CPIM kakdwip area committee

  • Home
  • CPIM kakdwip area committee

CPIM kakdwip area committee মার্ক্সবাদ লেনিনবাদ সর্বহারার মতবাদ?

13/11/2023
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলা কমিটির প্রাক্তন সদস্য, সিঙ্গুরে শিল্প গড়ে তোলার আন্দোলনের অন্যতম নেতা ক...
09/11/2023

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলা কমিটির প্রাক্তন সদস্য, সিঙ্গুরে শিল্প গড়ে তোলার আন্দোলনের অন্যতম নেতা কমরেড সুহৃদ দত্ত নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন....

কমরেড সুহৃদ দত্ত লাল সেলাম....
কমরেড সুহৃদ দত্ত অমর রহে....

✊✊✊✊✊✊

এক ঝলকেঃ কেন আমরা স্মার্ট মিটারের বিরোধিতা করছি১) এই মিটারিং-এর ফলে ব্যাপক অবৈদ্যুতিকরণ হবে। প্রিপেইড মিটারে টাকা ফুরিয়...
27/10/2023

এক ঝলকেঃ কেন আমরা স্মার্ট মিটারের বিরোধিতা করছি

১) এই মিটারিং-এর ফলে ব্যাপক অবৈদ্যুতিকরণ হবে। প্রিপেইড মিটারে টাকা ফুরিয়ে গেলে নিজে থেকে বিদ্যুৎ কানেকশন কেটে যাবে । এমনকি মিটারিং কোম্পানির ভুলে টাকা শেষ হয়ে গেলেও কার্যত কিছু বলা যাবে না। যে সকল গ্রাহকের কন্ট্রাকচ্যুয়াল লোড কম আছে কিন্তু বেশী বিদ্যুৎ ব্যবহার হয়ে যায়, তারা বিপদে পরবেন। কানেক্টেড লোড ঠিক না করা অব্দি মিটার ঘন ঘন বন্ধ হয়ে যাবে।

২) সকল গ্রাহকের সাবসিডি সরিয়ে দেওয়ার পথ প্রশস্ত হবে এই মিটারিং ব্যবস্থায় । বিশেষ করে কৃষি গ্রাহকদের লাইন আলাদা করার একমাত্র উদ্দেশ্য হলো তাদের ক্রস-সাবসিডি তুলে নেওয়া । বিদ্যুতের দাম বেড়ে যাবে বহুগুণ । ৩.৫০ লক্ষের বেশি যে পাম্পের কানেকশন আমাদের রাজ্যে রয়েছে, তার ওপর নামবে বিপুল বিলের বোঝা । ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের নামে তুলে দেওয়া হবে সাবসিডি ।

৩) প্রিপেড মিটারে গ্রাহকেরা আগাম টাকা জমা করে তবেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবে । চালু নিয়মে ডিউ ডেটের পর ১৪ দিন সময় পাওয়া আইনি অধিকার । তা আর থাকবে না । যারা আগাম টাকা ভরতে পারবে না, তাদের ঘরে আলো পাখা চলবে না ।

৪) স্মার্ট মিটার বসালেই চালু হবে দিনের সময় অনুযায়ী বিদ্যুৎ মাশুল । সন্ধ্যার সময় বিদ্যুতের চাহিদা ও দাম দিনের বেলার চেয়ে অনেকটা বেশি হবে । দাম এতটাই বাড়বে যে আপনাকে লাইট ফ্যান বন্ধ করে অন্ধকারে থাকতে হবে ।

৫) গত এক দশক ধরে সমস্ত রেগুলেটরি মেকানিজম সরিয়ে ক্রমাগত বিদ্যুৎ গ্রাহককে বাজারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে । সর্বোচ্চ ইউনিট প্রতি বিদ্যুতের দাম গ৩ ১ বছরে ১২ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা ! স্মার্ট মিটারিং ব্যবস্থা একজন গ্রাহককে সরাসরি খোলা বাজারের মুখোমুখি ফেলে দেওয়ার এক টেকনিক্যাল পদ্ধতি চালু করবে । আর তুলে দেবে এদের হাতে বিদ্যুতের চাহিদার-যোগানের এক বিপুল ডেটা সম্ভার বাজারের প্রাইভেট মালিকদের হাতে । তাঁদের ইচ্ছেমত বদলে যাবে যোগান আর বিদ্যুতের দাম ।

