SP24 TV

SP24 TV SP24 TV is Registered by web portal Govt of India registration No UDYAM-AS-14-0005286

10/01/2024

স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপনে ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চা ধামাইল প্রতিযোগিতা।

09/01/2024

হাজার হাজার ই-রিক্সা চালকদের জন্য জরুরি খবর আসামে ই -রিক্সা চলাচল নিয়ে নিষেধাজ্ঞা নতুন আইন 144 দ্বারা রাজ্য সরকারের বিভক্তি প্রশাসনের পক্ষ হইতে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। ন্যাশনাল হাইয়ের উপর রাত আটটা হইতে সকাল আটটা পর্যন্ত ই রিক্সা গাড়ি চলাচল বন্ধ।

08/01/2024

অবৈধ বালু সেন্ডিকের বিরুদ্ধে সরব অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ শীঘ্রই হাইলাকান্দি D.F.O কার্যলয় ঘেরাও করবে বলে হুশারি AJYCP.

08/01/2024

দর্শকদের জন্য এই মুহুর্তের একটি বিশেষ সংবাদ।হাইলাকান্দি প্রতিনিধি সিপ্রীয়ান ডায়াসের রিপোর্ট :-
এক লম্পট উন্মত্ত যুবকের প্রাণঘাতী আক্রমণের গুরতর আহত হলেন মাটিজুরি পাইকান জিপির সভাপতি রাজেশচন্দ্র রায় সহ এক পঞ্চায়েত প্রতিনিধি। ঘটনার বিবরণে জানা গেছে যে শনিবার বিকেল ৪.৩০ মিনিটের সময় মাটিজুরি পাইকান জিপির অন্তর্গত টেম্পুর বাজারের শব্দকর পাড়াতে দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদের বিচার সভা সেরে সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে শান্তূ শব্দকর নামের এক উন্মত্ত লম্পট যুবকের প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন মাটিজুরি পাইকান জিপির সভাপতি রাজেশচন্দ্র রায় সহ ১ নং পঞ্চায়েত সদস্যা প্রণতি শব্দকরের প্রতিনিধি রথীন্দ্র শব্দকর। শান্তূ শব্দকর নামের ওই উন্মুক্ত লম্পট যুবকটি একটি ধারালো ব্লেড দিয়ে ১ নং পঞ্চায়েত সদস্যা প্রণতি শব্দকরের প্রতিনিধি রথীন্দ্র শব্দকরের পিট কেটে দেয়। রথীন্দ্র শব্দকরেকে বাঁচাতে গেলে মাটিজুরী পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায়কে ওই লম্পট যুবকটি পাথর দিয়ে মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। এরপর গুরতর আহত মাটিজুরী পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায় এবং পঞ্চায়েত প্রতিনিধি রথীন্দ্র শব্দকর দুজনকেই প্রথমে হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়ে হাইলাকান্দি সদর থানায় মাটিজুরি পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায়ের পরিবারের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত আক্রমণকারী লম্পট উন্মত্ত যুবক শান্তূ শব্দকরকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের পত্রিকার সিপ্রীয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে।

07/01/2024

ফোন করে গিফট কুপন বুকিং এর জন্য আপনার নাম নথিভুক্ত করুন। ফোন নাম্বার-7635906630 অথবা 8472073562.
গিফট কুপনর দাম মাএ 100 টাকা
ফোন যোগাযোগের মাধ্যমে আসামের যেকোনো জায়গা হইতে টিকেট বুকিং করতে পারবেন আপনারা।

07/01/2024

SP24 TV এর দর্শকদের বিনোদনের জন্য।

06/01/2024

মাওলানা আব্দুল হাফিজ ড্রাইভারদের জন্য যে কালা কানুন বানিয়েছেন সে আইনের বিরোধিতা করে গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করলেন আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক এস পি ২৪ টিভির পর্দায়

