Visva Times

Visva Times গর্জনে, গতিতে! True democracy can only thrive in a free clearing-house of comp

The notion of "free speech and expression" under Article 19(I)(a) of the constitution has evolved continuously, expanding and adapting to keep pace with the exponential advances in technology which have revolutionised the means by which information is imparted and received. The right to freedom of speech and expression extends to all available means of communication and expression. The broadcastin

g media, along with telecommunications and the internet, is an important and effective means of both imparting and receiving information and has been recognised as being part of Article 19(I)(a).
- The Supreme Court

06/08/2022

দুঃখিত, আমাদের নিউজ চ্যানেলের আপডেট এর জন্য খবর প্রকাশ বন্ধ রয়েছে। খুব শীঘ্রই আমরা ফিরে আসবো, নতুন সাজে ও নতুন রূপে। ধন্যবাদ। টিম - বিশ্ব টাইমস Visva times

20/07/2022

প্রশাসনের নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহানন্দা নদীর ঘাটে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার। স্কুল পড়ুয়া থেকে শুরু করে জন সাধারণ গাদাগাদি করে অঘটনের আতঙ্ক মাথায় নিয়ে নৌকায় উঠে পারাপার হচ্ছেন। এই ছবি মালদাহের চাঁচোল ২ নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের যোতমনি মহানন্দা ঘাটের। দুই পাড়ের মানুষের একমাত্র ভরসা নৌকা, দ্রুত সুরক্ষা জ্যাকেটের দাবি জানালেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। বিষয়ই টি নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি।

19/07/2022

তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলা থেকেও হাজার হাজার তৃণমূল কর্মীরা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হতে শুরু করেছেন। মালদা রেল স্টেশনে রাতভর ভিড় লক্ষ্য করা গেল তৃণমূল কর্মীদের।
আগামী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে আগামী দিনে দলের পথ চলার বার্তা দিবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলা থেকেও হাজার হাজার কর্মী সমর্থক বিভিন্ন ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেন।
মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মালদা রেল স্টেশন চত্বরে তৈরি করা হয়েছে সহায়তা কেন্দ্র।

19/07/2022


শ্রাবন মাসের প্রথম সোমবারে এক যুবক নিজের খরচায় মহাদেব ও হনুমান মন্দির তৈরি করে তা দান করলেন গ্রামবাসীদের।ঘটনাটি মালদা জেলার কালিয়াচক থানার চরিঅনন্তপুর কামারপাড়া গ্রামের। ওই গ্রামে বিশাল আকৃতির শিব ও বজরং বলি মন্দিরের শুভ উদ্বোধন হল সোমবার। উদ্বোধন করল সেই গ্রামেরই শিশুরা। মন্দিরটি তৈরি করেছেন গ্রামের ছেলে সাহেব পান্ডে। তার বহুদিনের ইচ্ছে ছিল গ্রামবাসীদের জন্য মন্দির নির্মাণ করবেন।এদিন বহু মানুষের সমাগমে এই মন্দিরের শুভ সূচনা হয় ।মঙ্গলবার বজরং বালি মন্দির উদ্বোধন ও পূজো হবে।

19/07/2022

স্বামী স্ত্রী বিবাদের জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বামনগোলা থানার কুমড়া ডাঙ্গা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বিষ পান করা ওই ব্যক্তির নাম সুনীল সরেন বয়স ৪৭ বছর। জানা যায়, এদিন রাতে স্ত্রী বিনীতা মুর্মুর সঙ্গে পারিবারিক বিবাদ হয় স্বামীর। স্বামী সহ্য করতে না পেরে বাড়িতে থাকা বিষ খেয়ে ফেলে। এরপর পরিবারের লোকজনেরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

19/07/2022

মানিকচক বিস্ফোরণ কান্ডে মৃতের সংখ্যা বেড়ে তিন।
আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক এবং মালদা শহরের যদুপুর গাবগাছি এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন আরও দুই। পুলিশের নজর এড়িয়ে তিনজনকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলাকালীন রবিবার রাতে সোলেমান আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। ওই নার্সিংহোমে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সেলিম সেখ (২০) এবং খাবিরুদ্দিন শেখ (২৩)। হাজিবুল শেখ (২৫) এর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
আগেই মৃত্যু হয়েছিল ফারজান আলী (৪৫) এবং শফিকুল ইসলামের(৩০)।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

