swapno uran • madhumita

swapno uran • madhumita Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from swapno uran • madhumita, Digital creator, collage para, bethuyadahari, india, West Bengal.

আচ্ছা, এই টিফিন বক্সটার কথা মনে পড়ে ???টিফিনের ঘন্টা, স্টিলের একটা টিফিন বক্স আর তাতে, মায়ের হাতের চাওমিন || কতই না মধ...
06/07/2024

আচ্ছা, এই টিফিন বক্সটার কথা মনে পড়ে ???

টিফিনের ঘন্টা, স্টিলের একটা টিফিন বক্স আর তাতে, মায়ের হাতের চাওমিন || কতই না মধুর ছিল সেই দিনগুলো ||

আচ্ছা, বক্সে তোমার প্রিয় কোনও খাবার থাকলে, টিফিন ঘন্টা বাজা-র আগে, তা খেয়েছো কখনও ???

✍️স্বপ্নের গল্পকথা swapno uran • madhumita

🌼🌼🌼আমার আমিকে খুঁজে পাই, তোর আদরের ডাক নামে • • • • • • • • • •
06/07/2024

🌼🌼🌼আমার আমিকে খুঁজে পাই, তোর আদরের ডাক নামে • • • • • • • • • •

সমাজ বরাবরই, ব্যর্থ মানুষকে নিয়ে মজা করে,  হাসাহাসি করে, ব্যর্থ মানুষটার দুর্বলতাতে আঘাত করে, আর সফল মানুষকে দেখে হিংসা...
03/05/2024

সমাজ বরাবরই, ব্যর্থ মানুষকে নিয়ে মজা করে, হাসাহাসি করে, ব্যর্থ মানুষটার দুর্বলতাতে আঘাত করে, আর সফল মানুষকে দেখে হিংসা করে, তাকে টেনে হিচড়ে নিচে নামাতে চায়, তাকে নিয়ে হাজার সমালোচনায় মেতে থাকে ||

বুঝে নিতে হবে, সমাজ কখনোই কোনও পরিস্থিতিতে, তোমার সঙ্গ দেবে না || তোমার আত্মবিশ্বাস ভেঙ্গে দেবে, কিন্তু গড়ে দেবে না ||

তাই সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, নিজের ইচ্ছে মতোন বাঁচতে হবে, কারণ জীবন ভীষণ সংক্ষিপ্ত ||

✍️স্বপ্নের গল্পকথা Madhumita Bhowmick Sarkar swapno uran • madhumita

আমার বাবা টা 💕আজ থেকে বেশ কয়েক বছর পর, তোমারও একটা Facebook I'd থাকবে, (আশা রাখি সোশ্যাল মিডিয়ার ভীষণ জনপ্রিয়, এই অ্য...
26/04/2024

আমার বাবা টা 💕

আজ থেকে বেশ কয়েক বছর পর, তোমারও একটা Facebook I'd থাকবে, (আশা রাখি সোশ্যাল মিডিয়ার ভীষণ জনপ্রিয়, এই অ্যাপ তখনও থাকবে) তখন তুমি তোমার মায়ের Factbook I'd তে দেখবে, তোমার এই ছোটবেলাটাকে || তোমার ছোটবেলার অনেক মুহূর্তই, তোমার মা একটু একটু করে জমা রেখেছে, লিখে রেখেছে গল্পগুলো || তোমার সাথে কাটানো তোমার বাবা-মায়ের সুখের মুহূর্তগুলো ফ্রেমবন্দি আছে || জানি, তুমি অনেক খুশি হবে এগুলো দেখে ||

জানো বাবা, তুমি অনেক ভালো একটা বাচ্চা || আমার বুঝ বালক, আমি আশা রাখি আমার এই আবেগগুলো বড় বেলাতে তুমি খুব ভালোভাবে বুঝবে ||

