Mitter International

  • Home
  • Mitter International

Mitter International We tell YOUR stories. We're a team of industry experts, each with unique skills & passion. Specialized in turning ideas into reality.

From journalists to designers, linguists to lawyers, united by our pledge to excellence. Call us for your success stories

নারীদিবস কখনোই নারীর একার নয়, তাকে ভালো রাখার, আনন্দে রাখার এবং সর্বোপরি সুস্থ রাখার দায় পরিবারের সকলের, এবং অবশ্যই তা...
08/03/2024

নারীদিবস কখনোই নারীর একার নয়, তাকে ভালো রাখার, আনন্দে রাখার এবং সর্বোপরি সুস্থ রাখার দায় পরিবারের সকলের, এবং অবশ্যই তার নিজেরও। কারণ একজন নারীর সুস্থ ও ভালো থাকার ওপর নির্ভর করছে তার পারিপার্শ্বিকের সকলের ভালো থাকা। আজ এই বিশেষ দিনে #আনন্দবাজার পত্রিকা ও এর পাতায় Mitter Adva র বিশেষ প্রতিবেদন।

https://epaper.telegraphindia.com/imageview/463994/45227291/undefined.html

https://mepaper.anandabazar.com/imageview_75901_3334263_4_71_08-03-2024_9_i_1_sf.html



#নারীদিবস

তবু মনে রেখো... ভালোবাসার দিন ১৪ই ফেব্রুয়ারি। সেদিন আনন্দবাজার পত্রিকার বিশেষ ক্রোড়পত্রে অভিনেত্রী ইধিকা পালের সাক্ষাৎ...
22/02/2024

তবু মনে রেখো...

ভালোবাসার দিন ১৪ই ফেব্রুয়ারি। সেদিন আনন্দবাজার পত্রিকার বিশেষ ক্রোড়পত্রে অভিনেত্রী ইধিকা পালের সাক্ষাৎকার, চলতি বিয়ের মরসুমের কেনাকাটা এবং ভালোবাসার উপহার নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন 'তবু মনে রেখো'।

বাংলায় বিজ্ঞাপন সংক্রান্ত যে কোনও লেখা ও ডিজাইনের জন্য যোগাযোগ করুন
Mitter Adva
8910580913

01/01/2024

Happy New Year

     #কালীপূজা  #ধনতেরাস  #দীপাবলি দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে আজ আনন্দবাজার পত্রিকার সঙ্গে Mitter Adva সজ্জিত ক্রোড়পত্র ...
09/11/2023

#কালীপূজা #ধনতেরাস #দীপাবলি
দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে আজ আনন্দবাজার পত্রিকার সঙ্গে Mitter Adva সজ্জিত ক্রোড়পত্র 'সমৃদ্ধির ত্রয়োদশী'

ধনতেরাস উপলক্ষে আজ আনন্দবাজার পত্রিকায় 'সমৃদ্ধির ত্রয়োদশী' পাতায় লগ্নজিতা চক্রবর্তীর দীপাবলি উদযাপনের কথা। অনুলিখনে M...
09/11/2023

ধনতেরাস উপলক্ষে আজ আনন্দবাজার পত্রিকায় 'সমৃদ্ধির ত্রয়োদশী' পাতায় লগ্নজিতা চক্রবর্তীর দীপাবলি উদযাপনের কথা। অনুলিখনে Mitter Adva

পুজো ঘিরে কতটা আবেগ তার মনে? অকপট জয়া আহসান  মহালয়া উপলক্ষে আনন্দবাজার পত্রিকায়,   র সৃজনশীলতায় ৪ পাতার ফিচার 'দেবীপ...
21/10/2023

পুজো ঘিরে কতটা আবেগ তার মনে? অকপট জয়া আহসান

মহালয়া উপলক্ষে আনন্দবাজার পত্রিকায়, র সৃজনশীলতায় ৪ পাতার ফিচার 'দেবীপক্ষ'

নববর্ষে আনন্দবাজার পত্রিকায় লেখা ও ডিজাইন সহ   -র সৃজনশীল উপস্থাপনায় ১০ পাতার ফিচার "নব হরষে"।
24/07/2023

নববর্ষে আনন্দবাজার পত্রিকায় লেখা ও ডিজাইন সহ -র সৃজনশীল উপস্থাপনায় ১০ পাতার ফিচার "নব হরষে"।

আজকের আনন্দবাজার পত্রিকায় লেখা ও ডিজাইন সহ   -র সৃজনশীল উপস্থাপনা    #নববর্ষ                                           ...
23/07/2023

