Banganur Patrika

  • Home
  • Banganur Patrika

Banganur Patrika News

এই সা### দের ধর্মীয় নেতা মনে করেন ?কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং যৌথ সংসদীয় কমিটির চেয়ারপার্সন...
01/09/2024

এই সা### দের ধর্মীয় নেতা মনে করেন ?

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং যৌথ সংসদীয় কমিটির চেয়ারপার্সন জগদম্বিকা পালের সঙ্গে সাক্ষাৎ করে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ এর প্রতি সমর্থন জানালেন মুসলিম ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ নাসিরুদ্দিন চিশতি।
ওয়াকফ বোর্ড সারা দেশে মুসলিমদের জন্য সমস্যা তৈরি করছে বলে প্রতিনিধি দলটি কিরেন রিজিজু এবং জগদম্বিকা পালকে অবহিত করেন।যৌথ সংসদীয় কমিটির ওপর পূর্ন আস্থা রেখে তাঁরা বলেন, এই সমস্যার নিরসনে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে তাঁরা আশাবাদী।ওয়াকফ বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা আনার ওপর গুরুত্ব দিয়ে প্রতিনিধি দলটি, মসজিদ সংক্রান্ত বিষয়গুলির সুষ্ঠু পরিচালনায় একটি পৃথক 'দরগাহ বোর্ড' গঠনেরও দাবি জানায়।

05/08/2024

গণভবন দখল জনতার জ্বলছে বাংলাদেশ, পদত্যাগ হাসিনার, ভারতের আগরতলার উদ্দেশে রওনা মুজিবকন্যার!

21/07/2024

ভোট এলেই বিজেপির নারীশক্তির কথা মনে পড়ে, ভোট চলে গেলে তারা ভুলে যায়: রাজ্য়ের সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর

21/07/2024

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বার্তা দিয়ে তাঁর দাবি: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম

21/07/2024

Banganur: 24 মঞ্চ থেকে 26 উত্তরে জোড়াফুল ফোটানোর ডাক দিলেন তিনি: সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

21/07/2024

Banganur: ২১ জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস তুলে ধরছেন, সুব্রত বক্সি

কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিলকোটা পুনর্বহাল করে দেয়া হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল হয়েছে।কোটা নিয়ে হাইকোর্টের রায় বা...
21/07/2024

কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল

কোটা পুনর্বহাল করে দেয়া হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল হয়েছে।
কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল. সরকারের লিভ টু আপিলের শুনানি শেষে রোববার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। কোটা পুর্নবহালের হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে, এখন থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। আর পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, এক শতাংশ প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে। তবে সরকার চাইলে এই কোটার হার কমবেশি করতে পারবেন। সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
এরআগে, সকাল সোয়া ১০টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে শুনানি শুরু করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। শুনানিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্ববিরোধিতা রয়েছে জানিয়ে রায়টি বাতিলের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ এম আমিন উদ্দিন। কোটার মতো সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও শুনানিতে উল্লেখ করেছেন তিনি।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয়ার জন্য পাঁচজন আইনজীবীকে অনুমতি দেন আদালত। সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেয়া নয়জন আইনজীবীর মধ্যে আটজনই হাইকোর্টের আদেশ বাতিল করার পক্ষে মত দেন। একজন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মতামত দেন।
আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটাপদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করে সরকার। তখন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ছিল ৩০ শতাংশ। এছাড়া ১০ শতাংশ নারী, ১০ শতাংশ জেলা, ৫ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং ১ শতাংশ প্রতিবন্ধী কোটা ছিল। সব মিলিয়ে ৫৬ শতাংশ।