05/01/2024

আজ হাইলাকান্দি রবীন্দ্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাহুল রায়, শামসুদ্দীন বড় লস্কর, রাইজর দলের সভাপতি জহির উদ্দিন।

05/01/2024

হাইলাকান্দি রবীন্দ্র মেলার গেইটের সামনে ওম চিহ্ন লাগানোর কি কারন ছিল? তা নিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নকে এড়িয়ে যান রাহুল রায় কিন্তু কেন ?বিস্তারিত জানতে চোখ রাখুন SP24 TV পর্দায়।

05/01/2024

হাইলাকান্দির রবীন্দ্র মেলার উদ্বোধন করা হয়েছে আজকে।

05/01/2024
05/01/2024

ড্রাইভারদের উপর চাপিয়ে দেওয়া কেন্দ্র সরকারের নতুন আইন নিয়ে কর্মবিরতি আন্দোলনের বিভিন্ন দল সংগঠন ড্রাইভার এসোসিয়েশনের দৃশ্য হাইলাকান্দিতে।

03/01/2024

আমাদের সামান্য প্রচেষ্টায় আপনাদের শেয়ারের মাধ্যমে টুকটুকি মালিক নিজের টুকটুকি ফিরে পেয়েছে খুশি মনে সবাইকে ধন্যবাদ জানালেন দেখুন বিস্তারিত।

03/01/2024

02/01/2024 ইংরেজিতে দক্ষিণ আসাম সামাজিক উন্নয়ন সংস্থা পক্ষ থেকে হাইলাকান্দির সার্কুল অফিসারের কাছে, এক স্মারকলিপি প্রদান করা হয়। উক্তে স্মারকলিপি উল্লেখ করা হয় যে বসুন্ধরা প্রকল্পের অধীনে (নামজারীর জন্য) হাইলাকান্দিতে আবেদনপত্র জমা নিলেও আজ অবধি কোন ধরনের সন্তোষজনক উত্তর আবেদনকারীরা পাননি।

03/01/2024

হাইলাকান্দির জেলার উজানকূপা ১ম খন্ড গ্রামে একটি টুকটুকি ব্যাটারি চুরি করে গাড়ি ফেলে রেখে চলে গেছেন। Contact No -6002683755

02/01/2024

হাইলাকান্দি হজ ভবন চালুর দাবিতে সরব অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদAJYCPর শীগ্রই নতুন হজ কমিটি গঠন করার দাবি
হজ ভবন চালু করা না হলে হবে গণতান্ত্রিক আন্দোলন হুশিয়ারি কবির উদ্দিন লস্করের।।

01/01/2024

দীর্ঘদিন পর হাইলাকান্দিতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ হইতে এনএসইউআই নবনির্বাচিত জেলা সভাপতি ও বর্তমান আইন বিভাগের অধ্যয়নরত ছাত্র সাদিক আহমেদ চৌধুরীর নতুন আগমন নিয়ে সকল কংগ্রেস কর্মীবৃন্দের মধ্যে আনন্দের জোয়ার হাইলাকান্দিতে । এবং বর্তমান যুব প্রজন্মের ছাত্রছাত্রীদের শুভ রাজনীতির শিকড়ে পৌঁছে দিতে ভিন্ন ধরনের পরামর্শে হাত বাড়িয়ে দেন হাইলাকান্দি জেলা কংগ্রেস কর্মকর্তাবৃন্দ। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আজ সাদিক আহমেদ চৌধুরীকে সংবর্ধনা জানিয়ে বিশেষ করে শুভঃ পরামর্শ প্রদান করেন জেলা কংগ্রেসের সভাপতি সামসুউদ্দিন বড়লস্কর, জেলা কংগ্রেস সম্পাদক মিতুজ্জামান লস্কর, জেলা কংগ্রেস কোষাগার সাকির আহমেদ লস্কর, জেলা কংগ্রেস জি,এস জামিল হোসেন লস্কর, মহিলা কংগ্রেস সভানেত্রী মাধবী শর্মা সহ প্রমুখ অন্যান্যরা।