আজকের আনন্দবাজার পত্রিকায় লেখা ও ডিজাইন সহ -র সৃজনশীল উপস্থাপনা

#নববর্ষ

Today's special   supplement in Anandabazar Patrika. Creative Support by Mitter Adva
20/06/2023

Today's special supplement in Anandabazar Patrika. Creative Support by Mitter Adva

আজ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আনন্দবাজার পত্রিকায়   র সৃজনশীলতায় ৪ পাতার ফিচার 'চিরন্তনী'
22/04/2023

আজ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আনন্দবাজার পত্রিকায় র সৃজনশীলতায় ৪ পাতার ফিচার 'চিরন্তনী'

নববর্ষের মিষ্টিমুখ,নববর্ষের মিষ্টি সুখবৃষ্টি নেই তো কী, মিষ্টি তো আছে। তাই, নরম কিংবা কড়া, যে পাকই হোক না কেন, গরমকে গো...
15/04/2023

নববর্ষের মিষ্টিমুখ,
নববর্ষের মিষ্টি সুখ

বৃষ্টি নেই তো কী, মিষ্টি তো আছে। তাই, নরম কিংবা কড়া, যে পাকই হোক না কেন, গরমকে গোল দিয়ে বাঙালির বৈশাখের পয়লা দিনেই প্রসন্ন মুখ। উৎসবেও উন্মুখ। দরদরে দহন সেদিনও পারেনি, আজও পারে না প্রিয় পার্বনের পরম্পরাকে ভেস্তে দিতে। মিষ্টি, স্রেফ মিষ্টিই যুগে যুগে, বর্ষে বর্ষে গলদঘর্ম হাঁসফাঁসে উল্লাস-উতল উদযাপন উপহার দিয়েছে।

সক্কাল সক্কাল স্নান সেরে চুবড়িতে লক্ষ্মী-গনেশ, হালখাতা কিংবা হালের ট্যাব সাজিয়ে ঠাকুরকে মিষ্টি নিবেদন। মন্ত্র পড়ে, মগজে গঙ্গাজল ছিটিয়ে ধুনোয়, ধুপে দোকান সাজিয়ে আপ্যায়নে মিষ্টি। খড়খড়ে তাঁত আর কড়কড়ে ধাক্কা পাড়ের ধুতি ধরে পরিজনের পায়ে পড়ার আগে মিষ্টি, পরে মিষ্টি। মনমরা প্রেম আর ম্যাদামারা দাম্পত্যে দখিনা বাতাস ওই মনোহরা মিষ্টিই ম্যান অব দ্য ম্যাচ।

সুগারে-কোলেস্টেরলে, বাতে-বদহজমে, পেট খারাপে-মন খারাপে মিষ্টি সুখের উল্লাস তো বাঙালির বংশগত। পয়লা বৈশাখ উপলক্ষ্য মাত্র। সমবচ্ছরের রসগোল্লা, জিলিপির জায়গায় চকচকে চকলেট সন্দেশ, মোলায়েম মালাই চমচম, গদগদ গোলাপজাম, কলাইভোগ, মালাইচপ, হরিভোগ কিংবা রসনা ভোগ… হোক না কবজি হাত ডুবিয়ে। শুভ দিনে মিষ্টি মুখ না করলে হয়!

সুখ তো ক্ষণেকের। তা সে সুখ যদি সুখকর সন্দেশে হয়, এর থেকে বড় সন্তোষজনক সন্দেশ কিছু হয় না। তার জন্য আদি অনন্তকাল ধরে বাঙালির ঐতিহাসিক ময়রারা তো আছেনই। আর কাছে পিঠে হাল আমলের ফিউশন আর এক্সপেরিমেন্টাল মিষ্টির দোকান যদি থাকে, তো কথাই নেই। পয়লা বৈশাখ জমে ক্ষীর।

শুধু ক্ষীরে আবার মন ভরে না খুঁতখুঁতে বাঙালির। শেষ পাতে চাটনি, দই-এর সঙ্গে রাবড়ি, রস মালাই, সরভাজা আর নলেন গুড়ের পায়েস যদি আয়েশ করে খাওয়া নাই গেল, তাহলে পয়লা বৈশাখের পাতই যে অপূর্ণ রইল।

তবে ইদানিং ইন হয়েছে পুরনো মিষ্টিও। লবঙ্গলতিকা, ভাপা দই, সীতাভোগ, জলভরা, মনোহরা, দেলখোশ, পেস্তা সন্দেশ বা আম সন্দেশ এবারের পয়লা বৈশাখে আবারও আম বাঙালির উচ্চাশাকে উসকে দিয়েছে।