18/07/2022

এলাকায় মাদক বিক্রির অভিযোগে এক যুবককে গণপিটুনে দিল স্থানীয় গ্রামবাসীরা । চোখের সামনে ছেলেকে মার খেতে দেখে ছুটে আসেন বৃদ্ধ মা এবং স্ত্রী। কিন্তু ক্ষিপ্ত জনতার গণপিটুনি রোষের মুখে পড়তে হয় অভিযুক্ত যুবকের স্ত্রী ও বৃদ্ধ মাকে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাগবাড়ি কৃষ্ণনগর এলাকায় । এই গণপিটুনির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ । পরে ক্ষিপ্ত জনতার হাত থেকে পুলিশ ওই তিনজনকে উদ্ধার করে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই তিনজনকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

18/07/2022


https://youtu.be/-q6HEDaKQ0U
আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে পাখিরচোখ করে দল মুজবুত শক্তিশালী করতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দলগুলি।পিছিয়ে নেই মানিকচক ব্লক আম আদমি পাটীও।দিল্লি পাঞ্চাব দখলেই পর এবারে আপের নজরে পশ্চিমবঙ্গ।রাজ্যে শাষক দলকে ধরাসায়ি করতে বন্ধ পরিকর আম আদমি পাটীর নেতাকর্মীরা।

17/07/2022


https://youtu.be/tcybo1T-XzY
মাদকের নেশার প্রতিবাদ করায় নাবালক বন্ধুকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো অপর এক বন্ধুর বিরুদ্ধে। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালুয়াবাধাল এলাকার ঈদগাহ মাঠে। রাতেই রক্তাক্ত অবস্থায় ওই নাবালককে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তার অবস্থা শংকটজনক বলে জানিয়েছেন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , আহত কিশোরের নাম সামির শেখ বয়স ১৪ বছর। এদিন রাতে ঈদগাহ মাঠে একাই বসে মোবাইল দেখছিল সে। সেই সময় তার এক বন্ধু সেলিম শেখ মাদকদ্রব্য নিয়ে এসে জোর করে সামির শেখকে খাওয়ানোর চেষ্টা করে। তাতেই সে প্রতিবাদ করে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় সামির শেখ। সেই সময় হাঁসুয়া দিয়ে অতর্কিতে গলায় কোপ মারে অভিযুক্ত সেলিম শেখ।

17/07/2022

https://youtu.be/WltzmMvvI6M

বেআইনি মদের ঠেকে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার তুঁতবাড়ি এলাকার একটি আম বাগানে। ওই বাগানে দীর্ঘদিন ধরেই বেআইনি মদের ঠেক চলার অভিযোগ উঠে আসছিল। এনিয়ে পুলিশের কাছেও বিস্তর অভিযোগ জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে শনিবার রাতে খুনের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ রাতেই ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

17/07/2022


https://youtu.be/727Q1aR_rKQ
মানিকচকের বিজেপি কর্মী রফিকুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে ভর্তি করা হল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এর আগে তিনি মানিকচক ব্লক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ই জুলাই মানাকচকের সৈয়দপুরের বিজেপি কর্মী রফিকুল ইসলামকে মারধোর করার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, সেদিন তৃণমূলের লোকজন শাবল, হাঁসুয়া নিয়ে রফিকুলের বাড়িতে চড়াও হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রীও। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল । বিজেপি নেতৃত্ব ওই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেও তা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

17/07/2022


বাড়ির পাশে আম বাগানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা না খুন ধন্দে পরিবার! শুক্রবার রাতে মালদহের চাঁচল থানার খুরিয়াল গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। রাতেই চাঁচল থানার পুলিস ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে পরিবারের অভিযোগ প্রথম পক্ষের স্ত্রীর সাথে বিবাদের জেরে আত্মঘাতী ছেলে। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম বাপি দাস, চাঁচল থানার অলিহণ্ডা পঞ্চায়েতের দেবীগঞ্জ খুড়িয়াল গ্রামে বাড়ি। যুবক পেশায় সবজি আড়তে কর্মরত, এছাড়াও আইনজীবীর ছাত্র।

