Rupsha news Time

  • Home
  • Rupsha news Time

Rupsha news Time Registered MSME, Government Of India
Register Number : UDYAM-WB-14-0019069
Web Media our RUPSHA NEWS

সবাই কে রান্না পূজা ও বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা অনেক শুভেচ্ছা।RUPSHA NEWS TIME এর  পক্ষ থেকে।❤❤❤❤❤
16/09/2022

সবাই কে রান্না পূজা ও বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা অনেক শুভেচ্ছা।
RUPSHA NEWS TIME এর পক্ষ থেকে।❤❤❤❤❤

HappY Teacher's DaY sonamababa
04/09/2022

HappY Teacher's DaY sonamababa

শুভঃ রাধা অষ্টমী sonamababaHappY BirthdaY sonamababa
04/09/2022

শুভঃ রাধা অষ্টমী sonamababa
HappY BirthdaY sonamababa

“ফল থেকে সবজি গণেশ চতুর্থীর বাজার আগুন, কোন জিনিসের কী দাম” নিজস্ব সংবাদদাতা শারদোৎসবের আগে, বুধবার গণেশ পুজো। আর সিদ্ধি...
31/08/2022

“ফল থেকে সবজি গণেশ চতুর্থীর বাজার আগুন, কোন জিনিসের কী দাম”

নিজস্ব সংবাদদাতা
শারদোৎসবের আগে, বুধবার গণেশ পুজো। আর সিদ্ধিদাতার আরাধনায় চিন্তা বাড়াচ্ছে অগ্নিমূল্য বাজারদর৷ মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।

সব কিছুরই দাম আকাশছোঁয়া
ফল-ফুল থেকে শাক-সব্জি! সব কিছুরই দাম আকাশছোঁয়া। মানিকতলা বাজারে কেজি প্রতি ন্যাসপাতি বিকোচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। ৭দিন আগে ছিল ১০০-১২০ টাকা। আপেলের কেজি ১২০ টাকা। আগের সপ্তাহে যা ছিল ১০০ টাকা কেজি।

কোন ফলের দাম কত বেড়েছে
গত সপ্তাহে ৪০-৫০টাকা কেজি দরে পেয়ারা বিক্রি হলেও এখন ৭০ থেকে ৮০ টাকা কেজি। এক সপ্তাহে প্রায় ৫০ টাকা দাম বেড়ে শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। গত সপ্তাহে ৫০-৬০ টাকা দাম ছিল একটি আনারসের, তা এখন কিনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বিক্রেতাদের দাবি, সবকিছুরই দাম বেড়েছে হালফিলে।

সবজির দর তো আগে থেকেই চড়ছিল। গণেশ চতুর্থী আগে সেই বাজার আরও চড়া।

মানিকতলা বাজারে,

৭ দিনে আগে ২৫-৩০টাকা কেজি বিক্রি হলেও এখন পটল, ঢেঁড়শ, ঝিঙে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকায়।
১০ টাকা বেড়ে এখন বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজি।
এক কেজি লঙ্কার দাম ৮০ থেকে ১০০ টাকা।
গত সপ্তাহে এক কেজি টম্যাটোর দাম ছিল ৪০ টাকা। এদিন টম্যাটো বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়।
সিদ্ধিদাতাকে তুষ্ট করতে আয়োজনে খামতি রাখতে চান না কেউ। তবে খরচের চিন্তায় কপালে ভাঁজ রয়েই যাচ্ছে।

গণেশ চতুর্থীর শুভক্ষণ কতক্ষণ থাকছে?

আজ গণেশ চতুর্থী। ধন-সমৃদ্ধির কামনায় সিদ্ধিদাতা গণপতির আরাধনা। গণপতি বাপ্পাকে নিয়ে আরব সাগরের তীরের উন্মাদনার ঢেউ এখন গঙ্গাপাড়ের কলকাতাতেও। তবে চিন্তা বাড়াচ্ছে বাজারের আগুন দর। সিদ্ধিদাতাকে তুষ্ট করতে আয়োজনে খামতি রাখতে না চাইলেও খরচের চিন্তায় কপালে ভাঁজ মধ্যবিত্তের। চলতি বছর ৩১ অগাস্ট পড়েছে গণেশ চতুর্থ। ভাদ্র মাসের শুক্ল পক্ষে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব। চলতি বছর গণেশ চতুর্থী পড়ছে ৩০ অগাস্ট রাত ৩টে ৩৩ মিনিট থেকে। শুভক্ষণ থাকবে ৩১ অগাস্ট রাত ৩টে ২২ পর্যন্ত। জানা যাচ্ছে, গণেশ পুজোর শুভ সময় সকাল ১১টা ৫ থেকে দুপুর ১টা ৩৮ পর্যন্ত।

3mababaজয় গণপতি বাপ্পার জয় শুভঃ গণেশ পূজার শুভেচ্ছl
30/08/2022

3mababa
জয় গণপতি বাপ্পার জয় শুভঃ গণেশ পূজার শুভেচ্ছl

কৌশিকী অমাবস্যায়  তারাপীঠ মন্দির ও বক্রেশ্বর মন্দির  দর্শন করুন। রুপসা নিউস টাইমের  ফেসবুক পেজে
27/08/2022

কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দির ও বক্রেশ্বর মন্দির দর্শন করুন। রুপসা নিউস টাইমের ফেসবুক পেজে

02/08/2022

শুভঃ নাগ পঞ্চমী

শুভঃ বিপদ তারিণী পূজা
02/07/2022

শুভঃ বিপদ তারিণী পূজা

শুভঃ রথ যাত্রা sonamababa❤❤❤❤❤
30/06/2022

শুভঃ রথ যাত্রা sonamababa❤❤❤❤❤

Ratha Jatra is a Hindu festival associated with Lord Jagannath held at Shri Kshetra Puri Dham in the state of Odisha, In...
30/06/2022

Ratha Jatra is a Hindu festival associated with Lord Jagannath held at Shri Kshetra Puri Dham in the state of Odisha, India. It is the oldest Ratha Yatra, whose descriptions can be found in Brahma Purana, Padma Purana, and Skanda Purana and Kapila Samhita.