তবে বঙ্গ জীবনের অঙ্গে জুড়ে রয়েছে রসগোল্লা। এছাড়াও বাঙালির আদি মিষ্টির পরম্পরায় 'প্যাঁড়া'ও একটি উল্লেখযোগ্য খাদ্যবস্তু। ময়মনসিংহের এই মিষ্টির কথা শীর্ষেন্দু মুখোপাধ্যায় বেশ রসিয়ে লিখেছেন তাঁর ‘দূরবীন’ ও ‘উজান’ উপন্যাসে। ইতিহাস বলছে, মিষ্টির জন্য ছানার ব্যবহার বাঙালি প্রথম শেখে ডাচদের কাছে। সাহিত্যিক শংকর তাঁর ‘বাঙালির খাবার দাবার’-এ বলেছেন 'ছানা ও চিনি অনেকটা সাহিত্যের কাগজ ও কলমের মতো–রবীন্দ্রনাথের হাতে পড়লে একরকম ফল, আর হরিদাস পালের হাতে পড়লে আরেক রকম।‘ মিষ্টান্নতেও রবীন্দ্র সান্নিধ্য, ভাবা যায়!

গুড়, ছানা আর চিনি যদি বাঙালির মিষ্টির মহাকাব্যে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর হয়, তাহলে নারকোলকেও নারদ বলা যেতেই পারে। সে একদা নারী কুলের অত্যন্ত সোহাগের সামগ্রী ছিল সে বিষয়ে দ্বিমত নেই। চন্দ্রপুলী, নারকোল ছাপা, নারকোল নাড়ু, নারকোল বরফি, এ সবেরই সুতিকাগার হল গৃহস্থের অন্দরমহল। মাত্র এক প্রজন্ম আগেও মা, ঠাকুমা, দিদিমা, রাঙাপিসিদের দ্বিপ্রাহরিক পি এন পি সি-র মুখরোচক বিষয়ের ‘সমুদ্র মন্থন’-এ উৎপন্ন হতো বিচিত্র স্বাদ ও সৌন্দর্যের মিষ্টি। এই ঘরে ঘটিত মিষ্টিই ছিল একদা বাঙালির পয়লা বৈশাখের প্রথম ব্যাঞ্জন। তবে এই শিল্পের সমাধি ঘটছে ধীরে ধীরে। আজকের কর্মব্যস্ত নারীকুল কল্পনাই করতে পারবে না মিষ্টি মহলের মজলিসের কথা।

পরচর্চা পরনিন্দা আর পঞ্চব্যঞ্জন — দুই ‘পাতে’ই ‘সন্দেশ’ না হলে বাঙালির ঠিক ‘ভাত হজম’ হয় না। একদিকে ‘খবর’, অন্যদিকে ‘খাবার’—দুই অর্থেই বিষয়বস্তুটি কখনও কাড়াপাকের, কখনও আবার মাখোমাখো। সরেস এবং রসালো ‘সন্দেশ’-এ বাঙালির তাই কখনও অরুচি নেই। তাই মিষ্টি মুখে আর মিষ্টি সুখে এবারের পয়লা বৈশাখ ব্যাঞ্জনাময় হয়ে উঠুক বঙ্গ জীবনের অঙ্গে, প্রত্যঙ্গে।

#নববর্ষ

নারী পুরুষ নির্বিশেষে সচেতন হয়ে ওঠার জন্য সকলকে শুভেচ্ছা। এমন দিন আসুক যখন আলাদা করে 'নারীদিবস' পালন করার প্রয়োজন পড়ব...
08/03/2023

নারী পুরুষ নির্বিশেষে সচেতন হয়ে ওঠার জন্য সকলকে শুভেচ্ছা। এমন দিন আসুক যখন আলাদা করে 'নারীদিবস' পালন করার প্রয়োজন পড়বে না। সচেতনতা আসুক, মনুষ্যত্ব প্রাধান্য পাক।

08/03/2023

Happy Women's Day Swati Chatterjee Bhaumik and team

26/02/2023

পাত্র পাত্রীদের বিয়ের সাজে কথা
মনে করিয়ে দিল

করোনা কালের আগে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার 'বৈচিত্রে শহর' ক্রোড়পত্রের যাদবপুর সংখ্যায় অভিনেত্রী সায়নী ঘোষের ছোটবেলা...
01/12/2022

করোনা কালের আগে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার 'বৈচিত্রে শহর' ক্রোড়পত্রের যাদবপুর সংখ্যায় অভিনেত্রী সায়নী ঘোষের ছোটবেলার যাদবপুরের স্মৃতি, অনুলিখনে Mitter Adva ।

19/11/2022
দুর্গাপুজোর মুখে আনন্দবাজার পত্রিকার 'দেবীপক্ষ' ক্রোড়পত্রে Mitter Adva র লেখা ও ডিজাইনিং। পুজো নিয়ে অভিনেত্রী ইশা সাহা...
04/11/2022

