The News Update

  • Home
  • The News Update

The News Update সঠিক খবর, সাহসী প্রতিবেদন, সঠিক ব্যাখ্যা
ভালো লাগলে ফলো করুন, শেয়ার করুন
The News Update: Bringing You Closer to the Truth Join the conversation.
(1)

The News Update: Your hub for diverse news coverage and analysis. Stay informed on politics, current events, business, tech, and entertainment. Our team delivers unbiased reporting and insightful commentary. Trust us for accurate and engaging news content.

12/06/2024

জম্মু ও কাশ্মীরে নারকীয় হত্যার পরিকল্পনা জঙ্গিদের। ঘটনার পরে সেনার তৎপরতা কোন্ পর্যায়ে, জানতে খবরের শেষ পর্যন্ত দেখুন।

11/06/2024

দিল্লী লখনউ ন্যাশনাল হাইওয়ে তে টোল ট্যাক্স চাওয়াতে বুলডোজার টোল ট্যাক্স বুথটাই ভেঙে দিলো।

11/06/2024

Maharashtra ATS arrests four Bangladeshi nationals for using forged documents to obtain Indian passports and voter ID cards.

Shockingly they had even voted in just concluded Lok Sabha elections using fake documents.

Raids continue for more people who are illegally staying in India and voted in elections.

Arrested are Riyaz Hussain Shaikh (33), Sultan Siddhiaue Shaikh (54), Ibrahim Shafiulla Shaikh (44), and Faruque Usmangani Shaikh (39),

11/06/2024

PM Shri Narendra Modi pays tribute at Thiruvalluvar statue

11/06/2024

উত্তর কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি | কথা বললেন ভোট পরবর্তী হিংসা নিয়ে

10/06/2024

গ্রেট ক্যালকাটা কিলিংস’-এর ষড়যন্ত্র চলছে, নরেন্দ্র মোদীজি- অমিত শাহজি দয়া করে রাজ্যের হিন্দুদের বাঁচান : কেন এরকম কাতর আর্তি জানালেন অর্জুন সিং, জানতে খবরের শেষ পর্যন্ত দেখুন।

10/06/2024

৪০ লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল: ডায়মন্ড হারবার, ঘাটালের ছাপ্পা ভোটের কী হিসেব দিলেন শুভেন্দু, জানতে পুরো খবরটা শুনুন।

10/06/2024

ডায়মন্ড হারবারের আমতলায় সাংবাদিক বন্ধুদের মুখোমুখি

10/06/2024

নিটের ফলাফলে বিরাট বেনিয়ম, তোলপাড় দেশে

10/06/2024
10/06/2024

Nature is the best healer ... watch the video till end and feel the difference in yourself.

10/06/2024

Modi 3.0 Oath Ceremony

10/06/2024

ভোটারদের ধন্যবাদ জানাচ্ছেন Dr. Anirban Ganguly

09/06/2024

Highway revolution in India

09/06/2024

NDA will form a strong, stable and growth-oriented government.
Speaking outside Rashtrapati Bhavan.

08/06/2024

লোকসভা নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়ে যাওয়ার পরে ভোট পরবর্তী হিংসা রুখতে প্রয়োজনে পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী! হঠাৎ হাইকোর্টের তরফ থেকে এরকম বড় বার্তা কেন? জানতে পুরো খবরটা শুনুন।

ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের গ্রীষ্মাবকাশকালীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ রাষ্ট্রবাদী আইনজীবী সংগঠনের। দুপুর দুটোর পর থেকে এই সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়।
লোকসভা নির্বাচন ২০২৪ মিটতেই হিংসা, বাংলা জুড়ে। কলকাতা সহ একের পর এক জেলায় আক্রান্ত হতে হচ্ছে বিজেপি কর্মী-সমর্থকরা। বাড়ি ছেড়ে বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন বহু নেতা। শুধু বিজেপি নয়, কলকাতায় আক্রান্ত বাম কর্মীরাও। একের পর এক জায়গায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে।
এই অবস্থায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। শুধু তাই নয়, লোকসভা ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটলে সরাসরি রাজ্যের ডিজিকে ই-মেল মারফত অভিযোগ জানাতে পারবেন আক্রান্ত ব্যক্তি। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের।
শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ বলেন, এরাজ্যের ক্ষেত্রে ভোট পরবর্তী সন্ত্রাস কোন অপরিচিত শব্দ নয়। বিধানসভা ভোটের পুনঃরাবৃত্তি লোকসভাতেও, তা নিয়েও কড়া পর্যবেক্ষণ করে কলকাতা হাইকোর্ট।
ধর্তব্যযোগ্য বা আদালতগ্রাহ্য অপরাধ হলে সঙ্গে সঙ্গে ডিজি স্থানীয় থানাকে উপযুক্ত ধারায় FIR দায়ের করার নির্দেশ দেবেন। FIR দায়ের করার পর উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ। নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চের।
শুধু তাই নয়, রাজ্যে কয়টি ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ এসেছে এবং কয়টি ক্ষেত্রে FIR দায়ের হয়েছে তা নিয়ে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্যের ডিজিকে জমা দিতে হবে, নির্দেশ আদালতের।পাশাপাশি FIR দায়েরের সঙ্গে সঙ্গে সেটা রাজ্য পুলিশের ওয়েবসাইটে আপলোড করতে হবে। FIR হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন পড়লে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পদক্ষেপ করবে বলেও এদিন নির্দেশ কলকাতা হাইকোর্টের।
এই প্রসঙ্গে বিচারপতি চন্দের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আমরা রাজ্যের সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সরকার যদি রাজ্যবাসীর জীবনরক্ষায় ব্যর্থ হয় তাহলে আদালত উপযুক্ত নির্দেশ দেবে। এমনকি পাঁচ বছর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের।