কোটা বাতিল করে সরকারের পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান অহিদুল ইসলামসহ সাতজন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২১ সালের ৬ ডিসেম্বর রুল দেন হাইকোর্ট। চূড়ান্ত শুনানি শেষে গত ৫ জুন রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে ৪ জুলাই। রিট আবেদনকারীপক্ষ সময় চেয়ে আরজি জানালে সেদিন আপিল বিভাগ শুনানি পিছিয়ে দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়। এ অবস্থায় কোটা পুনর্বহালসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গত ৯ জুলাই আবেদন করেন দুই শিক্ষার্থী।

দুই শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য ১০ জুলাই আপিল বিভাগে ওঠে। শুনানি শেষে সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন আপিল বিভাগ। কিছু পর্যবেক্ষণ, নির্দেশনাসহ এ আদেশ দেয়া হয়। এই স্থিতাবস্থা চার সপ্তাহের জন্য উল্লেখ করে আপিল বিভাগ আগামী ৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন। পরবর্তীতে ২১ জুলাই শুনানির তারিখ ধার্য করেন আদালত।

21/07/2024

‘গাছাড়া মনোভাব দেখালেই শাস্তি’, ছাব্বিশের লক্ষ্যে নিচুতলার নেতাদের হুঁশিয়ারি অভিষেকের

21/07/2024

সভাস্থলে অভিষেক, মহাসমাবেশে যোগ দিতে কলকাতায় অখিলেশ

21/07/2024

২১ জুলাই LIVE UPDATE: ‘বাংলা বিরোধীদের সামনে মাথা নত নয়’, সভা শুরুর আগে বার্তা অভিষেকের

2024  লোকসভা নির্বাচনের এই রেজাল্টে এই তিন জনের অবদান অনস্বীকার্য।
04/06/2024

2024 লোকসভা নির্বাচনের এই রেজাল্টে এই তিন জনের অবদান অনস্বীকার্য।

সারা ভারতবর্ষে ছাত্রদের নিয়ে একটি আন্তর্জাতিক মানের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় মহারাষ্ট। সেই প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান "ন...
08/05/2024

সারা ভারতবর্ষে ছাত্রদের নিয়ে একটি আন্তর্জাতিক মানের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় মহারাষ্ট। সেই প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান "ন্যাশনাল মোসাবাকা" কেরালা, তামিলনাড়ু, কর্নটক, মহারাষ্ট পশ্চিমবঙ্গ সহ মোট ১৪ টি রাজ্যের ছাত্ররা এই প্রতিযোগীতায় উপস্থিত ছিলো। সমস্থ রাজ্যকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গের। দেশের ১৪ টি রাজ্যের সাথে লড়াই পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করলেন হাদিয়া মোরাল স্কুল পশ্চিমবঙ্গ। সমস্তা কেরলা জামিয়াতুল মুয়াল্লিমিন এর আয়োজিত মহারাষ্ট্র, ভিভেণ্ডী জাতীয় কম্পিটিশনে দ্বিতীয় স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। এই প্রতিযোগিতার সকল প্রতিযোগি সহ শিক্ষক মণ্ডলী, অভিভাবক, ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও হাদিয়ার স্টাফদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। খুব শিগগিরই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ইনশা আল্লাহ।

পশ্চিমবঙ্গের প্রাপ্ত পুরস্কার-
 উর্দু বক্তব্য, প্রথম পুরস্কার।
 হিফজ ছোট, প্রথম পুরস্কার।
 হিফজ বড়, প্রথম পুরস্কার।
 এরাবিক নায়াত, প্রথম পুরস্কার।
 আজান ছোট, দ্বিতীয় পুরস্কার।
 আজান বড়, দ্বিতীয় পুরস্কার।
 এরাবিক গ্রুপ নাত, দ্বিতীয় পুরস্কার।
 নাজরা কোরআন তেলাওয়াত ছোট, দ্বিতীয় পুরস্কার।
 আরবি নাত, তৃতীয় পুরস্কার।
 নাজরা কোরআন তেলাওয়াত বড়, তৃতীয় পুরস্কার।
 ইংরেজি বক্তব্য, তৃতীয় পুরস্কার।