৬) রাজ্য সরকারী বিদ্যুৎ বন্টন সংস্থাকে বিদ্যুৎ কিনে নিজের পরিকাঠামোর মাধ্যমে গ্রাহককে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে, অথচ রাজ্য বিদ্যুৎ পর্ষদ নিজের সরবরাহ করা বিদ্যুতের টাকা আদায়ের জন্য এক থার্ড পার্টির মুখাপেক্ষী হয়ে পড়বে ।

৭) রাজ্য বিদ্যুৎ পর্ষদ আর্থিক ভাবে আরও দূর্বল হয়ে পড়বে, বেসরকারী বন্টন সংস্থা একে একে সবচেয়ে লাভজনক এলাকা চিহ্নিত করে সেখানে বিদ্যুৎ বন্টনের ব্যবসা শুরু করবে, ভেঙে পড়া রাজ্য বিদ্যুৎ পর্ষদ হয় পুরোপুরি বেসরকারি কর্পোরেট সংস্থার হাতে চলে যাবে, নয়তো খারাপ হয়ে যাওয়া পরিকাঠামো গ্রামীণ ও দরিদ্র অঞ্চলে ব্যপক অবিদ্যুতায়ণ করবে ।

৮) সাইবার হামলা হলে গোটা দেশের গ্রিড ব্যবস্থা বসে যেতে পারে । যে ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশে এই ব্যবস্থা চাপানো হয়েছে, তারা পর্যন্ত বলছে এই প্রযুক্তি বিপজ্জনক এবং কেন্দ্রের সরকার কোনও রাজ্য সরকারের বিরূদ্ধে এই কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।

৯) এই ব্যবস্থা দেশের ও জনগণের সার্বভৌমত্ব ও রাজ্যের সাংবিধানিক অধিকার খর্ব করবে ।

মার্কসীয় বুকস্টল উদ্বোধন।।কাকদ্বীপ হাসপাতালের মোড়ে ব্রিজের উপর।।সি. পি. আই. (এম )কাকদ্বীপ এরিয়া কমিটি.. উদ্যোগে।।✊️✊️✊️✊...
21/10/2023

মার্কসীয় বুকস্টল উদ্বোধন।।
কাকদ্বীপ হাসপাতালের মোড়ে ব্রিজের উপর।।
সি. পি. আই. (এম )
কাকদ্বীপ এরিয়া কমিটি.. উদ্যোগে।।
✊️✊️✊️✊️

19/09/2023

I.N.D.I.A সমণ্বয় কমিটিতে থাকলে ঘন্টার পর ঘন্টা ধরে ঘন্টা খানেক হ'তো - কেন ভাইপো'র সাথে কমিটিতে। তাহলে পিসি ভাইপো'র বিরুদ্ধে দুর্নীতির আন্দোলনে ভাঁটার টান তৈরি করা যেত।

সমণ্বয় কমিটি ভাইপোকে ক্লিনচিট দিয়েছে বলে - এই মিডিয়াই আনন্দে আটখানা হয়ে ঘন্টা খানেক ধরে আলোচনা সভা বসিয়েছিল।

এখন নেই কেন? সেই নিয়ে ঘন্টা খানেক। আগে সিপিআই(এম) কে শূণ্য বলে ব্ল্যাক আউট করতো। এখন কিন্তু সেটা পারছেনা। কেন? কারণ শক্তি হিসাবে সিপিআই(এম)কে আর উপেক্ষা করতে পারছে না।

কি বিপদে পড়েছে বিজেপি তৃণমূল থেকে কন্ট্রাক্ট নিয়ে মিডিয়াকুল!

এখন হাতড়াচ্ছে - কি বলবে!

