TOP News TODAY

  • Home
  • TOP News TODAY

TOP News TODAY Be updated regularly with the thought and analytical thinking of latest national and international n
(1)

10/12/2023

শীতকালীন ফুল চাষে চাষিদের আগ্রহ বাড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো ।

মূলত গাঁদা ফুল চাষ লাভজনক হওয়ায় এই চাষেই নানাভাবে সহযোগিতা করার পরিকল্পনা গ্রহণ করেছে উদ্যানপালন দপ্তর।

উদ্যান পালন দপ্তর জানিয়েছে, শুধু শীতকালে গাঁদা চাষ নয়,সারা বছর এই ফুল চাষ যাতে করা যায়, সেব্যাপারেও পরামর্শ এবং শিবির করে চাষীদের প্রশিক্ষণ দেওয়ারও কাজ শুরু করেছে উদ্যানপালন দপ্তর।

গাঁদা ফুলের চাহিদা বাজারে সবসময় রয়েছে। যেকোনো অনুষ্ঠান, পুজো অথবা উৎসবে গাঁদা ফুলের প্রয়োজন সবসময়ের জন্য রয়েছে।

স্বল্প খরচ এবং অল্প পরিশ্রমে গাঁদা ফুলের চাষ করে চাষিরা অনেকটাই লাভবান হতে পারেন। সে ক্ষেত্রেও সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে উদ্যান পালন দপ্তর।

উল্লেখ্য, মালদা জেলায় গাঁদা ফুলের চাষের পাশাপাশি বেশকিছু অংশে জবা, গ্ল্যাডিওলাস ফুল চাষ হচ্ছে।

জেলায় এতদিন সেইভাবে ফুল চাষ না হওয়ায় সরকারিভাবে কোনো সাহায্য বা প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না।

ক্রমশ জেলার কৃষকদের মধ্যে ফুল চাষের প্রবণতা বৃদ্ধি পেতে থাকায় এবার ফুল চাষে আগ্রহ বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছে জেলা উদ্যান পালন দপ্তর।

10/12/2023

ঘন কুয়াশার চাদরে ঘেরা । ঠান্ডায় জবুথুবু অবস্থা কুয়াশাচ্ছন্ন দিনে ছুটির আমেজে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।

আজ কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি। বেলা বাড়লেও কাটেনি কুয়াশা।

এই শীতের মরশুমে এই প্রথম কুয়াশাচ্ছন্ন দিনে রবিবার ছুটির আমেজে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।

কুয়াশার কারণে রাস্তাঘাটে মানুষের ভিডিও রয়েছে অনেকটা কম।

10/12/2023

সিডনি হারবার ব্রিজের আদলে পর্যটকদের জন্য গজলডোবায় তৈরি হচ্ছে ঝুলন্ত সেতু।

সিডনি হারবার ব্রিজের আদলে গজলডোবায় ঝুলন্ত সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে।খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে এই সেতু।

ভোরের আলোয় পর্যটকদের স্বাগত জানাতে সেতুটি তৈরি করা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলোর প্রবেশ পথে পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠছে এই ব্রিজ।

জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের গজলডোবায় তিস্তা নদীর কোলে ‘‌ভোরের আলো’ মেগা পর্যটন কেন্দ্র সাজানোর কাজ চলছে।

যার মধ্যে রয়েছে হোম কটেজ,নৌকা বিহার।সেই সাথে গজলডোবার পর্যটনকেন্দ্রর মাত্রা আরও বাড়িয়ে তুলতে ঝুলন্ত সেতু তৈরি করার উদ্যোগ নিয়ে ছিল রাজ্য সরকার।

এরই অঙ্গ হিসেবে তৈরি হচ্ছে নান্দনিক ঝুলন্ত সেতু।বর্তমানে সেতুর কাজ প্রায় শেষের দিকে। সেতু রং করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

ভোরের আলোর পাশ দিয়ে বয়ে চলা তিস্তা ক্যানালের দুটি পাড়কে জুড়তে এই

সেতু তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এই ব্রিজকে ঘিরে আগ্রহ বাড়ছে পর্যটকদের।

09/12/2023
রাস মেলায় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক । এদিন বিজেপির দল...
09/12/2023

রাস মেলায় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক ।

এদিন বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, কোচবিহার রাসমেলায় যে কোম্পানিকে বিদ্যুৎ সংযোগের বরাত দেওয়া হয়েছে তারা পৌরসভায় দেওয়া টেন্ডারের থেকে কয়েক গুণ বেশি টাকা নিচ্ছে রাশেদের কাছ থেকে।

এমনকি রাস মেলায় স্টেডিয়ামে যে সমস্ত ব্যবসায়ীরা দোকান খুলে বসেছে তাদের কাছ থেকেও প্রচুর পরিমাণে টাকা অবৈধভাবে নিয়েছে পৌরসভা।

তিনি বলেন পৌরসভার টেন্ডার অনুযায়ী যেখানে একটি ১৮নং ওয়ার্ডের লাইটের জন্য দশ টাকা দেওয়ার কথা ব্যবসায়ীদের সেখানে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১৭৫ টাকা নেওয়া হচ্ছে।

এই ধরনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের।কোচবিহার পৌরসভা যেভাবে তুঘলুকি করছে এই বিষয় নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হব।

যদিও কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন। কোচবিহার পৌরসভা কোন কর বৃদ্ধি করেনি অ্যাসেসমেন্ট অনুযায়ী যে কর ধার্য হয়েছে সেটাই পৌরসভা নাগরিকদের কাছ থেকে নিচ্ছে।

এই অ্যাসেসমেন্ট রাজ্যের পক্ষ থেকে করা হয়েছে। পৌরসভা শুধু সেই অ্যাসেসমেন্টের পর নাগরিকদের যে কর ধার্য হয়েছে তা নাগরিকদের নোটিশ পাঠিয়ে জানিয়েছে।

সেখানেও সুযোগ রয়েছে যদি কোন নাগরিকের আপত্তি থাকে তারা নির্দিষ্ট সময়ে পৌরসভায় আবেদন জানাতে পারে।

সে ক্ষেত্রে হেয়ারিং এর পর যা কর ধার্য হবে সেটাই চূড়ান্ত। বিজেপির খেয়ে কাজ নেই তাই এই ধরনের অভিযোগ করছে।
Behar

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার , ৯ডিসেম্বর:কোচবিহার পৌরসভা লাগামহীন কর বৃদ্ধি এবং কোচবিহার পৌরসভা পরিচালিত রাস মেলা....

তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের  প্রতিষ্ঠা দিবস পালন করা হলো কালচিনি ব্লকে।শনিবার কালচিনি ব্লকের INTTUC কর্মী সমর্থকেরা ...
09/12/2023

তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো কালচিনি ব্লকে।

শনিবার কালচিনি ব্লকের INTTUC কর্মী সমর্থকেরা শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করেন। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রমিক দিবস পালন করা হয়।

পতাকা উত্তোলন করেন কালচিনি ব্লক আইএনটিটিইউসি সভাপতি প্রেমা লামা।

উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস কালচিনি ব্লক সভাপতি বীরেন্দ্র ওরাও।
আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকে পালন করা হয় আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবস।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার , ৯ডিসেম্বর:তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন প্রতিষ্ঠা দিবস পালন করা হলো কালচিনি ব্ল....

হাইকোর্টের নির্দেশে নির্মাণ গুড়িয়ে দিল তিনতলা বাড়ির উপরের অংশটি সম্পূর্ণ অবৈধ অভিযোগ শিলিগুড়ি পুরনিগমে জমা পরে।পুরনিগ...
09/12/2023

হাইকোর্টের নির্দেশে নির্মাণ গুড়িয়ে দিল তিনতলা বাড়ির উপরের অংশটি সম্পূর্ণ অবৈধ অভিযোগ শিলিগুড়ি পুরনিগমে জমা পরে।

পুরনিগমের পক্ষ থেকে তিনবার লিখিত নোটিশ করে এই অবৈধ বিল্ডিং ভেঙ্গে ফেলার কথা জানানো হলেও তাতে কর্ণপাত করেনি ওই বাড়ির মালিক।পরবর্তীতে নির্মাণ সংক্রান্ত মামলা জলপাইগুড়ি আদালতে লিপিবদ্ধ হয়।

তারপরে সেই মামলা উচ্চ আদালতে গেলে শুক্রবার আদালত নির্দেশ দেয় ভেঙে ফেলার।

তারপরে পুরসভা ও এনজেপি থানার পুলিশ যৌথভাবে বিল্ডিংটির অবৈধ অংশ ভেঙে ফেলার কাজ শুরু করে। ঘটনাটি ঘটেছে পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বি-ব্লকে।

সারদা শিশু তীর্থর ঠিক পাশেই এমন অবৈধ নির্মাণ করেছিলেন জয়ন্তী রায় নামে এক বাসিন্দা। আর সেই নির্মাণই এদিন ভেঙে দিল পুরনিগম।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি , ৯ডিসেম্বর:হাইকোর্টের নির্দেশে নির্মাণ গুড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগম।তিনতলা বাড়....

08/12/2023

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে অযোধ্যার যাত্রা শুরু করছেন দুই যুবক ।

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে অসমের লক্ষিমপুর থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুই যুবক।

আগামী ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের প্রস্তাবিত দিন।সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অসমের লক্ষিমপুর থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দুর্গম পথ পায়ে হেঁটে অযোধ্যায় পৌছাবে লক্ষিমপুরের নীতিন দাস এবং উত্তর প্রদেশের বাসিন্দা অজয় মিশ্র।

গত ৯ই নভেম্বর অসমের লক্ষিমপুর থেকে যাত্রা শুরু করছেন এই দুই যুবক।গন্তব্য অযোধ্যার রাম মন্দির।

ইতিমধ্যে তারা দুজনে এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। পথে চলতে চলতে কখনো মন্দির, পেট্রোল পাম্প,কখনো আবার বিশ্রমাগার তাদের সাময়িক আস্তানা।

জানা গিয়েছে, নীতিন দাস সাইকেল চালিয়ে এর আগে কেদারনাথ সফর সেরেছেন।সেসময় কেদারনাথে উত্তর প্রদেশের যুবক অজয় মিশ্রের সাথে তার পরিচয় হয়।পরিচয় হতেই দুজনে মিলে সিদ্ধান্ত নেয় পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে তারা পায়ে হেঁটে অযোধ্যার রাম মন্দির যাবেন।

সাইকেল চালিয়ে গেলে সাধারণ মানুষের সঙ্গে তেমনভাবে কথা বলা হয়ে ওঠেনা, সেজন্য সাধারণ মানুষকে পরিবেশ রক্ষার বার্তা দিতে পায়ে হেঁটেই যাত্রার সিদ্ধান্ত।পরিবেশ রক্ষার্থে যাতে ৫০ মাইক্রোনের নীচে প্লাস্টিক ব্যবহার না করা হয়।

পাশাপাশি জল খেয়ে জলের বোতল যেখানে সেখানে না ফেলে যাতে নির্দিষ্ট স্থানে ফেলা হয়।পথে চলতে চলতে সাধারণ মানুষকে এই বার্তা দিচ্ছে দুই যুবক।

পুন্ডিবাড়ির পর বাবুরহাটে সোনার দোকানে চুরি সিসিটিভিতেও ধরা পড়েছে চুরির ঘটনার ছবি। গত দুদিন ধরে একের পর এক সোনার দোকানে...
08/12/2023

পুন্ডিবাড়ির পর বাবুরহাটে সোনার দোকানে চুরি সিসিটিভিতেও ধরা পড়েছে চুরির ঘটনার ছবি।

গত দুদিন ধরে একের পর এক সোনার দোকানে চুরির ঘটনা ঘটে চলেছে। গত বুধবার রাতে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে পুন্ডিবাড়ি বাজারে দুটি সোনার দোকানের চুরির ঘটনা ঘটে।

গত এক বছর আগে ওই দোকানগুলিতেই চুরির ঘটনা ঘটেছিল।গতকাল রাতে কোচবিহার কোতোয়ালি থানা এলাকায় বাবুরহাট বাজারে পরপর তিনটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে।

আজ সকালে দোকান খুলতে গিয়ে ব্যবসায়ীরা দেখতে পান তিনটি সোনার দোকানের সর্বস্ব লুট করেছে চোরেরা। সিসিটিভিতে ধরা পড়েছে চোরেদের কার্যকলাপ।
Behar

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার , ৮ডিসেম্বর:পুন্ডিবাড়ির পর এবার কোচবিহারের বাবুরহাটে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ.....