“বড় খবর! পুলিশের জন্য একগুচ্ছ নতুন সুবিধার ঘোষণা মুখ্যমন্ত্রীর”নিজস্ব সংবাদদাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য বেশ...
24/06/2022

“বড় খবর! পুলিশের জন্য একগুচ্ছ নতুন সুবিধার ঘোষণা মুখ্যমন্ত্রীর”

নিজস্ব সংবাদদাতা
ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য বেশকিছু নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এর জন্য এক গুচ্ছ নয়া সুবিধার কথা বৃহস্পতিবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া প্রমোশনের সুবিধা থেকে শুরু করে মেডিকেল বেনিফিট একাধিক ক্ষেত্রে নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নতুন করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নিয়োগ এর কথাও এদিন নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, "২০০ জন করে আমরা ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এ নিয়োগ করব। নতুন করে পুলিশ জেলা হয়েছে তাই আমরা নেব।"

এদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য বেশকিছু নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন "ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এর অফিসারদের জন্য দুটো করে বাড়তি ইনক্রিমেন্ট এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএস ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অফিসারদের ডিপার্টমেন্টাল পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনের বদলে এবার সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে দেওয়া যাবে।"পাশাপাশি আইএএস,আইপিএস রা যেমন স্পেশাল অ্যালাউন্স বা বিশেষ ভাতার সুবিধা পান সেই সুবিধা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসাররাও পাবেন বলে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন "বার্ষিক হেলথ চেকআপ আইএস,আইপিএসদের যেমন করা হয়েছে তেমনই ৪০ বছরের উপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসারদেরও বাধ্যতামূলকভাবে সরকারি খরচে হেলথ চেকআপ করা হবে।"এদিন ইউনিফর্ম অ্যালাউন্স ২০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

“আজ দশহারা জেনে নিন মা গঙ্গা ও মা মনসার কিছু অজানা তথ্য এবং বিধি-মাহাত্ম্য”নিজস্ব সংবাদদাতা জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এবছর...
09/06/2022

“আজ দশহারা জেনে নিন মা গঙ্গা ও মা মনসার কিছু অজানা তথ্য এবং বিধি-মাহাত্ম্য”

নিজস্ব সংবাদদাতা
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এবছর গঙ্গা পুজোর দিনে দুটি শুভ ঘটনা ঘটতে চলেছে। আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে রবিযোগ। এই শুভ যোগে পূজো এবং শুভ কাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জৈষ্ঠ্য মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্তা নক্ষত্রে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। এবার হস্তা নক্ষত্র আজ ভোর 4:30 থেকে শুরু হয়ে গেছে এবং আগামীকাল ভোর 4:26 মিনিট পর্যন্ত চলবে। মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা পূজা বা মনসা পূজা উদযাপিত করা হয়।

কিছু মানুষ দশহারার দিন মাছ দিয়ে মা গঙ্গা এবং মা মনসা কে ভোগ নিবেদন করে নিরামিষ খেয়ে ব্রত পালন করেন। তাদের বিশ্বাস গঙ্গা এবং মনসা সন্তুষ্ট হলে সংঘাত থেকে রক্ষা পাবেন বছরভর তাল পুকুরে ভেরিতে দিনে-রাতে মাছ ধরলেও সাপে ছোঁবে না।

গঙ্গা এবং মনসাকে একই বেদিতে রেখে কয়েক বছর ধরেই দশহরার পুজো করে আসছেন পিয়ারাপুর পশ্চিমপাড়া নৌকাহাটা গ্রামের বাসিন্দারা। দিল্লি রোড ঘেঁষা শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের নৌকাহাটা গ্রামে কয়েকশো মৎস্যজীবী পরিবার রয়েছে। বুধবার, দশহারার পার্বণে তাঁরা মেতে উঠেছেন উৎসবে। গ্রামবাসীরা জানিয়েছেন, মাছ চাষ করে মাছ ধরে তাঁদের সংসার চলে। খাল, পুকুর, ভেড়িতে মাছ ধরতে গিয়ে অনেক সময়েই জেলেদের সাপের ছোবল খেতে হয়। বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। তাই ওই সময় মাছ ধরতে গিয়ে বাড়তি সতর্কতা নিতে হয়। পুজোর অন্যতম উদ্যোক্তা তপন গায়েন বলেন, ‘জুলাই মাসে পুরোপুরি বর্ষা চলে আসে। তাই জুনেই মা গঙ্গা ও মা মনসাকে এক বেদিতে রেখে পুজোর প্রথা রয়েছে। আমাদের বিশ্বাস দশহারার দিন পুজো করলে সাপের বিষ নেমে যায়।’ পুজোর আরেক উদ্যোক্তা মুকুল বর বলেন, ‘গ্রামবাসীরা দশহারার আচার নিষ্ঠার সঙ্গে পালন করেন। পুরুষেরা নতুন ধুতি, গামছা ও মহিলারা লাল-সাদা শাড়ি পড়ে পুজোয় অংশ নেন। ফল, মিষ্টির সঙ্গে মাছ দিয়ে মায়ের অন্নভোগ হয়। দুপুর থেকে পুজো শুরু হয়। সন্ধ্যায় পুজো শেষ। এর পরে গ্রামবাসীদের মহাপ্রসাদ বিলি হয়। রাতে বাউল গানের আসরও বসে।’

