Ram ke Nam (Bangla) রাম কে নাম (তথ্যচিত্র, ১৯৯২)
রাম কে নাম (১৯৯২)
তথ্যচিত্র (বাংলা সাবটাইটেল সহ)
নির্দেশনা, ক্যামেরা, সম্পাদনা - আনন্দ পটবর্ধন
শব্দগ্রহণ - পারভেজ মেহেরওয়ানজী, সীমন্তিনী ধুরু
বাংলা ধারাভাষ্য - কঙ্কণা সেনশর্মা
বাবরি মসজিদ ভাঙার দশ দিন পরে তৈরি হয়েছিল লিবারহান কমিশন। কমিশন তার রিপোর্টে বলেছিল এই ঘটনা পূর্ব-পরিকল্পিত। সুপ্রীম কোর্টের যে রায়ে অযোধ্যায় মন্দির তৈরি হচ্ছে সেখানেও বলা হয়েছে বাবরি মসজিদ ভাঙা ছিল অপরাধ। কি মজা না, একটা অপরাধের ফলে পাওয়া জমিতে তৈরি হচ্ছে মন্দির। যারা ভেঙেছিল তারাই উল্লাসে মাতছেন!
কিন্তু, বাবরি মসজিদ ভাঙার আগেই এক চলচ্চিত্রকার ধরে রাখছিলেন 'রাম-জন্মভূমি আন্দোলন'কে। দেখাচ্ছিলেন কীভাবে রাষ্ট্রযন্ত্রের নানান অংশ গোপনে বা প্রকাশ্যে সাহায্য করেছিল। কীভাবে মিথ্যাচার, দূর্নীতি ও রাজনৈতিক ফায়দা তোলার জন্য গড়ে তোলা হয়েছিল এই 'আন্দোলন'। কেন দলিত-বহুজনের উত্থানের রাজনীতিকে হারিয়ে দিতে অসংখ্য দাঙ্গার দাগ চাকায় লাগিয়ে পরিক্রমায় বেরিয়েছিল 'রাম-রথ'। এই কালজয়ী তথ্যচিত্র ইতিহাসের এমন এক সময়কে ধরে রেখেছে যা প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষের ফিরে দেখা উচিত। অন্ধকারের রাজনীতির বিরুদ্ধে সহমর্মিতার রাজনীতিকে শক্তিশালী করার জন্য। লালদাস পূজারীরা হয়তো এখন সংখ্যালঘু কিন্তু ভোগী সাধু ও তাদের বেনিয়া প্রভুদের হারিয়ে একদিন তাদের মত বিবেকী মানুষের জয় হবেই।