01/01/2024

হারিয়ে যাওয়া গরু ফিরে পেয়ে খুশি হয়ে SP24 TV এর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, প্রশাসনকে ধন্যবাদ জানান গরুর মালিক বিস্তারিত জানতে চোখ রাখুন SP24 TV পর্দায়।

31/12/2023

বিলাসী বাহন ড্রাইভারদের বর্তমানে পরীক্ষা চলছে আগামীকাল ১ম জানুয়ারি 2024ইং উপলক্ষে মদ্যপান নেশা করেছে কিনা না। স্থান লক্ষ্মীরবন্ধ বাইপাস।

31/12/2023

আগন্তুক ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভারতীয় জাতীয় কংগ্রেসের করিমগঞ্জ সংসদীয় আসনের টিকিট প্রত্যাশীদের ১১ জনকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানালেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর।

31/12/2023

হাইলাকান্দি শহরের বাউয়ারঘাট এলাকায় পাথর নিয়ে যাওয়ার পথে ট্রাক এক্সিডেন্ট হয়েছে দেখুন বিস্তারিত SP24 TV পর্দায়।

31/12/2023

চুরি হওয়া গরু আটক পড়ল, উজানকুপা ১ম খন্ড হইতে ভাটিরকূপা ৩য় খন্ড যাওয়ার পথে ভাঙ্গা রাস্তায় আটকে পড়লো চুরের দল। SP24 TV দর্শক আপনাদের শিয়ার গরুর মালিকে গরু ফিরিয়ে দিতে সাহায্য করবে।Contect No-6002683755.

30/12/2023

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়ে SP24 TV এর পর্দায় ।মনিপুরী সংগঠনের পৃথি সিংহা নামের আট নয় বছরের এক মেয়ে ইসলামিক গজল গাউয়ে ভাইরাল। আজ ৩০ শে ডিসেম্বর রোজ শনিবার ধলাই হাইলাকান্দি জেলা কাটলীছড়া সমষ্টির ধলাই আনন্দ বাজার ভুবন সিং মেমোরিয়াল স্কুলে প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর মহাশয়ের সভাপতিত্বে এক বিরাট মিলাদ মহফিলের এর আয়োজন হয়েছে, উক্ত সভায় এই স্কুলের ছাত্র-ছাত্রী মিলিয়ে মিলাদ অনুষ্ঠান পালন করেছেন। মনিপুরী সংগঠনের এক ছাত্রী পৃথি সিংহা নামে যুবতী এমন মধুর সুরের কন্ঠের গজল গেয়ে ভাইরাল হয

30/12/2023

প্রাক্তন এআইইউডিএফ দলের প্রতিষ্ঠাতা বর্তমানে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস দলের টিকেট দাবিদার হাফিজ রশিদ চৌধুরীকে বসন্তের কোকিল বলে মন্তব্য সংবাদ মেলের প্রশ্নের সম্মুখে উপস্থাপন করলেন হাইলাকান্দি জেলা যুব- কংগ্রেস দলের সভাপতি শহিদুল ইসলাম বড়ভূইয়া।

29/12/2023

হাইলাকান্দি জেলায় N.S.U.I নতুন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বানানোর জন্য সংগঠনিক দল ত্যাগের দাবি নতুন ও প্রাক্তন N.S.U.I কর্মীদের মধ্যে।

29/12/2023

(মেলা )লালা উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ের খোলা মাঠে 28/12/2023ইং বৃহস্পতিবার থেকে আরম্ভ হল স্বামী বিবেকানন্দ মেলা,যাহা চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত।

28/12/2023

হাইলাকান্দি জেলায় মনিপুর এলাকায় দিন দুপুরে সেখানকার দুষ্কৃতীরা অস্ত্র দ্বারা আঘাত করে প্রাণ কেড়ে নিল এক হতদরিদ্র অটোচালকের ।নৃশংস হত্যাকারীদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি AJYCP দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্করর ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা জহির উদ্দিন লস্কর ও আরো অন্যান্যদের দেখতে পাওয়া যায় প্রতিবাদ করতে।