স্থানীয় বাসিন্দা সোমা মণ্ডল জানান, পুজোর দিনে গ্রামের সকলেই মায়ের প্রসাদ পান। কেউ বাড়িতে রান্না করেন না। তাঁর কথায়, ‘আগে কেউ সাপের ছোবল খেলে আমরা ওঝা, গুনিনের কাছে নিয়ে যেতাম। অনেকেই মারা যেতেন। এখন কাউকে কেউটে বা চন্দ্রবোড়ার কামড়ালে হাসপাতালে নিয়ে যাই। এখন এখানে সাপের কামড়ে কারো মৃত্যুর ঘটনা প্রায় হয় না। কিন্তু তবুও প্রথা মেনে ভক্তিভরে দশহারার পুজো করি।’ পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের কৃষি সঞ্চালক ও পুজোর আয়োজক সুদর্শন বর বলেন, ‘এখানকার মৎস্যজীবীদের সমবায় গোষ্ঠীগুলি রাজ্যের মৎস্য দপ্তরের সহযোগিতায় এখন মাছ ধরার পাশাপাশি মৎস্যপালনেও যুক্ত হয়েছে।’

সকাল ৮টা ২১ মিনিট থেকে শুরু হয়ে ১০ জুন শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত চলবে।

আজ গঙ্গাস্নানের রীতি রয়েছে। আর যদি কেউ গঙ্গায় যেতে না পারেন,তবে মা গঙ্গার নাম নিয়ে বাড়ির কাছের পুকুর বা নদীতেও ডুব দিতে পারেন। ডুব দেওয়ার সময় অবশ্যই 'ওম নমঃ শিবায় নারায়ণায় দশেরায় গঙ্গায় নমঃ' মন্ত্রটি উচ্চারণ করতে হবে। এমনকি চাইলে বাড়িতে স্নানের জলে গঙ্গাজল মিশিয়েও স্নান করতে পারেন।

দশহরার দিনে দানধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে। ওই দিনে দান ও দানশীল কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়। ওই দিনে ১০ জিনিস দান করা খুবই শুভ বলে মনে করা হয়। পূজার উপকরণেও ব্যবহার করা উচিত ১০ সামগ্রী। সঙ্গে ১০ রকম ফুলও।

“ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?”নিজস্ব সংবাদদাতা এ বছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকবে দে...
23/05/2022

“ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?”

নিজস্ব সংবাদদাতা
এ বছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকবে দেশে। অন্তত ৬ দিন বর্ষা ঢুকবে দেশে, অনুমান আবহাওয়াবিদদের।
সপ্তাহের প্রথম দিনে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি আজ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

এবছর বর্ষা এগোতে পারে, এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এই বর্ষা প্রাক-বর্ষার কিনা তা জানাতে পারেনি আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমানে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদেও। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। দিনভর এমনই থাকবে আবহাওয়া। তবে বেলা বাড়লে অস্বস্তিও খানিকটা বাড়বে। দুপুরের পর থেকে কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, এ বছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকবে দেশে। অন্তত ৬ দিন বর্ষা ঢুকবে দেশে। কেরল দিয়েই এদেশে বর্ষার আগমন ঘটে। দক্ষিণের এই রাজ্যে এবছর আগামী ২৭ মে বর্ষা ঢুকবে।

“বিপর্যস্ত অসম, দুর্গত মানুষের সুবিধায় বিশেষ পরিষেবা দিচ্ছে রেল-টেল”নিজস্ব সংবাদদাতা ইতিমধ্যেই রেলটেল কর্পোরেশন তাই রেল ...
23/05/2022

“বিপর্যস্ত অসম, দুর্গত মানুষের সুবিধায় বিশেষ পরিষেবা দিচ্ছে রেল-টেল”

নিজস্ব সংবাদদাতা
ইতিমধ্যেই রেলটেল কর্পোরেশন তাই রেল স্টেশনগুলিতে বিনামূল্যের ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে৷উত্তর-পূর্ব সীমান্ত রেলের অসমের লামডিং ডিভিশনের লামডিং-বদরপুর পাহাড়ি সেকশনের একাধিক স্থানে প্রবল বৃষ্টির কারণে এই পাহাড়ি অঞ্চলের রেলওয়ের ট্র‍্যাক, ব্রিজ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

এই জটিল পরিস্থিতিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে নিজেদের সমস্ত মেশিনারিকে সক্রিয় করে তোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে ট্রেন পরিষেবা নিয়ন্ত্রিত করা হয়েছে৷ যদিও এই আকস্মিক প্রাকৃতিক দূর্যোগের প্রভাবে, বিশেষ করে বন্যার কারণে ডিটকছড়া এবং নিউ হাফলং স্টেশনে দু'টি ট্রেন আটকে যায়। রেলওয়ে প্রশাসনের তরফে বায়ুসেনা, রেলওয়ে সুরক্ষা বাহিনী, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, আসাম রাইফেলস ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ব্যাপক ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালানো হয়৷অভিযান সফল হলেও, এখনও স্বাভাবিক নয় রেল চলাচল। এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা ছিল ক্ষতিগ্রস্ত এলাকায় সমস্ত মোবাইল অপারেটরের মোবাইল পরিষেবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া৷ যার ফলে যাত্রী ও প্রশাসন সঠিকভাবে যোগাযোগ চালিয়ে যেতে পারছিল না। নিজেদের পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় যাত্রীরা উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়েন।

