Apnio Reporter

  • Home
  • Apnio Reporter

Apnio Reporter This is a News Portal. We also try to provide Authentic & Genuine news. We also telecast current n
(8)

26/03/2024

श्रीरामपुर बीजेपी उम्मीदवार का प्रेस कॉन्फ्रेंस

Srirampore Hooghly BJP Candidate Press Conference.

18/03/2024

সরাসরি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এর তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পার্থ ভৌমিক কি বললেন অর্জুন সিং এর বি জে পি যোগদান নিয়ে

18/03/2024

সরাসরি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এর তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পার্থ ভৌমিক । কি বলছেন শুনে নিন।

22/12/2023

Maa Sarada Abirvab dibas

27/12/2022

Hooghly Belanagar Railway station.

20/11/2022

শ্রীকান্ত কুমার দত্তের নামটি দত্তের পরিবর্তে শ্রীকান্তি কুমার কুট্টা নামে ভুল ছাপানো হয়েছে। তিনি যখন এটি ঠিক করার চেষ্টা করেন, কিছুই হয়নি। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে তিনি কর্মকর্তাদের কাছে যান এবং তাদের 'ঘেউ ঘেউ' করেন।

Bankura in West Bengal, a man is seen 'barking' or imitating the sounds of a dog after his name on his ration card was misprinted by the authorities.

Srikant Kumar Dutta's *name was misprinted as Srikanti Kumar Kutta (dog in Hindi)* instead of Dutta. When he tried to get it fixed, nothing happened. So to draw the attention of authorities, he approached the officials and 'barked' at them.

Didi made momos during my morning walk, in Darjeeling."Elated to share such special moments with my people. Darjeeling w...
16/07/2022

Didi made momos during my morning walk, in Darjeeling.

"Elated to share such special moments with my people. Darjeeling will always have my heart and I salute the hard-working people of our Hills who make every visit so memorable" - Mamata Banerjee

25/06/2022

অবাক করা দৃশ্য
জলে ভাসছে পাথর

05/05/2022

INTTUC রাজ্য কমিটির ডাকে বাংলার চট শিল্পকে ধ্বংস করার কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং জুট কমিশনার অফ ইন্ডিয়া কে ডেপুটেশন।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আইন এবং পূর্তমন্ত্রী শ্রী মলয় ঘটক, শ্রম মন্ত্রী শ্রী বেচারাম মান্না, INTTUC র রাজ্য সভাপতি শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম, Howrah District INTTUC President
শ্রী প্রাণকৃষ্ণ মজুমদার,
জেলার ট্রেড ইউনিয়নের সভাপতি শ্রী স্বপন সমাদ্দার, শ্রী শক্তিপদ মন্ডল, শ্রী তাপস দাশগুপ্ত, শ্রী অরূপেশ ভট্টাচাৰ্য, ,শ্রী মনোজ চক্রবর্তী, শ্রী নারায়ণ ঘোষ, শ্রী কৌশিক দত্ত, শ্রী জ্যোতির্ময় চ্যাটার্জী, শ্রী বলরাম ভট্টাচাৰ্য সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।

21/04/2022

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে মাদক খাইয়ে বেঁহুশ করে আপত্তিকর ছবি তুলে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ, ঘটনাটি হুগলির কোন্নগরের
৪ জনকে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ।

18/04/2022

রাজ্যে ঘটে যাওয়া বিগত দিন গুলিতে পৌরসভা নির্বাচন হোক বা উপনির্বাচন হোক সব নির্বাচনেই ভরাডুবি হয়েছে বিজেপির । এই সব ফলাফলের জন্য উচ্চ নেতৃত্ব কে বিভিন্ন সময়ে দায়ী করা হয়েছে। এমত অবস্থায় যারা বিক্ষুব্ধ বিজেপি তারা এক কর্মিসভা করলো সূর্য সেন ভবনে। আগামীদিনে বিজেপিকে কি ভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, উচ্চ নেতৃত্ব তাদের কি ভাবে কাজে লাগাতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। বিক্ষুব্ধ কর্মীরা উপস্থিত সাংসদের কাছে নিজেদের অভিযোগ ও আবেদন জানান।