আজ প্রতিযোগীদের হাড়োয়া রোড স্টেশনে তাদের রিসিভ করতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সাধারন সম্পাদক মুফতী আব্দুল মাতিন সাহেব, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারন সম্পাদক মাওলানা কামারুজ্জামান সাহেব, মাওলানা মনসুর হুদাবী সহ হাদিয়া মোরাল স্কুলের শিক্ষক, পরিচালক মন্ডলী।

অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত পরিচালিত কেরালা মডলে ইসলামী স্কুলের ছাত্ররা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। সাির্বক ফলাফল কেরালা প্রথম, পশ্চিমবঙ্গ দ্বিতীয় হয়েছে। কেরালা মডেল ইসলামী স্কুল শাফী মাজহাবের, ফুরফুরা বিরোধী, এই স্টাম্প গুলো খুব সহযেই আমাদের গায়ে লাগিয়ে দিয়ে থাকেন। আপনারা কখনও পশ্চিমবঙ্গে দেখেছেন খারেজী মাদ্রাসার ছাত্ররা এই ধরনের সর্ব ভারতীয় প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছে? যদি কেউ অংশ গ্রহন করে থাকে সেটি তার পরিবার বা নিজের যোগ্যতায় অংশ গ্রহন করেছে। কোন প্রতিষ্ঠান এই ধরনের কাজ নিজ দায়িত্বে করেছে আমার কাছে এমন কোন তথ্য নেই। যে সমস্থ ছাত্ররা অংশ গ্রহন করেছে তারা সকলেই সব বিভাগে ভালো ফলাফল তো করতে পারিনি এটা ঠিক। কিন্তু একটি বিষয় ভালো করে ভাবুন যারা অংশ গ্রহন করেছে তাদের বয়স (08 বছর থেকে 12 বছর।) তারা এই বয়সে গত বছর আসাম, এবছর মহারাষ্ট এই ভাবে প্রতি বছর বিভিন্ন রাজ্যের প্রতিযোগীতায় অশং গ্রহন করে। এই বাচ্ছা গুলো আগামি দিনে আরও বেশি এগিয়ে যাবে ইনশাল্লাহ।

সাহেব-দিল্লি পর্যন্ত যাওয়ার পয়সা নেই, দয়া করে ডাকযোগে পুরস্কার পাঠিয়ে দিন!  াগ, যার নামের আগে কখনও শ্রী লাগেনি, খান তি...
02/04/2024

সাহেব-দিল্লি পর্যন্ত যাওয়ার পয়সা নেই, দয়া করে ডাকযোগে পুরস্কার পাঠিয়ে দিন! াগ, যার নামের আগে কখনও শ্রী লাগেনি, খান তিনেক জামা, একটি ছেঁড়া রাবার চপ্পল, একটা অ-খিলানযুক্ত চশমা এবং ৭৩২ টাকার জমা মূলধনের মালিক.....আজ পদ্মশ্রী ঘোষিত। ইনি হলেন পশ্চিম ওড়িশার বাসিন্দা হলধর নাগ।

যিনি কোসলি ভাষার বিখ্যাত কবি। বিশেষ কথা হল, তিনি এ পর্যন্ত যতগুলো কবিতা ও ২০টি মহাকাব্য রচনা করেছেন, তার সবগুলোই তার জিহ্বার ডগায়। এবার তাঁর লেখা 'হলধর গ্রন্থাবলী-২'-এর একটি সংকলন সম্বলপুর বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের অংশ করা হবে। সাদা পোশাক, সাদা ধুতি, গামছা ও গেঞ্জি পরিহিত হলধর নাগ খালি পায়েই থাকে্ন। উড়িশ্যার লোক-কবি হলধর নাগ একটি দরিদ্র পরিবারের মানুষ। ১০ বছর বয়সে বাবা-মায়ের মৃত্যুর পর তৃতীয় শ্রেণিতেই পড়া ছেড়ে দেন তিনি। অনাথ জীবনে, তিনি বহু বছর ধরে ধাবায় বাসনপত্র পরিষ্কার করে কাটিয়েছেন।