অগ্ৰহায়ণে অকাল বৃষ্টির ফলে মাথায় হাত আলু চাষীদের। বৃষ্টির ফলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।তবে পুরাতন মালদা ব্লকের ভাবুক এব...
08/12/2023

অগ্ৰহায়ণে অকাল বৃষ্টির ফলে মাথায় হাত আলু চাষীদের। বৃষ্টির ফলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে পুরাতন মালদা ব্লকের ভাবুক এবং মহিষবাথানি এই দুটি অঞ্চলে কয়েক হাজার হেক্টর জমিতে আলু উৎপাদন হয়ে থাকে।

এই মুহূর্তে ধান জমি থেকে তোলার কাজ শেষ হয়েছে,আলুর বীজ বপন করার সময়, তবে অকাল বৃষ্টির ফলে ঘুম কেড়েছে কৃষকদের।

মাথায় হাত, কারণ ব্যাংক থেকে কৃষি লোন নিয়ে বিঘার পর বিঘা জমিতে আলু চাষ করেছেন পুরাতন মালদার আলু চাষীরা।

অকাল বৃষ্টির ফলে অধিকাংশ আলুর বীজ মাটিতে পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় কুরে কুরে খাচ্ছে কৃষকদের মনে।

যদিও কৃষকদের একাংশের দাবী, এখনো পর্যন্ত কৃষি দপ্তর বা প্রশাসন থেকে কেউ আসেননি।

কারণ ব্যাংক থেকে লোন নিয়ে আলু চাষ করেছি আর এখন যদি পৌঁছে নষ্ট হয়ে যায় তাহলে লোন শোধ করব কিভাবে। আমাদের সরকারের কাছে আর্জি ব্যাংকের লোন যেন মুকুব করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা , ৮ডিসেম্বর:অগ্ৰহায়ণে অকাল বৃষ্টির ফলে মাথায় হাত মালদার আলু চাষীদের।টানা একদিনের হালক....

প্যারেড গ্ৰাউণ্ডে হ্যালিপাডে শুক্রবার পরীক্ষামূলক ভাবে হেলিকপ্টার নামানো হলো। আগামী ৯ই ডিসেম্বর আলিপুরদুয়ার জেলায় আসছে ম...
08/12/2023

প্যারেড গ্ৰাউণ্ডে হ্যালিপাডে শুক্রবার পরীক্ষামূলক ভাবে হেলিকপ্টার নামানো হলো। আগামী ৯ই ডিসেম্বর আলিপুরদুয়ার জেলায় আসছে মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর বাগডোগড়া থেকে হাসিমারা বায়ুসেনা বিমান ঘাটিতে বিশেষ বিমানে করে আসবেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্ৰাউণ্ডে হেলিকপ্টারে আসবেন মুখ্যমন্ত্রী।

এবং আলিপুরদুয়ার সার্কিট হাউসে থাকবেন তিনি এবং ১০ই ডিসেম্বর আলিপুরদুয়ার প্যারেড গ্ৰাউণ্ডে আয়োজিত

সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এদিন পরীক্ষামূলক ভাবে হেলিকপ্টার প্যারেড গ্ৰাউণ্ডে হ্যালিপাডে নামানো হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার , ৮ডিসেম্বর:প্যারেড গ্ৰাউণ্ডে হ্যালিপাডে শুক্রবার পরীক্ষামূলক ভাবে হেলিকপ্টার ন....

খাবারের গুনগতমান যাচাই করতে বিভিন্ন হোটেল ও দোকানে হানা বিডিও প্রশান্ত বর্মনের।বুধবার পঞ্চায়েত অফিসের পর আজ রাজগঞ্জের বে...
07/12/2023

খাবারের গুনগতমান যাচাই করতে বিভিন্ন হোটেল ও দোকানে হানা বিডিও প্রশান্ত বর্মনের।

বুধবার পঞ্চায়েত অফিসের পর আজ রাজগঞ্জের বেলাকোবা বাজার ও বটতলা মোড়ের বিভিন্ন হোটেল, ফাস্টফুডের দোকান ও মিষ্টির দোকানে হানা দেন তিনি।বেশকয়েকটি দোকানের ফ্রিজে পচা দুর্গন্ধ ছড়ানো খাবার দেখতে পান।

ধমক দিয়ে হোটেল কর্মীদের সেই খাবার ফেলে দিতে দেখা যায় বিডিওকে।এর পাশাপাশি বেলাকোবা কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারের মান যাচাই করেন তিনি।

এই বিষয়ে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বলেন, আমরা মাঝে মধ্যেই সংবাদমাধ্যমে জানতে পারি যে বিভিন্ন জায়গায় বাসী খাবার খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন।

তাই আজ বেলাকোবার বিভিন্ন মিষ্টির দোকান, হোটেল সহ ফাস্টফুডের দোকানে অভিযান চালালাম।

সেই অভিযানে দেখা গেল যে কয়েকদিনের বাসী খাবার ফ্রিজে রাখা রয়েছে। সেই পঁচা খাবারগুলি হোটেলের কর্মীদের দিয়ে ফেলে দেওয়া হল।

আগামীতে কেউ পচা, নষ্ট খাবার গ্রাহকদের খাওয়ালে দোকানদারদের বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি যতদিন রাজগঞ্জের বিডিও হিসেবে আছি এভাবেই অভিযান চলতে থাকবে।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি , ৭ডিসেম্বর:খাবারের গুনগতমান যাচাই করতে বিভিন্ন হোটেল ও দোকানে হানা রাজগঞ্জের বিডি....

বিশ্ববাংলা শিল্পী হাটে আয়োজিত হলো উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন।রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণান দিবেদির উপস্থিতিতে এই সম্মেল...
07/12/2023

বিশ্ববাংলা শিল্পী হাটে আয়োজিত হলো উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন।রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণান দিবেদির উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা যায় এই সম্মেলনে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে। এইসব প্রস্তাবের ওপর আগামী ১ থেকে ২ বছরের মধ্যেই বেশিরভাগ কাজ হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব।

উত্তরবঙ্গের আটটি জেলা থেকে ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং উদ্যোগপতিরা এই সম্মেলনে উপস্থিত ছিল।

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বাণিজ্য ক্ষেত্রে কি কি কাজ রাজ্য সরকার এই কয়েক বছরে করেছে এবং আগামী কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়।

এরই পাশাপাশি উদ্যোগপতিরা আগামীতে তারা কোন ব্যবসায় কত টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন তার প্রস্তাব রাখেন।

প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগপতিদের সর্বতোভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব।

সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে মুখ্য সচিব বলেন বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে উত্তরবঙ্গে শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং বর্তমানে উত্তরবঙ্গ শিল্প সংস্কৃতি উভয় দিক থেকে অনেক বেশি উন্নত।

আগামীতে যাতে এখানে আরো শিল্পের ক্ষেত্রে উন্নয়ন হয় তার জন্য শরবতভাবে

সহযোগিতা করা হবে, উদ্যোগপ্রতিদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে উত্তরবঙ্গে বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় উন্নয়নের পরিকল্পনার বিষয়ে তিনি জানান।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি , ৭ডিসেম্বর: বিশ্ববাংলা শিল্পী হাটে আয়োজিত হলো উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন।রাজ্যের .....