18/04/2022

ফের মালদা আগ্নেয়াস্ত্র উদ্ধার

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদার মধুঘাট ভাগীরথী নদী এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে ইংরেজ বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই দুষ্কৃতীর নাম মোহাম্মদ মোসাদ্দেক হোসেন(১৮) তার বাড়ি কালিয়াচক থানার মোসিমপুর চামাগ্রাম এলাকায়। এ এস আই আনসারুল হক এর নেতৃত্বে অভিযান চালায়ে ওই দুস্কৃতি সন্দেহভাজন ভাবে ঘুরা ঘুরি করতে দেখে গ্রেপ্তার করে করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। মোসাদ্দিক হোসেন ওই দুস্কৃতির নামে অস্ত্র আইনে মামলা রুজু করেছে।

17/04/2022

BREAKING NEWS

মালদার ধর্ষণকাণ্ডে ইংরেজবাজার আইসি সহ তিন পুলিশ আধিকারিক কে তলব লালবাজারে

মালদার নাবালিকা ধর্ষণকাণ্ডে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনের দপ্তরে হাজিরার নির্দেশ। মালদার ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ ও ইংরেজবাজার থানার আই সি আশিষ দাস সহ দুই পুলিশ আধিকারিক কে কলকাতায় তলব। ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তদন্তের অগ্রগতি নিয়ে আজিই ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। সূত্রে জানা গেছে ইংরেজ বাজার ধর্ষণকান্ডে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। চার্জশিট প্রস্তুত, স্পেশাল কমিশনের নির্দেশ দিলেই পেশ করা হবে।

17/04/2022

অনলাইন সেলস প্লাটফর্ম গুলির অনৈতিক এবং একচেটিয়া ব্যবসায়িক নীতি দেশের দের লক্ষ সাধারণ মোবাইল ফোন বিক্রেতা ভবিষ্যতের উপর বিপদ ডেকে আনছে বলে দেশের সর্ববৃহৎ মোবাইল বিক্রেতাদের সংগঠন অল ইন্ডিয়া মোবাইল রিটেলর এসোসিয়েশন সতর্ক করে দিয়েছে। AIMRA এর সাধারণ সম্পাদক শ্রী মৃদুল বিশ্বাস বলেন বৃহৎ আর্থিক ক্ষমতা সম্পন্ন এবং প্রযুক্তিগতভাবে উন্নত সংস্থাগুলির খুচরা বাজারে মোবাইল শিল্পের ছোট বিক্রেতাদের সামনে নতুন সম্বভনা এবং নতুন চ্যালেঞ্জের দরজা খুলে দিয়েছে। তিনি আরও বলেন বড়ো সংস্থা গুলি ছোট ব্যবসায়ীদের ওপর শর্ত চাপিয়ে দিচ্ছে , এগুলি রুখতে সরকারের পদক্ষেপ করা উচিত।

29/03/2022

কেন্দ্র সরকারের জনবিরোধী প্রকল্প,পেট্রোল, ডিজেল,জ্বালানি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বিকেলে তমলুক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাধামণী বাজার থেকে তমলুক ব্লক পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মহামিছিল ।উপস্থিত ছিলেন ব্লক ,জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ রা।।

29/03/2022

অন্ডালের পরাশকোল এলাকায় পরপর 5 থেকে 6 টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।

অন্ডাল, পশ্চিম বর্ধমান
অন্ডালের পরাশকোল এলাকায় পরপর 5 থেকে 6 টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।
ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ওই এলাকার ব্যবসায়ী মহলে ব্যাপক আতঙ্ক ছড়ায়।
ওই এলাকার ব্যবসায়ীরা জানান যে আমরা যখন রাত তিনটার সময় দোকান খুলতে আসি তখন দেখি আমাদের দোকানে চুরি হয়েছে। এবং দেখা যায় এডবেস্টার এর চাল ভেঙে চোরের দল দোকানের ভেতরে ঢোকে এবং পরপর 5 থেকে 6 টি দোকানে চোরের দল চুরি করেছে। তারা ক্যাশ বাক্স বেশি পরিমাণ টাকা না পাওয়ায় তারা দোকানের বিভিন্ন সামগ্রী চুরি করে চম্পট দেয়।
তারপরে আমরা পুলিশকে খবর দি এবং তার পরে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ।
তারা আরো জানান চুরির ঘটনা এই প্রথম নয় বছরে একাধিক বার এধরনের চুরির ঘটনা ঘটে থাকে।
পুলিশকে জানিয়ে ও কোন লাভ হয় না।
অন্ডালের পরাশকোল এলাকায় বারবার এই ধরনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার ব্যবসায়ীরা।
ঘটনাটি তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।

