Newzbomb

Newzbomb Music production house

বাংলায় এই প্রথম এতভালো রাজনীতি নিয়ে ওয়েবসিরিজ দেখতে পাবো কোনোদিন ভাবিনি। রাশি কে আবার এই লুকে দেখতে চাই
03/06/2023

বাংলায় এই প্রথম এতভালো রাজনীতি নিয়ে ওয়েবসিরিজ দেখতে পাবো কোনোদিন ভাবিনি। রাশি কে আবার এই লুকে দেখতে চাই

26/04/2021

টিপ্ টিপ্ বর্ষা পানি গানের সাথে নেচে দর্শকদের মন কাড়লেন স্বস্তিকা

স্বস্তিকা মুখার্জী, টলিউড জগতে এক অন্যতম অভিনেত্রী,প্রায় বহু ছবির মাধ্যমে দর্শকদের মন কেড়ে নিয়েছেন তিনি। তবে এই অভিনেত্রী শুধু সিনেমা জগতেই নয়। সোশ্যাল মিডিয়াতে ও তার জুড়ি মেলা ভার। প্রায় সময় এই অভিনেত্রী নিজের একাকিত্বের বিভিন্ন মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন। আর সেই ছবি ও ভিডিও গুলি দর্শকদের মন কেড়ে নেয়। বর্তমানে করোনার বৃদ্ধিতে প্রায় বহু মানুষ অসহায় হয়ে পড়েছে কেও বা হারাচ্ছে তাদের প্রিয়জনকে এমনকি করোনার থাবা টলিউড জগৎকেও ছাড়েনি। সংক্রমিত হয়েছে একের পর এক অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা। এই অভিনেত্রী এরম এক শোকাহত সময়ে সকলের মনে একটু হাসি ফোটাতে সম্প্রতি টিপ্ টিপ্ বর্ষা পানি গানের সাথে নিজের একটি নাচের ভিডিও শেয়ার করেন ,যা দর্শকরা ভীষণ ভাবে ভাইরাল করে।

বিয়ের ছয় মাস যেতে না যেতেই কি বললেন নেহা, রোহানকে  নিয়ে     সম্প্রতি বলিউড জগতে এক অন্যতম জনপ্রিয় গায়িকা হলেন নেহা কাক্ক...
26/04/2021

বিয়ের ছয় মাস যেতে না যেতেই কি বললেন নেহা, রোহানকে নিয়ে

সম্প্রতি বলিউড জগতে এক অন্যতম জনপ্রিয় গায়িকা হলেন নেহা কাক্কার। গত বছর অক্টোবরের ২৪ তারিখে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। এই মাসে তাঁদের বিয়ের ছয় মাস পূর্ণ হয়েছে। আপাতত সেই আনন্দে ভাসছেন দু'জনে। সোশ্যাল মিডিয়ায় পাল্লা দিয়ে একের পর এক ছবি পোস্ট করছেন তাঁরা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের আর রোহনপ্রীতের ছবি পোস্ট করেছেন নেহা। ক্যাপশনে লিখেছেন যে রোহন হচ্ছেন এই বিশ্বের সেরা স্বামী। তিনি না কি প্রতি দিন নেহার মন জয় করে নেন। সম্প্রতি কয়েকটি ছবি পোস্ট করে এমন বলেন নেহা। ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম।

কন্ডোম টেস্টারের ভূমিকায় এবার রাকুল প্রীত সিং     রনি স্ক্রুওয়ালা যবে থেকেই বলিউডে ছবি বানাতে এসেছেন একের পর এক নতুন কনস...
26/04/2021

কন্ডোম টেস্টারের ভূমিকায় এবার রাকুল প্রীত সিং

রনি স্ক্রুওয়ালা যবে থেকেই বলিউডে ছবি বানাতে এসেছেন একের পর এক নতুন কনসেপ্টের সিনেমা আমাদের উপহার দিয়েছেন। আবার এক নতুন গল্প নিয়ে তিনি আসছেন। এবারে এক কন্ডোম টেস্টারের গল্প নিয়ে ছবি বানাচ্ছেন তিনি,যার মুখ্য চরিত্রে অভিনয় করবেন রাকুল প্রীত সিং। কন্ডোম টেস্টার এই শব্দিটি অনেকের কাছে প্রায় নতুন এবং স্বভাবত অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে তাদের কাজ কি ?বড় বড় কন্ডোম তৈরির কারখানাগুলো প্রাপ্তবয়স্কদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কন্ডোমগুলো কারখানা থেকে বেরোলেই এই প্রাপ্তবয়স্কদের দেওয়া হয়। তারা যৌনতায় লিপ্ত হয়ে এই কন্ডোমের কার্যক্ষমতা তারা পরখ করে কোম্পানি ক জানান। কন্ডোম টেস্টারদের রিপোর্টের ওপর নির্ভর করেই কন্ডোম কোম্পানিগুলো বাজারে নতুন কন্ডোম নিয়ে আসে। সেক্ষেত্রে কন্ডোম টেস্টারদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরকমই এক কন্ডোম টেস্টারের ভূমিকায় অভিনয় করবেন রাকুল প্রীত সিং। এক সাক্ষাৎকারে রাকুল বলেন এই ছবির গল্প পড়ে তার বেশ ভালোই লাগে এবং একেবারে নতুন এক গল্প ও তিনি রাজি হয়ে যান এই ছবিতে অভিনয় এর জন্য। তবে এই ছবির নাম এখনো ঠিক করা হয়নি,করোনা পরিস্থিতি ঠিক হলেই এই ছবির শুটিং শুরু হবে এমনটা জানান পরিচালক।