পরে একটি স্কুলে রান্নাঘর দেখাশোনার কাজ পান তিনি। কয়েক বছর পরে ব্যাঙ্ক থেকে ১০০০ টাকা ঋণ নিয়ে পেন-পেনসিল ইত্যাদির একটি ছোট দোকান খোলেন সেই স্কুলের সামনেই। এটাই ছিল তার আর্থিক অবস্থা।

এবার আসা যাক তাঁর সাহিত্যের বিশেষত্বে। ১৯৯৫ সালের দিকে হলধর স্থানীয় ওড়িয়া ভাষায় "রাম-শবরী" র মতো কিছু ধর্মীয় পর্বের উপর লেখালেখি শুরু করেন এবং মানুষকে সেগুলো আবৃত্তি করে শোনাতে শুরু করেন।
আবেগে ভরপুর কবিতা লিখে মানুষের মধ্যে জোর করে উপস্থাপন করে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে, কয়েক বছর আগে রাষ্ট্রপতি তাকে সাহিত্যের জন্য পদ্মশ্রী দেন।

শুধু তাই নয়, ৫ জন গবেষক এখন তার সাহিত্যে পি.এইচ.ডি করছেন যেখানে হলধর নিজেই তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

#সংগৃহিত।

31/03/2024

Banganur Live: নদীয়ার কৃষ্ণনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বাদুড়িয়ার বৈকারা গ্রামে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের নিজ বাসভবনে  হুজুরকে দেখতে উপস্থিত ছিলেন হাজী সেক নুরুল ইস...
26/03/2024

আজ বাদুড়িয়ার বৈকারা গ্রামে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের নিজ বাসভবনে হুজুরকে দেখতে উপস্থিত ছিলেন হাজী সেক নুরুল ইসলাম এ কে এম ফারহাদ, বুরহানুল মুকাদ্দিম লিটন,পীরজাদা সাদ বিন আমিন সহ অন্যান্যরা।

25/03/2024

বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা: উত্তর ২৪ পরগনা জেলা সংখ্যালঘু সেলের সাধারন সম্পাদক অসিকবিল্লাহ

24/03/2024

উন্নয়নের নিরিখাই বসিরহাটের মানুষ তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রাখবে বললেন হাজী শেখ নুরুল ইসলাম।

11/03/2024

আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমজান। সকলকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সাধারণ সম্পাদক মুফতী আব্দুল মাতিন সাহেব।

BOARD OF ISLAMIC EDUCATION(Non Govt. Madrasah Education Board)Berachampa (Kaukepara, Taki Road), Deganga. North 24 Parga...
07/02/2024

BOARD OF ISLAMIC EDUCATION
(Non Govt. Madrasah Education Board)
Berachampa (Kaukepara, Taki Road), Deganga. North 24 Parganas, W.B
নিয়োগ বিজ্ঞপ্তি:
অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত পরিচালিত এবং বোর্ড অফ ইসলামিক এডুকেশন কর্তৃক নিয়ন্ত্রিত দক্ষিণ বরুনি বালিকা মাদ্রাসা তে আবাসিক শিক্ষিকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি ।
শূন্যপদ- 2 টি মাত্র।
নিন্মে উল্লেখিত যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে।
১. ইংরেজি অনার্স (B.A) ইংরেজি ভাষায় সাবলীলতা।
২. B.A পাস (জেনারেল) বাংলা, ইংরেজি ভাষার উপর জ্ঞান থাকতে হবে।
B.ed ও পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রধিকার দেওয়া হবে।
ইন্টারভিউ- এর তারিখ ফোনে জানিয়ে দেওয়া হবে।
ইন্টারভিউ- স্থান- বঙ্গনুর অফিস, কাউকেপাড়া, বেড়াচাঁপা, উত্তর ২৪ পরগনা।
ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে আসতে হবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট (জেরক্স এক সেট)। বায়োডাটা স্ক্যান করে পাঠিয়ে দিন- 9732926652 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। বায়োডাটা পাঠানোর শেষ তারিখ ৮ ই ফেব্রুয়ারী-২০২৪, বৃহস্পতিবার।

23/01/2024

Tarango'24
All India Sunnat Al Jamayat

23/01/2024

ক্যানিং এর শির না চেনা হাজাম এর ধোলাই দিলেন
#মুফতী রজব আলী সাহেব!