শমীক লাহিড়ী
১৮সেপ্টেম্বর, ২০২৩

খাদ্য আন্দোলনের শহীদ দিবসে  ৩১ শে আগস্ট ধর্মতলা সমাবেশ এর সর্মথনে আজ C. P. I. (M) কাকদ্বীপ এরিয়া কমিটির ডাকে হাসপাতাল মো...
28/08/2023

খাদ্য আন্দোলনের শহীদ দিবসে ৩১ শে আগস্ট ধর্মতলা সমাবেশ এর সর্মথনে আজ C. P. I. (M) কাকদ্বীপ এরিয়া কমিটির ডাকে হাসপাতাল মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়

আমাদের পার্টির সদস্য কমরেড প্রবীর চ্যাটার্জী আর আমাদের মধ্যে নেই।।আমৃত্যু জনগনের সেবায় নিজেকে নিমজ্জিত করে রেখেছিলেন।কে...
22/07/2023

আমাদের পার্টির সদস্য কমরেড প্রবীর চ্যাটার্জী আর আমাদের মধ্যে নেই।।আমৃত্যু জনগনের সেবায় নিজেকে নিমজ্জিত করে রেখেছিলেন।কেবল পার্টি নয় দলমত নির্বিশষে জনপ্রিয় ছিলেন।পরিবারের প্রতি সমবেদনা জানাই।কিষান ভবনে লাল পতাকা দিয়ে শ্রদ্ধা জানান কমরেড রাম দাস ।।শ্রদ্ধা জানান কমরেড মিতেন্দু ভূঁঞা কমরেড নারায়ন দাস সহ্ অন্যান্য নেতৃত্ব।।কমরেড প্রবীর চ্যাটার্জী অমর রহে কমরেড প্রবীর চ্যাটার্জী লাল সেলাম।।

বিজেপি সাংসদ পরেশ রাওয়ালের বাঙালিবিরোধী মন্তব্যের বিরোধিতা করে, বাঙালিদের প্রতি তার বিষোদ্গারের বিরুদ্ধে পুলিশী ব্যবস্থা...
02/12/2022

বিজেপি সাংসদ পরেশ রাওয়ালের বাঙালিবিরোধী মন্তব্যের বিরোধিতা করে, বাঙালিদের প্রতি তার বিষোদ্গারের বিরুদ্ধে পুলিশী ব্যবস্থার দাবী জানিয়ে পার্টির পক্ষ থেকে FIR করলেন পার্টির রাজ্য সম্পাদক কমরেড মহম্মদ সেলিম।

Tribiute
29/11/2022

Tribiute

21/11/2022

কাকদ্বীপ বিডিও অফিসে ডেপুটেশন।

মানুষের লড়াইয়ে, মানুষের রসদ।সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সংগ্রামী তহবিলে মুক্ত হস্তে দান করুন।
15/11/2022

মানুষের লড়াইয়ে, মানুষের রসদ।
সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সংগ্রামী তহবিলে মুক্ত হস্তে দান করুন।

01/11/2022

CPIMCC
November 1, 2022
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রেস বিবৃতি

ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটি ২৯, ৩০ এবং ৩১ অক্টোবর,২০২২ তারিখে নয়াদিল্লিতে বৈঠক করে নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

গুজরাটের মোরবিতে মর্মান্তিক দুর্ঘটনা: গুজরাটের মোরবি শহরে ব্রিজ ভেঙে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে এমন ১৪০ জনেরও বেশি মানুষের পরিবারের প্রতি কেন্দ্রীয় কমিটি গভীর সমবেদনা প্রকাশ করেছে। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের অবিলম্বে সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা এবং সহায়তা প্রদান করতে হবে।
খবরে প্রকাশ, সুরক্ষা অডিট না করেই এই সেতুটি সংস্কারের পর খুলে দেওয়া হয়। উপরন্তু, যে কোনো সময়ে সেতুতে অনুমোদিত লোক সংখ্যার ঘোষিত সীমা মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছিল।তদুপরি, সংস্কারের বরাত এমন একটি সংস্থাকে দেওয়া হয়েছিল যার এই ক্ষেত্রে কোনও পূর্ব অভিজ্ঞতা নেই। এই দিকগুলো জবাবদিহিতা নির্ধারণের জন্য উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত দাবি করে।

রাজ্যপালের অসাংবিধানিক আচরণ:

কেন্দ্রীয় কমিটি এলডিএফ সরকারকে বেসামাল করার জন্য ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যগুলিকে এগিয়ে নেওয়ার জন্য কেরালার রাজ্যপালের পদক্ষেপের তীব্র নিন্দা করেছে।তিনি যেভাবে কেরালার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগ এবং পরে রাজ্যের অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তাতে ভারতীয় সংবিধানের কোনো অনুমোদন নেই।রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসাবে রাজ্যপালের আওতায় রাজ্য আইনসভার পাস করা বিশ্ববিদ্যালয় আইন দ্বারা এই ধরনের পদক্ষেপ নেওয়ার কোনও ক্ষমতা নেই।
রাজ্যপালের এই পদক্ষেপগুলি কেরালার ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং বৈজ্ঞানিক উচ্চশিক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হিন্দুত্ববাদী মতাদর্শের এজেন্ডা প্রচারের উদ্দেশ্যেই পরিচালিত।বিজেপি চালিত কেন্দ্রীয় সরকার একই উদ্দেশ্য নিয়েই জেএনইউ, হায়দ্রাবাদ এবং অন্যান্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে নিশানা করে চলেছে। কেরালার জনগণ ঐক্যবদ্ধভাবে রাজ্যপালের এই ধরনের নির্লজ্জ পক্ষপাতিত্বকে প্রতিহত করবে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত এলডিএফ সরকারকে অস্থিতিশীল করার সমস্ত প্রচেষ্টাকে পরাজিত করবে।

তামিলনাড়ু:

ক্ষমতাসীন ডিএমকে-নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ ফ্রন্ট সরকারের নেতারা রাজ্যপালকে অপ্রয়োজনীয় বিতর্ক এবং বিভ্রান্তির সৃষ্টি করে বিজেপির দৃষ্টিভঙ্গীকে প্রতিফলিত করে এমন মতামত প্রকাশ করার জন্য অভিযুক্ত করেছেন। রাজ্যপালের পদে আসীন থেকে এমন রক্ষণশীল ও বিষাক্ত ধারণার প্রকাশ সংবিধান লঙ্ঘনের সমান।
সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটি সমস্ত অ-বিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলিকে, বিশেষ করে যারা রাজ্যসরকার পরিচালনা করছে, রাজ্যপালদের এই ধরনের অগণতান্ত্রিক সংবিধান বিরোধী কাজের বিরুদ্ধে একত্রে সমবেত হওয়ার এবং ভারতীয় সংবিধানের রক্ষায় একত্রিত হওয়ার জন্য আবেদন করে।

যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অবমূল্যায়ন করা:

যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য এবং বিজেপির কেন্দ্রীয় সরকার নির্বাচিত রাজ্য সরকারের অধিকারগুলিকে দুর্বল করে চলেছে। আইনশৃঙ্খলা একটি রাজ্যের বিষয়। পুলিশের জন্য ‘এক দেশ এক ইউনিফর্ম’-এর মোদির আবেদন তা লঙ্ঘন করে।
নির্বাচিত রাজ্য সরকারগুলিকে অস্থিতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে যেমনটি বিজেপির তেলেঙ্গানায় টিআরএস বিধায়কদের বিপুল পরিমাণ অর্থের লোভ দেখানোর চেষ্টায় দেখা গেছে।

গভীর সংকটে ভারতীয় অর্থনীতি:

মোদি সরকারের নীতিগুলি ক্রমবর্ধমান মন্দা প্রবণতার মধ্যে অর্থনীতিকে গভীর সংকটে নিমজ্জিত করছে। বিশ্বব্যাংক তৃতীয়বারের মতো ২০২৩ অর্থবর্ষের জন্য বৃদ্ধির হার প্রাথমিক ৮.৭ শতাংশ থেকে কমিয়ে ৬.৫ শতাংশ করেছে।একইভাবে, আরবিআই এটি ৭.৮ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করেছে।পরিসংখ্যান মন্ত্রণালয় (অক্টোবর ১২) অনুসারে ৮টি মূল শিল্প ক্ষেত্রে গত বছরের ১৯.৪ শতাংশের তুলনায় শিল্প বৃদ্ধি ১৮ মাসের সর্বনিম্ন নিবন্ধিত হয়েছে এবং মাত্র ৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভারতীয় মুদ্রা বিপর্যস্ত হয়েছে, বৈদেশিক মুদ্রার সঞ্চয় হ্রাস পাচ্ছে এবং বাণিজ্য ঘাটতি রেকর্ড মাত্রায় প্রসারিত হচ্ছে।

মানুষের উপর অসহনীয় বোঝা:

এই ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কটে জনগণের জীবন-জীবিকার উপর আরো দুর্দশা নেমে এসেছে। এমনকি উৎসবের মরশুমেও বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে।তা সত্ত্বেও, মোদি সরকার MGNREGS-এর জন্য তহবিল বরাদ্দ করতে অস্বীকার করেছিল এবং ১ এপ্রিল থেকে ২১ অক্টোবরের মধ্যে প্রায় ১.৫ কোটি আবেদনকারীদের কাজ প্রত্যাখ্যান করেছিল৷ ২০২২ অর্থবর্ষে ১.৭৩ কোটি কাজ প্রত্যাখ্যান করা হয়েছিল এবং ২০২১ অর্থবর্ষে ২.১ কোটি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল৷দারিদ্র্য বাড়ছে এবং বিশ্ব ক্ষুধা সূচক ভারতকে ১০৭/১২১ নম্বরে স্থান দিয়েছে,এবং পরিস্থিতিটিকে 'গুরুতর' হিসেবে শ্রেণীবদ্ধ করেছে।
এই দুশ্চিন্তার উপরে আরো আঘাত এসেছে মূল্যবৃদ্ধির জন্য - উপভোক্তা মূল্য সূচকের মূল্যস্ফীতি পরপর ৯ মাস ধরে RBI-এর নির্ধারিত সর্বোচ্চ ৬ শতাংশের সীমা ছাড়িয়ে গেছে।খাদ্য মূল্যস্ফীতি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। আর ডাল/আটা/চালের মত মৌলিক খাদ্য সংখ্যাগরিষ্ঠ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, কেন্দ্রীয় গুদামে মজুদ খাদ্য ৫ বছরের সর্বনিম্ন। খাদ্য ঘাটতির আশঙ্কা বাড়ছে।

সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র করা:

এই অর্থনৈতিক ধ্বংসের কারণে জনগণের এই কষ্ট এবং তাদের দুর্দশা উপেক্ষা করে, মোদি ব্যক্তিগতভাবে জনগণের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তীক্ষ্ণ করার জন্য প্রচারাভিযানের নেতৃত্ব দিচ্ছেন। বদ্রীনাথ এবং অযোধ্যায় মোদির ধর্মীয় অনুষ্ঠান নিয়ে মিডিয়া তাদের সময় ব্যয় করছে।মুসলমানদের প্রতিনিয়ত কোন না কোন অজুহাতে নিশানা করা হয়। মুসলমানরা ক্রমবর্ধমানভাবে গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। বিষাক্ত ঘৃণা ও হিংসাত্মক প্রচারের বিস্তার বাড়ছে। গুজরাটের খেড়াতে সাদা পোশাকের পুলিশকর্মীদের দ্বারা মুসলিম যুবকদের প্রকাশ্যে বেত্রাঘাত করা ঘটনা ভয়াবহ।
কেন্দ্রীয় কমিটি সাম্প্রদায়িক মেরুকরণের এই ধরনের তীক্ষ্ণতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তির ব্যাপক সংহতির জন্য পার্টির আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

জম্মু ও কাশ্মীর:

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা এবং রাজ্য হিসাবে স্বীকৃতি বিলুপ্ত হওয়ার তিন বছরেরও বেশি সময় অতিক্রান্ত।কিন্তু এখনও পরিস্থিতি জনগণের গণতান্ত্রিক অধিকার ও জীবিকার উপর নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে।

সিপিআই(এম) বাম দলগুলির সাথে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলির সাথে একটি পরামর্শমূলক প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেবে।

আসন্ন বিধানসভা নির্বাচনসমূহ:

নির্বাচন কমিশন হিমাচল প্রদেশ এবং গুজরাটের নির্বাচনী দিনক্ষণ ঘোষণাকে পৃথক করায় গুজরাটে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার আগে বিজেপি আরও বেশি সময়ের সুবিধা পেয়েছে। মোদি ব্যক্তিগতভাবে বিজেপির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দিচ্ছেন যা মূলত সাম্প্রদায়িক মেরুকরণকে তীক্ষ্ণ করা এবং কেন্দ্রীয় কোষাগারের অর্থ খরচ করে জনগণের জন্য নতুন প্রকল্প এবং সুবিধা ঘোষণা করার দিকে মনোনিবেশ করছে।এই সরকারি প্রকল্পগুলির মধ্যে কয়েকটিকে জনগণের জন্য তাঁর "ব্যক্তিগত দীপাবলি উপহার" হিসাবে বর্ণনা করা হয়েছিল। গুজরাটের বিজেপি সরকার অভিন্ন দেওয়ানী বিধি প্রনয়নের অভিপ্রায় ঘোষণা করেছে।
হিমাচল প্রদেশে সিপিআই(এম) ১১ জন প্রার্থীকে মনোনীত করেছে এবং একটি আসনে যেখানে সিপিআই প্রতিদ্বন্দ্বিতা করছে,তাদেরকে সমর্থন করেছে। বাকি আসনগুলিতে সিপিআই(এম) বিজেপি প্রার্থীদের পরাজিত করার আহ্বান জানিয়েছে।
গুজরাটে, যেহেতু এখনও নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি, সিপিআই(এম) বিজেপির পরাজয় নিশ্চিত করতে অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তির সাথে আলোচনা করছে।