08/06/2024

আপনি যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন আমাদের দেশের কেউ মাথানত করাতে পারবে না’ : নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে পবন কল্যাণ ঠিক কী বললেন জানতে খবরের শেষ পর্যন্ত দেখুন।

আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ১৮-তম লোকসভায় এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে । নরেন্দ্র মোদীকে সংসদীয় দলের নেতা হিসাবে স্বীকার করেছেন অন্ধ্রপ্রদেশের জন সেনা দলের নেতা তথা দক্ষিণী সুপারস্টার পবন কল্যাণ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন প্রকাশ করতে গিয়ে পবন কল্যাণ বলেন,’আপনি যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন আমাদের দেশের কেউ মাথানত করাতে পারবে না ।’
পরে পবন কল্যাণ তার ভাষণে বলেন,’আমি এখানে উপস্থিত হতে পেরে গর্বিত এবং এজন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীকে ধন্যবাদ জানাতে চাই । জনসেনার পার্টির পক্ষ থেকে আমি শ্রী নরেন্দ্র মোদীজিকে ইন্ডিয়ার পার্লামেন্টারি দলের নেতা হিসেবে স্বীকার করছি ৷ স্যার,২০১৪ সালের একই জায়গায় মাননীয় চন্দ্রবাবু নাইডু বলেছিলেন আমি মোদীজিকে ১৫ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই,আর এটাই হতে চলেছে ,স্যার।’
তিনি আরও বলেন,’মোদীজি আপনি বাস্তবিক দেশকে অনুপ্রাণিত করেছেন । আপনি যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন আমাদের দেশের কেউ মাথানত করতে পারবে না । স্যার, আপনার সমর্থনের জন্য অন্ধ্রপ্রদেশে এত ভালো ফলাফল হওয়া সম্ভব হলো। ৯১ শতাংশ জয় পেয়েছি আমরা । এটা আপনার সহযোগিতার এর জন্যই সম্ভব হয়েছে ।’।
এর আগে নরেন্দ্র মোদী দক্ষিণী সুপারস্টারকে দেখিয়ে উপস্থিত নবনির্বাচিত সাংসদদের উদ্দেশ্যে বলেন,’এই একে দেখছেন- পবন, ও ‘পবন' নয়,আঁধি ।’

08/06/2024

ফাইল খুলছে নারদার! শুভেন্দু কে দিয়ে শুরু, হাল ফেরাতে শেষ পর্যন্ত দিলীপ ঘোষের ওপরই ভরসা বিজেপির? জানতে খবরটা পুরোটা শুনুন।

