আজ হাওড়ার পাঁচলায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। আক্রান্তদের আর্থিক সাহায্যও করেন তিনি। শুভেন্দু পাঁচলা থানার ওসি মফিজুল ইসলামের সঙ্গেও দেখা করেন। বিজেপি কর্মীদের নিরাপত্তা ও বাড়িতে ফেরানোর জন্য অনুরোধ করেন। শুভেন্দু বলেন, সঠিক ব্যাবস্থা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন হবে।
soumitra khan blast on partys core committee. He said , all inexperienced people are in the top of the party leadership.
সুকান্ত অনভিজ্ঞ। আমার নেতা দিলীপ-শুভেন্দু।
ভয়ঙ্কর দুর্নীতি,সরকারের গোপন নির্দেশ ফাঁস,বিস্ফোরক শুভেন্দু
preparation for Nabanna Avijan by BJP
During panchayet election ruling party TMC will not able to creat violence this time said BJP MP Soumitra khan. He said if all the big leaders of TMC arrested for their illigal activities then who will lead the violence?
Police did not allow the rally called by BJP Mohila morcha. Police areeseted every one who come to the spot to participate the rally in hazra more, kolkata.
সিপিএম রাজ্য দফতরে আগুন দিল বিজেপি
------------------
আজ ছিল বিজেপির প্রতিবাদ মিছিল। দুদিন আগে ধনপুরে সিপিএম কর্মীদের হাতে প্রহৃত হয়েছিলেন কয়েকজন বিজেপি কর্মী। সিপিএম-এর মিছিলে বিজেপি হামলা করলে পাল্টা হামলা চালায় সিপিএম। সেই ঘটনাতেই আহত হন কয়েকজন বিজেপি কর্মী। তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বার করেছিল ত্রিপুরার শাসক দল। মিছিল এক সময় বিশৃঙ্খল হয় এবং সিপিএম পার্টি অফিসের ওপর আক্রমণ শুরু হয়। আগরতলায় সিপিএম রাজ্য দফতরেও আগুন দেওয়া হয়। পার্টি অফিসের নিচে রাখা গাড়িতে আগুন ধরিয়ে দিলে, সেই আগুন ছড়িয়ে পরে। পাশেই দলের দৈনিক পত্রিকা"ডেইলি দেশের কথা" কার্যালয়ে ভাঙচুর করা হয়। এমনকি প্রতিবাদী কলম বলে একটি পত্রিকা এবং পিবি নিউজ চ্যানেল নামে একটি টিভি চ্যানেলের কার্যালয়ে হামলা চালানো হয় আজ। এই দুই সংবাদ প্রতিষ্ঠান বিজেপি শিবিরের পক্ষের পত্রিকা ন
শিক্ষক আত্মহত্যার চেষ্টা: ব্রাত্য'র পদত্যাগ দাবি
নাম না করে দিলীপ ঘোষ, জন বারলাকে একহাত নিলেন রাহুল সিনহা।উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গড়ার দাবিকে নস্যাৎ করে দিয়ে দলীয় নেতাদের সমালোচনায় মুখর হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ইতিমধ্যে উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবিকে উস্কে দিয়ে জল ঘোলা করতে শুরু করেছেন জন বারলা। সেই দাবিকে ঘুরিয়ে মদত দিচ্ছে বিজেপি রাজ্য নেতৃত্বের একাংশ, যার অন্যতম দিলীপ ঘোষ। আজ রাহুল সিনহা বলেন, এই অপচেষ্টা রুখতেই আজ রাখি বন্ধনের গুরুত্ব নতুন করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রুখতে রবীন্দ্রনাথ রাখি বন্ধনের ডাক দিয়েছিলেন।
#rakhi2021
#rahulsinha
#northbengalstatedemand
#dilipghosh
#jonbarla
ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
#postpollviolenceinwestbengal
#dilipghosh
ঘেরাও দিলীপ: আবার তৃণমূলের কর্মীদের হাতে ঘেরাও হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দাঁতনের মনহরপুর বাজারে বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখতে শুরু করে তৃণমূল কর্মীরা। আজ দাঁতনের সাহানিয়া গ্রামের দিকে যাবার সময় এই পরিস্থিতির মুখে পড়েন দিলীপ ঘোষ। বেশ কিছু সময় ঘেরাও থাকার পর পুলিশের হস্তক্ষেপে মুক্তি পান দিলীপ ঘোষ।
#DilipGhosh
#dilipghoshgherao
#dilipghoshtmc
মুকুলের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু: দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে আগামী সপ্তাহে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন বিরোধী দল নেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আজ এনিয়ে বিধানসভার স্পিকারের ঘরে শুনানি ছিল কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন মুকুল। ফলে শুনানির জন্য নতুন দিন ধার্য করেন স্পিকার। পরে শুভেন্দু বলেন, এই সমস্যার সমাধান চাইতে এবার আদলতেই যাবেন তিনি। কারন গত দশ বছরে এই ধরণের একটা সমস্যারও সমাধান হয়নি। মুকুলকে পিএসি চেয়ারম্যান করায় ইতিমধ্যে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু।
#SuvenduAdhikari
#MukulRoyTMC
#antidifectionlaw
#westbengalassembly
উলোট পুরাণ: বিজেপি ছেড়ে একেবারে সিপিএম-এ? এই ঘটনাই ঘটলো সোমবার। এদিন সিপিএম-এর মিছিলে এসে পা মেলালেন অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি এবং রুপা ভট্টাচার্য। বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তারা। কেন এই মেরু বদল? তার ব্যাখ্যাও দিলেন দু'জন। তাদের কথায়, রাজ্যের মানুষ যাদের সম্পুর্ন খালি হাতে ফিরিয়ে দিয়েছে, তারাই মানুষের বিপদে সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এটাই তাদের টেনে এনেছে সিপিএম-এর মিছিলে।
#CPIM
#anindyabanarjee
#rupabhattacharya
#redvolunteer