Traveller Bittu

  • Home
  • Traveller Bittu

Traveller Bittu ভেতো বাঙালি, এই ধারনা বদলে দেবো
BORN to TRAVEL

03/08/2023

Ganga Bitan - Weekend Tour Near Kolkata । গঙ্গা-বিতান ফ্যামিলি ইন - এক দিনের সেরা ঠিকানা
Ganga Bitan is located in Belari village beside river banks of Hooghly. Its near Garchumuk, which is an offbeat weekend destination. It is just a couple of hours away from Kolkata. It is in the Howrah district of West Bengal. GANGA BITAN Complex have beautiful Riverfront Row Houses for rental which are ideal Weekend Destination near Kolkata. It also have many villas/bungalows in this complex .

How to Reach Ganga Bitan :
Rail: The nearest rail station is Uluberia. It is connected with Howrah in the south-eastern railway. From Uluberia, it takes around 40 minutes to reach here by car, apprx 15km. You can also avail bus and trekkers.

Road: From Kolkata, the property is approximately 60 km away, and it takes around 2 hours 40 minutes to reach by car on NH 6. If you are coming on a bus, hop on from Esplanade to the Gadiara route, and get down at the “BELARI” or “58 gate” stop.

Google Location : https://goo.gl/maps/fbrhVJbKrV3rkd2z7
--------------------------------------------------------------------------------------------
Room :
Type 1 : Premium Category
Rent : 5500/- D/B (Weekend)
4500/- D/B (Weekdays)
Type 2 : Deluxe Category
Rent : 4000/-
**Including Breakfast

Contact Details : 8697600253 (Anindita Basu)

.                    রাজগির ভ্রমনের খুঁটিনাটি © Copyright Protected®               আসাম মেঘালয় ঘুরে আশার পর কর্মজীবনে ফি...
21/07/2023

. রাজগির ভ্রমনের খুঁটিনাটি

© Copyright Protected®

আসাম মেঘালয় ঘুরে আশার পর কর্মজীবনে ফিরে নিজেকে নুতুন ভাবে মেলে ধরলাম । মাসখানেক হতে না হতে যেনো খেই হারিয়ে গেলো বুঝলাম আবার রিফ্রেশমেন্ট দরকার । আর কর্মজীবন যদি হাসপাতালে হয় তাহলে বেশি দরকার । দুএক দিনে কোথায় ঘোরা যায়,অবশেষে ঠিক হলো যায়গাটা যদি রাজগির হয় ..!! যদি নয় ওটাই ..চলুন কমখরচে রাজগির ঘুরে আসি...

#পরিকল্পনা :-
সংখ্যা : 6-8 জন
বাজেট : 2500/- জন প্রতি
সময় : 3 দিন
Day 1: রাত 8 টায় হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেস
ধরুন ।
day 2: সকাল চারটে নাগাদ বখতিয়ারপুরে নেমে
পাঁচটার বুদ্ধপূর্নিমা এক্সপ্রেস ধরে
রাজগির। নেমে টাঙ্গা ধরে হোটেলে । ফ্রেশ
হয়ে টাঙ্গা ধরে রাজগির ভ্রমন ।
day 3: সকাল 10 টা নাগাদ গাড়ি নিয়ে বেড়িয়ে
পড়ুন , পাওয়াপুরি ঘুরে নালন্দা হয়ে
কুন্ডলপুর। ফিরে আসুন রাজগির।
day 4 : সকাল সকাল বেড়িয়ে পড়ুন গাড়ি নিয়ে
গয়া হয়ে বুদ্ধগয়া । ঘুরে রাতে গয়া স্টেশন
থেকে ট্রেন ধরুন ।
#কি_কি_দেখবেন
#বিশ্বশান্তি_স্থুপ : রাজগির এর সব থেকে সুন্দর
স্থান । রোপওয়ে তে উপরে উঠে নির্জন
মনোরম পরিবেশ।
#মনোয়ারা_পার্ক : ফুলের দুরন্ত নিদর্শন
#উষ্ণপ্রশবন : স্নান করা যেতেই পারে । পাশে
বিষ্ণুমন্দির আছে ।
#উদয়গিরি : স্বর্নভান্ডার , বিম্বিসার জেল,
#অজাতশত্রু_ফোর্ট : বেণুবণ , জাপানি টেম্পল ।
#নালন্দা_মহাবিহার : প্রাচীন ভারতের এক
অভূতপূর্ব সৃষ্টি । সঙ্গে মিউজিয়াম ।
#হিউ_এন_সাং_মেমোরিয়াল_হল : তিব্বতী ধাঁচে
এক সুন্দর নিদর্শন ।
#পাওয়াপুরি : লেকের মাঝে জৈনদের তীর্থস্থান ।
#মাঝি_দ্য_মাউন্টেন_ম্যান : দশরথ মাঝির প্রেমের
নিদর্শন ।
#ফাল্গু_নদী : শুষ্ক এক নদী তবে বালি খুঁড়লেই
জল বেরোয় ।
কালাবুদ্ধ , মহাবোধি মন্দির , তিব্বতী মনেস্টরি ।