17/07/2022


সন্তান প্রসবের পর এক প্রসূতি মহিলার মৃত্যুকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের বাঁধ রোড এলাকার একটি নার্সিংহোমে। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির জেরেই এবং নার্সিংহোম কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকেই ওই নার্সিংহোমের সামনে রোগী মৃত্যুর ঘটনায় ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোক থেকে পাড়া প্রতিবেশীরা। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ। যদিও ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি অভিযোগ তুলে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের লোকেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধুর নাম ঝর্ণা রাজবংশী, বয়স ২৮ বছর, তার বাড়ি গাজোল থানা এলাকার মাইতল গ্রামে।‌ তবে মূলত যেটা অভিযোগ হচ্ছে, গাজোল হাসপাতালের সুপার ডাঃ অঞ্জন রায় চিকিৎসা করেছিলেন এবং রেফার করেন মালদা শহরের মহানন্দা নামে একটি বেসরকারি নার্সিংহোমে। তবে প্রশ্ন এখানে ও সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে না পাঠিয়ে একটি বেসরকারি নার্সিংহোম পাঠালো, এটা কিন্তু বড় প্রশ্ন চিহ্ন? তবে কি কোন এক সক্রিয় দালাল চক্র কাজ করছে সেটা দেখার বিষয়।

17/07/2022


https://youtu.be/xPczLtv7pFE
ঘটনাটি ঘটেছে মানিকচক থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর মাঠ এলাকায়। মৃত দুই ব্যক্তির নাম ফারজান আলী(৩২) ,সফিকুল ইসলাম(৩৫)। আহত হয়েছেন হাজিবুল সেখ।বাড়ি গোপালপুরের আসিনতলা ও জেসরোটোলা এলাকায়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে লোকালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাট ক্ষেতে। ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। বোমার বিস্ফোরণ এদিন রাতে কেঁপে উঠে গোটা এলাকা। বর্তমানে আহতর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বলে জানা গিয়েছে।

17/07/2022

https://youtu.be/Lsz3NXZycSQ


র্তব্যরত অবস্থায় ইছামতী নদীতে পড়ে গিয়ে মৃত্যু এক বিএসএফ জওয়ানের
টাকি সীমান্তবর্তী সৈয়দপুর ক্যাম্পের ৮৫ নম্বর ব্যাট্যালিওনের একটি দল ইছামতী নদীতে টহল দিচ্ছিল, সেই দলেরই এক বিএসএফ জওয়ান নাসিরুদ্দিন আহমেদ আচমকাই নদীতে পড়ে যান, তারপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রশ্ন দানা বাঁধতে শুরু করে, বিএসএফের নিজস্ব জলযান থেকে কি করে একজন জওয়ানের নদীতে পড়ে মৃত্যু হল? এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন ৮৫ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকেরা। এদিকে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরের কুশাবাড়ি ডাঙার বাড়িতে শোকের ছায়া। স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, ঈদের ছুটি কাটিয়ে ডিউটি জয়েন করার ঘণ্টা দেড়েকের মধ্যেই জওয়ান নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর খবর আসে। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। গান স্যলুট দিয়ে শেষ বিদায় জানানো হয় শহীদ জওয়ান নাসিরুদ্দিন আহমেদকে।

16/07/2022


https://youtu.be/K0a1FqtFCRA
গ্রামের জল নিকাশী ব্যবস্থা বেহাল ফলে রাস্তার উপর জমছে জল।ফলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।জনপ্রতিনিধিদের জানিয়েও এখন পযর্ন্ত মেলেনি কোন সুরাহা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।মালদার মানিকচকের এনায়েতপুর অঞ্চলের পোদ্দার পাড়া গ্রাম এখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস।এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে।
ঢ্রেনের জল রাস্তা উপর দাঁড়িয়ে রয়েছে।ছড়াছে দুগন্ধ ফলে অসুস্থ হয়ে পরছে বহু কিশোর।স্কুল পড়ুয়ারা প্রতিদিন জমা জলের উপর দিয়ে স্কুলে আসতে হয়।ফলে অসুবিধায় পরতে হয়।
ক্ষোভে ফুসছেন স্থানীয় লোকজন।এলাকার জনপ্রতিনিধি এমনি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোন সুরাহা মিলছে না অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।দ্রুততার সাথে জল নিকাশী ব্যবস্থা করা হোক দাবি এলাকাবাসীর।

