21/03/2021
আজ নাকি বিশ্ব কবিতা দিবস।
কবিতা ?সে আবার কি?
বিদ্দ্বজনেরা নাকি বলেন, কবিতা নাকি
আবেগের আত্মপ্রকাশ,কষ্ট - দুঃখ- রাগ - হাসি- কান্না
প্রকাশের স্থান- ই কবিতা।
কিন্তু আমি বলি এ কিসের কবিতা, যা মানুষের পেটের ভাত যোগায় না?
এ কিসের কবিতা, যা শিশুকে শিক্ষার আলোতে নিয়ে যেতে পারে না?
কবিতা এখন, আসলে বড় মানুষের আবেগ প্রকাশের প্ল্যাটফর্ম মাত্র।
সুনীল গঙ্গোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্রের জ্বালাময়ী কবিতাদের যুগ এটা নয়।
এ যুগ সুকান্ত ভট্টাচার্যদের নয়,
এ যুগ শুধুই প্রেম ভালোবাসা আবেগের যুগ।
মানুষের কাছে আজ আমার এই প্রশ্ন যে, সুন্দরবনের
যে প্রত্যন্ত গ্রামে যে ফুলমতিয়ার বরকে গেলবারে কুমিরের টেনে নিয়ে গেল, তার কি পালন করার সময় আছে,বিশ্ব কবিতা দিবস?
কিম্বা যে ছেলেটা হন্যে হয়ে চাকরির জন্য ঘুরছে কোম্পানির দোরে দোরে তার কি মনে আছে,
আজ বিশ্ব কবিতা দিবস?
কিম্বা,যে বাচ্চাটা স্কুলে যেত মিড ডে মিলের খোঁজে, আজ মহামারীতে
বন্ধ স্কুলের দরজায় দাঁড়িয়ে তার কি মনে আছে,
আজ বিশ্ব কবিতা দিবস?
যে সত্তর বছরের বৃদ্ধটি সারি সারি
ধূপের প্যাকেট হাতে দাঁড়িয়ে রয়েছে
বিধান নগর স্টেশনে, তার কি মনে আছে
আজ বিশ্ব কবিতা দিবস?
যে ছেলেটা বাবা মারা যাওয়ার পর
উচ্চশিক্ষার স্বপ্ন ছেড়ে
বারো ঘন্টার চাকরিতে নিজেকে
ডুবিয়েছে তার মনে আছে কি,
আজ বিশ্ব কবিতা দিবস?
যে মেয়েটাকে,এইতো সেদিন,পাড়ার মোড়ে সবার সামনে এসিড ছুড়ে মারা হলো,
তার আজ,মনে আছে তো,বিশ্ব কবিতা দিবস?
যে মেয়েটাকে প্রতিদিন পণের জন্য
মরতে হচ্ছে তিলে তিলে,
তার মনে আছে তো, আজ বিশ্ব কবিতা দিবস?
আমি বলি, কবিতা দিবস হোক এমন,
যা মানুষের বেঁচে থাকার দিন পালন।
যেদিন সব মানুষের মনের কথা বলবে তাদের কলম,
সেদিন ই হোক বিশ্ব কবিতা দিবস।
-Sreya-