তোমার স্কুলে যাওয়ার মুহূর্তটা দেখো, তুমি কত হাসি খুশি || বিশ্বাস করো, তোমাকে স্কুলে পাঠিয়ে আমি একটুও খুশি থাকি না || তুমি প্রত্যেকদিন স্কুলে যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে বলো, মা তুমি একটুও চিন্তা করো না, আমি সাবধানে স্কুলে যাবো, স্কুলে গিয়ে টিফিনও খাবো, একটুও দুষ্টুমি করবো না আর স্কুল ছুটি হলে তাড়াতাড়ি করে চলে আসবে তোমার কাছে, তুমি কিন্তু আমাকে আমার প্রিয় জুসটা বানিয়ে দিও ||

সেই ছোট্টবেলা থেকেই, মাকে তুমি অনেক বোঝো || তুমি যদি একটু বুঝ বালক না হতে, তাহলে আমি কোনদিনও পারতাম না বাবা, ওই এত্তো টুকু তোমাকে নিয়ে, এতটা পথ পাড়ি দিতে ||

তোমাকে স্কুল গাড়িতে তুলে দিলাম ছয়টা দশে, আর এখন বাজে আটটা দশ, সেই তখন থেকে তোমার মা একা বসে আছে ছাদের এক কোণে, সবুজ গাছেদের সাথে ||

😔কিছু ভালো লাগছে না, বাবু || খুব মিস করছি তোমায় ||

✍️স্বপ্নের গল্পকথা swapno uran • madhumita

🍂এই ফুলের জন্যই অতিক্রম করেছিলাম, 300 কিলোমিটার পথ ||
31/03/2024

🍂এই ফুলের জন্যই অতিক্রম করেছিলাম, 300 কিলোমিটার পথ ||

একমাত্র আমরা নিজেরাই হতে পারি, একটা রঙিন জীবনের মালিক || 🎉Happy Holi 🎉✍️স্বপ্নের গল্পকথা swapno uran • madhumita
26/03/2024

একমাত্র আমরা নিজেরাই হতে পারি, একটা রঙিন জীবনের মালিক ||

🎉Happy Holi 🎉
✍️স্বপ্নের গল্পকথা swapno uran • madhumita

আমি ভীষণভাবে কর্মে বিশ্বাসী একজন মানুষ || তার সাথে সাথে এটাও বিশ্বাস করি, যেমন একজন পুরুষের সফলতার কারণ তার প্রকৃত প্রেম...
03/03/2024

আমি ভীষণভাবে কর্মে বিশ্বাসী একজন মানুষ ||
তার সাথে সাথে এটাও বিশ্বাস করি, যেমন একজন পুরুষের সফলতার কারণ তার প্রকৃত প্রেমিকা, ঠিক তেমনি একজন নারীর সফলতার অনেক বড় কারণ তার প্রকৃত প্রেমিক || সত্যিই স্বামীর সহযোগিতা থাকলে প্রতিটা মেয়েই দশভূজা হতে পারে || নারীতো দেবীর রূপ, কখনো দুর্গা, কখনো লক্ষী, কখনও কালী || আর প্রকৃত পুরুষ, সবসময়ই তার স্ত্রীকে সন্মান করে, সহযোগিতা করে, ঠিক যেমন শিব দুর্গা হতে ত্রিশূল তুলে দিয়েছিলো ||

জানি সমাজের কিছু মানুষ বরাবরই মতো এখনও বলবে, নারী নাকি শুধু রান্নাঘরেই শোভা পায় || কিন্তু না, নারী সবেতেই শোভা পায় || আর পূর্ণতা পায় স্বামী সন্তান আর সংসারের মাঝে ||

✍️স্বপ্নের গল্পকথা Swapno Uran swapno uran • madhumita

🌲মাঝে মাঝে মন চায়, এক ছুটে চলে যাই, সবুজে ঘেরা কোনো এক পাহাড়ের কোলে, কিন্তু ঠিক সেই সময়ই, আমার দায়িত্বের পাহাড়টা আমার...
18/02/2024

🌲মাঝে মাঝে মন চায়, এক ছুটে চলে যাই,
সবুজে ঘেরা কোনো এক পাহাড়ের কোলে,
কিন্তু ঠিক সেই সময়ই, আমার দায়িত্বের পাহাড়টা আমার সামনে এসে বলে, এইতো আমি এখানে 😔

