারা জেলার ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, টেলিফোন, ইলেকট্রিক বিল, মোটর দূর্ঘটনা, পুলিশ কেস সহমোট চার হাজার মামলার নিষ্পত্তি হয় এবং সাড়ে সাত কোটি টাকা আদায় হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। একদিনের মধ্যে এতগুলো মামলার নিষ্পত্তি হওয়াই স্বভাবতই আদালতের বিচারক থেকে বাদী বিবাদী সব পক্ষই খুশি ব্যাক্ত করেন।উল্লেখ্য ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশানুযায়ী প্রতি তিন মাস অন্তর সমগ্র দেশব্যাপী সমস্ত আদালতেই লোক আদালত অনুষ্ঠিত হয়। সেই মোতাবেক শনিবার বীরভূম জেলার তিনটি মহকুমা আদালতেই লোক আদালত অনুষ্ঠিত হয়।বীরভূমের তিনটি মহকুমা আদালতে মোট ২৫ টি বেঞ্চ বসে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানা যায়।
এদিন বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান তথা জেলা জজ আরতি শর্মা রায় ও ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক সুর্পণা রায় লোক আদালতের বিভিন্ন শিবিরগুলি তদারকি করেন।একান্ত সাক্ষাৎকারে লোক আদালত সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সহ বিস্তারিত বিবরণ দেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক সুর্পণা রায়।

জাতীয় লোক আদালতে সিংহভাগ মামলার নিস্পত্তি শ্রীরামপুরে।নিজস্ব প্রতিবেদক,(WB24 NEWS) সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জমে থ...
23/06/2024

জাতীয় লোক আদালতে সিংহভাগ মামলার নিস্পত্তি শ্রীরামপুরে।

নিজস্ব প্রতিবেদক,(WB24 NEWS) সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জমে থাকা মামলার পাহাড় কমাতে সারাদেশ জুড়ে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত।এতে সিংহভাগ মামলার নিস্পত্তি ঘটে। শনিবার হুগলির শ্রীরামপুর আদালতে বসলো জাতীয় লোক আদালত। হুগলি জেলা ও দায়রা বিচারক (জেলার জাতীয় লোক আদালতের চেয়ারম্যান) শ্রী শান্তনু ঝার নেতৃত্বে জেলা জাতীয় লোক আদালতের সচিত্র শ্রীমতী শর্মিষ্ঠা ঘোষ এর পরিচালনায় শ্রীরামপুরে ৮ টি বেঞ্চ বসে।এছাড়া চুঁচড়ায় ৯ টি,আরামবাগে ৬ টি এবং চন্দননগরে ৩ টি সর্বমোট হুগলি জেলায় ২৬ টি বেঞ্চ বসেছিল বলে জানান হুগলি জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর অফিস মাস্টার সাহানা খাতুন। এদিন শ্রীরামপুর আদালতে ৫ নং বেঞ্চে জুডিশিয়াল অফিসার শ্রীমতী শিউলি রায়ের সাথে 'সাম্মানিক' বেঞ্চ জাজ হিসাবে ছিলেন আইনজীবী শ্রীমতী শুভ্রা লাহিড়ী এবং আইনী সংবাদদাতা মোল্লা জসিমউদ্দিন। সংশ্লিষ্ট বেঞ্চে আরোহন ফাইন্যান্স লিমিটেড এবং ইউকো ব্যাঙ্কের অনাদায়ী ঋণ সংক্রান্ত মামলা গুলির শুনানি হয়।উভয়পক্ষের সম্মতিতে সিংহভাগ মামলার নিস্পত্তি ঘটে বলে জানা গেছে।

Address

Laxmikanta Pur, South 24 Pgs
West Bengal

Website

Alerts

Be the first to know and let us send you an email when WB24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in West Bengal

Show All