26/04/2021

Youtube Link: https://youtu.be/95xodIwsNQA
অনুষ্ঠিত হয়ে গেলো ৯৩ তম একাডেমি অ্যাওয়ার্ড ২০২১। ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোরে বসেছিল চলচিত্র জগতের সবচেয়ে ঐতিহ্যশালী এই পুরস্কারের আসর। নির্ধারিত সময়ের প্রায় দুমাস পর অনুষ্ঠিত হলো ৯৩ তম অস্কার পুরস্কার। দীর্ঘ বছর ধরে লস এঙ্গেলসের ডলবি থিয়েটারে এ অনুষ্ঠান হলেও এবারে সে অনুষ্ঠান হয়েছে ডলবি থিয়েটার ও লস এঙ্গেলসের ইউনিয়ন স্টেশনের মধ্যে। কোরোনার জেরে বহু কাটছাঁট করে ছোট করেই আয়োজন করা করা হয়েছিল এবারের অনুষ্ঠান। এমনকি ঘরে ঘরে বসেও ভার্চুয়ালিভাবে বহু তারকা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। এই ৯৩ তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোট ২২ টি বিভাগে অস্কারবিজয়ী -দের নামগুলি হলো :-
অস্কার বিজয়ী সেরা ছবি - নোম্যাডল্যান্ড
অস্কার বিজয়ী সেরা অভিনেতা - এন্টনি হপকিংস(দা ফাদার) ছবির জন্য
অস্কার বিজয়ী সেরা অভিনেত্রী - ফ্রান্সিস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড) ছবির জন্য
অস্কার বিজয়ী সেরা সংগীত - ফাইট ফর ইউ (জুদাস এন্ড দা মেসিয়াঃ) ছবির জন্য
অস্কার বিজয়ী সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম - এনাদার রাউন্ড
অস্কার বিজয়ী সেরা পরিচালক - ক্লোয়ে ঝাও (নোম্যাডল্যান্ড) ছবির জন্য
অস্কার বিজয়ী সেরা সহ অভিনেতা - ড্যানিয়েল কালুয়া (জুদাস এন্ড দা মেসিয়াঃ) ছবির জন্য
অস্কার বিজয়ী সেরা এনিমেটেড ফিল্ম ও আবহ সংগীত - সোউল (soul)
অস্কার বিজয়ী সেরা তথ্য চিত্র - মাই অক্টোপাস টিচার
অস্কার বিজয়ী সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম -টু ডিস্ট্যান্ট স্ট্রেন্জার্স
অস্কার বিজয়ী সেরা মৌলিক চিত্রনাট্য - প্রমিসিং ইয়ং ওম্যান
অস্কার বিজয়ী সেরা অনুপ্রাণিত চিত্রনাট্য - দা ফাদার
অস্কার বিজয়ী সেরা ভিজ্যুয়াল এফেক্ট - টেনেট
অস্কার বিজয়ী সেরা আলোক চিত্র ও প্রোডাকশন ডিসাইন - মাংক
অস্কার বিজয়ী সেরা রূপ ও কেশ সজ্জা এবং পোশাক পরিকল্পনা - মা রাইনিস ব্ল্যাক বটম।
অস্কার বিজয়ী সেরা সম্পাদনা ও শব্দ গ্রহণ - সাউন্ড অফ মেটাল
অস্কার বিজয়ী সেরা এনিমেটেড স্বল্প দৈর্ঘের ছবি -ইফ এনিথিং হ্যাপেন্স আই লাভ ইউ
অস্কার বিজয়ী সেরা স্বল্প দৈর্ঘের তত্থ চিত্র - কোলেট্টি

ফের লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ছোট পর্দায়  স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়   ছোট পর্দার পরিচিত নাম স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়, গত ...
26/04/2021

ফের লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ছোট পর্দায় স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়

ছোট পর্দার পরিচিত নাম স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়, গত বছর জানুয়ারির পর একটা লম্বা ব্রেক নিয়েছিলেন তিনি। প্রায় দেড় বছর পর আবারও ছোট পর্দায় কামব্যাক করলেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত আসন্ন এক ধারাবাহিকে এক গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। যার নাম "দেশের মাটি", ইতি মধ্যেই শুরু হয়েগেছে এই ধারাবাহিকের শুটিং। জানা যাচ্ছে, স্বৈরিতির চরিত্রটি বিলেত ফেরত এক মেয়ের। যিনি বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে আসছেন। তাঁর বাবার ভূমিকায় দেখা যাবে শঙ্কর চক্রবর্তীকে। আগামী কয়েক দিনের মধ্যেই দর্শকদের কাছে আসতে চলেছে এই ধারাবাহিকটি

আবারো এক ইন্দ্র পতন ভারতীয় শাস্ত্রীয় সংগীত জগতে।    সম্প্রতি করোনা আক্রান্ত হন ভারতীয় শাস্ত্রীয় সংগীত জগতের এক অন্যতম সং...
26/04/2021

আবারো এক ইন্দ্র পতন ভারতীয় শাস্ত্রীয় সংগীত জগতে।

সম্প্রতি করোনা আক্রান্ত হন ভারতীয় শাস্ত্রীয় সংগীত জগতের এক অন্যতম সংগীত শিল্পী পণ্ডিত রাজন মিশ্র। কোভিড উপসর্গ নিয়েই ভর্তি হয়ে ছিলেন দিল্লির সেন্ট স্টিফেন হসপিটালে। কোভিড উপসর্গ ছাড়াও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার করোনার কারণে হৃদরোগের সমস্যা বেড়ে যাওয়ায় মৃত্যু হয় তার। তার এই মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী একটি টুইট এর মাধ্যমে শোক প্রকাশ করেন। রাজন মিশ্রের মৃত্যুর খবর প্রথম টুইট করে জানান বলিউডের সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্ট ও অভিনেতা সুচিত্রা কৃষ্ণমূর্তিও। বেনারস ঘরানার উচ্চাঙ্গ সংগীত শিল্পী ছিলেন তিনি। এছাড়াও পদ্মভূষণ, সঙ্গীত নাটক অ্যাকাডেমি, গন্ধর্ব জাতীয় সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। তার এই মৃত্যু সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি এবং সংগীত জগতে এক শোকের ছায়া নেমে এসেছে।

এক নজরে দেখে নেওয়া যাক ৯৩ তম অস্কার বিজয়ীদের    আজ ২৬ শে এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেলো ৯৩ তম একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার) অনুষ...
26/04/2021