ইতিমধ্যেই রেলটেল কর্পোরেশন তাই রেল স্টেশনগুলিতে বিনামূল্যের ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে৷ এই জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে সংযোগ স্থাপন করা গেছে পরিবার বা নিকটাত্মীয়ের সাথে৷ স্থানীয় রেলটেল কর্মীরা এই বিষয়ে প্রতিনিয়ত যোগাযোগ রেখে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও স্বাভাবিক করে দিয়েছেন ওয়াই-ফাই পরিষেবা। যার ফলে যাত্রীদের পাশাপাশি সুবিধা হয়েছে রাজ্য প্রশাসন ও রেল প্রশাসনের। উদ্ধার কাজ ও ত্রাণ সামগ্রী পাঠানোর কাজে বিশেষ সুবিধা হয়েছে।যেহেতু সংশ্লিষ্ট এলাকায় মোবাইল পরিষেবা বিধ্বস্ত হয়ে পড়েছে তাই ওটিপি-র প্রয়োজনীয়তা ছেড়ে সকলেই যাতে মোবাইল ব্যবহার করতে পারেন সেই সুবিধা করে দিয়েছেন। এই সব ব্যবস্থা উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের অন্তর্ভুক্ত ডিমা হাসাও জেলার ডিটকছড়া, নিউ হারাঙ্গাজাও, নিউ হাফলং স্টেশনে এবং কাছাড় জেলার দামছড়া স্টেশনে প্রদান করা হয়েছে।

“দুদিনে ৩০ কোটির বেশি আয়, কেন ভুলভুলাইয়া ২-এ কেন বাদ অক্ষয়? মুখ খুললেন পরিচালক”নিজস্ব সংবাদদাতা সম্প্রতি অনীশ বলেন, ' অক...
23/05/2022

“দুদিনে ৩০ কোটির বেশি আয়, কেন ভুলভুলাইয়া ২-এ কেন বাদ অক্ষয়? মুখ খুললেন পরিচালক”

নিজস্ব সংবাদদাতা
সম্প্রতি অনীশ বলেন, ' অক্ষয়ের তুলনায় এগুলো খুবই তুচ্ছ বিষয়। ও এখন অনেক বড় স্টার। ওকে নেওয়া যেত না। এই ছবিতে ও থাকল কি না থাকল সেটা অক্ষয়ের কাছে কোনও ফ্যাক্টর নয়।'বক্স অফিসে তুমুল সফলতা পেয়েছিল ভুলভুলাইয়া কিন্তু এরপর যখন প্ল্যান করা হল ভুলভুলাইয়া ২-এর, তখন বাদ পড়েন অক্ষয় কুমার। যদিও রিলিজের প্রথম দুদিনেই ৩০ কোটি টাকার বেশি আয় করেছে ভুলভুলাইয়া ২। কিন্তু যে ছবিকে সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছিল অক্কি, সেই ছবির ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতে কেন নেওয়া হল না তাঁকে, এ প্রশ্নের উত্তরে এবার মুখ খুললেন পরিচালক অনীশ বাজমি।

সম্প্রতি অনীশ বলেন, ' অক্ষয়ের তুলনায় এগুলো খুবই তুচ্ছ বিষয়। ও এখন অনেক বড় স্টার। ওকে নেওয়া যেত না। এই ছবিতে ও থাকল কি না থাকল সেটা অক্ষয়ের কাছে কোনও ফ্যাক্টর নয়। ও এখন পছন্দমতো প্রস্তাব পাচ্ছে পরপর, তাতে অভিনয়ও করছে নিয়মিত। আমাদের ছবির অফার ওর কাছে গেলেও নিশ্চয়ই তাতে অভিনয় করত। ওর সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। পরেও নিশ্চয়ই আমরা আবার একসঙ্গে কাজ করব।'

অনীশের যুক্তি খুব একটা মনে ধরেনি অক্ষয়ের ফ্যানেদের। শুধু কি এই কারণেই ছবি থেকে বাদ পড়েছেন অক্ষয় নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ। ছবির নায়ক হতে অনেক বেশি টাকা পারিশ্রমিক হেঁকে বসেছিলেন অক্ষয়, যার জন্য বাদ দিতে হল তাঁকে। নাকি অন্য কোনও কারণে বনিবনা হয়নি তাঁদের? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বলিউডের অন্দরে।

“নিজেদের ভিতরটা দেখুন!'' বিজেপি ছাড়ার জল্পনার মাঝেই ইঙ্গিতপূর্ণ টুইট অর্জুন সিংয়েরনিজস্ব সংবাদদাতা ফের টুইট-বোমা অর্জুন...
23/05/2022

“নিজেদের ভিতরটা দেখুন!'' বিজেপি ছাড়ার জল্পনার মাঝেই ইঙ্গিতপূর্ণ টুইট অর্জুন সিংয়ের