#কোথায়_থাকবেন ?
সারা রাজগির জুড়ে হোটেল ও আশ্রম আছে । তবে ভালো হবে যদি সেবাশ্রমে থাকলে । ছিমছাম পরিবেশ । home away from home এটার উপযুক্ত উদাহরন । বিলাসিতা আর প্রাচুর্য এর চাপে রাজগিরের সবচেয়ে পুরনো হোটেলে আজ টুরিস্ট এর বড্ড অভাব । ভাড়া মাত্র 300/-আর পিক সময়ে 500/- ।
#কি_খাবেন ?
রাজগিরে বাঙ্গালী হোটেলে বলতে সুধু রাজলক্ষ্মী । তবে রান্না আহামরি কিছু নয় । সকালের খাবারে আঁটার পুরি খেয়ে দেখতে পারেন । ভালো লাগবে । নালন্দা তে একটাই হোটেলে আছে । সুন্দর রান্না । থ্যালি পাওয়া যায় । এখানে ফুচকা খুব ভালো খেতে । তবে চাউমিন টা একদম যাতা । রাজগিরে ডিমের পোচ টা নুতুন ধরনের । অনেকটা ইডলির মতো । বুদ্ধগয়া তে খাবার ভালোই ।
#গাড়ি_ও_টাঙ্গা:
একটা টাঙ্গা চার থেকে ছয় জন বসে । ভাড়া
মোটামুটি 750/- থেকে 1000/- সবচেয়ে কম 750/- টাকা ।
নালন্দা যাওয়ার জন্য সুমো ভাড়া 1300/-টাকা ।
রাজগির থেকে বুদ্ধগয়া হয়ে গয়া স্টেশন 2500/-
সবটাই দরদাম করতে হবে ।
টাঙ্গা ইউনিয়ন থেকে টাঙ্গা না নিয়ে বাসস্ট্যান্ড এ এসে টাঙ্গা ভাড়া করুন । কম দামে পেতে পারেন । এদের সাথে কথা বলে উঠবেন ।
গাড়ির জন্য সরাসরি ড্রাইভারের সাথে কথা বলুন । কোনো ট্রাভেল এজেন্ট হলে ভাড়া বেশি পড়বে । আমরা বাবলু ভাই কে নিয়েছিলাম । উনি নিজে গাইডের কাজ করেন । চা থেকে সুরু করে দুপুরের লান্চ সব নিজের হাতে তদারকি করেন।
#খরচ :-
ট্রেন ভাড়া -650/- জন প্রতি (যাওয়া আসা)
বখতিয়ারপুর থেকে রাজগির -35/-
রুম ভাড়া 300/- (ডবল বেড রুম)
খাবার - 200/- প্রতি দিন
টাঙ্গা ভাড়া 750/-
রাজগির থেকে নালন্দা 1300/-
রাজগির থেকে বুদ্ধগয়া 2500/-
রোপওয়ে 80/- জনপ্রতি
বেনুবন 20/- জনপ্রতি
হিউ এন সাং মেমোরিয়াল হল- 10/-
নালন্দা 40/-
মিউজিয়াম 5/-
রাজগির স্টেশন থেকে হোটেল 20/- জনপ্রতি
মনোয়ারা পার্ক 20/-
#মোবাইল_নং :
সেবাশ্রম 9693098197
বাবলু ভাই 9123421134
বিঃ দ্র-
1.রাজগির খুবই নোংরা যায়গা । বর্ষাকাল কে এড়িয়ে প্ল্যান করুন ।
2.পারলে নালন্দা বা বুদ্ধগয়া তে থাকার প্ল্যান করুন ।
3. টাঙ্গার দাপটে রাজগিরে ছোটো গাড়ি চলে না । টাঙ্গা চালকরা খুব একটা সুবিধের নয় । কথা বলে উঠুন ।
4. বুদ্ধগয়া আর নালন্দা তে সময় নিয়ে বেড়াবেন ।
5. উষ্ণপ্রশবনে স্নান না করাই ভালো
6.বাঁদর থেকে সাবধান । হাতের ph কেড়ে নেয় ।
7.রোপওয়ে তে নার্ভাস হবেন না , আনন্দ করুন ।
8.শান্তিস্তুপে প্রচুর হাওয়া দেয় । পর্যাপ্ত শীতের ড্রেস নেবেন ।
9. ২৩-২৬ জানুয়ারি মহাবোধি টেম্পলে সম্মেলন হয়। খুব ভালো অভিজ্ঞতা হবে ।
10.প্রতিটা খাবার স্পাইসি । দেখে বুঝে খাবেন ।
11.গয়া স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় একটু টাইম নেবেন । এখানকার লোক গুলো অভদ্র ।
12.বৌদ্ধগয়া আপনাকে মুগ্ধ করবে । তবে টোটোচালক থেকে সাবধান ।