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন অত্যন্ত মর্যাদার সাথে পালন করলো জলপাইগুড়ি পৌরসভা। এই দিন জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত...
07/12/2023

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন অত্যন্ত মর্যাদার সাথে পালন করলো জলপাইগুড়ি পৌরসভা।

এই দিন জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পার্কে থাকা বাঘা যতীনের পূর্ণ আবয়ব মূর্তিতে মাল্যদান করা হয়।

এদিন বাঘা যতীনের মর্মর মূর্তিতে মাল্যদান করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, তার সাথে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও।

মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করার পর দিনটির তাৎপর্য আলোচনা করেন বিশিষ্টজনেরা।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি , ৭ডিসেম্বর:যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন অত্যন্ত মর্যাদার সাথে পালন করলো জল...

06/12/2023

অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স ডে পালন করা হচ্ছে জলপাইগুড়িতে।

বুধবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভিন, সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা।

যথাযোগ্য মর্যাদার সাথে এই দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করেন জেলা শাসক শামা পারভিন।

এছাড়াও অনুষ্ঠানের মধ্য দিয়ে সিভিল ডিফেন্সের বিভিন্ন সরঞ্জামের‌ প্রদর্শনীর‌ আয়োজন করা হয়।

সারা বছর ধরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় যেসব বিপর্যয় ও দুর্ঘটনা ঘটে সেখানে সিভিল ডিফেন্স কর্মীরা গিয়ে কিভাবে উদ্ধার কাজ করেন তা‌ প্রদর্শনীর‌ মাধ্যমে করে দেখানো‌ হয়।

সভাস্থল পরিদর্শন করলেন জেলাশাসক ও পুলিশ সুপার। আগামী ৯ই ডিসেম্বর আলিপুরদুয়ারে আসছে মুখ্যমন্ত্রী। এবং আগামী ১০ই ডিসেম্বর ...
06/12/2023

সভাস্থল পরিদর্শন করলেন জেলাশাসক ও পুলিশ সুপার। আগামী ৯ই ডিসেম্বর আলিপুরদুয়ারে আসছে মুখ্যমন্ত্রী।

এবং আগামী ১০ই ডিসেম্বর আলিপুরদুয়ার প্যারেড গ্ৰাউন্ডে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই প্যারেড গ্ৰাউন্ড ময়দানে চুড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে। বুধবার প্যারেড গ্ৰাউন্ডে প্রস্তুতি খতিয়ে দেখেন জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ অন্যান্য আধিকারিকরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার , ৬ডিসেম্বর:মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করলেন জেলাশাসক ও পুলিশ সুপার। আগামী ৯.....

সময়মতো দপ্তরে না আসায় বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে শোকজ করলেন।বুধবার সকাল ১০টা ৫মিনিট নাগাদ ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়...
06/12/2023

সময়মতো দপ্তরে না আসায় বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে শোকজ করলেন।

বুধবার সকাল ১০টা ৫মিনিট নাগাদ ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত অফিসে সারপ্রাইজ ভিজিট করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।

কিন্তু সেখানে গিয়ে দেখেন যে অফিসে কেউ নেই।এদিকে কয়েকজন নাগরিক ইতিমধ্যেই পরিষেবা নিতে চলে এসেছেন।

একটু বাদেই কার্যালয়ে পৌঁছান গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম। এদিকে প্রায় সাড়ে ১০ টা বেজে গেলেও অধিকাংশ আধিকারিক বা কর্মচারী অনুপস্থিত ছিলেন।

বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে শোকজ করেন বিডিও।পাশাপাশি সময়মতো দপ্তরে না আসায় বিডিওর কাছে ধমক খেলেন স্বাস্থ্যকর্মী।

বিডিও প্রশান্ত বর্মন বলেন, নাগরিকদের সরকারি পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর রয়েছে। সেখানে পরিষেবা নিতে এসে নাগরিকরা হয়রানি হবেন তা ঠিক নয়।

আমাদের উচিত নাগরিকরা দপ্তরে এসে অপেক্ষায় থাকবেন না, যারা দপ্তরের দায়িত্বে রয়েছেন তারাই অপেক্ষায় থাকবেন কখন নাগরিকদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যায়।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি , ৬ডিসেম্বর:সময়মতো দপ্তরে না আসায় বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে শোকজ করলেন বিডিও...

জলপাইমোড় সংলগ্ন এলাকা উন্নয়নের লক্ষ্যে ওই এলাকা পরিদর্শনে গেলেন শিলিগুড়ি মেয়র । বুধবার সকালে তিনি জলপাইমোড় সংলগ্ন ব...
06/12/2023

জলপাইমোড় সংলগ্ন এলাকা উন্নয়নের লক্ষ্যে ওই এলাকা পরিদর্শনে গেলেন শিলিগুড়ি মেয়র ।

বুধবার সকালে তিনি জলপাইমোড় সংলগ্ন বাজার এলাকা ঘুরে দেখেন। জানা গিয়েছে ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ করা হবে।

তবে মেয়র জানিয়েছেন এই কাজের জন্য কোনো ব্যবসায়ীকে উচ্ছেদ করা হবে না,কিছুটা রাস্তা ছেড়ে দিয়ে ব্যবসায়ীদের পিছিয়ে দিয়ে রাস্তা সংস্কার করা হবে, সেখানে যথেষ্ট জায়গা রয়েছে।

মুখ্যমন্ত্রীর সফরকে নিয়ে সেরকম কোনো মন্তব্য করতে চাননি মেয়র,তবে তিনি বলেছেন শিলিগুড়িতে ১২ তারিখে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান হতে চলেছে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি , ৬ডিসেম্বর:শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন এলাকা উন্নয়নের লক্ষ্যে ওই এলাকা পরিদর্শনে...

