ঠাকুরের সঙ্গে কথোপকথন চলছে😆
জগন্নাথের স্নান যাত্রা। আগরতলা জগন্নাথ বাড়ি থেকে সরাসরি.....
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সভাপতি ডঃ মানিক সাহা ত্রান তুলে দিচ্ছেন
১৯ শে জৈষ্ঠ্য যুগর্ষী লোকনাথ বাবার তিরোধান উৎসব। রাজ্যের অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত, লোকনাথ সেবা মন্দিরে সাড়ম্বরে তিরোধান উৎসব পালিত হচ্ছে।অন্যান্য বছর গুলোতে এই উৎসব জাঁক-জমকপূর্ণ ভাবে পালিত হয় আসলেও বর্তমানে তা সম্ভব হচ্ছে না। কোভিড-১৯ পরিস্থিতির কথা উপলব্ধি করে এবং সরকারের গাইডলাইন কে মান্যতা জানিয়ে লোকনাথ সেবা মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্যরা এবারও সেই উৎসব পালন করেছে। তবে এবার স্বল্প পরিসরে এই উৎসব পালিত হচ্ছে। সেবা মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য নিজেরাই উদ্যোগী হয়ে উৎসবটি পালন করছে। তবে এবার উপস্থিত ভক্তদের মধ্যে মহা পরিসরে মহাপ্রসাদ বিতরণ হবে না। প্রসাদ বিতরণ হবে তবে তা ক্ষুদ্রাকারে। এমনটাই জানালেন লোকনাথ সেবা মন্দিরের এক কর্মকর্তা।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর হাত ধরে উদ্বোধন হলো
" চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কীম"
27 জুন থেকে আগামী 10 দিনের জন্য বন্ধ করে দেওয়া হলো রাজ্যের সমস্ত ডেমু ট্রেন।
ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত বিক্রম দত্ত (২৬) নামে এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকায়। একটি মাল পরিবাহী অটো এবং স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনা।
প্রাচ্য ভারতী বিহার থেকে সরাসরি
তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি এবং তুই মধু এলাকায় এডিসি এলাকার বনধের চিত্র
তসলিমা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘটনা সোনামুড়া থানাধীন রবীদ্রনগর শান্তিপল্লী পর্ব পাড়া এলাকায়। জানা যায় চার বছর আগে শ্রীমন্তপুর হাবিল মিয়ার মেয়ে তাসলিমা আক্তারের সাথে শান্তিপল্লী পর্ব পাড়ার আজগর আলীর ছেলে মামুন উল্লাহ সাথে বিবাহ হয় । কিন্তু, বিয়ের পর থেকেই স্বামী নির্যাতন করতো তাসলিমাকে এমনি অভিযোগ মেয়ে পরিবারের। শনিবার সকাল দশটা নাগাদ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় স্বামীর বাড়ি থেকে। বর্তমানে গৃহবধূর মৃতদেহ সোনামুড়া হাসপাতালে মর্গে রয়েছে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে, অন্য দিকে মেয়ের পরিবারের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে সোনামুড়া থানায়।
করোনা আক্রান্ত এক প্রসূতি মা শুক্রবার সাতসকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৃথিবীর আলো দেখালো এক পুত্র সন্তানের। তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর,চাকমা ঘাট এলাকার ১৮ বছর বয়সী এক প্রসূতি মা তার প্রসব ব্যাথা নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসে শুক্রবার সকাল আনুমানিক ৫:৩০ মিঃ নাগাদ। তখন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত কর্মীরা ওই গর্ভবতী মায়ের করুণা পরীক্ষা করলে তার শরীরে করোনা পজিটিভ আসে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে করুণা আক্রান্ত কোন প্রসূতি মহিলার প্রসব করানোর ব্যবস্থা না থাকার দরুন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনির্বাণ ভৌমিক ওই গর্ভবতী মহিলাকে আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করতে চাইলে চিকিৎসক দেখতে পায় কিছুক্ষণের মধ্যেই ওই গর্ভবতী মহিলার গর্ভপাত করবে আগরতলা পৌঁছানোর আগেই। তাই তেলিয়ামুড়া মহ
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সারা রাজ্যে নাইট কার্ফিউর প্রথম দিনে তেলিয়ামুড়া আরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি বাজার সহ বিভিন্ন অঞ্চলে মাইক যোগে প্রচার করা হয়। তার সাথে সরকারি বিধিনিষেধ সম্পর্কেও অবগত করা হয়। পুর এলাকার পাশাপাশি পঞ্চায়েত এবং গ্রামীণ এলাকার বাজারের দোকানপাট যথারিতি বন্ধ করার দৃশ্য লক্ষ করা গেল। পুলিশের টহলদারিও ছিল জোরকদমে।