নিজস্ব সংবাদদাতা
ফের টুইট-বোমা অর্জুনের! ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে। শনিবার তাঁর টুইট-পোস্ট ঘিরে সেই জল্পনা আরও বেড়েছে। এর মধ্যে রবিবার সকালে ফের আরেকটি টুইট করলেন অর্জুন সিং। এবার টুইট পোস্টের মাধ্যমে সরাসরি সমালোচকদের বিদ্ধ করলেন অর্জুন। এদিন ফের হিন্দিতে লেখা টুইটে সমালোচকদের একহাত নিয়েছেন BJP সাংসদ লিখেছেন, "কখনও তো নিজেদের ভিতরটা দেখুন, নিজেদেরও খোঁজ নিন। যাঁরা আমার ভিতের একটা-একটা পাথর দেখছেন।" যদিও ঠিক কাদের উদ্দেশ্যে অর্জুন সিং এই টুইট করেছেন তা স্পষ্ট নয়। তবে তাঁর ইঙ্গিত গেরুয়া শিবিরের প্রতি বলেই দাবি রাজনৈতিক মহলের।
শনিবার রাতেই অর্জুন সিংয়ের টুইট এবং দলবদলের জল্পনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুটা শ্লেষের সুরে বলেছিলেন, "সাংসদ অর্জুন সিংও কী করবেন আমি জানি না। তবে কাল তৃণমূলে যেতেই পারেন। সেটা তাঁর অধিকার। এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, একটা টুইট করে দল ছাড়া যায়।" এপ্রসঙ্গে মুকুল রায়, বাবুল সুপ্রিয়র উদাহরণও টেনেছিলেন তিনি।
উল্লেখ্য, BJP সাংসদ অর্জুন সিং বেশ কিছুদিন ধরেই বেসুরো হয়ে উঠেছেন। পাটশিল্প থেকে শুরু করে দলীয় সংগঠন নিয়েও ইতিমধ্যে অনেকবার সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো সম্পর্কে অনেকটাই নরম সুর শোনা যায় অর্জুনের গলায়। সবমিলিয়ে, তাঁর দলবদলের জল্পনা তুঙ্গে ওঠে। সেই জল্পনা আরও বেড়ে যায় তাঁর শনিবারের টুইট ঘিরে। হিন্দিতে সেই টুইটে তিনি লিখেছিলেন, "আজ সমুদ্র নিজেকে নিয়ে গর্বিত। যেখানে ঝড় এসেছে, সেখানেই নৌকা নিয়ে চল।" যা নিয়ে প্রশ্ন ওঠে, কোথায় তুফান উঠেছে? নৌকা নিয়ে কোথায় যাওয়ার কথা বলছেন ব্যারাকপুরের সাংসদ? তাহলে কী ফের ঘর ওয়াপসি করবেন?

“তোলপাড় করা ক্যানিংয়ের রাজনীতি, ক্যানিং পশ্চিম এর বিধায়ক পরেশ দাস কে খুনের চক্রান্তে ফাঁস অডিও”বিজেপি আরএসএস দল ভোটের...
20/05/2022

“তোলপাড় করা ক্যানিংয়ের রাজনীতি, ক্যানিং পশ্চিম এর বিধায়ক পরেশ দাস কে খুনের চক্রান্তে ফাঁস অডিও”

বিজেপি আরএসএস দল ভোটের আগে থেকেই পরেশ দাস কে খুনের চক্রান্ত চালিয়ে গিয়েছে। ব্যাপক চাঞ্চল্য। জেল থেকে এই চক্রান্তের ফন্দি আঁটে অভিযুক্তরা। কথা ছিল জেল থেকে ছাড়া পেলে কাজ শুরু হয়ে যাবে খুনের। ঘটনার মূল চক্রে ছিলেন চিরঞ্জিত হালদার চিরন আগে তৃণমূল নেতা খুনের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয় ক্যানিং থানা থেকে। বিচারে জেল হয় চিরনের। জেলে থাকাকালীন খুনের পরিকল্পনা করা হয় বলে আপাতত খবর। বর্তমানে চিরন জামিনে ছাড়া পেয়ে মুম্বাইয়ে আছে এবং সেখান থেকেই খুনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে সে। ঘটনাচক্রে বাসন্তীর মনিরুল নামক কোন একজনকে সঙ্গী করেছিল চিরন মঙ্গলবার মনিরুল আপনা থেকেই পরে ফোন করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানায় এরপর শুরু হয় এ বিষয়ে বুধবার সন্ধ্যায় বারুইপুর পুলিশ এসপি সহ অন্যান্য অধিকারীদের কাছে অভিযোগ জানান বিধায়ক। পরেশের দাবি অভিযুক্তরা বিজেপি আশ্রিত তাই ঘটনাটি আরো জানার জন্য পরেশ দাস কে প্রশ্ন করলে তিনি বলেন

আমাদের ক্যানিং একটি অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে সামনে রেখে আমি জনসংযোগ বাড়াচ্ছি। বিজেপি আরএসএস দল ভোটের আগে থেকেই আমায় বিরুদ্ধে একটা চক্রান্ত চালাচ্ছে। বহুবার আমি থানায় এই বিষয়ে অভিযোগ জানিয়েছে। গত মঙ্গলবার বাসন্তীর ফুল মালঞ্চ এলাকার এক বাসিন্দা আমায় জানায় যে তিনি কোন এক কারনে জেলে ছিলেন এবং সেখানেই চিরঞ্জিতের সঙ্গে আলাপ। ক্যানিংয়ের চিরন জেলে বসেই আমায় খুন করার শলাপরামর্শ চালিয়ে গিয়েছে।
এখন মনিরুল বাড়িতেই, তাকে ফোন করে চিরণ জানিয়েছে যে মুম্বাই থেকে সে তার সঙ্গ নিয়ে ক্যানিংয়ে এসে পরেশ দাস কে খুন করবে। মনিরুল বলে যে পরেশ দাস এখন এমএলএ তাকে খুন করতে একটুও ভয় লাগছে নাকি চিরনের?
উত্তরে চিরন বলে “না আমি কোন এমএলএ কে ভয় পাই না, একবার যখন সিদ্ধান্ত নিয়েছি তখন এর শেষ দেখেই ছাড়বো”। পরেশ দাস বলেন চিরন কে নিয়ে আমাদের ক্যানিং থানায় বহু কেস আছে। আমি বিষয়টি এসপি এর কাছে আই সি ও এস ডি এর পক্ষে একটি চিঠি ফরওয়ার্ড করেছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনকেই ক্রিমিনাল এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ করবো। পাশাপাশি সরকারকে অনুরোধ জানাব ব্যাপারটার একটা ফয়সালা করবার জন্য, যেহেতু আপাতত আমি সরকারেরই একটা অঙ্গ তাই তিনি যেন সমস্যাটিকে গুরুত্ব নিয়ে দেখেন।