পৌরসভার তরফে পুরোনো ও বেআইনি ভাবে লাগানো ব্যানার পোস্টার ছেড়ার কাজ শুরু করা হলো।পৌরসভা সূত্রে খবর, সাধারণ মানুষের বারবা...
05/12/2023

পৌরসভার তরফে পুরোনো ও বেআইনি ভাবে লাগানো ব্যানার পোস্টার ছেড়ার কাজ শুরু করা হলো।

পৌরসভা সূত্রে খবর, সাধারণ মানুষের বারবার দৃশ্য দূষণ হচ্ছে শহরে এই ব্যানার বা পোস্টার লাগানোর ফলে।

তাই সেগুলো যাতে শহরে আর না থাকে তার কথা চিন্তা করে আজ থেকেই সেই ব্যানার পোস্টার গুলো ছেড়ার কাজ শুরু হয়েছে।

ব্যানার পোস্টার গুলোর মধ্যে ছিল শুভেচ্ছা বার্তা, বিভিন্ন স্কুলের বিজ্ঞাপন, খাবারের বিজ্ঞাপন।

পৌরসভার অনুমতি ছাড়া যারা এই সমস্ত ব্যানার পোস্টার লাগিয়েছে শহরের বিভিন্ন জায়গায় সেই সমস্ত ব্যানার পোস্টার ছেড়ার কাজ শুরু করলো পৌরসভা।

আজ থেকে শুরু হয়ে আগামী কয়েক দিন শহরের বিভিন্ন জায়গায় এই ব্যানার পোস্টার ছেড়ার কাজ হবে বলে পৌরসভা সূত্রে খবর।

ইতিমধ্যেই শহরের পোস্ট অফিস মোড়, কদমতলা মোড়, থানা মোড় সহ ইত্যাদি জায়গায় ব্যানার পোস্টার ছেড়ার কাজ শুরু হয়েছে।এইকাজে পৌরসভার অস্থায়ী কর্মীরা নিযুক্ত রয়েছেন।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি , ৫ডিসেম্বর:জলপাইগুড়ি পৌরসভার তরফে এবার পুরোনো ও বেআইনি ভাবে লাগানো ব্যানার পোস্ট....

গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায়  উত্তরবঙ্গের গর্ব ৪১তম উত্তরবঙ্গ বইমে...
05/12/2023

গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় উত্তরবঙ্গের গর্ব ৪১তম উত্তরবঙ্গ বইমেলা শুরু হচ্ছে ৮ই ডিসেম্বর থেকে।

কাঞ্চনজঙ্ঘা ষ্টেডিয়াম মেলা প্রাঙ্গণে ১০ দিন ব্যাপী ঐতিহ্যবাহী এই বইমেলা শেষ হবে ১৭ই ডিসেম্বর।

এবছর কালজয়ী সাহিত্যিক সুকুমার রায়ের অনন্য সৃষ্টি "আবোল তাবোল" প্রকাশের শতবর্ষ চলছে।

আবোল তাবোল সৃষ্টির শতবর্ষে এবারের বইমেলার থিম "আবোল তাবোল"। এবারের বইমেলার সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হয়েছে "আবোল তাবোল মঞ্চ"।

এবছর Oxford, Penguin, Harper Collins, আনন্দ পাবলিশার্স, মিত্র ও ঘোষ, দে'জ পাবলিশিং, দেব সাহিত্য কুটির, দীপ প্রকাশন ও শৈব্যা প্রকাশন সহ বেশ কিছু নামী প্রকাশক বইমেলায় অংশগ্রহণ করছে।

এছাড়াও বাংলা, ইংরাজী এবং হিন্দী মিলিয়ে কমপক্ষে ৭৫টি ষ্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করছে।

৯ই ডিসেম্বর শনিবার বেলা ৩টায় বাঘাযতীন পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হবে।

৪১তম উত্তরবঙ্গ বইমেলার "আনুষ্ঠানিক শুভ উদ্বোধন" ১০ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন শিলিগুড়ির মাননীয় মহানাগরিক শ্রী গৌতম দেব মহাশয়।

আবোল তাবোল সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন বিকাল ৪টা থেকে থাকছে আলোচনা সভা এবং সন্ধ্যায় বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি , ৫ডিসেম্বর:গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব...

সেরকম এক দেশি গদা লাউ চাষীর সন্ধান পাওয়া গেল জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া এলাকায়।সেখানকার চাষী বিপুল সরকার নিজ...
05/12/2023

সেরকম এক দেশি গদা লাউ চাষীর সন্ধান পাওয়া গেল জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া এলাকায়।

সেখানকার চাষী বিপুল সরকার নিজস্ব অল্পবিস্তর জমিতে গদা লাউ চাষ করেছেন। এবং এই লাউ চাষ করে তিনি অনেকটাই অর্থ উপার্জন করতে পারছেন।

চাষী বিপুল বাবু জানান শীতের শুরুতেই এই লাউ চাষ করে তিনি খুব ভালো ফলন পাচ্ছেন। এবং বাজারেও ন্যায্য দাম রয়েছে।

যার কারণে তিনি লাউ বিক্রি করে অনেকটাই অর্থ উপার্জন করতে পারছেন। বিপুল বাবু আরো বলেন লাউ চাষ এর পাশাপাশি আগামী দিনে তিনি অন্যান্য সবুজ শাকসবজি চাষ করবেন।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি , ৫ডিসেম্বর:শীতকালীন দেশি গদা লাউ চাষ করে যথেষ্ট লাভবান চাষিরা।সেরকম এক দেশি গদা লা.....

শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত হলো কালচারাল কমিটির বৈঠক।এদিন পুরনিগমের আধিকারিকদের নিয়ে কালচারাল কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয...
04/12/2023

শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত হলো কালচারাল কমিটির বৈঠক।এদিন পুরনিগমের আধিকারিকদের নিয়ে কালচারাল কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মেয়র জানান আগামীতে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতবার্ষিকী

জন্মজয়ন্তী এবং ঋত্বিক ঘটক, মৃণাল সেন প্রমুখ মহান ব্যক্তিদের জন্মজয়ন্তী উদযাপন করা হবে সেই লক্ষ্যেই এদিনের এই বৈঠক।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি , ৪ডিসেম্বর:শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত হলো কালচারাল কমিটির বৈঠক।এদিন পুরনিগমের আধি.....