28/12/2023

ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ হাইলাকান্দি সিভিল হসপিটালে থাকা অসুস্থ রোগীদের হাতে হাতে ভিন্ন ধরনের ফলমূল বিতরণ করলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি জুলুফ বড়লস্কর ।সহ-সম্পাদক মিতুজ্জামান লস্কর। সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব। আসাম প্রদেশ কংগ্রেসের মুখ্য পাত্র তথা মধ্য হাইলাকান্দির প্রাক্তন MLA আনোয়ার হোসেন লস্কর সহ প্রমুখ কংগ্রেস কর্মীরা। দেখতে থাকুন SP24 TV এর পর্দায়।

28/12/2023

ধার্মিক চিহ্ন ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলনের মুখামুখি হাইলাকান্দি রবীন্দ্রমেলার যুগ্ম সম্পাদক জুলুফ বড়লস্কার।

27/12/2023

দুষ্কৃতীদের দলবদ্ধ হামলার শিকার জানকীবাজারের বস্ত্র ব্যবসাহী আব্দুল ছাত্তার লস্কর উরফে সেলিম ও তাঁর ভাই আব্দুল হান্নান লস্কর। মঙ্গলবার বিকেলে জানকীবাজারে ঘটনাটি সংঘটিত হয়েছে।প্রাপ্ত খবরে জানা গেছে রোজ দিনের মতো বস্ত্র ব্যবসাহী দোকানে বসে ছিলেন হঠাৎ একদল দুষ্কৃতী এসে তার উপর অতর্কিত হামলা চালান। তিনি কিছু বুঝে উঠার আগে তাকে শারীরিক ভাবে হেনস্থা করে দুষ্কৃতীরা। তবে দুষ্কৃতীর হাত পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন কিন্তু হাল্লা চিৎকার শুনে তার ভাই আব্দুল হান্নান লস্কর দৌড়ে এসে দুষ্কৃতীদের রোষানলে পড়ে যান। পড়ে তাকে কাছে পেয়ে প্রচন্ড ভাবে মারপিট করেন। দুষ্কৃতীরা লাঠি, দা, ডেগার নিয়ে আব্দুল হান্নানের উপর হামলা চালায়। এতে আব্দুল হান্নান গুরুতরভাবে জখম হন। পরে তাকে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।এর আগে দুষ্কৃতীরা আব্দুল ছাত্তারের বস্ত্রের দোকান ঘর লন্ডভন্ড ও তছনছ করে পালিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে পাঁচগ্ৰাম থানার অসি বিষ্ণু বরা দলবল নিয়ে ঘটনা স্থলে যান। ঘটনার পর কাপড়ের দোকানী আব্দুল ছাত্তার লস্কর (সেলিম) পাঁচগ্ৰাম থানায় চার জন আনাম উদ্দিন লস্কর, সৈর উদ্দিন, আবুল উদ্দিন, সইফ উদ্দিন কে অভিযুক্ত করে এজাহার দাখিল করেন। এদিকে এজাহার পেয়ে পাঁচগ্ৰাম পুলিশ তদন্তে নেমেছে। তবে খবর লেখা অবধি আসামিদের গ্ৰেফতারের কোন খবর নেই। এদিকে এ ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কাপড় দোকানী আব্দুল ছাত্তার (সেলিম) জানান দুষ্কৃতীরা প্রতিশোধ নিতে তার উপর এই হামলা চালিয়েছে। কেননা ইদানীং কালে জানকীবাজার এলাকায় অবৈধ মদের দোকান স্থাপনের প্রতিবাদী প্রদান ভূমিকা নিয়েছিলেন। এতে দুষ্কৃতীদের স্বার্থের আঘাত লাগায় তার উপর হামলা চালিয়েছেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রীয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে।

Address


Telephone

+916002683755

Website

Alerts

Be the first to know and let us send you an email when SP24 TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share