🌲কোনো একদিন এই দায়িত্বের পাহাড় টাকেও আমি জয় করবো, তবে তখন হয়তো পাহাড় চড়ার ইচ্ছেটাই আমার আর থাকবে না 😔

✍️স্বপ্নের গল্পকথা swapno uran • madhumita

এই বছর সরস্বতী পুজোর দিন, আমাদের ছোট্ট ছানাটার জন্মদিন, আর আমারও মাতৃত্বের শুভ জন্মদিন || তাই এই বছর সরস্বতী পুজোয়, বরে...
02/02/2024

এই বছর সরস্বতী পুজোর দিন, আমাদের ছোট্ট ছানাটার জন্মদিন, আর আমারও মাতৃত্বের শুভ জন্মদিন || তাই এই বছর সরস্বতী পুজোয়, বরের সাথে বাইকে চেপে আর ঘোরা হবে না || কারণ সেদিন, আমাদের সোনা বাচ্চার জন্য থাকবে কত আয়োজন, সারা বাড়ি সেজে উঠবে হাজার আলোর ছটায়, আত্মীয়-স্বজন আর আপনজনদের নিয়ে সেদিন বড্ড ব্যস্ত থাকবো দুজনেই ||

তাই সরস্বতী পূজার অনেক আগেই সেই শখটা আমরা মিটিয়ে নিলাম || খোলা চুলে হলুদ শাড়ি পরে, প্রিয় পুরুষটার বাইকে চেপে ঘুরে নিলাম অনেকটা সময় ||

আর সময় গুলো কে, এভাবেই ক্যামেরাবন্দি করে রাখলাম ||

এই সুন্দর ছবি গুলো তুলে দেওয়ায় জন্য, আমার টিমের ছোট্ট বালক টাকে ধন্যবাদ না দিলেই নয় ||

✍️স্বপ্নের গল্পকথা swapno uran • madhumita

শান্তিতে ঘুমাতে পারা মানুষটাই,আসল সুখের মালিক ▪️▪️▪️▪️▪️এই সম্পদটা, কোটি টাকা দিয়েও কেনা যায় না || ✍️স্বপ্নের গল্পকথা sw...
28/01/2024

শান্তিতে ঘুমাতে পারা মানুষটাই,
আসল সুখের মালিক ▪️▪️▪️▪️▪️

এই সম্পদটা, কোটি টাকা দিয়েও কেনা যায় না ||

✍️স্বপ্নের গল্পকথা swapno uran • madhumita

ভালো রাঁধুনী হওয়া কি মুখের কথা!! রান্নাটা যে কতো কঠিন একটা শিল্প, সেটা সেই সবচেয়ে বেশি অনুভব করে, যে হাজার চেষ্টা করেও খ...
21/01/2024

ভালো রাঁধুনী হওয়া কি মুখের কথা!! রান্নাটা যে কতো কঠিন একটা শিল্প, সেটা সেই সবচেয়ে বেশি অনুভব করে, যে হাজার চেষ্টা করেও খাবার উপযুক্ত ভালো খাদ্য তৈরি করতে পারে না ||

আমি বরাবরই রান্নাবান্নায় দুধে ভাতে || বিয়ের আগে শুধু ডিমের ঝোল আর মাংস রান্না করতে শিখেছিলাম, সাধারণ মসুর ডালও বানাতে পারতাম না || বিয়ের পর রান্না ঘরে গিয়ে, গালে হাত দিয়ে বসে থাকতাম শুধু || তখন YouTube সম্পর্কেও এত ধারণা ছিল না, আর পরিবারের কারোর সাথে কথাও হতো না, থাকতাম ভাড়া বাড়িতে তাই আমাকে রান্না শেখানোর মতো কেউ ছিল না || ভুলভাল রান্না করতে করতে একটু শিখেছি || এখন মোটামুটি কাজ চলে আর কি || তবে রান্না আমার ভীষণ প্রিয় || যখন আমার রান্না খাবার খেয়ে আমার ছেলে বলে,"মা খুব Tasty হয়েছে" তখনই যেনো মনে হয় আরও অনেক কিছু শিখতে হবে ||