বর্ধমান-দুর্গাপুর আসন থেকে ১ লাখ ৩৮ হাজার ভোটে পরাজিত হয়ে আপাতত নিজেকে ‘গৃহবন্দি’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে তাঁর দাবি, তাঁকে হারানোর জন্য দলেই ‘চক্রান্ত’ হয়েছিল। সরাসরি কারও নাম না-করলেও তিনি মনে করেন, ‘কাঠিবাজি’ করেই তাঁর আসন বদলে দেওয়া হয়েছিল। সেই কারণেই তাঁকে হারতে হয়েছে। বুধবার দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি হারিনি। বিজেপি হেরেছে।’’ একই সঙ্গে বলেন, ‘‘আমাকে যে কাঠি করে মেদিনীপুর থেকে সরানো হয়েছে, সেটা তো সকলেই জানে! মাঝখান থেকে আমাকে হারাতে গিয়ে মেদিনীপুর আসনটাও হাতছাড়া হয়ে গেল!’’
২০২০ সালে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই পট পরিবর্তন শুরু হয়। ২০২১ সালে ১৯৫৬ ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দোপাধ্যায় কে হারানোর পরে শুভেন্দুকে বিরোধী দলনেতা বানায় দল। এরপর ক্রমশ হুঙ্কার বাড়তে থাকে শুভেন্দু অধিকারীর।
মমতা বন্দোপাধ্যায় আর অভিষেক বন্দোপাধ্যায় কে কড়া ভাষায় আক্রমণ আর শাসক দলকে হুঙ্কার দেওয়া ছাড়া তেমন কিছু করতে পারেননি রাজ্যের বিরোধী দলনেতা। নিজের গড় পূর্ব মেদিনীপুরের দুটো আসন বিজেপি জিতলেও জয়ের ব্যবধান কম। রাজ্যে কমে গিয়েছে এক ধাক্কায় ৬ টি আসন। ১২ আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে জয় হয়েছে পঞ্চায়েত সমিতি জেতার মত মার্জিনে। তাই শুভেন্দু-কে সরিয়ে দিলীপের হাতে ফের একবার ক্ষমতা তুলে দেওয়ার কথা ভাবছে বিজেপি বলে খবর দিল্লী সূত্রে।
দুর্বল বিজেপিকে রাজ্যে সফল করে তুলেছিলেন দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি হওয়ার পরে তার নেতৃত্বে সমর্থন বাড়তে থাকে বিজেপির প্রতি। ২০১৯ লোকসভা আসনে ২ থেকে ১৮ তে পৌছে যায় সাংসদ সংখ্যা। নিজে জয়ী হয়ে বাকি ১৭ প্রার্থীকে জেতাতে বড় ভূমিকা নেন দিলীপ ঘোষ। তাই হাল ফেরাতে দিলীপ ঘোষই ভরসা বিজেপির। সূত্রের দাবি দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রীর মুখ করে ২০২৬ সালে রাজ্য বিধানসভার নির্বাচন লড়বে বিজেপি।
সূত্রের আরও খবর, এই রাজ্যে তৃণমূল থেকে যোগ দেওয়া যে নেতাদের বিজেপি মাথায় তুলে রেখেছে এবং যাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছে সেই তদন্তের ফাইল এনডিএ সরকার আসার পর ফের খুলতে চলেছে। নিজেদের ইমেজ ক্লিন রাখার জন্যে দল মত নির্বিশেষে চলবে তদন্ত। যে নারদায় শুভেন্দু জড়িত ছিলেন, সেই নারদার ফাইল আবার রি-ওপেন করে শুভেন্দু কে দিয়ে তদন্ত শুরু করা হবে।
সুকান্ত মজুমদার নেতৃত্ব হিসেবে দুর্বল হলেও তাঁর স্বচ্ছতা আর ভদ্রতা প্রশ্নাতীত। সেক্ষেত্রে তাঁকে পূর্ণ মন্ত্রী করা হতে পারে বলে খবর। সূত্রের দাবি দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রীর মুখ করে ২০২৬ নির্বাচন লড়বে বিজেপি। এখন সরকারি ভাবে কি সিদ্ধান্ত নেয় সর্বভারতীয় বিজেপি সেটাই দেখার। আজ শুভেন্দু, সুকান্ত সহ বাকি ১১ জয়ী প্রার্থীকে কেন্দ্রে তলব করা হয়েছে আলোচনার জন্যে।

08/06/2024

স্বরুপনগর পরিদর্শনে দিলীপ ঘোষ

08/06/2024

Dr. Anirban Ganguly ভোট পরবর্তী হিংসার স্বীকার যেসব কর্মীবৃন্দ তাঁদের সঙ্গে দেখা করতে, পাশে দাঁড়াতে তাঁদের বাড়ি।

08/06/2024

ভোট পরবর্তী হিংসার স্বীকার যেসব কর্মীবৃন্দ তাঁদের সঙ্গে দেখা করতে, পাশে দাঁড়াতে তাঁদের বাড়ি। Dr. Anirban Ganguly

08/06/2024

পশ্চিমবঙ্গের দায়িত্বে দিলীপ ঘোষ?

বেআইনি নির্মাণ। খবর করতে গিয়ে সাংবাদিক আক্রান্ত।
08/06/2024

বেআইনি নির্মাণ। খবর করতে গিয়ে সাংবাদিক আক্রান্ত।

বহুতল বাড়ি কি অবৈধ ভাবে নির্মাণ? হুগলি খন্নান চৌমাথায় গড়ে উটছে তিনতলা কার্য সম্পূর্ণ হওয়া একটি বিল্ডিং, কে বা ...

Address


Telephone

+919038731173

Website

Alerts

Be the first to know and let us send you an email when The News Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share