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের উন্নয়নের দাবিতে ১৫ দফা দাবিতে স্মারকলিপি দিল বঙ্গীয় প্রতিবন্ধী কল্...
04/12/2023

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের উন্নয়নের দাবিতে ১৫ দফা দাবিতে স্মারকলিপি দিল বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিত।

২০১৬ সালে সংসদের গৃহীত সমান সুযোগ ও সমান অধিকার আইন মোতাবেক শারীরিক প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক পুনর্বাসন দেওয়ার দাবিতে এবং প্রত্যেক ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের ৫ শতাংশ হারে সুযোগ-সুবিধা দেওয়ার দাবিতে তাদের এই ডেপুটেশন।

তাদের দাবি দীর্ঘদিন ধরে আন্দোলন করে গেলেও শারীরিক প্রতিবন্ধীরা এই বিষয়ে অবহেলিত ও বঞ্চিত।

তাই শারীরিক প্রতিবন্ধীদের এই ১৫ দফা দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন এবং অনশনে বসার হুমকি দিলেন।
Behar

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার , ৪ডিসেম্বর:বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের উন্নয়নের দাবিতে ১৫...

জোড়া সাফল্য পেল  দুই খেলোয়াড় জলপাইগুড়ির তোড়লপাড়া নেতাজী বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র তীরন্দাজি প্রতিযোগিতায় ...
04/12/2023

জোড়া সাফল্য পেল দুই খেলোয়াড় জলপাইগুড়ির তোড়লপাড়া নেতাজী বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র তীরন্দাজি প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজ্য স্তরে সোনা এবং জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

এই দুই কৃতী ছাত্রকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হলো বিদ্যালয়ের পক্ষ থেকে।কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ৬৭ তম ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস আর্চারি প্রতিযোগিতায় সোনা জয় করেছে জিৎ বর্মন।

অন্য এক কৃতী ছাত্র ধনঞ্জয় রায় জাতীয় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় আয়োজিত ২৯ তম এনটিপিসি সিনিয়র ইন্ডিয়ান রাউন্ড ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের মিক্স ডাবলস বিভাগে ব্রোঞ্জ পেয়েছে সে।

তাদের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। প্রত্যন্ত গ্রামের এই দুই কৃতী ছাত্র দারিদ্রতার সঙ্গে লড়াই করে এই সাফল্য অর্জন করেছে বলে জানান শিক্ষকরা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিদ্যালয়ের অন্যান্য সদস্য সহ প্রধান শিক্ষক।আগামীদিনে তাদের আরও বড় প্রতিযোগিতায় সাফল্য কামনা করেন তারা।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি , ৪ডিসেম্বর:রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য পেল জলপাইগুড়ির দুই খেলোয়াড়।জ.....

03/12/2023

রাসমেলায় ফুটপাত ব্যবসায়ীদের দোকান করতে দেওয়ার দাবী।

কোচবিহার পুরসভা পরিচালিত কোচবিহার রাসমেলায় রাস্তার মধ্যে দোকান নিয়ে বসা ব্যবসায়ীদের উচ্ছেদ করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে পথ অবরোধ করলো ব্যবসায়ীরা।

অভিযোগ রাসমেলায় আগত ছোট ব্যবসায়ীরা প্রতিবছর রাস মেলার রাস্তায় বসে ব্যবসা করে।পৌরসভার থেকে তাদের কাছ থেকে দৈনিক ৩০ টাকা করে নেওয়া হয়।

টাকা নেওয়ার পরে ও তাদের উচ্ছেদ করে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে এবং এই ঘটনার সমাধানের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছোট ব্যবসায়ীরা।

তাদের দাবি নির্দিষ্ট টাইম রেখে দেওয়া হোক যাতে তারা ব্যবসা করতে পারে।

দূর দূরান্ত থেকে তারা ব্যবসা করতে এসেছে। বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে তারা দোকানের মাল করেছে।

ব্যবসা করতে না পারলে তারা বিপদে পড়বে। তাদের অভিযোগ গত দুই বছর ধরে পৌরসভা এই ধরনের কাজ করছে।

ব্যবসায়ীদের উচ্ছেদ করে দেওয়ায় সমস্যায় পড়েছে ওই ব্যবসায়ীরা।

03/12/2023

শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন।

প্রতিবন্ধীদের সন্মান জানাতে ১৯৯২ সালের ৩রা ডিসেম্বর চালু হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস।

তারপর থেকেই এই দিনটিতে বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠনের পক্ষ থেকে নানান কর্মসূচি গ্রহন করা হয়।

রবিবার এই দিনটি উপলক্ষে নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপ রিহ্যাবিলিটেশন সোসাইটির পক্ষ থেকে শিলিগুড়িতে একটি শোভাযাত্রা বের করা হয়।

এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

মিছিলে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।

রাজ্যে প্রথম  মাদারিহাটের মেয়ে কঙ্কনা রায়। ব্লক থেকে জেলা।জেলা পেরিয়ে পৌঁছে গেল রাজধানী কলকাতায়।কলকাতায় গত ২৯ এবং ৩০শে ন...
02/12/2023

রাজ্যে প্রথম মাদারিহাটের মেয়ে কঙ্কনা রায়। ব্লক থেকে জেলা।জেলা পেরিয়ে পৌঁছে গেল রাজধানী কলকাতায়।

কলকাতায় গত ২৯ এবং ৩০শে নভেম্বর অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আয়োজিত কলা উৎসবে ক্লাসিক্যাল নৃত্য বিভাগে প্রথম স্থান অধিকার করলো আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের রাংগালিবাজনা পশ্চিম খয়েরবাড়ি গ্রামের কঙ্কনা রায়।

সংশ্লিষ্ট বিভাগে সারা রাজ্যের মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।সকলকে পেছনে ফেলে গ্রামের মেয়ে কঙ্কনা প্রথম স্থান অধিকার করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ পেলেন।কঙ্কনা বীরপাড়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী।

মা শিখা রায় একজন শিক্ষিকা।বাবা চঞ্চল রায় একজন ব্যবসায়ী।ছোট থেকেই নাচ গানের প্রতি বিশেষ আগ্রহ ছিল কঙ্কনার।

কঙ্কনা রায় জানান,রাজ্য স্তরের পর জাতীয় স্তরে ফের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।পরীক্ষার পর ফের নাচের তালিম শুরু করবো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার , ২ডিসেম্বর:রাজ্যে প্রথম মাদারিহাটের মেয়ে কঙ্কনা রায়। ব্লক থেকে জেলা।জেলা পেরিয়ে ....