** এই পোস্টটি ২০২০ সালে লেখা । সুতরাং মুল্য সম্পর্কিত পরিবেশিত তথ্য সবাই ওই সময়কালীন ।

এই পোস্টটির কপিরাইট সম্পুর্ণ রূপে Traveller Bittu (Kalyan Manna) পেজ কর্তৃক নিয়ন্ত্রিত । আপনি এই পেজের পোস্ট সরাসরি শেয়ার করতে পারেন । কপি করে নিজের নামে পোস্ট করলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ।।

** চলুন জানি নতুন কিছু তথ্য লেন্সের চোখে ।

ধন্যবাদ
Traveller Bittu

.                        ❤️অজান্তা ও ইলোরা❤️                     আমার সংস্কৃতি ,আমার ঐতিহ্য©®Copyright Protected       জ...
17/07/2023

. ❤️অজান্তা ও ইলোরা❤️

আমার সংস্কৃতি ,আমার ঐতিহ্য

©®Copyright Protected

জানেন আমরা কতটা সমৃদ্ধ ? উত্তর হলো "শূন্য" । এমনকি এই "শূন্য" ও আমাদের নয় । ভাবছেন হঠাৎ করে এমন একটা জটিল প্রশ্ন কেন? কারন আমাদের শিক্ষা ,সংস্কৃতি, স্থাপত্য,শিল্পকলা ও ইতিহাস , আমায় এই প্রশ্নটা করছে । না আমাদের এই তথাকথিত আধুনিক শিক্ষা ,সংস্কৃতির, স্থাপত্যের কথা বলছি না । বলছি ১৪০০ বছর আগে হারিয়ে যাওয়া প্রাচীন ভারতবর্ষের দুটো অসাধারন শিল্পকলার কথা -
"অজন্তা ও ইলোরা"
সাধারনত আমার লেখায় ইতিহাস ও সাহিত্যের খুব বেশি জায়গা হয় না । প্রাচীন ভারতবর্ষ ঠিক কতটা সমৃদ্ধ ছিলো সেই ইতিহাস জানতে হলে দুটো জায়গা ঘুরে আসতে হবে । এখানে কীভাবে ঘুরবেন সেটাই জানা যাক?