✍️স্বপ্নের গল্পকথা swapno uran • madhumita

সফলতা পেলে আমি সবার,আর যদি ব্যর্থতা মেলে, তবে আমি শুধু মাত্র আমার নিজের, অন্য কারোর নয়, এমনকি আমার পরিবারেরও নয় ||অনেক ত...
18/01/2024

সফলতা পেলে আমি সবার,
আর যদি ব্যর্থতা মেলে,
তবে আমি শুধু মাত্র আমার নিজের,
অন্য কারোর নয়, এমনকি আমার পরিবারেরও নয় ||

অনেক তিক্ত এক সত্য ||
যারা ভোগে তারাইতো এর অর্থ বোঝে,
আর বাকিরা সব অর্থ খোঁজে ||

✍️স্বপ্নের গল্পকথা swapno uran • madhumita

দশ বছর পর, আমার জন্মভূমির মাটিতে পা রাখলাম || শেষ সেই 2013 তে || 2023 এর আরও এক সেরা প্রাপ্তি, এটাই ছিল || আমার বর্তমান ...
05/01/2024

দশ বছর পর, আমার জন্মভূমির মাটিতে পা রাখলাম ||
শেষ সেই 2013 তে || 2023 এর আরও এক সেরা প্রাপ্তি, এটাই ছিল || আমার বর্তমান বাড়ি থেকে মাত্র
20km দূরে আমার স্বপ্নের জন্মভূমি || হাজার স্মৃতি, হাজার আবেগ, হাজার ভালোলাগা, আর এক গ্রাম ভর্তি প্রিয় মানুষেরা সব || গ্রামের সেই ঠাকুর দালান, স্কুল মাঠ, নদীর ঘাট, আমাদের খামার, মাঠের পর মাঠ ভরা ফসল, বাড়ির শেষ সীমানায় এত্তবড় একটা শিমুল গাছ, বাড়ির সামনে মাটির সাথে নুইয়ে পরা প্রিয় সেই কুলগাছ, বাড়ির উঠোনে একটা বড় কাঁঠাল গাছ, তার ছায়াতেই ছোটোবেলার রান্না-বাটি খেলা, আর সাথে ছেলেবেলার প্রিয় বান্ধবী সীমা, মাটির উনুনে ঠাকুমার হাতে রান্না ডাল, শাক ভাজা, আর কাঁঠালের বিচি দিয়ে রান্না বিশেষ সেই তরকারি, কালানিরিশা || আরও কত্ত মধুর স্মৃতি, চোখ বন্ধ করলে সব যেনো কাঁচের মতো স্বচ্ছ ||

১০টা বছর, মন কাঁদলেও আমার জন্মভূমিতে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি || তবে এবারের সুযোগটা আর ছাড়িনি আমি ||

সব কিছু বদলে গেছে, শুধু একই রয়ে গেছে আমার স্মৃতি গুলো ||

আমার স্বপ্নের গ্রাম, আমার জন্মভূমি ||
চর চুয়াডাঙ্গা, আমি গর্ব করে বলতে পারি, আমি ওই গ্রামের মেয়ে || এত একতা, এত স্বচ্ছতা, এত সুন্দর পরিবেশ, আমি কোথাও দেখিনি ||

উন্নতি হয়েছে পুরো দুনিয়া, তবে মা-বাবা, ভাই, ঠাকুমা-দাদু সবার সাথে সাথে, পরজন্মে আমার এই গ্রামটাই চাই ||

✍️স্বপ্নের গল্পকথা swapno uran • madhumita

💕তোমার নিঃশ্বাসে আমার হৃদস্পন্দন চলে ||এবার বুঝে নাও প্রিয়, তুমি আমার কত টা জরুরী ||✍️স্বপ্নের মনের কথা swapno uran • ma...
31/12/2023