ব্রাজিলে বামেদের বিজয়:

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে লুই ইনাসিও লুলা দ্য সিলভার বিজয়কে স্বাগত জানিয়েছে কেন্দ্রীয় কমিটি। স্ব-ঘোষিত ফ্যাসিবাদী ডানপন্থী জাইর বলসোনারোর পরাজয় লাতিন আমেরিকায় বামপন্থীদের জন্য আরও অগ্রগতির লক্ষণ। সমাজতান্ত্রিক কিউবা ছাড়াও চিলি, বলিভিয়া, কলম্বিয়া, পেরু, হন্ডুরাস ইত্যাদি দেশে বামপন্থী রাষ্ট্রপতিরা নির্বাচিত হয়েছেন।

এমভি গোবিন্দন পলিট ব্যুরোতে নির্বাচিত:

কেন্দ্রীয় কমিটি সর্বসম্মতিক্রমে সিপিআই(এম) কেরালা রাজ্য কমিটির সম্পাদক ড. এমভি গোবিন্দনকে পার্টির পলিট ব্যুরোতে নির্বাচিত করেছে।

কেন্দ্রীয় কমিটির আহ্বান:

কেন্দ্রীয় কমিটি ট্রেড ইউনিয়ান সমূহ,কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ান গুলির ডাকা মানুষের ক্রমবর্ধমান দুর্দশা ও ১৪ দফা দাবি সম্বলিত দাবিসনদের ভিত্তিতে দেশজোড়া লাগাতার প্রতিবাদ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে, এই প্রতিবাদের অন্তিম পর্যায় হবে ২০২৩সালের এপ্রিল মাসে সংসদ অভিযান।

জনগণের জীবন জীবিকার ক্রমবর্ধমান বোঝা,দলিত, নারী ও প্রান্তিক জনগণের ওপর ক্রমবর্ধমান আক্রমণ এবং গণতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতার ওপর হামলার বিরুদ্ধে স্থানীয় সংগ্রাম ও প্রতিবাদ কর্মকাণ্ড জোরদার করার জন্য কেন্দ্রীয় কমিটি পার্টির সকল ইউনিটকে আহ্বান জানিয়েছে।

করুণাময়ীতে TET চাকরি প্রার্থীদের আন্দোলনে রাতের অন্ধকারে পুলিশের আক্রমণের প্রতিবাদে কাকদ্বীপে বিক্ষোভ মিছিল এবং পথ অবরোধ...
22/10/2022

করুণাময়ীতে TET চাকরি প্রার্থীদের আন্দোলনে রাতের অন্ধকারে পুলিশের আক্রমণের প্রতিবাদে কাকদ্বীপে বিক্ষোভ মিছিল এবং পথ অবরোধ কর্মসূচী।

রাজনৈতিক ক্লাস কমরেড সুজন চক্রবর্তী ও কমরেড মিলন ভট্টাচার্য
18/09/2022

রাজনৈতিক ক্লাস কমরেড সুজন চক্রবর্তী
ও কমরেড মিলন ভট্টাচার্য

নারায়নপুর গ্রাম পঞ্চায়েত ও বুধাখলি পঞ্চায়েত ডেপুটেশন ও বিক্ষোভ সভা
07/09/2022

নারায়নপুর গ্রাম পঞ্চায়েত ও বুধাখলি পঞ্চায়েত ডেপুটেশন ও বিক্ষোভ সভা

Address


Telephone

+919475828600

Alerts

Be the first to know and let us send you an email when CPIM kakdwip area committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share