21/03/2022

*হুগলীর রঘুনাথপুরে প্রথম স্টেট ক্যারাটে চ্যাম্পিয়ানশীপ-২০২২ প্রতিযোগিতা*

হুগলীর ডানকুনির রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত সভাগৃহে ২০ মার্চ, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ব্যাপী মার্শাল আর্ট স্পোর্টস অ্যাকাডেমির সহযোগিতায় সেনসি রানা মণ্ডলের উদ্যোগে প্রথম বেঙ্গল স্টেট ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। হাওড়া,হুগলী,কোলকাতা,উওর ও দক্ষিণ চব্বিশ পরগনা,বর্দ্ধমান,মেদিনীপুর থেকে তিন শতাধিক প্রতিযোগি এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তিন থেকে ত্রিশ বছর বয়সী ছেলেমেয়েরা কাতা ও কুমিতে বিভাগের খেলায় যোগদান করে।এই প্রতিযোগিতায় মহিলা প্রতিযোগীদের যোগদান ছিল বিশেষ লক্ষনীয়। আয়োজক সেনসি রানা মন্ডল জানান প্রতিবছর ই তারা এই প্রতিযোগিতার আয়োজন করেন। গত বছর অতিমারির কারনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নি।বর্তমানের নারী সুরক্ষার কথা মাথায় রেখে মহিলাদের তারা বিশেষ ভাবে উৎসাহিত করেন।

ছোটদের মধ্যে সাদাক্সী মাহাত,মোহর আদক,স্বাস্বতী বাগচী,অণ্বেশা মন্ডল ও বড়দের মধ্যে পৃথা সাতরা,রূপম দাস,প্রিয়ম সাতরা,সুপ্রজিৎ ,সৌমিক, প্রলয়,স্মৃতি,সমরেশ প্রমুখরা সকলের নজর কাড়ে। রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কেষ্ট মন্ডল,চন্ডীতলার বিধায়ীকা স্বাতী খন্দাকার, ডানকুনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হাসান মন্ডল, ডানকুনির থানার আইসি তাপস কুন্ডু,প্রাক্তন সিবিআই আফিসার তথা এম.এ.এস.এর সভাপতি ভি.পি সিং প্রমুখদের অনুপ্রেরণা ও সহযোগিতায় এই ক্যারাটে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।

06/03/2022

উত্তরপাড়া রঘুনাথপুর অঞ্চলের রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়

06/03/2022

কোন্নগর পৌরসভা ভোটে তৃণমূলের ব্যাপক সাফল্যের পরে তৃণমূল কংগ্রেসের বিজয়ী কাউন্সিলরদের সঙ্গে নিয়ে পুজো দিলেন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন্নগর শকুন্তলা কালীবাড়ি তে পুজো দিলেন ।

06/03/2022

উত্তরপাড়া কোতরং পৌরসভার অন্তর্গত তিনটি ওয়ার্ডের সিপিএমের জয়ী কাউন্সিলররা এই সাফল্যের পরে আগামী দিনের পরিকল্পনা নিয়ে কি বললেন শুনেনিন

06/03/2022

কোন্নগর 11 নম্বর ওয়ার্ডের তৃণমূলের জয়ী কাউন্সিলর স্বপন দাস এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখলেন , আগামী দিনে এলাকার কোন কোন সমস্যা গুলো কিভাবে মোকাবিলা করবেন জেনে নিন

05/03/2022

উত্তরপাড়া নন্দনকানন এর সামনে এক ভয়াবহ অগ্নিকান্ড । লাইটপোস্টে আগুন লাগে এবং ঘটনাস্থলে কোনো হতাহত হয়নি, ঘটনার পরে স্থানীয় অধিবাসীরা দমকল বাহিনীকে খবর দেয় এবং কিছুক্ষণের মধ্যে দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বড় কোনো দুর্ঘটনার হাত থেকে এলাকার মানুষদের রক্ষা করেন , যদিও এলাকায় আতঙ্ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