“পার্থকে টানা জেরা সিবিআই দফতরে, মাত্র চার মাসের মধ্যেই পদ ছাড়লেন এসএসসির চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার” নিজস্ব সংবাদদাত...
20/05/2022

“পার্থকে টানা জেরা সিবিআই দফতরে, মাত্র চার মাসের মধ্যেই পদ ছাড়লেন এসএসসির চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার”

নিজস্ব সংবাদদাতা
নিজাম প্যালেসে ছিলেন রাজ্য স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টারাও। আগে থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের জন্য একগুচ্ছ প্রশ্নপত্র তৈরি করে রেখেছিল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছিল বলেও সূত্রের খবর।এসএসসিকাণ্ডে একদিকে যখন সিবিআই জেরার মুখে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী অন্যদিকে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। এইদিনই কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্য়ায়ের আবেদন শোনেনি। তারপরই তাঁকে কিছুটা বাধ্য হয়েই নিজাম প্যালেসে যেতে হয়। নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে তাঁকে টানা জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। এদিন নিজাম প্য়ালেসে তাঁর পৌঁছানোর কথা ছিল ৬টার সময়। কিন্তু তিনি পৌনে ৬টার সময় সিবিআই দফতের পৌঁছে গিয়েছিলেন। তারপর থেকে প্রায় রাত আটটা পর্যন্ত তাঁকে জেরা করা হয়।

সূত্রের খবর নিজাম প্যালেসে ছিলেন রাজ্য স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টারাও। আগে থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের জন্য একগুচ্ছ প্রশ্নপত্র তৈরি করে রেখেছিল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছিল বলেও সূত্রের খবর।

সূত্রের খবর সিবিআই পার্থকে এসএসসি নবম ও দশম শ্রেণির শিভক, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ মামলায় প্রায় ৫০০ কোটি টাকা দূর্ণীতি হয়েছে কিনা জিজ্ঞাসাবাদ করা হতে পারে। শান্তিপ্রসাদের সঙ্গে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে পার্থকে। কারণ আদালতে একাধিকবার বয়ান বদল করেছেন তিনি।

অন্যদিকে এদিনই এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। এসএসসি-র নতুন চেয়ারম্য়ান হচ্ছেন শুভ্র চক্রবর্তী। তিনি আইএস পদাধিকারী শুভ্র সমগ্র শিক্ষা মিশনের রাজ্য অধিকর্তা। চলতি বছর জানুয়ারিতেই দায়িত্ব নিয়েছিলেন সিদ্ধার্থ। মাত্র চার মাসের মধ্যেই তাঁকে পদত্যাগ করতে হল। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দলের দূরত্ব তৈরি করলেন দলেরই মুখপাত্র কুণাল ঘোষ।

তিনি পার্থর সঙ্গে দলের দূরত্ব তৈরি করতে শুরু করলেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে তিনি বলেছেন, একজনের জন্য গোটা দলকে দায়ি করা ঠিক হবে না। তবে কুণাল ঘোষ জানিয়েছেন মামলাটি এখনও বিচারাধীন। তাই তাই তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না। পাশাপাশি তিনি এদিন বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যের উন্নতির জন্য যথেষ্ট ভালো কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সক্রিয় রাজ্যের উন্নয়ন নিয়ে।

বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলা শোনেনি কলকাতা হাইকোর্ট। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনখড়ও মুখ্যমন্ত্রীকে বলেছেন অবিলম্বে পার্থকে তাঁর পদ থেকে যাতে সরিয়ে দেওয়া হয়। এই সময়ই কুণাল ঘোষ বলেছেন, পার্থর সঙ্গে দলের দূরত্ব তৈরি করলেন।

তৃণমূলের CBI বিড়ম্বনা, নজরে কোন কোন নেতা-মন্ত্রী?” নিজস্ব সংবাদদাতা CBI-র হাত থেকে রেহাই পাননি ফিরহাদ হাকিম, মদন মিত্রে...
20/05/2022

তৃণমূলের CBI বিড়ম্বনা, নজরে কোন কোন নেতা-মন্ত্রী?”