বিধানসভায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অবমাননা করার বিরোধিতা করে শিলিগুড়িতে অবস্থান-বিক্ষোভে সামিল হলো । শনিবার দুপুর...
02/12/2023

বিধানসভায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অবমাননা করার বিরোধিতা করে শিলিগুড়িতে অবস্থান-বিক্ষোভে সামিল হলো ।

শনিবার দুপুরে শিলিগুড়ির হাশমি চকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী, মুখপাত্র বেদব্রত দত্ত সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।

জানাযায়, এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে এদিন অবস্থান বিক্ষোভে শামিল হয়েছে তৃণমূল কংগ্রেস।

তারই অঙ্গ হিসেবে শিলিগুড়িতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এই বিক্ষোভ থেকে বিজেপির বিরুদ্ধে নিন্দা এবং ধিক্কার জানায় তৃণমূল নেতা কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি , ২ডিসেম্বর:রাজ্য বিধানসভায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অবমাননা করার বিরোধিতা কর...

ঘাঁটি তৈরি করে জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ছোট ছোট টার্কি মুরগির শাবক বিক্রি ।কয়েকটি বড় টার্কিও রয়েছে তাঁর সঙ্...
02/12/2023

ঘাঁটি তৈরি করে জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ছোট ছোট টার্কি মুরগির শাবক বিক্রি ।

কয়েকটি বড় টার্কিও রয়েছে তাঁর সঙ্গে।কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকা সহ বারাসাত, মধ্যমগ্রাম,বর্ধমান ও আসানসোল এলাকায় ব্যাপকহারে চাষ হয় টার্কি মুরগির।

সাবিক জানান, ওইসব এলাকা থেকেই আমেরিকান টার্কি কিনে ব্যবসা শুরু করেছেন।

তিনটি টার্কির শাবক বিক্রি করছেন দুশো টাকায়। দু-চারটে করে অনেকেই কেনেন তাঁর কাছ থেকে।

এই শাবকগুলো ছয় থেকে সাত মাসের মধ্যেই দুই থেকে আড়াই কেজি ওজনের হয়ে যায় বলে জানান।

টার্কি চাষ করে অনেক বেকারদের স্বনির্ভর হওয়ার রাস্তাও দেখাচ্ছেন সাবিক। বলেন, আমেরিকান টার্কি মুরগির চাষ বরাবরই বেশ লাভজনক। ঠিকমতো লালন পালন করলে টার্কি চাষ করেও স্বনির্ভর হওয়া রায়।

সাবিক জানান, জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর, খড়িয়া ও বাংলাদেশ সীমান্তের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এলাকায় বেশ চাহিদা রয়েছে টার্কি মুরগির।

টার্কি মুরগির ছোট ছোট ছানাগুলোকে স্বযত্নে লালন পালন করতে পারলে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তারা।টার্কির মাংসের বেশ চাহিদা রয়েছে বাজারে।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি , ২ডিসেম্বর:উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি ফেরি করছেন কলকাত.....

01/12/2023

কখনোই সময়মতো স্কুলে আসেন না শিক্ষিকারা ক্ষোভ প্রকাশ অভিভাবকদের জলপাইগুড়ি শিশুশিক্ষা কেন্দ্রের ঘটনা নিত্যদিনের‌।

প্রতিদিন‌ই তারা নির্দিষ্ট সময় থেকে অন্তত এক ঘন্টা দেরি করে স্কুলে আসেন বলে অভিযোগ।

জলপাইগুড়ি সদর‌ ব্লকের বারপাটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন সর্দারপাড়া‌ শিশুশিক্ষা কেন্দ্রের এই ঘটনা নিত্যদিনের‌।

শিক্ষিকারা দেরি করে স্কুলে আসায় ঠিকমতো পড়াশোনা হচ্ছে না বলে অভিযোগ। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দা ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। দেরি করে আসায় বিদ্যালয়ের এক শিক্ষিকা‌কে ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষিকা‌রা কখনো‌ই সময়মতো স্কুলে আসেন না। শিক্ষিকা‌রা স্কুলে দেরিতে আসেন বলে প্রেয়ার লাইন হয় না।

এমনই নানা অভিযোগ রয়েছে অভিভাবকদের। ছাত্র ছাত্রীদের সুরক্ষার‌ জন্য বড় রাস্তার পাশের এই‌ স্কুলের‌ চারদিকে দেওয়াল‌ দেওয়ার দাবি রয়েছে অভিভাবকদের।

তৃণমূলের এসটি, এসসি, ওবিসি সেলের‌ জেলা সভাপতি কৃষ্ণ‌ দাস বলেন, তিনি নিজেও জানতে পেরেছেন স্কুলের শিক্ষিকারা সময়মতো স্কুলে আসেন না। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ রয়েছে।

এর ফলে পড়াশোনা‌ও ঠিকমতো হচ্ছে না এখানে। এমনটা‌ চলতে থাকলে সরকারি বিদ্যালয়ে পড়ুয়া‌দের সংখ্যা‌ কমতে থাকবে বলে আশঙ্কা করেন তিনি।

তাই শিক্ষিকাদের সময়মতো স্কুলে‌ আসা উচিত বলে মনে করেন তিনি।এই ঘটনা প্রসঙ্গে বিপ্লব কোনার অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর এডুকেশন, জলপাইগুড়ি জেলা পরিষদ জানান স্কুলে দেরি করে আসার অভিযোগ।

খতিয়ে দেখা হবে, শিশু শিক্ষা কেন্দ্রের সীমানা প্রাচীরের বিষয়টি স্থানীয় প্রধান ও পঞ্চায়েতের সঙ্গে কথা বলা সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

প্রশাসনের উদ্যোগে  আলিপুরদুয়ার  পৌরসভা হলে পঞ্চায়েত  সদস্যদের প্রশিক্ষণ শিবির শুরু হলো। মূলত জেলার ৬৪ টি গ্রাম পঞ্চায়...
01/12/2023

প্রশাসনের উদ্যোগে আলিপুরদুয়ার পৌরসভা হলে পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ শিবির শুরু হলো।

মূলত জেলার ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের গ্রাম পঞ্চায়েতের পরিকাঠামো ও পরিষেবা সম্পর্কে তাদের অবগত করাতে এই প্রশিক্ষণ শিবির।

প্রশাসনের উদ্যোগে ৩ দিন ধরে এই প্রশিক্ষণ শিবির চলবে আলিপুরদুয়ার পৌরসভা হলে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার , ১ডিসেম্বর:আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে আলিপুরদুয়ার পৌরসভা হলে নবনির্বা....