05/03/2022

পৌরসভা ভোটের ব্যাপক সাফল্যের পর কোন্নগর শকুন্তলা কালীবাড়ি তে মাননীয় সাংসদ কল্যান ব্যানার্জি

26/02/2022

25 শে ফেব্রুয়ারি বেলা আড়াইটার সময় সল্টলেকের এফবি ব্লক এর মাঠে বিধান নগর পৌরনিগমের নবনির্বাচিত মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং চেয়ারপারসন সব্যসাচী দত্ত সহ 41 জন পৌর প্রতিনিধি আজ শপথ গ্রহণ করলেন। উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মহানাগরিক ফিরহাদ হাকিম সহ বিধান নগর এর বিধায়ক সুজিত বোস, সাংসদ শ্রীমতি কাকলি ঘোষ দস্তিদার এবং রাজারহাট বোলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতি অদিতি মুন্সি।

26/02/2022

আলিগড় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নেতার ডাকে হরিশ্চন্দ্রপুরে বিক্ষোভ মিছিল

'আমার নাম তোমার নাম আনিস খান আনিস খান' শ্লোগান তুলে হাওড়ার আমতা থানার ছাত্রনেতা আনিস খাঁনের খুনের প্রতিবাদে ন‍্যায় বিচারের দাবি ও সিবিআই তদন্ত চেয়ে বৃহস্পতিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে হরিশ্চন্দ্রপুর,ভালুকা,
সামসী ও রতুয়া এলাকার ‌প্রায় দুইশত প্রতিবাদী কণ্ঠ কলেজ ছাত্র হাতে আনিস খানের ছবি নিয়ে রাস্তায় নেমে ধিক্কার মিছিলে সামিল হন।

এদিন ছাত্ররা হরিশ্চন্দ্রপুরের গোপাল কেডিয়া মোড়ে জমায়েত হয়।সেখান থেকে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় পযর্ন্ত বিক্ষোভ মিছিল করে হাঁটেন।সেখানে প্রায় একঘণ্টা ধরে চলে বিক্ষোভ মিছিল।

আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সাইদুল ইসলাম ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা প্রতিবাদী কণ্ঠ মহম্মদ সামিমের উদ্যোগে এদিনের ওই কর্মসূচি হয় বলে জানা যায়।

26/02/2022

এবারের পৌরভোটে মানুষ নিজের ঘরের ছেলের ওপরই ভরসা রাখছেন বলে জানালেন দক্ষিণ দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ মজুমদার। ।তিনি জানালেন বিগতপাঁচ বছর আগে পার্শ্ববর্তী ওয়ার্ডের পৌর পিতা হিসাবে দায়িত্ব সামলেছেন আর এবার তিনি যেই ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড থেকেই প্রতিনিধিত্ব করছেন তাই তিনি জানান যে ঘরের ছেলে ঘরে ফিরেছে এবং আরো বলেন যে তিনি এই অঞ্চলের মানুষের দাবীদাওয়া ও চাহিদাটা তিনি সবচেয়ে ভালো বোঝেন।তাই জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত।এছাড়াও তিনি দাবি করেন অন্যান্য পৌরসভা মত দক্ষিণ দমদম পৌরসভা বিরোধীশূন্য হতে চলেছে।

এর পাশাপাশি পার্শ্ববর্তী দক্ষিণ দমদম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপা পান্ডে ভোট প্রচারে মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে কর্মীরাই দলের সম্পদ এবং এই অঞ্চলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের উপরে আস্থাশীল তাই তারা আগামী দিন এই উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে চান।

26/02/2022

তৃণমূলের প্রচারে লক্ষীর ভান্ডারঃ রাজপুর সোনারপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজীব পুরোহিতের সমর্থনে এক বিরাট পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরুন্ধতী মৈত্র ও টাউন সভাপতি শিবনাথ ঘোষ। এদিন প্রচারে মুল বৈশিষ্ট্য ছিল লক্ষীর ভান্ডার।