এক নজরে দেখে নেওয়া যাক ৯৩ তম অস্কার বিজয়ীদের

আজ ২৬ শে এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেলো ৯৩ তম একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার) অনুষ্ঠান, সারা বছর গোটা পৃথিবীর সিনেফিলরা অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের। তবে একনজরে দেখে নেওয়া যাক সেরা অস্কার বিজয়ীদের :-

অস্কার বিজয়ী সেরা ছবি - নোম্যাডল্যান্ড
অস্কার বিজয়ী সেরা অভিনেতা - এন্টনি হপকিংস
অস্কার বিজয়ী সেরা অভিনেত্রী - ফ্রান্সিস ম্যাকডরম্যান
অস্কার বিজয়ী সেরা সংগীত - ফাইট ফর ইউ (হার,টিয়ারাথোমাস)
অস্কার বিজয়ী সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম - এনাদার রাউন্ড
অস্কার বিজয়ী সেরা পরিচালক - ক্লোয়ে ঝাও
অস্কার বিজয়ী সেরা সহ অভিনেতা - ড্যানিয়েল কালুয়া (জুদাস এন্ড দা মেসিয়াঃ)
অস্কার বিজয়ী সেরা এনিমেটেড ফিল্ম - সোউল (soul)
অস্কার বিজয়ী সেরা ডকুমেন্টারি ফিল্ম - মাই অক্টোপাস টিচার
অস্কার বিজয়ী সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম -টু ডিস্ট্যান্ট স্ট্রেন্জার্স
অস্কার বিজয়ী সেরা মৌলিক আবহ সংগীত - সোউল (soul)
অস্কার বিজয়ী সেরা মৌলিক চিত্রনাট্য - প্রমিসিং ইয়ং ওম্যান
অস্কার বিজয়ী সেরা অনুপ্রাণিত চিত্রনাট্য - দা ফাদার
অস্কার বিজয়ী সেরা ভিজ্যুয়াল এফেক্ট - টেনেট
অস্কার বিজয়ী সেরা আলোক চিত্র - মানক
অস্কার বিজয়ী সেরা রূপ সজ্জা ও কেশ বিন্যাস - মা রাইনিস ব্ল্যাক বটম
অস্কার বিজয়ী সেরা পোশাক সজ্জা - মা রাইনিস ব্ল্যাক বটম
অস্কার বিজয়ী সেরা সম্পাদনা - সাউন্ড অফ মেটাল
অস্কার বিজয়ী সেরা প্রোডাকশন ডিসাইন - মানক
অস্কার বিজয়ী সেরা এনিমেটেড শর্ট ফিল্ম -ইফ এনিথিং হ্যাপেন্স আই লাভ ইউ
অস্কার বিজয়ী সেরা স্বল্প দৈর্ঘের তত্থ চিত্র - কোলেটি
অস্কার বিজয়ী সেরা শব্দ গ্রহণ - সাউন্ড অফ মেটাল

অ্যামাজন প্রাইমে আসতে চলেছে প্রথম কমিডি রিয়ালিটি শো     করোনা মহামারী ও লকডাউনে চারিদিকে যেন এক শোকের ছায়া নেমে এসেছে ,আ...
25/04/2021

অ্যামাজন প্রাইমে আসতে চলেছে প্রথম কমিডি রিয়ালিটি শো

করোনা মহামারী ও লকডাউনে চারিদিকে যেন এক শোকের ছায়া নেমে এসেছে ,আর এই পরিস্থিতিতে মানসিক অবস্থার সুস্থতা যাতে কিছুটা হলেও বৃদ্ধি পায় সেই কথা মাথায় রেখেই আমাজন প্রাইম আনতে চলেছে সর্বপ্রথম কমেডি-রিয়েলিটি শো ‘লল—হসি তো ফসি’। এই রিয়ালিটি শো এর কতৃপক্ষ আসলে দর্শকদের মুখে হাসি তুলে দেওয়ার জন্যই এমন এক শো তিনি আন্তে চলেছেন। সম্প্রতি তাদের প্রকাশিত ট্রেইলারটি দেখলেই তা বোঝা যায়। শোয়ে রয়েছেন ১০ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে প্রায় প্রত্যেকে স্ট্যান্ডআপ কমেডিয়ান। সুনীল গ্রোভার থেকে সাইরাস। রিয়েলিটি শোয়ের শর্ত একটাই যে যেভাবেই হাসানোর চেষ্টা করুক না কেন, হাসা যাবে না।
শোয়ের দুটি প্রধান উদ্দেশ্য, প্রথমটি হ’ল বাড়িতে উপস্থিত বাকিদের হাসানো এবং অন্যটি হ’ল প্রতিযোগীরা নিজেরা হাসতে পারবেন না। শোয়ের হোস্ট করছেন দুই স্বনামধন্য হাস্য কৌতুক অভিনেতা আরশাদ ওয়ারসি এবং বোমান ইরানি। চলতি মাসের শেষ দিন থেকেই অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং শুরু হবে ‘লল—হসি তো ফসি’র।
ট্রেইলার লিংক : https://youtu.be/5YeeylGRdes

দৈনিক আখের রসের উপকারিতা       আখের রস খুব সহজলভ্য এবং খুব উপকারী একটি পানীয়। এই গরমে তেষ্টা তো মিটবেই, সঙ্গে শরীরের একা...
25/04/2021

দৈনিক আখের রসের উপকারিতা

আখের রস খুব সহজলভ্য এবং খুব উপকারী একটি পানীয়। এই গরমে তেষ্টা তো মিটবেই, সঙ্গে শরীরের একাধিক উপকার হবে। কেন রোজ আখের রস খাবেন তার জন্য ৫টি কারণ বলা রইল।

আখে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। দেহের টক্সিন নির্মুল করে প্রচুর এনার্জি বুস্ট করবে এই সুস্বাদু পানীয়। শুধু তাই নয়, আখের রসে প্রচুর ফাইবার এবং মাইক্রো-মিনারেলস রয়েছে।

আখের রস যকৃতের জন্য খুবই উপকারী। জন্ডিসের চিকিৎসায় আখের রস ব্যবহার করা হয়।

আখের রসে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড ত্বকের কুঁচকে যাওয়া রোধ করে। অ্যাকনি ও মাথায় খুসকিও দূর করে।

