श्रीरामपुर बीजेपी उम्मीदवार का प्रेस कॉन्फ्रेंस
Srirampore Hooghly BJP Candidate Press Conference.
সরাসরি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এর তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পার্থ ভৌমিক কি বললেন অর্জুন সিং এর বি জে পি যোগদান নিয়ে
সরাসরি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এর তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পার্থ ভৌমিক । কি বলছেন শুনে নিন।
Hooghly Belanagar Railway station.
শ্রীকান্ত কুমার দত্তের নামটি দত্তের পরিবর্তে শ্রীকান্তি কুমার কুট্টা নামে ভুল ছাপানো হয়েছে। তিনি যখন এটি ঠিক করার চেষ্টা করেন, কিছুই হয়নি। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে তিনি কর্মকর্তাদের কাছে যান এবং তাদের 'ঘেউ ঘেউ' করেন।
Bankura in West Bengal, a man is seen 'barking' or imitating the sounds of a dog after his name on his ration card was misprinted by the authorities.
Srikant Kumar Dutta's *name was misprinted as Srikanti Kumar Kutta (dog in Hindi)* instead of Dutta. When he tried to get it fixed, nothing happened. So to draw the attention of authorities, he approached the officials and 'barked' at them.
দ্বাদশ শ্রেণির ছাত্রীকে মাদক খাইয়ে বেঁহুশ করে আপত্তিকর ছবি তুলে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ, ঘটনাটি হুগলির কোন্নগরের
৪ জনকে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
#exclusive #Hooghly #konnagar
রাজ্যে ঘটে যাওয়া বিগত দিন গুলিতে পৌরসভা নির্বাচন হোক বা উপনির্বাচন হোক সব নির্বাচনেই ভরাডুবি হয়েছে বিজেপির । এই সব ফলাফলের জন্য উচ্চ নেতৃত্ব কে বিভিন্ন সময়ে দায়ী করা হয়েছে। এমত অবস্থায় যারা বিক্ষুব্ধ বিজেপি তারা এক কর্মিসভা করলো সূর্য সেন ভবনে। আগামীদিনে বিজেপিকে কি ভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, উচ্চ নেতৃত্ব তাদের কি ভাবে কাজে লাগাতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। বিক্ষুব্ধ কর্মীরা উপস্থিত সাংসদের কাছে নিজেদের অভিযোগ ও আবেদন জানান।
BREAKING NEWS
মালদার ধর্ষণকাণ্ডে ইংরেজবাজার আইসি সহ তিন পুলিশ আধিকারিক কে তলব লালবাজারে
মালদার নাবালিকা ধর্ষণকাণ্ডে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনের দপ্তরে হাজিরার নির্দেশ। মালদার ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ ও ইংরেজবাজার থানার আই সি আশিষ দাস সহ দুই পুলিশ আধিকারিক কে কলকাতায় তলব। ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তদন্তের অগ্রগতি নিয়ে আজিই ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। সূত্রে জানা গেছে ইংরেজ বাজার ধর্ষণকান্ডে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। চার্জশিট প্রস্তুত, স্পেশাল কমিশনের নির্দেশ দিলেই পেশ করা হবে।
অনলাইন সেলস প্লাটফর্ম গুলির অনৈতিক এবং একচেটিয়া ব্যবসায়িক নীতি দেশের দের লক্ষ সাধারণ মোবাইল ফোন বিক্রেতা ভবিষ্যতের উপর বিপদ ডেকে আনছে বলে দেশের সর্ববৃহৎ মোবাইল বিক্রেতাদের সংগঠন অল ইন্ডিয়া মোবাইল রিটেলর এসোসিয়েশন সতর্ক করে দিয়েছে। AIMRA এর সাধারণ সম্পাদক শ্রী মৃদুল বিশ্বাস বলেন বৃহৎ আর্থিক ক্ষমতা সম্পন্ন এবং প্রযুক্তিগতভাবে উন্নত সংস্থাগুলির খুচরা বাজারে মোবাইল শিল্পের ছোট বিক্রেতাদের সামনে নতুন সম্বভনা এবং নতুন চ্যালেঞ্জের দরজা খুলে দিয়েছে। তিনি আরও বলেন বড়ো সংস্থা গুলি ছোট ব্যবসায়ীদের ওপর শর্ত চাপিয়ে দিচ্ছে , এগুলি রুখতে সরকারের পদক্ষেপ করা উচিত।
উত্তরপাড়া রঘুনাথপুর অঞ্চলের রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়
উত্তরপাড়া নন্দনকানন এর সামনে এক ভয়াবহ অগ্নিকান্ড । লাইটপোস্টে আগুন লাগে এবং ঘটনাস্থলে কোনো হতাহত হয়নি, ঘটনার পরে স্থানীয় অধিবাসীরা দমকল বাহিনীকে খবর দেয় এবং কিছুক্ষণের মধ্যে দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বড় কোনো দুর্ঘটনার হাত থেকে এলাকার মানুষদের রক্ষা করেন , যদিও এলাকায় আতঙ্ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
#Hindmotor
পৌরসভা ভোটের ব্যাপক সাফল্যের পর কোন্নগর শকুন্তলা কালীবাড়ি তে মাননীয় সাংসদ কল্যান ব্যানার্জি
আলিগড় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নেতার ডাকে হরিশ্চন্দ্রপুরে বিক্ষোভ মিছিল
'আমার নাম তোমার নাম আনিস খান আনিস খান' শ্লোগান তুলে হাওড়ার আমতা থানার ছাত্রনেতা আনিস খাঁনের খুনের প্রতিবাদে ন্যায় বিচারের দাবি ও সিবিআই তদন্ত চেয়ে বৃহস্পতিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে হরিশ্চন্দ্রপুর,ভালুকা,
সামসী ও রতুয়া এলাকার প্রায় দুইশত প্রতিবাদী কণ্ঠ কলেজ ছাত্র হাতে আনিস খানের ছবি নিয়ে রাস্তায় নেমে ধিক্কার মিছিলে সামিল হন।
এদিন ছাত্ররা হরিশ্চন্দ্রপুরের গোপাল কেডিয়া মোড়ে জমায়েত হয়।সেখান থেকে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় পযর্ন্ত বিক্ষোভ মিছিল করে হাঁটেন।সেখানে প্রায় একঘণ্টা ধরে চলে বিক্ষোভ মিছিল।
আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সাইদুল ইসলাম ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা প্রতিবাদী কণ্ঠ মহম্মদ সামিমের উদ্যোগে এ