নিজস্ব সংবাদদাতা
CBI-র হাত থেকে রেহাই পাননি ফিরহাদ হাকিম, মদন মিত্রের মতো শাসকদলের আরও অনেকেই। রাজ্যে শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'। হাইকোর্টের নির্দেশে শেষপর্যন্ত CBI-র মুখোমুখি হতে হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে। নিজাম প্যালেসে পৌঁছে গেলেন অনুব্রত মণ্ডলও। গরু পাচারকাণ্ডে ৪ ঘণ্টা জেরার পর, তাঁকে ফের আগামি সপ্তাহে হাজিরার নোটিস ধরালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। রেহাই পাননি ফিরহাদ হাকিম, মদন মিত্রের মতো শাসকদলের আরও অনেকেই।
রাজ্যে শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'। ২০২২ সালে হাইকোর্টের নির্দেশে CBI দফতরে হাজিরা দিতে হয় তৃণমূলের মহাসচিব, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কলকাতার নিজাম প্য়ালেসে পৌনে চার ঘণ্টার ধরে জেরা।২০১৬ নারদাকাণ্ডে গোপন ক্যামেরায় ঘুষ নিতে দেখা গিয়েছিল মন্ত্রী ফিরহাদ হাকিমকে। ২০২১-এ বিধানসভা ভোটের পরে তাঁকে গ্রেফতার করে CBI। পরে জামিনে মুক্তি পান।
নারদাকাণ্ডে নাম জড়়িয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। ২০২১-র বিধানসভা ভোটের পর CBI-র হাতে গ্রেফতার হন কলকাতার প্রাক্তন মেয়র। পরে জামিনে মুক্তি।
২০১৪ সালে সারদা কাণ্ডে রাজ্যের তৎকালীন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে গ্রেফতার করে CBI। পরে নারদাকাণ্ডেও নাম জড়ায় কামারহাটির তৃণমূল বিধায়কেরও। ২০২১-এ ফের গ্রেফতার, পরে জামিনে ছাড়া পান।
২০২১ সালে চিটফান্ড কান্ডে CBI-র হাতে গ্রেফতার হন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিং।
তৃণমূল থাকাকালীন নারদকাণ্ডে মুকুল রায়কে জেরা করে CBI। এরপর বিজেপিতে যোগ দেন তিনি। এখন আবার পুরনো দলেই ফিরেছেন মুকুল।
সৃঞ্জয় বোস- ২০১৪ সালে সারদাকাণ্ডে গ্রেফতার তৎকালীন তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু। রোজভ্য়ালি কাণ্ডে 'টাকা নয়ছয়'। ২০১৬ সালে গ্রেফতার প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পাল।
২০২১ সালে নারদকাণ্ডে গ্রেফতার প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়।
নারদকাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগ। ২০১৭ সালে প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে জেরা করে CBI।
২০১৭ সালে নারদকাণ্ডে তৃণমূল নেতা, কলকাতা পুরসভার তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ-কে জেরা CBI-র।
২০১৯ সালে সারদাকাণ্ডে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে তলব CBI-র।
২০১৬ সালে প্রভাব খাটিয়ে মেয়েকে শিক্ষকতার চাকরি দেওয়ার অভিযোগ। ২০২২ সালে স্কুলশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে CBI দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের।
২০১৪ সাল সারদাকাণ্ডে নাম জড়ায় রাজ্যসভার তৎকালীন তৃণমূল সাংসদ আহমেদ ইমরান খানের। তাঁকে তলব করে CBI।
২০১৭ সালে রোজভ্য়ালিকাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে CBI।
২০১৩ সালে সারদাকাণ্ডে গ্রেফতার তৎকালীন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ।
২০২২ সালে গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব CBI-র।

“কাটল জট, ‘বাংলা মাতৃ প্রকল্প’ নয়, সারা দেশের মতো ‘প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা’ নামেই চলবে প্রকল্প” নিজস্ব সংবাদদা...
20/05/2022

“কাটল জট, ‘বাংলা মাতৃ প্রকল্প’ নয়, সারা দেশের মতো ‘প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা’ নামেই চলবে প্রকল্প”

নিজস্ব সংবাদদাতা
দিল্লির কাছ থেকে প্রথম কিস্তির ১৬০ কোটি টাকা মিলেছে। এখন ৩০০ কোটি টাকা বকেয়া। কেন্দ্রীয় বরাদ্দ সুনিশ্চিত করতে আবেদনপত্র থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট— সর্বত্র মুছে ফেলা হয়েছে বাংলা মাতৃ প্রকল্পের নাম।

শেষ পর্যন্ত দিল্লির শর্তেই রাজি হল রাজ্য? সারা দেশের মতো বাংলাতেও প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা নামেই চলবে অন্তঃস্বত্ত্বা মায়েদের জন্য প্রকল্প। স্বাস্থ্য ভবনের খবর, রাজ্য নারী ও শিশুকল্যাণ দফতরের তরফে দিল্লিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, এ রাজ্যেও প্রকল্পের নাম একই থাকবে। এরপরই জট কাটে। ‘প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা’র নাম বদলে এ রাজ্যে করা হয়েছিল বাংলা মাতৃ প্রকল্প। এ নিয়ে দড়ি টানাটানিতে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র। অচলাবস্থা চলায় বঞ্চিত হন চার লক্ষ মা। জট কাটায় গত শুক্রবার থেকে ফের এই প্রকল্পে নথিভুক্ত মায়েরা টাকা পেতে শুরু করেছেন। দিল্লির কাছ থেকে প্রথম কিস্তির ১৬০ কোটি টাকা মিলেছে। এখন ৩০০ কোটি টাকা বকেয়া। কেন্দ্রীয় বরাদ্দ সুনিশ্চিত করতে আবেদনপত্র থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট— সর্বত্র মুছে ফেলা হয়েছে বাংলা মাতৃ প্রকল্পের নাম।

উল্লেখ্য, ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার এই প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা চালু করে। এই প্রকল্পের আওতায় সরাসরি গর্ভবতী মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় কেন্দ্র। গর্ভবতী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের আওতায় চলে এই প্রকল্প। দেশের সব রাজ্যের গর্ভবতী মহিলার এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন। তবে এই আর্থিক সুবিধা কেবল প্রথমবার গর্ভবতী হওয়ার সময়েই পাওয়া যায়। দ্বিতীয় সন্তানের জন্মের সময় এই কেন্দ্রীয় প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না মহিলারা।সন্তান সম্ভবা মহিলার গর্ভে বেড়ে ওঠা ভ্রূণের পুষ্টির যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই এই আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু নাম বদলের জটে দীর্ঘদিন এই প্রকল্পের আওতায় রাজ্যের গর্ভবতী মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। অবশেষে সেই জট কাটল। এবার থেকে কেন্দ্রের স্থির করা নামেই এই রাজ্যেও চলবে প্রকল্প।