আখে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। দেহে দুর্বলভাবও কমায় আখের রস।

আখের রস বন্ধ্যাত্ব প্রতিরোধেও সক্ষম। গর্ভবতী মায়েদের জন্য আখের রস খুবই উপকারী। স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতেও এটি ভূমিকা নেয়।

24/04/2021

আসতে চলেছে অজয় দেবগণ এর নতুন ওয়েব সিরিজ

নতুন ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ করলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। আসন্ন এই ওয়েব সিরিজের নাম ‘রুদ্র দ্য এজ অফ ডার্কনেস’, এই সিরিজটি একটি ক্রাইম ড্রামা ঘরানার। মূলত এই সিরিজটি ব্রিটিশ ক্লাসিক ওয়েব শো ‘লুথার’ এর হিন্দি রিমেক। যার পরিচালনা করেছেন রাজেশ মাপুস্কর। একজন ডাকসাইটে গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। এক সাক্ষাৎকারে অজয় দেবগণ জানান "তার স্ক্রিপ্টটি খুব পছন্দ হয়েছে এবং সাথে সাথেই এই সিরিজে অভিনয় করতে রাজি হয়ে যান এছাড়াও ব্রিটিশ ওয়েব সিরিজে এই পুলিশের চরিত্রটিতে অভিনয় করেছিলেন ইদ্রিশ এলবা, স্বাভাবিক ভাবেই সেই চরিত্রে অভিনয় করতে পেরে খুবই আনন্দিত তিনি। এই সিরিজে অজয় এর বিপরীতে অভিনয় করবেন এলিয়েনা ডি ক্রুজ। এই সিরিজ এর পরে প্রোডাক্শনের কাজ শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ওয়েব সিরিজটি ডিজনি+হটস্টারে স্ট্রিমিং শুরু হতে চলেছে।

সুশান্ত সিং কে নিয়ে বায়ো পিক করার নিষেধাজ্ঞা, দিল্লী  হাই কোর্ট     সুশান্ত সিং রাজপুতের বায়োপিক নির্মাতাদের নোটিস ধরাল ...
24/04/2021

সুশান্ত সিং কে নিয়ে বায়ো পিক করার নিষেধাজ্ঞা, দিল্লী হাই কোর্ট

সুশান্ত সিং রাজপুতের বায়োপিক নির্মাতাদের নোটিস ধরাল দিল্লি হাই কোর্ট । প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংয়ের নিষেধাজ্ঞার দাবিতে আদালতের এই সিদ্ধান্ত।
সুশান্ত সিং রাজপুতের জীবন এবং মৃত্যুর তদন্ত নিয়ে ছবি তৈরির কথা উঠেছে গত বছর থেকেই। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের বান্দ্রার আবাসনে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকে নানা প্রশ্ন ওঠে, আদৌ কি অভিনেতার মৃত্যুর কারণ আত্মহত্যা? নাকি এমন সিদ্ধান্তের পিছনে রয়েছে কারও প্ররোচনা? এমনকি হত্যার প্রসঙ্গও ওঠে সে সময়ে। একাধিক পরিচালক এই বিষয়ে চিত্রনাট্য লিখতে চেয়েছিলেন।
কিন্তু সুশান্তের পরিবার সে বিষয়ে আপত্তি জানাতে আদালতের দ্বারস্থ হল। প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং দিল্লি উচ্চ আদালতে সুশান্তের বায়োপিকে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানালেন। তারই ভিত্তিতে নির্মাতাদের নোটিস ধরালেন বিচারপতি মনোজ কুমার ওহরি। যেখানে বলা হয়েছে, অভিনেতার ব্যক্তিগত জীবনের কোনও তথ্য প্রকাশ করা যাবে না। এতে অভিনেতা ও তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার লঙ্ঘন করা হবে। সুশান্তের পরিবারের অনুমতি ছাড়া কোনও ছবি বা লেখা প্রকাশ করা যাবে না। রাজপুতের বাবার আবেদনে বলা হয়েছে, সুশান্তের মৃত্যু–তদন্ত এখনও বিচারাধীন। যে ছবিটিকে নিষেধ করার কথা বলা হয়েছে, তা আদতে ঘটনার সাক্ষী এবং তদন্তকারী আধিকারিকদের প্রভাবিত করতে পারে। তাই কোনও প্রকার ছবি বা বই প্রকাশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে চায় সুশান্তের পরিবার।

24/04/2021

Youtube Link: https://youtu.be/rT0PN-PlnfA
Artage production & studio pandemonium প্রযোজিত সোহম ও শ্রাবন্তীর নতুন ছবি ''লক ডাউন''। সম্প্রতি মুক্তি পেলো এই ছবির পোস্টার। তিনটি গল্প নিয়েই তৈরি হবে এই ছবিটি,পোস্টারে এমনটাই দেখা যাচ্ছে। ছবিতে সোহম ও শ্রাবন্তী ছাড়াও থাকছেন অদ্রিত রায়,মানালি মনীষা দে,ওম সাহানি, রাজনন্দিনী পাল। সিনেমাটির পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জী এবং প্রযোজনা করেছেন জয়দীপ মুখার্জী ও অভিমন্যু মুখার্জী। পরিচালনার পাশাপাশি এ ছবির প্রযোজনাও করেছেন অভিমন্যু। মূলত মহামারী,লকডাউন,সম্পর্ক,পরিণতি এ নিয়েই হবে এ ছবির গল্প। Artage &pandemonium production এর ফেইসবুক পেজ থেকে এ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়। এ ছবির পোস্টের শ্রাবন্তী নিজেও তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ ছবিতে মিউজিক দিয়েছেন ইমন চক্রবর্তী ও শোভন গাঙ্গুলি। চলতি বছরে মে মাসে মুক্তি পাবে অভিমন্যু মুখার্জী পরিচালিত ''লক ডাউন''।