দীর্ঘ কয়েকবছর ধরে জল কষ্টে ভুগছে  ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কাউন্সিলার কে জানিয়ে হয়নি কোনো লাভ। জলের দাবিতে বিক্...
01/12/2023

দীর্ঘ কয়েকবছর ধরে জল কষ্টে ভুগছে ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কাউন্সিলার কে জানিয়ে হয়নি কোনো লাভ।

জলের দাবিতে বিক্ষোভে সামিল হলো এলাকার বেশ কিছু বাসিন্দা। বাসিন্দাদের অভিযোগ, মল্লিকপাড়া গ্রামীণ এলাকা থেকে শহর এলাকায় রূপান্তরিত হয়েছে।

কিন্তু জলের যে সমস্যা তা রয়ে গিয়েছে। জাতীয় সড়ক দিয়ে সোমপাড়া এলাকায় গিয়ে জল আনতে হয়।

এলাকাবাসীরা জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরে তাদের জলের সমস্যা রয়েছে এ কথা কাউন্সিলর জানেন।

অথচ তিনি কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। আমাদের এলাকায় পাইপলাইন পাতা হয়নি। বাধ্য হয়ে প্রায় এক কিমি দূরে জাতীয় সড়ক পার হয়ে জল নিয়ে আসতে হচ্ছে অন্য এলাকা থেকে।

সেখানে গিয়ে লম্বা লাইন দিতে হচ্ছে। ওই এলাকার লোকজনদের সাথে ঝামেলা লাগছে জল নিয়ে।

যাদের অর্থ রয়েছে তারা কিন্তু জল কিনে খাচ্ছে। আর যাদের অর্থ নেই তারা কুয়োর জল খাচ্ছে। সে কারণে পেটের সমস্যা বাড়ছে।

আগামীতে এই সমস্যার নিষ্পত্তি না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা।১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয় দাসের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি , ১ডিসেম্বর:দীর্ঘ কয়েকবছর ধরে জল কষ্টে ভুগছে ময়নাগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে....

শান্তিনগরে ফের অবৈধ নির্মান ভাঙলো পুরনিগম।সেখানে একটি বাড়িতে অবৈধ নির্মান ভাঙা হয়।অভিযোগ, ওই বাড়ির মধ্যে অবৈধভাবে বেশকিছ...
01/12/2023

শান্তিনগরে ফের অবৈধ নির্মান ভাঙলো পুরনিগম।সেখানে একটি বাড়িতে অবৈধ নির্মান ভাঙা হয়।

অভিযোগ, ওই বাড়ির মধ্যে অবৈধভাবে বেশকিছু নির্মান করা হয়েছিল।বাড়িটি অনুষ্ঠানের জন্য ভবন হিসেবেও ব্যবহার করা হচ্ছিল।

তারপরেই বাড়ির মালিককে পুরনিগমের তরফে বেশ কয়েকবার নোটিশও করা হয়।এরপরও অবৈধ নির্মান না ভাঙায় শুক্রবার পুলিশের উপস্থিতিতে অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু করে শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা।

সামনের অংশ যেমন ভাঙা হয়েছে পাশাপাশি ওপরে থাকা অবৈধ নির্মানও ভেঙে দেওয়া হয়েছে।এদিন সকাল থেকেই এলাকায় আশিঘর ফাঁড়ির পুলিশ মোতায়ন রয়েছে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি , ১ডিসেম্বর: শান্তিনগরে ফের অবৈধ নির্মান ভাঙলো পুরনিগম।সেখানে একটি বাড়িতে অবৈধ নির্ম....

30/11/2023

বঞ্চনার বিরুদ্ধে শিলিগুড়িতে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করলো তৃণমূল নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল।

বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এই বিক্ষোভ প্রতিবাদ পদযাত্রাটি করা হয়।

বিক্ষোভ প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র বিরোধিতা করার পাশাপাশি নাগরিকত্ব নাম করে CAA যে আইন পাস করা হয়েছে তা আসলে মতুয়া সমাজকে ধোকা দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

সচেতনতা বাড়াতে  মাঠে নামলেন রঘুবংশী। ছাত্রছাত্রীদের সঙ্গে মাঠে নামেন এবং শরীর চর্চা করেন। এদিন জেলা পুলিশ সুপার বলেন, এর...
30/11/2023

সচেতনতা বাড়াতে মাঠে নামলেন রঘুবংশী। ছাত্রছাত্রীদের সঙ্গে মাঠে নামেন এবং শরীর চর্চা করেন।

এদিন জেলা পুলিশ সুপার বলেন, এর আগেই জেলা পুলিশের পক্ষ থেকে ঘোষণা করে ছিলাম পুলিশের শীর্ষকর্তারা বিভিন্ন মাঠে যাবেন।

সেই মতো আজ আমরা জটেশ্বরে মাঠে এসেছি।তিনি বলেন, মাঠের প্রতি ছেলেমেয়েদের আগ্রহ বাড়াতে পারলে তারা নেশার বস্তু থেকে দূরে থাকবে।

তিনি আরো বলেন, যারা মাদক দ্রব্য ব্যবহার করেন তাদের সংখ্যা কমিয়ে আনতে হবে।আমরা সচেতন হলে তা অবশ্যই কমে যাবে।

যুব সমাজ মাঠমুখী হলে তাদের ভুল পথে যাবার প্রবণতা কমে যাবে। এদিন উপস্থিত ছিলেন, ফালাকাটা থানার আই সি সমিত তালুকদার, ছিলেন জটেশ্বর ফাঁড়ির ওসি অমিত শর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিক গন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার , ৩০নভেম্বর:মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার সকালে জটেশ্বরে উচ্চ বিদ্য...

Address


Alerts

Be the first to know and let us send you an email when TOP News TODAY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TOP News TODAY:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share