“ওজন কমানোর অস্ত্রোপচার! মাত্র একুশে প্রয়াত টিভি অভিনেত্রী”বিনোদন জগতে আরও একটি দুঃখজনক খবর। মাত্র ২১ বছর বয়সে প্রয়াত ব...
20/05/2022

“ওজন কমানোর অস্ত্রোপচার! মাত্র একুশে প্রয়াত টিভি অভিনেত্রী”

বিনোদন জগতে আরও একটি দুঃখজনক খবর। মাত্র ২১ বছর বয়সে প্রয়াত বিখ্যাত কন্নড় টিভি অভিনেত্রী চেতনা রাজ। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চেতনা। যদি রিপোর্ট বিশ্বাস করা হয়, চেতনার আগের দিন ওজন কমানোর জন্য প্লাস্টিক সার্জারি করা হয়েছিল। অস্ত্রোপচারে ভুলের কারণে দ্বিতীয় দিনে ফুসফুসে সংক্রমণ হয় এবং তিনি মারা যান।
বিনোদন জগতে আরও একটি দুঃখজনক খবর। মাত্র ২১ বছর বয়সে প্রয়াত বিখ্যাত কন্নড় টিভি অভিনেত্রী চেতনা রাজ বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চেতনা। যদি রিপোর্ট বিশ্বাস করা হয়, চেতনার আগের দিন ওজন কমানোর জন্য প্লাস্টিক সার্জারি করা হয়েছিল। অস্ত্রোপচারে ভুলের কারণে দ্বিতীয় দিনে ফুসফুসে সংক্রমণ হয় এবং তিনি মারা যান।
বাবা-মায়ের কাছ থেকে গোপনে অস্ত্রোপচার করছিলেন চেতনা।
রিপোর্ট অনুসারে, চেতনা তার অস্ত্রোপচারের বিষয়ে তার বাবা-মাকে জানাননি এবং তাকে তার বন্ধুদের সঙ্গে একা অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু অস্ত্রোপচারের পর তিনি মারা যান।
চিকিৎসায় গাফিলতির অভিযোগ অভিভাবকদের।
অস্ত্রোপচারের পরে, অভিনেত্রীর শরীরে কিছু জটিলতা ঘটতে শুরু করে এবং অভিনেত্রীর ফুসফুসে তরল জমতে শুরু করে, যার পরে চেতনা মারা যান। অভিনেত্রীর বাবা-মা চিকিৎসকদের গাফিলতির অভিযোগ করেছেন এবং হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে অভিযোগও করেছেন।
চেতনার কথা বলতে গেলে, তিনি কন্নড় টিভি ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন। অনেক টিভি শোতে কাজ করে নিজের বিশেষ পরিচিতি তৈরি করেন তিনি। চেতনা গীতা এবং ডোরেসানি সিরিয়ালে তার দুর্দান্ত ভূমিকার জন্য পরিচিত। চেতনার আকস্মিক এই পৃথিবী থেকে চলে যাওয়ায় তার পরিবার গভীরভাবে শোকাহত। চেতনার মৃত্যু সংবাদে সবাই শোকাহত।

“সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মন্ত্রী পরেশ অধিকারী” নিজস্ব সংবাদদাতাSsc নিয়োগ দুর্নীতি মা...
20/05/2022

“সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মন্ত্রী পরেশ অধিকারী”

নিজস্ব সংবাদদাতা
Ssc নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মন্ত্রী পরেশ অধিকারী । এদিন ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখায়, পরেশ অধিকারীকে ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পরেশ অধিকারী।

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ
Ssc-তে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। তাঁর মেয়ের নিয়োগে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সিবিআইয়ের কাছে মন্ত্রীকে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট।
এরপর কলকাতার উদ্দেশে মঙ্গলবারই পদাতিক এক্সপ্রেসে ওঠেন সকন্যা মন্ত্রী। কিন্তু তারপর তারা কলকাতায় আসেননি ট্রেনে।


মাঝপথে তাঁরা ট্রেন থেকে নেমে যান সকন্যা মন্ত্রী
বুধবার সকালে দেখা যায়, পদাতিক এক্সপ্রেস নির্ধারিত সময়ে কলকাতায় পৌঁছলেও, নেই মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। আজ সকাল ৬টা ৪৫-এ শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয় পদাতিক এক্সপ্রেস। ট্রেন অ্যাটেন্ড্যান্ট জানান, H1 কামরার নম্বর C কুপে ছিলেন পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। কিন্তু মাঝপথে তাঁরা ট্রেন থেকে নেমে যান বলে ট্রেন অ্যাটেন্ড্যান্টের দাবি করেন। এই ঘটনার পর মন্ত্রীর CBI দফতরে হাজিরা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এরপর SSC নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মন্ত্রী
পরেশ অধিকারী।
পার্থ চট্টোপাধ্য়ায়কে ফের CBI দফতরে হাজিরার নির্দেশ
অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার, সন্ধে ছটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে ১২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও সেবার ডিভিশন বেঞ্চ থেকে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ আনা হয়। বুধবার, SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় ধাক্কা খায় রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায়বিচারের ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ তার সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rupsha news Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupsha news Time:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share