24/04/2021

"কে কে আর" এর হয়ে নৃত্যে মেতে উঠলেন দর্শনা

দর্শনা বণিক,বর্তমান টলিউড জগতে নবাগতদের মধ্যে এক অন্যতম অভিনেত্রী। প্রায় সময় এই অভিনেত্রী তার ইনস্টাগ্রামে তার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন, আর সেই ছবি ও ভিডিও গুলিতে ওঠে অনুরাগীদের লাইক কমেন্ট এর ঝড়। প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তিনি। সম্প্রতি তার একটি ইন্সটা ভিডিও ভীষণ ভাবে ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেই ভিডিওতে দর্শনাকে বেশ স্বতঃস্ফূর্ত ভাবে নৃত্য ভঙ্গিতে দেখা যায়। একটি "কে কে আর" এর জার্সি পরে তার নিজের বাসায় তাকে নৃত্যের মাদ্ধমে কলকাতার হয়ে একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। যা নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়।

24/04/2021

Youtube Link: https://youtu.be/zdpB5g5PDkQ
আবারো একবার বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী। ছবির নাম ''বিক্ষোভ''। ছবিতে শ্রাবন্তীর সাথে অভিনয় করছেন শান্ত খান। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি এবং প্রযোজনা করেছেন পিঙ্কি খান। শান্ত খান ও শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন -রজতভ দত্ত ,নেহা আমনদীপ,রাহুল দেব,সুপ্রিয় দত্ত,অরুণা বিশ্বাস। ২০১৮ সালে বাংলাদেশে সড়কপথের উন্নতি ও সুরক্ষার জন্য ঢাকার উত্তরায় এক প্রতিবাদ শুরু হয়েছিল। সেই প্রতিবাদ চলাকালীন দুজন ছাত্রকে পিষ্ট করে দেয় একটি বাস। পরে জানা যায় ওই বাস চালকটির কাছে কোনো লাইসেন্স ছিল না,তার ফলে এই প্রতিবাদ আরো জোরালো হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই এই এই সিনেমার চিত্রনাট্য লেখা হয়। ছবিতে শ্রাবন্তী ও শান্ত খান একজন শিক্ষক ও ছাত্রের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে থাকছে এক বিশেষ চমক -এই প্রথম বাংলাদেশী কোনো ছবিতে আইটেম ডান্স এ দেখা যাবে সানি লিওনি কে। ছবিটি কলকাতা ও ঢাকা জুড়িয়েই সূত্রে করা হয়েছে এবং এক গানের সূত্রে হবে মুম্বাইতে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে শামীম আহমেদ রনি পরিচালিত ''বিক্ষোভ''

24/04/2021

আসতে চলেছে শ্বেতা ত্রিপাঠির নতুন ওয়েব সিরিজ "এস্কেপ লাইভ"      বর্তমানে করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে চলেছে। তারই সাথে ...
24/04/2021

আসতে চলেছে শ্বেতা ত্রিপাঠির নতুন ওয়েব সিরিজ "এস্কেপ লাইভ"

বর্তমানে করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে চলেছে। তারই সাথে এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন বহু বলিউড অভিনেতা ও অভিনেত্রী। লকডাউন এর সিদ্ধান্ত নিচ্ছেন বিভিন্ন রাজ্য সরকার। কিন্তু এসবের মধ্যে ‘মির্জাপুর’ খ্যাত অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠি শুরু করলেন তাঁর আসন্ন ওয়েব সিরিজের শুটিং। তার আসন্ন এই ওয়েব সিরিজটির নাম "এস্কেপ লাইভ", আসন্ন এই সিরিজটি একটি থ্রিলার ঘরানার, মূলত ৫ জন ভারতীয় এর নিয়মিত জীবন ধারার গল্প দেখানো হবে এই সিরিজে। গত শুক্রবার শ্বেতার শুটিং শুরু হয়েছিল। এক সপ্তাহের মধ্যে, গোটা টিম ইতিমধ্যে ভোপাল, পাটিয়ালা এবং এখন বেনারসের মতো অসংখ্য শহরে শুটিং করেছে। এর আগে ‘এস্কেপ লাইভ’-এর শুটিং শিডিউল ছিল মুম্বই। আসন্ন এই ওয়েব সিরিজটি শীঘ্রই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Happy Birth Day SACHIN RAMESH TENDULKAR
24/04/2021

Happy Birth Day

SACHIN RAMESH TENDULKAR


নচিকেতার সুরে গাইলেন টিনা রাসেল   করোনার এই সময়টাতে বহুমাত্রিক ব্যস্ততায় সময় পার করছেন কণ্ঠশিল্পী ও উপস্থাপক টিনা রাসেল।...
24/04/2021

নচিকেতার সুরে গাইলেন টিনা রাসেল

করোনার এই সময়টাতে বহুমাত্রিক ব্যস্ততায় সময় পার করছেন কণ্ঠশিল্পী ও উপস্থাপক টিনা রাসেল। মুম্বাইয়ে চিত্রায়িত ‘পারবো না’ গান দিয়ে বছর শুরু করেছিলেন টিনা। আর গত বছর মুক্তি দিয়েছেন ‘চোখের ভেতর’ শিরোনামের একটি গান।
এবার নতুন গানের খবর দিলেন টিনা। দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতার সুরে গাইলেন তিনি। চলছে ভিডিও নির্মাণের কাজ। জুটি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।
এ প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম না কখনও। এখন আরও স্থির। আমি চাই শুদ্ধ বাংলা গানের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে। ফলে গানের কথা-সুর আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গেল এক বছর আমি যে কটি গান প্রকাশ করেছি, তার প্রত্যেকটি অনেক গবেষণা ও শ্রমের ফসল। যেগুলোর বিপরীতে আমি কখনোই ভাইরাল হতে চাইনি, ঘরে বসে ভিউ গুনিনি। আমি খুঁজেছি গান শুনে মানুষের ভেতরে প্রশান্তি তৈরির খবর এবং সেটা আমি পেয়েছি।’
গানের বাইরে বর্তমানে উপস্থাপনা নিয়ে ব্যস্ত টিনা। ওপার বাংলার টিভি চ্যানেলের জনপ্রিয় শো ‘গানবাক্স’ উপস্থাপনা করছেন তিনি। এছাড়া বিভিন্ন অনলাইন লাইভ অনুষ্ঠান উপস্থাপনাতেও দেখা গেছে টিনাকে। এই মহামারিতে টিনার প্রত্যাশা, ‘পৃথিবীর প্রতিটি মানুষের জীবন হোক ছন্দময়।’