24/02/2022

দক্ষিণ দমদম পৌরসভার 35 টি ওয়ার্ডের মধ্যে 18 নম্বর ওয়ার্ড কে কাজের নিরিখে একটি মডেল ওয়ার্ডে পরিণত করতে পেরেছেন বলে দাবি এই ওয়ার্ডের ই প্রাক্তন পৌর পিতা এবং এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় দাসের।এদিন নির্বাচনের শেষ প্রান্তে এসে প্রচার এর মাঝে বিশাল রেলির মাধ্যমে এবং বিপুল পরিমাণ মানুষের জনসমর্থনের ঝড় তুললেন এই প্রার্থী।
তিনি জানান যে পাঁচ বছরের রাস্তাঘাট, আলো,পানীয় জলের পরিষেবা ছাড়াও এই এলাকায় মানুষের সার্বজনীন সুবিধার্থে একটি ইংলিশ মিডিয়াম স্কুল,শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম এবং জিম,অত্যাধুনিক সুইমিংপুল সহ বহু পরিষেবা সেবা দিতে সক্ষম হয়েছেন। এবংতিনি আরো বলেন যে আগামী দিন ইচ্ছা আছে এই 18 নম্বর ওয়ার্ড পুরোটাই সিসিটিভি ক্যামেরার অধীনে নিয়ে আসা যাতে কোনো রকম অসামাজিক কাজ ঘটতে না পারে। এছাড়াও তিনি জানান যে মানুষের জনসমর্থন তার সাথেই রয়েছে তাই নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী।

23/02/2022

ভোট প্রচারে সরগরম দক্ষিণ দমদম পৌরসভা

মহিলা ঢাকি সহ প্রচারে বেরিয়ে মানুষের মাঝে সাড়া ফেলে দিলেন দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ বণিক।তিনি জানান যে বিরোধীদের মধ্যে এই অঞ্চলে একমাত্র কংগ্রেসের জনসমর্থন রয়েছে এবং প্রচারে বেরিয়ে মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছেন। এছাড়াও তিনি জানান যে ইতিমধ্যে শাসকদলের থেকে তার ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে তবে তিনি বলেন যে যদি সুষ্ঠুভাবে ভোট করতে দেওয়া হয় তবে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কঠিন হয়ে উঠবে কারণ তিনি এই অঞ্চলের বাসিন্দা বা বলা যায় ঘরের ছেলে। এছাড়াও তার ভোট প্রচারে নানাভাবে প্রশাসনিক অসহযোগিতার কোথাও তিনি তুলে ধরেন।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে পাথেয় করে এবং নিজের এলাকার উন্নয়ন কে হাতিয়ার করে ভোট প্রচারে এগিয়ে চলেছেন দক্ষিণ দমদম পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি এবং এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কমল মন্ডল। তিনি জানান যে তার নতুন করে মূল্যায়নে কোন দরকার নেই কারণ এলাকার মানুষের সুদিন দুর্দিনে তিনি সবসময় তাদের পাশে থেকে কাজ করেন।তাই তিনি নিশ্চিত মানুষ তাকে পুনরায় নির্বাচিত করে এলাকার উন্নয়ন কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।

21/02/2022

ভোট প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আপ্লুত দক্ষিণ দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কেয়া দাস। তিনি জানান যে তিনি এই এলাকার মেয়ে এবং বিগত দিনে তিনি এই এলাকায় পৌর প্রতিনিধি ও ছিলেন তাই মানুষ তার কাজ সম্পর্কে সম্পূর্ণ অবগত। সাধারণ মানুষের মৌলিক পরিষেবার মধ্যে যেগুলো পড়ে তার মধ্যে রাস্তাঘাট, পানীয় জল,জল নিকাশি সহ অন্যান্য সবরকম পরিষেবায় তিনি দিয়ে আসছেন। যেটুকু বাকি রয়েছে তা আগামী দিনে সম্পন্ন করে দেবেন বলে আশ্বাস দিলেন তিনি।এছাড়াও তিনি বলেন জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত আগামী 27 ফেব্রুয়ারি মানুষ তার হয়ে জবাব ভোটবাক্সে দিয়ে দেবেন।

Address


Telephone

+917980484272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apnio Reporter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share