15/07/2022

https://youtu.be/kP4EBDMT5lc

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য ব্যাপী তথা জেলায় জেলায় চলছে প্রস্তুতি সভা। ব্লক ও পঞ্চায়েত স্তরে প্রস্তুতি সভা চলছে। একুশে জুলাই শহীদ দিবস। একুশে জুলাই শহীদ স্মরণ দিবস সভা পালিত হবে কলকাতার ধর্ম তলায়। এই শহীদ স্মরণ দিবসে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার মানিকচকের গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা হয়ে গেল। মূলত কলকাতার ধর্মতলায় শহীদ দিবসকে জনস্রোতে পরিপূর্ণ করতে তথা সার্বঙ্গীন রূপে সাফল্যের জন্য এই প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আশিষ সিনহা, মালদা জেলার তৃণমূল সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল আলী, গোপালপুর অঞ্চল সভাপতি নাসির আলী, গোপালপুর পঞ্চায়েত প্রধান মোহাম্মদ মোস্তফা শেখ, মানিকচক ব্লক যুব তৃণমূল সহ সভাপতি মোঃ শহিদুল সহ এলাকার তৃণমূল নেতৃত্ব। এই প্রস্তুতি সভা থেকে তৃণমূল নেতাকর্মীদের তথা জনসাধারণের কলকাতার ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয়।

15/07/2022

https://youtu.be/W1wCRspD_O4

আজ থেকে বুস্টার ডোজ দেওয়ার সুবিধা পাবেন ১৮ বছর বয়সী ও তার উর্দ্ধরা। এতদিন পর্যন্ত করোনা মোকাবিলায় প্রথমসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। আজ সকাল থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বুস্টার ডোজ নিতে মানুষের ভিড় দেখা যায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় প্রায় ১৫ লক্ষ মানুষের বুস্টার ডোজ এখনো বাকি রয়েছে। দিনের পর দিন বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তর করোনা টিকাকরণের উপরে বিশেষভাবে জোর দিচ্ছে।

15/07/2022


https://youtu.be/Xklpd8KBLHo
বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা, এ নিয়ে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।টানা লকডাউনে বন্ধ ছিল স্কুলে পঠন পাঠন। গত কয়েকদিন আগে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত নয়াবাজার হাই স্কুলে শুরু হয় পঠন পাঠন। স্কুল খুলতেই পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। ক্লাস বয়কটের ডাক দেয় তারা।

15/07/2022

https://youtu.be/4QQ8efiAlV0

ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশে ভস্মীভূত হয়ে গেল ছয়টি ভারতীয় পণ্য বোঝায় লরি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বাংলাদেশের পানামা বন্দরে। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। এদিকে এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদার মহদিপুর আন্তর্জাতিক স্থলবন্দরে। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কো-অর্ডিনেটর কমিটির রাজ্য সম্পাদক উজ্জল সাহা জানান, ইন্দো বাংলাদেশে পশ্চিমবঙ্গের পাঁচটি স্থলবন্দর দিয়ে লরির মাধ্যমে আন্তর্জাতিক আমদানি রপ্তানি হয়ে থাকে। ঠিক সেই রকম ভাবে বুধবার মহদীপুর স্থল বন্দর দিয়ে বাংলাদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়েছিল। কিন্তু আশঙ্কাজনকভাবে দেখা যায় বাংলাদেশের পানামা বন্দরে হঠাৎ করে ভারতীয় পণ্যবাহী লরিতে আগুন লাগার ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় ভারতীয় পণ্য বোঝায় ছয়টি লরি। দুটিতে ব্লিচিং পাউডার, একটিতে খোল এবং তিনটি লরিতে গম বোঝাই ছিল। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

15/07/2022


https://youtu.be/Uo9zQc4zJfQ
আত্মীয় বাড়ি যাওয়ার পথে দুটি মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় এক নাবালকসহ গুরুতর জখম হল দুইজন । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহত দুইজনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত মোটরবাইক চালকের নাম রোহিত মোমিন (২৬) এবং তার এক আত্মীয়ের নাম তৌহিদ খান (১৫) । আহত রোহিত মোমিনের বাড়ি মোথাবাড়ি থানার বাবলা এলাকায়। এদিন রাতে মোটরবাইকে করে মোথাবাড়ি থেকে তৌহিদ খান নামে ওই আত্মীয়কে সুজাপুরের বাড়িতে ছাড়তে যাচ্ছিলেন তিনি। সেই সময় সুজাপুর এলাকার জাতীয় সড়কে একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরের ধাক্কা মারে । তাতেই ওই দুইজন গুরুতর জখম হয়।