বয়কট এর মুখে  "রাধে"   ট্রেলার মুক্তি পাওয়ার  ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্কে সলমন খানের  ‘রাধে’ সিনেমাা। টুইটারে ছবিটি বয়কটের ...
24/04/2021

বয়কট এর মুখে "রাধে"

ট্রেলার মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্কে সলমন খানের ‘রাধে’ সিনেমাা। টুইটারে ছবিটি বয়কটের ডাক দিলেন সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা। নেট দুনিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট রাধে’ হ্যাশট্যাগ।১৩ মে ‘হাইব্রিড রিলিজ’ হবে ‘রাধে’র। অর্থাৎ সিনেমা হলের দর্শকদের পাশাপাশি ‘জি প্লেক্স’ এবং ‘জি ফাইভ’ ওয়েব প্ল্যাটফর্মেও দেখা যাবে ছবিটি। তার আগে বৃহস্পতিবার সকাল এগারোটায় ছবির ট্রেলার প্রকাশ করেন সলমন খান। প্রায় ৬৮ লক্ষেরও বেশি মানুষ ইউটিউবে ট্রেলারটি দেখে ফেলেছেন। প্রায় ৪০ লক্ষ মানুষ আবার অপছন্দও করেছেন।
এরই মধ্যে নেটদুনিয়ার সিনেমার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। কেউ লিখেছেন, “সলমন খান কেরিয়ার নষ্ট করার জন্য বিখ্যাত এবং সুশান্তের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অরিজিৎ সিং, বিবেক ওবেরয়, অভিনব কশ্যপদের কেরিয়ারও শেষ করার চেষ্টা করেছেন সলমন।” কেউ আবার বলিউডের ‘মাফিয়া’দের শিক্ষা দিতে ‘রাধে’ বয়কটের ডাক দিয়েছেন। এমনই অনেক টুইট করা হয়েছে ‘রাধে’র বিরুদ্ধে।

আগামী ২৬ শে এপ্রিল থেকে বন্ধ একাধিক মেট্রো     বর্তমানে করোনার ঢেউ যে ভাবে বেড়ে চলেছে তাতে ভারতের পরিস্থিতি আবার সংকট জন...
23/04/2021

আগামী ২৬ শে এপ্রিল থেকে বন্ধ একাধিক মেট্রো

বর্তমানে করোনার ঢেউ যে ভাবে বেড়ে চলেছে তাতে ভারতের পরিস্থিতি আবার সংকট জনক হতে চলেছে ,অধিকাংশ মেট্রো রেল কর্মীরা করোনা পসিটিভ। এই অবস্থায় আগামী ২৬ শে এপ্রিল সোমবার থেকে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিলেন রেল কতৃপক্ষ। কাজের দিনে মোট মেট্রো চলে ২৫৮ টি , কিন্তু সোমবার এর সংখ্যা হয়ে দাঁড়াবে ২৩৮ টি। এছাড়াও শনি বার ২১৮ ও রবিবার ১০০ টি মেট্রো চলবে এমন জানায় মেট্রো রেল কতৃপক্ষ।
সোমবার থেকে মেট্রোর সময় সুচির কিছু বদল আনা হয়েছে
সকাল ৮:৫৪ মিনিট থেকে সন্ধে ৭:০৪ পর্যন্ত আপ ট্রেন এবং ডাউনে ট্রেন চলবে সকাল ন'টা থেকে সন্ধে ৭:২৮ পর্যন্ত। শনিবার ৭থেকে ৮ মিনিটের ব্যাবধানে চলবে মেট্রো। রবিবার ১৫ মিনিটের ব্যাবধানে চালানো হবে। কবি সুভাষ ও দমদম থেকে লাস্ট মেট্রো ছাড়বে রাত ন'টা দশে। দক্ষিনেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ৮:৫৮ মিনিটে।

23/04/2021

Youtube Link: https://youtu.be/YWApj_Z1grM
পরিচালক পাভেলের আপকামিং ফিল্ম "মনখারাপ", ছবিতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ঋদ্ধি সেন। পরিচালনার পাশাপাশি এই ছবির চিত্রনাট্য লিখেছেন পাভেল। এই প্রথম ঋদ্ধি ও অঙ্কুশ জুটিকে দেখা যাবে বড় পর্দায়। অঙ্কুশ তার নিজের ইনস্টাগ্রামে এ ছবির কথা জানালেন এবং ক্যাপশনে লিখেছেন "এই মনখারাপের কারণ আসলে অন্য,সেটা ক্রমশ প্রকাশ্য", এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য,বিদীপ্তা চক্রবর্তী ,অবন্তিকা বিশ্বাস প্রমুখ। ছবিতে অঙ্কুশ একজন মনোবিদের চরিত্রে অভিনয় করবেন। আসলে এই ছবিটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার যা ডার্ক কমেডিতে মোড়া। এই ছবির শুটিং আগামী জুন মাসে শুরু হবে। শোনা যাচ্ছে চলতি বছরেই মুক্তি পেতে পারে পাভেল পরিচালিত "মনখারাপ"

অন স্ক্রিন কিস পলিসি তে ইতি টানলেন সালমান খান     গত  ২২ শে এপ্রিল মুক্তি পেলো "রাধে" ছবির ট্রেইলার, যাতে  মুখ্য চরিত্রে...
23/04/2021

অন স্ক্রিন কিস পলিসি তে ইতি টানলেন সালমান খান

গত ২২ শে এপ্রিল মুক্তি পেলো "রাধে" ছবির ট্রেইলার, যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সালমান খান,যার বলিউড জগতে প্রচুর রোমান্টিক ও অ্যাকশন ঘরানার ছবি হিট। কিন্তু তিনি কখনোও অন স্ক্রিন চুম্বনে রাজি হননি। কারণ তিনি জানান এতে তার অসস্তি বোধ হয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন "কোনো ছবি হিট হতে গেলে তাতে যে চুম্বন ও ঘনিষ্ট সম্পর্কের দৃশ্য থাকতে হবে এমন কোনো মানে নেই। ইতি মধ্যে "রাধে" ছবির ট্রেইলারও মুক্তি পেয়েছে। আর সেখানেই তিনি প্রতিজ্ঞা ভাঙলেন তার অন স্ক্রিন চুম্বনের। ট্রেইলার এ ধরা পড়েছে দিশা পাটানির সাথে তার ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য। নিজের বয়ানে এক উল্টো পথে হাঁটলেন তিনি।
https://youtu.be/zPl7y5yBzuo

