14/11/2022
আক্রমণ যত তীব্র হচ্ছে প্রতিবাদী লড়াইয়ে বুক বাঁধছে আদিবাসী ও গণতান্ত্রিক ভারত। এই লেখা যখন লিখছি, ঠিক তখন বিরসা মুন্ডার জন্মদিনের প্রাক্কালে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বামনি ঝোরায় সমবেত হয়েছেন শত শত আদিবাসী মানুষ। তাঁদের হকের অধিকার ফিরে পেতে। শোনা যাচ্ছে ধরতি আবা বিরসা মুন্ডার ‘আবওয়াঃ দিশম, আবওয়াঃ রাজ’-এর ডাক। ফের শোনা যাচ্ছে খুটকাঠি ভূমিপ্রথার কথা। লিখছেন দেবাশিস আইচ।
আক্রমণ যত তীব্র হচ্ছে প্রতিবাদী লড়াইয়ে বুক বাঁধছে আদিবাসী ও গণতান্ত্রিক ভারত। এই লেখা যখন লিখছি, ঠিক তখন বিরসা মু....