15/07/2022

https://youtu.be/XI_rLA-WZLw

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য ব্যাপী তথা জেলায় জেলায় চলছে প্রস্তুতি সভা। ব্লক ও পঞ্চায়েত স্তরে প্রস্তুতি সভা চলছে। একুশে জুলাই শহীদ দিবস। একুশে জুলাই শহীদ স্মরণ দিবস সভা পালিত হবে কলকাতার ধর্ম তলায়। এই শহীদ স্মরণ দিবসে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

14/07/2022

https://youtu.be/ZGgLlN5WT2Y

মিথ্যা ভাবে দেড় লাখ টাকা ধার নেওয়ার অপবাদ দিয়ে এক পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠলো প্রতিবেশী দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই হামলার ঘটনায় তিন মহিলা সহ পাঁচজন গুরুতর জখম হয়েছেন। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকায়। এই ঘটনায় হামলাকারী মানু মিঞা সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম সোনিয়া খাতুন (২২) , তার স্বামী বাদশা মিঞা (২৭), শশুর শওকত মিঞা (৫৩), শাশুড়ি আনো বিবি (৪০) এবং এক ননদ সোনালী খাতুন (১৪)। দুষ্কৃতীদের হামলায় এরা গুরুতর জখম হয়েছেন। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা চালায় অভিযুক্তরা বলে অভিযোগ।

13/07/2022


পরিবারের একমাত্র উপার্জনকারীকে বাঁচাতে কান্না ছাড়া আর কোনও সম্বল নেই। প্রায় দেড় মাস ধরে ঘুম নেই কারও চোখে। এভাবেই দিন কাটছে মালদহের মালতীপুর বিধানসভা কেন্দ্রের চন্দ্রপাড়া পঞ্চায়েত এলাকার একটি অসহায় পরিবারের। এখন সেই পরিবারে গ্রামবাসীদের সাহায্যে উনুনে আগুন জ্বলছে। গোটা বাড়িতে দারিদ্রের ছাপ স্পষ্ট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রপাড়া অঞ্চলের বাহারাবাদ গ্রামের সাইদুর রহমান বাড়তি উপার্জনের পাড়ি দিয়েছিলেন সুদূর কেরলে। সেখানে নির্মাণ শ্রমিকের কাজও জুটেছিল। একদিন কাজ শেষে ঘরে ফেরার সময় পথ দুর্ঘটনার শিকার হন। রাস্তা পেরোনোর সময় একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা মারে সাইদুরকে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান প্রায় একমাস চিকিৎসাও চলে। খবর পেয়ে গ্রামে চাঁদা তুলে, নিজের সব গয়না বিক্রি করে কেরলে গিয়ে স্বামীর চিকিৎসা করান স্ত্রী আলিয়ারা বিবি। সাইদুরের দু’বার অস্ত্রোপচারও হয়েছে। এখনও পর্যন্ত চিকিৎসায় খরচ হয়েছে দু’লক্ষেরও বেশি। টাকা ফুরিয়ে যাওয়ায় সপ্তাহ দুয়েক আগে স্বামীকে নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরেছেন আলিয়ারা। আপাতত বাড়িতেই শয্যাশায়ী রহমান। কোমরের নীচের অংশ এখনও পঙ্গুত্ব থেকে বেরিয়ে আসতে পারেনি।

13/07/2022

https://youtu.be/il3-JarO49g

ভিন রাজ্যে কাজ করে স্বামী। আর এই সুযোগে পরপুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত স্ত্রী।হাতেনাতে স্ত্রীর এমন কুকীর্তি ধরে ফেলে গ্রামবাসীরা। পরকীয়ার অপবাদ দিয়ে যুবক যুবতীর হাত পা দড়ি দিয়ে বেধে প্রকাশ্য দিবালোকে গ্রামের রাস্তায় জনসমক্ষে বসানো হল তাদের। খবর পেয়ে যুবক যুবতীকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি মালদা মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের।

13/07/2022

https://youtu.be/iCNXc24D4cg

নিজের পুরুষাঙ্গ কেটে ফেললো মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়। এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