পরিকল্পনা:

প্রথমদিন : কলকাতা থেকে জালগাও জং । হাওড়া - মুম্বাই CSMT মেল (১২৩২১) এই ট্রেন ধরতে পারেন । একদিন পরে সকাল ৫ টায় জালগাও জং পৌঁছে রওনা দিন আওরঙ্গবাদের উদেশ্যে।

দ্বিতীয়দিন : জালগাও থেকে আওরঙ্গবাদ । বিকেলে আওরঙ্গবাদ লোকাল সাইটসিন।

তৃতীয়দিন : ইলোরা দর্শন ও Grishneshhwar Temple

চতুর্থদিন: আওরঙ্গবাদ থেকে অজন্তা ।

পঞ্চমদিন : অজন্তা থেকে জালগাও জং ।

পুনে থেকে ঔরঙ্গাবাদ : ২৪০ কিমি (৫ ঘণ্টা)
ঔরঙ্গাবাদ থেকে অজন্তা :১১০ কিমি (তিন ঘণ্টা)
ঔরঙ্গাবাদ থেকে ইলোরা :৩০ কিমি (৪৫ মিনিট )
জালগাও থেকে আওরঙ্গবাদ : ১৬৫ কিমি (৪ ঘণ্টা)

ছুটি কম থাকলে , ভোররাতের ফ্লাইট ধরে ঔরঙ্গাবাদ পৌঁছে যান। হোটেল চেকইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন ঔরঙ্গাবাদ লোকাল সাইটসিন করতে । পরেরদিন সকালে অজন্তা চলে যান । তৃতীয়দিন সারাদিন ইলোরাতে সময় দিন । চতুর্থদিন কিছুটা সময় ঔরঙ্গাবাদ লোকাল সাইটসিন করে রাতে ফ্লাইট ধরে ফিরে আসুন ।

অজন্তা

প্রাচীন ভারতবর্ষের শিল্পকলার এক অভূতপূর্ব নিদর্শন। খ্রিস্টীয়পূর্ব ২০০ থেকে ৬০০ খ্রিস্টাব্দে এই শিল্পকলার নির্মাণ সময়। এর প্রায় ১২০০ বছর পর ১৮১৯ সালে ব্রিটিশকর্তা জন স্মিথ এটি কে পুনরায় জনসমক্ষে আনেন । সব মিলিয়ে ৩০ টি মন্দির ও মঠ রয়েছে । এরমধ্যে মাত্র পাঁচটি হলো চৈত্য (বাসগৃহ) ২৫টি হলো বিহার (মঠ)। মূলত এটি হলো বৌদ্ধদের মঠ।
সাধারনত পাঁচটি চৈত্য মন্দিরেই বেশিরভাগ ছবি রয়েছে । এই গুহাগুলোর নম্বর হলো ৯,১০,১৯,২৬,২৯ ।এই কয়েকটি গুহার চিত্র গুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। অন্য গুহাগুলোতে চিত্রগুলো প্রায় নষ্ট হয়ে গেছে । এর প্রধান কারন অবশ্যই বৃষ্টির জল ।

প্রবেশ :
পার্কিং এর জায়গায় গাড়ি রেখে ,হেঁটে চলে আসুন MTDC এর বাস কাউন্টারে । পার্কিং থেকে অজন্তা কেভ ৪ কিমি রাস্তা । ১৫ মিনিট পর প্রবেশ পথে এসে টিকিট কেটে ঢুকে পড়ুন ।