23/04/2021

Youtube Link: https://youtu.be/ve89Bey2LgA
আধুনিক বাংলা সাহিত্য জগতে এক অন্যতম নক্ষত্র হলেন শঙ্খ ঘোষ। যিনি জন্মগ্রহণ করেন ৫ই ফেব্রুয়ারী ১৯৩২ সালে চাঁদপুর বাংলাদেশে। ওনার ভালো নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ,কিন্তু আমরা সকলে ওনাকে শঙ্খ ঘোষ হিসাবেই চিনি। সাহ্যিতিকের পাশাপাশি তিনি ছিলেন একজন সাহিত্য সমালোচক। শঙ্খ ঘোষ এর পিতার নাম মণীন্দ্রকুমার ঘোষ পেশায় তিনি ছিলেন একজন শিক্ষক আর মায়ের নাম অমলাবালা,যিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। শঙ্খ ঘোষ বাংলাদেশের পাবনায় চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। পরে তিনি ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন এবং তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বঙ্গবাসী কলেজ,সিটি কলেজ ,যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তাঁর সাহিত্য সাধনা এবং জীবনযাপনের মধ্যে বারবার প্রকাশ পেয়েছে তার রাজনৈতিক সত্তা। ভারতের কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধেও তিনি এক কবিতা লিখেছেন তার নাম ''মাটি''। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি,যা ১৯৫৬ সালে প্রকাশিত হয়েছিল। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলি হল ''মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে'',''গন্ধর্ব কবিতাগুচ্ছ '',''আড়ালে'',''সবিনয়ে নিবেদন'',''বাবরের প্রার্থনা'' বছরের পর বছর দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়। কবিতার পাশাপাশি তিনি রবীন্দ্রচর্চাতেও প্রসিদ্ধ ছিলেন। ''ওকাম্পোর রবীন্দ্রনাথ'' তাঁর উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ। ''বাবরের প্ৰাৰ্থনা'' কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ''সাহিত্য একাডেমি'' পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, জানপীঠ পুরস্কার। তাঁর উল্লেখযোগ্য গদ্য রচনা ''বটপাকুড়ের ফেনার'' জন্য,এছাড়াও তিনি ২০১১ সালে ভারত সরকারের কাছ থেকে পান পদ্মভূষণ পুরস্কারও। শঙ্খ ঘোষ ২০২১ এ ২১ শে এপ্রিল ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত ও করোনা সংক্রমণের কারণে নিজের বাসভবনেই তিনি প্রয়াত হন। তবে এই মহান সাহিত্যিকের জীবনসান গোটা বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে।

বলিউডে এবার দ্বৈত  চরিত্রে আদিত্য রায় কাপুর     কবির সিং ছবির প্রযোজক মুরদ খেতানি গত  বছরেই ঘোষণা করেছিলেন তিনি ‘থাড়ম’ ...
23/04/2021

বলিউডে এবার দ্বৈত চরিত্রে আদিত্য রায় কাপুর

কবির সিং ছবির প্রযোজক মুরদ খেতানি গত বছরেই ঘোষণা করেছিলেন তিনি ‘থাড়ম’ ছবির রিমেক বানাবেন, সব কিছুই ঠিক চলছিল কিন্তু করোনা মহামারী ও লকডাউনের জন্য তা পিছিয়ে যায়। প্রথমে এই ছবিতে অভিনয় করার কথা ছিল সিদ্ধার্থ মালহোত্রা এবং ম্রুনাল ঠাকুরের, কিন্তু সময় মতো শুটিং শুরু না হওয়ায় ডেট প্রব্লেম হয় সিদ্ধার্থের, তাই সেই ছবি থেকে সরে আসেন তিনি। এবং নতুন করে এই ছবির রিমেক এর কথা ভাবছেন প্রযোজক তবে সিদ্ধার্থ এর পরিবর্তে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর। মূলত আসন্ন এই ছবিটি একটি অ্যাকশন ঘরানার। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আদিত্য। এছাড়াও উল্লেখ্য আদিত্য এই ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন। আসন্ন এই ছবিটির শুটিং খুব শীঘ্রই শুরু হওয়ার কথা রয়েছে এবং সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই এই ছবির মুক্তির কথা রয়েছে।

আসতে চলেছে পরিচালক পাভেলের নতুন ছবি "মন খারাপ"     ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ,এমনকি করোনার থাবা এবার টলি পাড়ায়। আক্রান্...
23/04/2021

আসতে চলেছে পরিচালক পাভেলের নতুন ছবি "মন খারাপ"

ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ,এমনকি করোনার থাবা এবার টলি পাড়ায়। আক্রান্ত হয়েছেন বহু শিল্পী ও কলাকুশলীরা। আর এই কঠিন পরিস্থিতেই নতুন ছবির কথা জানালেন পরিচালক পাভেল। ছবির নাম "মন খারাপ", এই প্রথমবার তার ছবিতে একসাথে অভিনয় করছেন টলিউড হার্টথ্রব অঙ্কুশ হাজরা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। পরিচালনার পাশাপাশি এই ছবির চিত্রনাট্য লিখেছেন পাভেল। পরিচালক ছবির নাম "মন খারাপ" রাখলেও মন ভালো করার এক কাহিনী তুলে ধরেছেন এই ছবিতে। এক ডার্ক কমেডি এর মাধ্যমে সমসাময়িকের কথা বলবেন তিনি। ছবিতে অঙ্কুশ একজন মনোবিদ এর চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও এই ছবিতে আরো রয়েছেন অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী এবং অবন্তিকা বিশ্বাস প্রমুখ। এই ছবির শুটিং আগামী জুন মাসেই শুরু হবে এবং চলতি বছরে এই ছবির মুক্তির কথা রয়েছে।