13/07/2022


https://youtu.be/HJiaRwGQmOA
ফেসবুকে নাবালিকার সাথে ছেলে সেজে সম্পর্ক গড়ে চুটিয়ে প্রেম করার অভিযোগ উঠল এক যুবতীর। প্রেমের ফাঁদে পড়ে যায় মালদহের পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিমল দাস কলোনির মাধ্যমিক পড়ুয়া এক নাবালিকা। দীর্ঘদিন কথোপকথন চলে ফেসবুকের মাধ্যমে। অবশেষে দুজনে একে অপরকে দেখা করার ইচ্ছা প্রকাশ ঘটে। আর তারপরেই সামনে বেরিয়ে আসে আসল ঘটনা। ওই নাবালিকা জানতে পারে যার সাথে প্রেমের নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে তাঁর, সে একজন পুরুষ নয়, একজন যুবতী।
এদিকে, এই ঘটনাকে ঘিরে রবিবার ওই যুবতীকে বিমল দাস কলোনি এলাকায় ধরে ফেলে ওই নাবালিকার পরিবার সহ এলাকার লোকজনেরা। এরপর আশেপাশের লোকজন এসে পুরো ঘটনার কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে। গ্রামের একটি দোকানের সামনে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে ওই যুবতীকে চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ।

13/07/2022


https://youtu.be/yZVS_TJ0Flo
বোমাবাজিক ঘিরে উত্তপ্ত মালদার কালিয়াচকের ১৭ মাইল নাসিস টোলা এলাকায়। বোমার আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আহত ব্যক্তির নাম আতাউর সেখ বয়স, ৫৩ বছর। পেশায় একজন টোটো চালক। পরিবারে রয়েছে স্ত্রী রফিলা বিবি তিন মেয়ে ও পাঁচ ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল এলাকায় সন্ধ্যা থেকেই ঈদ উপলক্ষে প্রতিযোগিতামূলক খেলা চলছিল। সেই খেলাকে কেন্দ্র করেই আতিউর সেখের ভাইপো সেরাজ সেখকে মারধর করার অভিযোগ উঠে অভিযুক্ত সুলতান শেখ, কালু শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। সেই গন্ডগোলকে কেন্দ্র করেই এলাকায় চলে ব্যাপক বোমাবাজি। বোমাবাজির সময় আতিউর শেখ নিজের বাড়ির ছাদে ঘুমাচ্ছিলেন। বোমার আঘাতে তিনি গুরুতর জখম হন। পরিবারের দাবি সেই সময় এলাকায় প্রায় ৫০ থেকে ৬০ টি বোমা ফাটানো হয় সেই গন্ডগোলকে কেন্দ্র করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত নেমে গতকাল রাতেই দুইজনকে কালিয়াচক থানার পুলিশ আটক করে।

10/07/2022


https://youtu.be/FaD29_F1GPY

আজ ১০ই জুলাই সারা দেশজুড়ে অনুষ্ঠিত হল পবিত্র ঈদুল আযহার নামাজ সম্প্রীতির বার্তার মাধ্যমে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হল মালদা জেলার সুজাপুরের নয় মৌজা ঈদগাহ কমিটির ময়দানে বিশাল জনগণের সমাবেশে। ঈদগাহ কমিটির সুত্রে জানা যায়, গত দুই বছর করোনা বিধি নিষেধের জন্য নামাজ অনুষ্ঠিত হতে পারে নি কিন্তু এই বছর করোনা বিধি মেনে প্রায় লক্ষাধিক মানুষ সমবেত হয়ে ঈদুল আযহার নামাজ সম্পন্ন করলেন। প্রার্থনা করা হল দশের, দেশের ও সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনায়। প্রশাসনের সহযোগিতায় এলাকাবাসী আনন্দিত। শুধু এলাকায় নয় এই জামাত পুরো পশ্চিমবঙ্গের গর্বের বিষয়।

10/07/2022

বিশ্ব টাইমস সমগ্র বিশ্ববাসীকে জানায় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো হোক সবার, ভালো কাটুক সবার। বজায় থাকুক সম্প্রীতি।
Team VISVA TIMES || বিশ্ব টাইমস