বিশেষ কথা :
১.প্রত্যেক সোমবার বন্ধ থাকে।
২. সব মিলিয়ে প্রায় ৫-৬ কিমি হাঁটতে হয় । তাই সময় নিয়ে বেরোবেন ।
৩. অজন্তা গুহায় সাধারনত গুহাচিত্র ই বেশি । স্থাপত্য ইলোরতে দেখা যায় ।
৪.গুহায় যাওয়ার বাসের ভাড়া ৩০ টাকা করে ।
৫.চেষ্টা করবেন ৫ টার আগে নেমে আসতে। লাস্ট বাস মিস করলে অশেষ দুঃখ আছে ।ভুলে যাবেন না ,এই কেভ পুনরুদ্ধারের আগে বাঘেদের আখড়া ছিল।
৬.কেভে ঢোকার মূল্য ১০ টাকা ।
৭.. কেভের কাছে MTDC এর একটাই রেস্টুরেন্ট আছে । তাই চেষ্টা করবেন ড্রাইফুড সঙ্গে রাখতে ।
৮. পর্যাপ্ত জল রাখবেন । নাহলে দুঃখের শেষ থাকবে না ।
৯. এখানে সরকারি গাইড পাওয়া যায় । নির্ধারিত মূল্য ১২০০ টাকা । তবে আমার বাঙালি বুদ্ধি বলে ,কাউন্টার থেকে একটু এগিয়ে গেলে ৮০০-৯০০ টাকায় গাইড পেয়ে হবেন । অথবা বিশেষ কেভ গুলোতে যারা ডিউটিতে আছে তাদের অনুরোধ করলে তাদের থেকে ভালো গাইড হয় না
১০. ছবি তুলতে পারেন , ফ্ল্যাশ না জ্বেলে তুলতে হবে । ভুলেও ভিডিও তুলবেন না ।
১১. পাহাড়ের উপর ,তাই সবসময় রোদের তীব্রতা ভালোই থাকে ।
১২. পার্কিংয়ের আসে পাশে প্রচুর পসরার দোকান আছে । এদের থেকে একটু সাবধান । মিষ্টি করে এমন গলা কাটবে বুঝতে পারবেন না 😆।

ইলোরা
অজন্তা যদি শিল্পকলা হয় ,ইলোরা হলো স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন । হিন্দু ,বৌদ্ধ, ও জৈন ,এই তিন ধর্মের মন্দির রয়েছে এখানে ।
বৌদ্ধদের১২ টি (১-১২ নম্বর গুহা) , হিন্দুদের ১৭ টি (১৩-২৮ নম্বর গুহা) ও জৈনদের ৫টি (২৯-৩৪ নম্বর গুহা) মন্দির রয়েছে । বেশীরভাগ মন্দির গুলো রাষ্ট্রকূট আমলে তৈরি ।
ইলোরা প্রধান আকর্ষন হলো ,গুহা নম্বর ১৬ । কৈলাশনাথ মন্দির । এছাড়া বিশেষ গুহাগুলো হলো ৭,১০,১১,২৯,৩০,৩৪ নম্বর গুহা । জৈন ধর্মের গুহা (২৯-৩৪ নম্বর ) যেতে গেলে গাড়িতে করে ২কিমি যেতে হয় । আপনারা চাইলে হেঁটে ও যেতে পারেন ।

প্রবেশ :
পার্কিং থেকে হেঁটে কাউন্টারে টিকিট কেটে ঢুকে পড়ুন । একজন গাইড নিন । সামনেই কৈলাশ মন্দির ।
বিশেষকথা :
১.মঙ্গলবার বন্ধ থেকে
২. সময় ম্যানেজ করা এখানে সবথেকে বড় বিষয় । মনে রাখবেন সবমিলিয়ে ১০ কিমি হেঁটে ঘুরে দেখতে হবে । তাই ঘড়ির দিকে নজর জরুরী ।
৩. খাওয়ার জল খুব জরুরি ।
৪. দালাল থেকে সাবধান ।
৫. ২৯-৩৪ নম্বর গুহা গুলো অনেকটা দূরে । তাই চেষ্টা করবেন ওগুলো আগে কমপ্লিট করতে । কৈলাশ মন্দির একদম সামনে ,ফলে আগে ওগুলো করে নেবেন । গাইড আপনাকে বলবে ওগুলো অনেক দূর ।কিন্তু ওইগুলো সবথেকে বেশি আকর্ষনীয় ।
৬. কেভের পাশেই হোটেল কৈলাশ । খুব ভালো হোটেল ।

