দীর্ঘ লড়াই, গত ১ মার্চ থেকে লাগাতার কর্মবিরতির পর আশাকর্মীদের দাবী মানল রাজ্য সরকার। আমাদের পেজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সেই কথাই তুলে ধরলেন AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন।
#AIUTUC
আগামীকাল বাইক ট্যাক্সি চালকদের কমার্শিয়াল পারমিট প্রদানের অনুষ্ঠানের সকলের শামিল হওয়ার জন্য ইউনিয়ন সভাপতি শান্তি ঘোষের আহ্বান।
#AIUTUC #ksbtou #biketaxi
সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন AIUTUC পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আয়োজিত মহান লেনিনের মৃত্যু শতবর্ষ উপলক্ষে 'শ্রমিক মুক্তি আন্দোলন ও লেনিন' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হলো কলকাতায় থিওসফিক্যাল সোসাইটি হলে।
সভায় সভাপতিত্ব করেন এ আই ইউ টি ইউ সির রাজ্য সভাপতি কমরেড এ এল গুপ্ত, আলোচনা সভায় বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শংকর দাশগুপ্ত, সিটুর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সোমনাথ ভট্টাচার্য , ইউটিইউসি'র সাধারণ সম্পাদক কমরেড অশোক ঘোষ, এআইটিইউসি'র রাজ্য কমিটির সদস্য কমরেড সুবীর মুখার্জি, এআইসিসিটিইউ'র রাজ্য সভাপতি কমরেড অতনু চক্রবর্তী, টিইউসিসি'র রাজ্য কমিটির সদস্য কমরেড দেবব্রত রায়।
আন্তর্জাতিক সংগীতের মধ্য দিয়ে সভার কাজ শেষ হয়।
#AIUTUC #CITU #AICCTU #UTUC #AITUC #TUCC #marxism
আন্দোলনের চাপে অবশেষে নারী ও শিশু কল্যাণমন্ত্রী দেখা করতে বাধ্য হলেন
আপনারা সকলেই জানেন কেবলমাত্র আমাদের রাজ্য নয় সারাদেশব্যাপী শ্রমজীবী মহিলাদের মধ্যে সংগ্রামী শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি পরিচালিত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপারস ইউনিয়ন আন্দোলনের মুখ বলে। সকলের কাছে সুপরিচিত।এই সংগঠনের পক্ষ থেকে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাস এবং ট্রেনে হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিভাগীয় মন্ত্রীর উদ্দেশ্যে মিছিল করে রওনা হয়। মন্ত্রী দেখা করবেন কিনা অনিশ্চয়তার সংবাদ পেলে কর্মীদের প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং রানী রাসমণি এভিনিউ তে ঢোকার আগে কলকাতার প্রাণকেন্দ্রে চারটি গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থল অবরুদ্ধ হয়ে যায়। বিশাল পুলিশ বাহিনী বারবার অবরোধ তুলবা
রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান
৪ টি শ্রম কোড বাতিল, বেসরকারিকরণ বন্ধ, ন্যূনতম বেতন মাসিক ২৮ হাজার টাকা , পেনশন , অসংগঠিত শ্রমিকদের বোনাস সহ সামাজিক সুরক্ষা এবং স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতির দাবিতে ১৫- ২১ ডিসেম্বর AIUTUC র ডাকে দাবী সারা ভারত সপ্তাহ প্রতিবাদ সপ্তাহের শেষ দিনে ২১ ডিসেম্বর কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়।
ধর্মতলায় কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোডের প্রতিলিপিতে রাজ্য সম্পাদক অশোক দাস অগ্নিসংযোগ এর মধ্যে দিয়ে প্রতিবাদ করেন । কমরেড শান্তি ঘোষর নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধিদল রাজ্যপালের কাছে ও কমরেড দিলীপ ভট্টাচার্যের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি শ্রমমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করতে যান।
মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহসভাপতি কমরেড জগন্নাথ রায়মন্ডল , সম্পাদকমন্ডলীর সদস্য কম
এ আই ইউ টি ইউ সি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার ইউনিয়ন, স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ও সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে দিল্লি অভিযান করল। দিল্লির যন্তর মন্তরে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখছেন এ আই ইউ টি ইউ সির সর্বভারতীয় সহ-সভাপতিমন্ডলীর সদস্য কমরেড সত্যবান।
শ্রম কোড বাতিল, বেসরকারিকরণ বন্ধ, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, ১০০ দিনের কাজ চালু ও বকেয়া মজুরি প্রদান, বিদ্যুৎ আইন সংশোধনী বিল ও স্মার্ট মিটার বাতিলের দাবিতে এআইইউটিইউসি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষান মোর্চার ডাকে শিলিগুড়ির এয়ার ভিউ মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি পোস্ট অফিস পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল হয়।
#AIUTUC
এ আই ইউ টি ইউ সি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ এবং সংযুক্ত কিষান মোর্চার ডাকে ২৬,২৭,২৮ তিন দিনের অবস্থান বিক্ষোভ।
অবস্থান মঞ্চে বক্তব্য রাখছেন এ আই ইউ টি ইউ সির সর্বভারতীয় সম্পাদক মন্ডলী সদস্য কমরেড দিলীপ ভট্টাচার্য।
#রাজভবন_অভিযান #AIUTUC
AIUTUC কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আজ মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন ট্রেডের শ্রমিকদের নিয়ে আজ কোচবিহার শহরে মিছিল সংগঠিত হয়। এই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মুর্তির সামনে পথসভা করেন। এই পথসভায় বক্তব্য রাখেন AIUTUC র কোচবিহার জেলা সভাপতি কমরেড নৃপেন কার্যী, জেলা সম্পাদক কমরেড বিপুল ঘোষ, কমরেড নেপাল মিত্র, কমরেড রীণা ঘোষ প্রমুখ। বক্তারা বিশ্বের প্রথম শ্রমিক শ্রেণির রাষ্ট্র গঠনে কমরেড লেনিনের ভূমিকা এবং এবছর আগামী ২১ জানুয়ারি তার মৃত্যু শতবর্ষ কেন শ্রমিক শ্রেণির কাছে গুরুত্বপূর্ণ তা বিস্তারিতভাবে তুলে ধরেন।
আশা কর্মী ও তাদের সন্তান সন্তনীদের নিয়ে গ্রামীন হাওড়া জেলার উদ্যোগে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয় উলুবেড়িয়ায়।
#AIUTUC #পশ্চিমবঙ্গ_আশা_কর্মী_ইউনিয়ন
#ASHA
#New_Delhi
#AIUTUC
দীর্ঘ ৭১ দিন ধরে চলা দিল্লি আশা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ধরনা মঞ্চে আজ এসেছেন দিল্লি রাজ্য স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। বেশ কিছু দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন। ধারাবাহিক এই আন্দোলনের ফলে আজ স্বয়ং মন্ত্রী ধরনা মঞ্চে উপস্থিত হতে বাধ্য হল। সরকারি প্রক্রিয়া মেনে অতিসত্বর কিছু দাবি পূরণ করবেন সেটা জানিয়েছেন। ন্যায় সংগত দাবি সঠিক নেতৃত্বই পারে এরকম সংগঠিত আন্দোলন পরিচালনা করতে এবং দাবি আদায় করতে।
#পশ্চিমবঙ্গ_আশা_কর্মী_ইউনিয়ন
ব্যাঙ্কে কর্মী ছাঁটাই, ব্যাঙ্ক শিল্পের বর্তমান অবস্থা এবং ইউনিয়নগুলির ভূমিকা
আলোচক - জগন্নাথ রায়মন্ডল, নারায়ণ চন্দ্র পোদ্দার এবং গৌরীশঙ্কর দাস