09/07/2022


https://youtu.be/NIrMqLdB2Qk
কালিয়াচক দুই নম্বর ব্লক মোথাবাড়ি। আর এই মোথাবাড়ি ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান জনাব গোলাম কিবরিয়া সাহেব তাঁর এলাকাবাসীদের জানালেন আগাম ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। পাশাপাশি উল্টো রথের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি আন্তরিকতার সাথে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানারজির আদর্শে অনুপ্রাণিত হয়ে বললেন, ধর্ম যে যার, উৎসব সবার। নিজের পঞ্চায়েতকে মডেল পঞ্চায়েত বানানোর জন্য তৎপর। ঘুরে দেখালেন পঞ্চায়েত অফিস, আগামী পরিকল্পনা প্রকাশ করলেন এলাকাবাসীর উন্নয়নের জন্য। চোখে একরাশ স্বপ্ন এলাকাবাসীর উন্নয়নের, পাশে থাকার বার্তা দিলেন সবাইকে আন্তরিকভাবে।

09/07/2022


https://youtu.be/i-osNkZoOSw
নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি র কর্মীরদের বিরুদ্ধে এবং অবিলম্বে অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকা বদলের দাবিতে কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ উপভোক্তাদের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার ব্লকের মানিকপুরের বাবু পাড়া এলাকায়।

09/07/2022


https://youtu.be/hiGDC2cDUmk
প্রখর রোদ্রে বাইক চালিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করলো ট্রাফিক বিভাগ। শুক্রবার মালদহের চাঁচলে ’সাবধানে চালাও জীবন বাঁচাও ’এই স্লোগান কে সামনে রেখে বাইক র‍্যালি করা হয়। এই দিন চাঁচল ট্রাফিক কন্ট্রোল রুম চত্বর থেকে র‍্যালিটি বের হয় যা গোটা শহর পরিক্রমা করার পর চাঁচল নেতাজি মোড়ে এসে শেষ হয়।

08/07/2022


https://youtu.be/1CcOoUaWyCU
মোথাবাড়ি থেকে মালদা যাওয়ার পথে উত্তর লক্ষ্মীপুর এলাকায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় এক চোদ্দ বছর বয়সী ছেলের ঘটনা স্থলেই মৃত্যু হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মোথাবাড়ি থেকে একটি স্করপিওতে করে একই পরিবারের ছয়জন সদস্য মালদা টাউনে যাচ্ছিলেন, সেই সময় উত্তর লক্ষ্মীপুরের কাছে বৃষ্টি শুরু হওয়ায় রোডের ধারে খেলতে থাকা বাচ্চারা ছুটে আসরয় নেওয়ার সময় আচমকাই এক চোদ্দ বছরের বাচ্চা গাড়ির সামনে চলে আসে, গাড়ির ড্রাইভার হটাত ব্রেক কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাচ্চাটাকে গাড়ি ধাক্কা মারে, সেখানেই মাথায় চোট পেয়ে মৃত্যু হয় বাচ্চাটির। এলাকাবাসী কিছু বুঝে না উঠেই চড়াও হয় সেই গাড়ির ড্রাইভার এবং গাড়িতে থাকা যাত্রীদের ওপর।

07/07/2022


https://youtu.be/4LqLvP0CYqg
ফটোগ্রাফারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার চাঁচলে। গত প্রায় পাঁচদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন ফটোগ্রাফার। বন্ধুদের সাথে মেলামেশাও কমিয়ে দেয়। তারপরেই বুধবার সকালে শোবার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মীয়রা প্রাথমিক ভাবে অনুমান করছে প্রেমঘটিত কারনে অবসাদে আত্মঘাতী হয়েছেন। বুধবার কাকভোরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল‍্য ছড়িয়েছে মালদহের চাঁচলে।

07/07/2022


https://youtu.be/CZtUNqx340E
বেসরকারি নার্সিংহোমে প্রশাসনিক কর্তাদের হানা। উদ্ধার করা হলো মেয়াদ বিহীন ঔষুধ। বুধবার মালদহের ইংরেজ বাজার শহরের যদুপুরে এক বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্য দপ্তর Deputy CMOH মৌসুমী পাল বন্দ্যোপাধ্যায়, পুলিশের ডিএসপি প্রশান্ত দেবনাথ, জেলা ড্রাগ কন্ট্রোল অফিসের ইন্সপেক্টর আব্দুল অদুদ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক আচমকা ঢুকে তল্লাশি চালাই। নার্সিংহোমের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। সেখানে স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা দেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়।

06/07/2022

মালদার মঙ্গলবাড়ির তাঁতিপাড়ার মাঠ থেকে সরাসরি। অমর ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা

06/07/2022

মালদা জেলা 21 শে জুলাই এর প্রস্তুতি সভা

Address


Telephone

+919474000059

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visva Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Visva Times:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share