💕তোমার নিঃশ্বাসে আমার হৃদস্পন্দন চলে ||
এবার বুঝে নাও প্রিয়, তুমি আমার কত টা জরুরী ||
✍️স্বপ্নের মনের কথা swapno uran • madhumita

📌ইদানিং, আমার প্রতিটা লেখাই দেখি ভীষণ ভাবে Copy হয় || যে বা যারা এগুলো কারো, তারা হয় Capied লেখো অথবা Credit দিও || কাউকে অনুসরণ করা খারাপ নয়, তবে অনুকরণ করা মানে, নিজের অস্তিত্বকে বিসর্জন দেওয়া || সর্বশেষ একটাই কথা বলবো, আমার আবেগ নিশ্চয়ই, তোমার আবেগ হতে পারে না || আবেগ কেউ চুরি করো না Please 🙏

🌾পৃথিবীর বুকে যত বেশি পুরনো হচ্ছি, তত যেনো নিজেকে ভালোবাসতে শিখছি, আপন মানুষগুলোর মূল্য বুঝতে শিখছি, বাস্তব গুলোকে ভীষণ ...
24/12/2023

🌾পৃথিবীর বুকে যত বেশি পুরনো হচ্ছি, তত যেনো নিজেকে ভালোবাসতে শিখছি, আপন মানুষগুলোর মূল্য বুঝতে শিখছি, বাস্তব গুলোকে ভীষণ সহজভাবে মেনে নিতে শিখছি, প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে শিখছি ||

🌾একটা সময় ভাবতাম, আমি কত্ত কিছু শিখেছি, কত্ত কিছু জানি || আজ মনে হয় আমার জীবনের প্রতিটা দিন, বইয়ের নতুন একটা পৃষ্ঠার মতো, যার সাথে আগের পৃষ্ঠার কোনও মিল নেই, প্রতিটা পাতায় নতুন কিছু শেখার আছে || আমি ততদিন শিখবো, যতদিন আমি থাকবো || মাঝে মাঝে, আমার ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা গুলোও ভাগ করে নেবো, মূল্য দিতে জানা মানুষগুলোর সাথে ||

🌾জীবনের কাছে থেকে আমরা সবাই শিখি, অভিজ্ঞতা সবারই থাকে, কিন্তু গল্পগুলো সবারই আলাদা হয় || প্রতিজনের গল্পে থেকেই, আমাদের নতুন কিছু শেখার থাকে ||

✍️স্বপ্নের গল্প কথা swapno uran • madhumita Uran•madhumita

🍂আজ মনে হলো, 90% অবিবাহিত ছেলে মেয়েরাই বিয়ে করে নিলো || ফেসবুক জুড়ে আজ শুধু বিয়ে বাড়ি || তাই আমিই বা বাদ যাই কেনো!! Tr...
17/12/2023

🍂আজ মনে হলো, 90% অবিবাহিত ছেলে মেয়েরাই বিয়ে করে নিলো || ফেসবুক জুড়ে আজ শুধু বিয়ে বাড়ি || তাই আমিই বা বাদ যাই কেনো!! Trending এ গা ভাসিয়ে, আমিও দিলাম বিয়ে বাড়ির ছবি || তবে হ্যাঁ, বরাবরই আমি একটু বেশিই লাজুক || বিয়ে বাড়ির সব লোকজনের মাঝে নিজের Photo তুলতে পারি না, কনের পাশে বসে সেলফি তুলতেও লজ্জা লাগে, তারপর কনের সিংহাসনে বসে Photo তোলা তো দূরের কথা, সিংহাসনের ধারে কাছেও থাকি না আমি || তাই আমার ছবি দেখে বোঝা মুশকিল, আমি আসলে কোথায় গিয়েছিলাম ||

🍂৪ বছর আগে বরের পছন্দে কেনা কাতান বেনারসি টা, আজই প্রথম পরে কোথাও একটা গেলাম ||

Address

Collage Para, Bethuyadahari, India
West Bengal
7001423

Website

Alerts

Be the first to know and let us send you an email when swapno uran • madhumita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in West Bengal

Show All