দুর্গাপুজোর মুখে আনন্দবাজার পত্রিকার 'দেবীপক্ষ' ক্রোড়পত্রে Mitter Adva র লেখা ও ডিজাইনিং। পুজো নিয়ে অভিনেত্রী ইশা সাহার স্মৃতিচারণ, বনেদি বাড়ির পুজোর সাজের গল্প, উৎসবের দিনে সাবেকি গয়নার সাজ এবং আধুনিক স্মার্ট গয়নার হালহদিশ, এই সবকিছু নিয়েই ছিল আমাদের এবারের পুজোর পাতা।

সারা বছর বিজ্ঞাপনী পাতার কাজ করে আমাদের টিম, কিন্তু এই বিশেষ দিনের কাজগুলোর জন্য অপেক্ষা করে থাকি আমরাও। উৎসবের আলোয় ধুয়ে মুছে যাক সমস্ত কালিমা। সকল পাঠকদের জন্য রইল জগদ্ধাত্রী পূজা ও আসন্ন রাস পূর্ণিমার শুভেচ্ছা।

#আনন্দবাজার

আজ আনন্দবাজার পত্রিকার স্বাস্থ্যবার্তায় Mitter Adva র লেখা বিভিন্ন বিষয় নিয়ে ডাক্তারদের ইন্টারভিউ। আমরা কথা বলেছিলাম ...
30/10/2022

আজ আনন্দবাজার পত্রিকার স্বাস্থ্যবার্তায় Mitter Adva র লেখা বিভিন্ন বিষয় নিয়ে ডাক্তারদের ইন্টারভিউ।
আমরা কথা বলেছিলাম ড. দীপ দাস, ড. অভীক ভট্টাচার্য, ড. পিকে নিমানি, ড. দেবাশিস মুখার্জী, ড. অজয় মন্ডল, ড. কল্যাণ কুমার গঙ্গোপাধ্যায় ও ড. কল্লোল কুমার দে'র সঙ্গে। বিষয় ছিল নিউরোলজি ও ইন্টারভেনশনাল রেডিওলজির ক্ষেত্রে ক্যাথ ল্যাবের ভূমিকা, স্ট্রোকের চিকিৎসা, বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রে সার্জারির প্রয়োজনীয়তা ও উৎসবের মরশুমে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরামর্শ।
চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলে তাঁদের সুচিন্তিত মতামতকে সহজভাবে পাঠকের কাছে উপস্থাপনা করার কাজ আমরা গত কয়েক বছর ধরে করে আসছি। আশা রাখি আগামী দিনেও Mitter Adva ডাক্তারদের ভরসা অর্জন করতে সক্ষম হবে।

#আনন্দবাজার #বিজ্ঞাপন

আনন্দবাজার পত্রিকার ক্রোড়পত্র 'বৈচিত্র্যে শহর' আমাদের এক বিশেষ আবেগের জায়গা। এই বিভাগ শুরু হয়েছিল কোভিড কালের আগে। ২০...
29/10/2022

আনন্দবাজার পত্রিকার ক্রোড়পত্র 'বৈচিত্র্যে শহর' আমাদের এক বিশেষ আবেগের জায়গা। এই বিভাগ শুরু হয়েছিল কোভিড কালের আগে। ২০১৯ সালে শুরু হওয়া সেই ক্রোড়পত্রের ফিচার কন্টেন্টও তৈরি করেছিলাম আমরাই, শুধু Mitter Adva র নামে আমাদের একযোগে পথ চলা তখনও শুরু হয়নি। যাদবপুর, গড়িয়া, বেহালা, সোনারপুর-রাজপুর এবং আরও বেশ কিছু জায়গা ঘুরে এবার আলোর উৎসবের সময় বৈচিত্র্যে শহরের পাতায় সমৃদ্ধির শহর বারাসাত।

#আনন্দবাজার #বিজ্ঞাপন

শুভ ধনতেরাস উপলক্ষে Mitter Adva -র সৃজনশীল উপস্থাপনা  আনন্দবাজার পত্রিকার 'সমৃদ্ধির ত্রয়োদশী'। Mitter Adva -র তরফে সকলক...
23/10/2022

শুভ ধনতেরাস উপলক্ষে Mitter Adva -র সৃজনশীল উপস্থাপনা আনন্দবাজার পত্রিকার 'সমৃদ্ধির ত্রয়োদশী'।
Mitter Adva -র তরফে সকলকে শ্যামাপূজা ও শুভ দীপাবলীর শুভেচ্ছা রইল। 🙏🪔

Address

Connect@mitter. In

Telephone

+918910580913

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mitter International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mitter International:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share