প্রয়াত হলেন সংগীত পরিচালক শ্রাবন রাঠোর    নক্ষত্র পতন সংগীত জগতে, মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সংগীত পরিচালক শ্...
23/04/2021

প্রয়াত হলেন সংগীত পরিচালক শ্রাবন রাঠোর

নক্ষত্র পতন সংগীত জগতে, মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সংগীত পরিচালক শ্রাবন রাঠোর। বলিউডের বিখ্যাত নদিম-শ্রবণ জুটির, শ্রাবনের প্রয়ানে বলিউডে নেমে এসেছে এক শোকের ছায়া। মৃত্যু কালে তার বয়স ছিল ৬৭.
বেশ কয়েক দিন আগেই করোনা আক্রান্ত হন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য মাহিমের এসএল রাহিজা হাসপাতালে ভর্তি করা হয় তাকে এবং ক্রমশ তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরিস্থিতি সংকট জনক হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাকে। কিন্তু তার শেষ রক্ষা সম্ভব হল না। চিকিৎসকদের ব্যার্থ করে চলে গেলেন তিনি। শ্রাবনের মৃত্যুতে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি রয়ে গেলো। ‘সজন’, ‘সড়ক’, ‘পরদেশ’, ‘আশিকি’ এর মতো ব্লকব্লাস্টার ছবিতে সংগীত পরিচালনা করেছিলেন তিনি।

ফের নেট দুনিয়ায়  ভাইরাল জ্যাকি কন্যা কৃষ্ণা শ্রফ।      জ্যাকি শ্রফ এর কন্যা কৃষ্ণা শ্রফ । প্রায় সময় নিজের আপন মুহূর্তের ...
22/04/2021

ফের নেট দুনিয়ায় ভাইরাল জ্যাকি কন্যা কৃষ্ণা শ্রফ।

জ্যাকি শ্রফ এর কন্যা কৃষ্ণা শ্রফ । প্রায় সময় নিজের আপন মুহূর্তের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। আর সেই ছবি গুলিতে ওঠে নেট নাগরিকদের লাইক কমেন্টের ঝড়। প্রায় প্রত্যেকটি ছবি নেট দুনিয়ায় ভীষণ ভাবে ভাইরাল হয়। সম্প্রতি জ্যাকি কন্যা কৃষ্ণা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। একটি পুলে সুইমিং বিকিনি পোশাকে তাকে দেখা গিয়েছে। সঙ্গে তার বাবা জ্যাকি শ্রফ ও ছিলেন সেই পুলে। ভিডিও টিতে বাবা ও মেয়ের মজার কিছু মুহূর্ত ধরা পড়ে। যা নেট দুনিয়ায় বেশ ভালোই ভাইরাল হয়েছে। এছাড়াও ওই ভিডিও তে তার জিম সেশনের কিছু মুহূর্ত ও ধরা পড়েছে। একটি লাল কালো স্পোর্টি পোশাকে তাকে জিম করতে দেখা গিয়েছে। সেখানে তার ভাই টাইগার শ্রফ এর সাথে কিছু মজার মুহূর্ত এবং টাইগারকে ঘাড়ে তুলে নিয়ে এবং বিভিন্ন আদব কায়দায় শরীর চর্চার মুহূর্ত শেয়ার করেছেন https://www.youtube.com/watch?v=ZhLVhFTaumk&feature=share&fbclid=IwAR0q6fASzL95bKrJX8LijGhw63ev5EhK8YqkAGUtuzrJ51yatXaic806bM0

মা হওয়ার যোগ্যতা নিয়ে কটাক্ষ শুভশ্রীকে   করোনা আক্রান্ত হয়ে প্রশ্নের মুখে শুভশ্রী। একে সন্তান কাছে নেই, রাজ ব্যস্ত ভোট প...
22/04/2021

মা হওয়ার যোগ্যতা নিয়ে কটাক্ষ শুভশ্রীকে

করোনা আক্রান্ত হয়ে প্রশ্নের মুখে শুভশ্রী। একে সন্তান কাছে নেই, রাজ ব্যস্ত ভোট প্রচারে, এরই মধ্যে নেগেটিভ কমেন্টে ভরে গেল শুভশ্রীর ইনস্টাগ্রাম। রাত পোহালেই ভোট বারাকপুর বিধানসভাকেন্দ্রে। প্রথমবার প্রার্থী হয়েছেন তাই একটু হলেও টেনশনে রাজ চক্রবর্তী । তাঁরই মধ্যে একেবারে একলা রয়েছে ছো্ট্ট ইউভান। করোনা আক্রান্ত মা শুভশ্রী, বাবা প্রচারে ব্যস্ত ছিলেন এতদিন, দিদা আর ন্যানির সঙ্গেই দিন কাটছে ইউভানের। । ইউভানের মন খারাপ করা একটি ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন , এতদিন তোমায় ছেড়ে থাকতে হবে ভাবিনি কোনওদিন, আর সেখানেই বিপত্তি। একের পর এক কটাক্ষ, নেগেটিভ কমেন্টে ভরে গেল শুভশ্রীর ইনস্টাগ্রামে। কেউ বলছেন প্রচারে যাওয়ার সময় মনে ছিল না, কেউ বা প্রশ্ন তুলছেন তাঁর মা হওযার যোগ্যতা নিয়েও। একেই মন খারাপ সন্তানকে কাছ ছাড়া করার যন্ত্রণা এক মা-ই উপলব্ধি করতে পারেনন। তারই মধ্যে এই ধরনের কুকথায় মন খারাপ নায়িকার।

করোনায় নিজেকে ঘরবন্দি রেখেছেন শুভশ্রী। রাজও ভোটের কাজে ব্যস্ত। একা প্রতিনিয়ত চিন্তায় দিন কাটছে তাঁর। এরই মধ্যে এই ধরনের মন্তব্য মানসিকভাবে ভারাক্রান্ত করে গেলো তাঁকে।

Address


Telephone

+919674657911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Newzbomb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newzbomb:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share