আওরঙ্গবাদ

"City of gate" হ্যাঁ ঠিক এই নামে ডাকা হয় ঔরঙ্গাবাদকে । সব মিলিয়ে ৫২ টি গেট আছে পুরো শহর জুড়ে । শহরজুড়ে ছড়িয়ে আছে শিবাজী ও ঔরঙ্গদেবের আমলে তৈরি অসংখ্য স্থাপত্য ।
বিবি কা মাকবারা, দৌলতবাদ ফোর্ট, পাঞ্চিকি, ছত্রপতি শিবাজী মহারাজ মিউজিয়াম, চাঁদমিনার ,সেলিম আলী লেক আরো অনেক দ্রষ্টব্য রয়েছে ।

বিশেষকথা :
১. সব জায়গায় গাইড নিতে হবে এমন কোনো ব্যাপার নয় । কিছুটা ইতিহাস জ্ঞান বই বা গুগল পড়ে,আর বাকিটা লোকাল পাবলিকের থেকে জেনে নিয়ে কিছু জায়গা ঘোরাই যায় ।
২. পাঞ্চিকী খুব ঘনবসতি পূর্ন এরিয়া তে পড়ে । তাই ভিড় এড়াতে অনেকে যায় না । মনে রাখবেন ভারতীয় দের ইঞ্জিনিয়ারিং কতটা উন্নত ছিল সেই সময় তার নিদর্শন এখনো বর্তমান ও সচল ।
৩. পক্ষীবিদ সেলিম আলী নামাঙ্কিত লেকে অবশ্যই যাবেন ।
৪. চেষ্টা করবেন পুনে কে সঙ্গে নিয়ে প্ল্যান করতে । তাতে দিন অনুপাতে বাজেট তুলনামূকভাবে কমে আসবে ।
৫. আমি এই বছর (২০২১) মার্চ মাসে ঘুরে এসেছি ।তাই খরচের হিসেব টা ওই সময়কার ।
৬. আমি পুনে ঘুরে অজন্তা ঘুরেছি । তাই ঔরঙ্গাবাদের লোকাল গাড়ির ড্রাইভারের নম্বর দেওয়া সম্ভব নয় ।তবে যে গাড়ির এজেন্সি থেকে গাড়ি নিয়েছি তার নম্বর অবশ্যই দেবো । সারা মহারাষ্ট্রে গাড়ি চলে ঘন্টা/ কিমি বেসিসে।

খরচ :
গাড়ী দিনপ্রতি ৪২০০/- টাকা (৩০০কিমি)
হোটেল ভাড়া ১৪০০/-( ট্রিপল)
কলকাতা থেকে পুনে ফ্লাইট : ৪০০০/-
খাওয়া : ৬০০ টাকা জনপ্রতি

ডিটেলস :
হোটেল রাজ : 9373377748 / 9326444177
হোটেল কৈলাশ : 9049375443 (ইলোরা)
হোটেল ভিউ পয়েন্ট : 9657044278 (অজন্তা)
MTDC : 9223594601 (Whatsapp)
MTDC হোটেল সব জায়গায় আছে ।
ড্রাইভার : 86688 10374 (প্রকাশ)

ছবি : সৌমিত্র মন্ডল ও কল্যাণ মান্না
তথ্যসূত্র : দিব্যাঙ্ক ত্রিবেদী

এই পোস্টটির কপিরাইট সম্পুর্ণ রূপে Traveller Bittu (Kalyan Manna) পেজ কর্তৃক নিয়ন্ত্রিত । আপনি এই পেজের পোস্ট সরাসরি শেয়ার করতে পারেন । কপি করে নিজের নামে পোস্ট করলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ।।

** চলুন জানি নতুন কিছু তথ্য লেন্সের চোখে ।

ধন্যবাদ
Traveller Bittu

Address


Telephone

+919088401573

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveller Bittu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveller Bittu:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share