21/07/2023

চ্যালেঞ্জ নেওয়া লোক আমি, ’২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে’, সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

21/07/2023

২ অক্টোবর ‘দিল্লি চলো’ অভিযান তৃণমূলের, ৫ অগস্ট রাজ্যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও

পবিত্র হজ্জ ব্রত পালন করে দেশে ফিরলেন অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের লড়াকু সৈনিক হাজার হাজার যুবকের নয়ন মনি।  মাগরি...
13/07/2023

পবিত্র হজ্জ ব্রত পালন করে দেশে ফিরলেন অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের লড়াকু সৈনিক হাজার হাজার যুবকের নয়ন মনি। মাগরিবি বঙ্গাল আঞ্জুমানে ওয়াজিনের সভাপতি জনাব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি রজব আলী গাজী সাহেব l
বঙ্গনূর পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ।


Banganur Patrika

28/06/2023

"ঈদ আল আদ্বহা"র আবেদন

☪ পবিত্র "ঈদ আল আদ্বহা"র নামাজ ও "তাকবির ই তাশরিক" এর ব্যাপারে যত্নবান থাকবেন।
☪ নামাজের পরে পরিবারের বাচ্চাদের অযথা ঘোরাফেরা নিয়ন্ত্রণে রাখুন। ভুল করেও বাচ্চাদের হতে বাইক দেবেন না।
☪ জনবহুল খোলা স্থানে কোরবানী না করে আদবের সাথে আড়ালে কোরবানী করুন।
☪ কোরবানীর পশুর অবশিষ্ট অংশ নিরাপদ জায়গায় পুঁতে ফেলুন। পরিবেশ যেন দূষণ না হয়। যথা সম্ভব ব্লিচিং পাউডার ফিনাইল ব্যবহার করুন।
☪ ক্বুরবাণীর অস্ত্র যথা ছুরি চাকু নিয়ে বা রক্ত মাখা জামা কাপড় পড়ে রাস্তা ঘাটে চলাফেরা করলে ঈদের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হবে।
☪ ক্বুরবাণীর গোস্ত কালো পলিথিনে সুন্দর ভাবে প্যাকেট করে পার্সোনাল পরিবহনে গন্তব্যে পৌঁছে দেবেন। সাধারণ পরিবহনে গোস্ত নিয়ে যাবেন না।
☪ বর্ষার সময় সুতরাং বাইক নিয়ে যাতায়াতের ক্ষেত্রে হেলমেট পরে খুব ধীর গতিতে যাবেন। মনে রাখবেন- একটা দুর্ঘটনায় অনেকটা পরিবারে শোকের ছায়া নেমে আসে।
☪ ক্বুরবাণী হোক আল্লাহর জন্য। কোরবানীর কোন দৃশ্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ক্বুরবাণীর পবিত্রতা নষ্ট করবেন না।
☪ প্রশাসনের প্রতি আস্থা রাখুন, আইন হাতে তুলে নেবেন না।কোন রকম সমস্যা হলে স্থানীয় প্রশাসনের সাহায্য নিন।

ইতি বিনীত-
মুহাম্মদ আব্দুল মাতিন
সম্পাদক- অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত।

বিঃ দ্রঃ- এই বিষয়ের ভিত্তিতে ঈদের জামায়াতে বক্তব্য রাখতে প্রত্যেক ঈমাম সাহেবের কাছে অনুরোধ করছি।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Banganur Patrika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share