25/09/2023
আমার লেখা একটা ছোট গল্প।
ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুরা।
এক পরিবার বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র আদরের একমাত্র ছেলে আমেরিকায়। মস্ত বড় ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন। এমন সময় ফোন এল, কোম্পানি গতকালই আমাকে অনেক উঁচু পদে প্রমোশন দিয়েছেন। আজকে অক্ষম। যত টাকা দরকার মা পাস বই থেকে তুলে নিও। খুব ঘটা করে যেন শ্রাদ্ধের কাজ এবং ভোজ হয়, পরে আসবো। দুঃখিত।'
মা কান্নায় ফেটে পড়লেন । বললেন খোকা বস-ই তোর কাছে সব, বাবা কিছু না? পাড়াতে ছি ছি পড়ে যাবে। সবাই মুখ লুকিয়ে হাসবে, তোর অন্ধ গলামি দেখে, যে করে হোক বাবার শ্রাদ্ধের আগের দিন অবশ্যই আয়।
ছেলে বলে কিছু মনে করো না মা। দাদু যেদিন মারা গেলেন সেদিনও তুমি আমাকে স্কুলে পাঠিয়েছিলে জোর করে। বলেছিলে অন্যের দিকে, কারোর দিকে তাকাও না নিজের কাজ করো। এটাই উন্নতির চাবিকাঠি, তোমার শিক্ষাই তো......।
কাঁপতে কাঁপতে মা ফোনটা ছেড়ে দিলেন হঠাৎ।