সংগ্রামী শ্রমিক - Sangrami Shramik

  • Home
  • সংগ্রামী শ্রমিক - Sangrami Shramik

সংগ্রামী শ্রমিক - Sangrami Shramik Official Page of the Bengali Organ of AIUTUC 'সংগ্রামী শ্রমিক'
(2)

আজ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি স...
24/03/2024

আজ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি সহ সভাপতি কমরেড নন্দ পাত্র ও পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন।
নির্বাচনকে আমরা কি দৃষ্টিভঙ্গিতে দেখি সে বিষয়ে আলোচনা করেন কমরেড নন্দ পাত্র। প্রায় ৫০০ আশা কর্মী উপস্থিত ছিলেন।
#কাকদ্বীপ

 #সংগ্রহকরুন  #সংগ্রামীশ্রমিক
22/03/2024

#সংগ্রহকরুন
#সংগ্রামীশ্রমিক

মোটর ভ্যান চালকদের বেআইনিভাবে গাড়ি আটকে রাখা ও হয়রানির প্রতিবাদে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা মোটর ভ্যান চালক ...
15/03/2024

মোটর ভ্যান চালকদের বেআইনিভাবে গাড়ি আটকে রাখা ও হয়রানির প্রতিবাদে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে কৃষ্ণনগর পরিবহন দপ্তরে সহস্রাধিক মোটর ভ্যান চালকের উপস্থিতিতে ঘেরাও, বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষোভে বক্তব্য রাখেন সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা, বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি 'র রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ইসমার আরা খাতুন।
আন্দোলনের চাপে দাবি আদায় হল, প্রশাসন পিছু হটলো।
কৃষ্ণনগর পরিবহন দপ্তর।

আজ AIUTUC'র কেন্দ্রীয় অফিসের সামনে সাম্যবাদী আন্দোলনের মহান নেতা কার্ল কার্ল মাৰ্ক্সের স্মরণ দিবস পালিত হয়।উপস্থিত ছিলেন...
14/03/2024

আজ AIUTUC'র কেন্দ্রীয় অফিসের সামনে সাম্যবাদী আন্দোলনের মহান নেতা কার্ল কার্ল মাৰ্ক্সের স্মরণ দিবস পালিত হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় অফিস সম্পাদক কমরেড দীপক দেব, উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস, রাজ্য সহ-সভাপতি কমরেড শান্তি ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।

07/03/2024

দীর্ঘ লড়াই, গত ১ মার্চ থেকে লাগাতার‌ কর্মবিরতির পর আশাকর্মীদের দাবী মানল রাজ্য সরকার। আমাদের পেজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সেই কথাই তুলে ধরলেন AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন।

মহাশয়,আজ আশা ও অঙ্গনওয়াড়ী কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা সম্পর্কে AIUTUCর রাজ্য সম্পাদক অশোক দাস এক বিবৃতিতে বলেন, আমাদে...
06/03/2024

মহাশয়,
আজ আশা ও অঙ্গনওয়াড়ী কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা সম্পর্কে AIUTUCর রাজ্য সম্পাদক অশোক দাস এক বিবৃতিতে বলেন, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থায় রুরাল ও আরবান আশা কর্মীরা মূল স্তম্ভের মতন কাজ করেন। কিন্তু তাঁদের সরকারি কর্মীর স্বীকৃতি না দিয়ে স্বেচ্ছা কর্মী হিসেবে কাজ করানো হচ্ছে। এঁদের কাজের সময় ২৪ ঘন্টা। যা সম্পূর্ণ অমানবিক শুধু নয়, তা দেশের শ্রম আইন বিরোধী।
অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারাও খুবই অল্প বেতনে কাজ করেন আমাদের দেশের মা ও শিশুদের পুষ্টি ও শিশুদের শিক্ষার অঙ্গনে প্রবেশের ক্ষেত্রে।
মিড ডে মিল কর্মীদের অবস্থা আরও খারাপ। মাসে এই রাজ্যে বেতন ছিল মাত্র ১৫০০ টাকা ছিল।
AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়ন, ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন এবং সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন। এই আন্দোলনকে পশ্চিমবঙ্গের সমস্ত শ্রমজীবী মানুষ সহ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমর্থন করেছেন। এই আন্দোলন করতে গিয়ে আশা কর্মীদের কলকাতায় পুলিশ অত্যাচার করেছে এবং ৩০ জনকে গ্রেপ্তার করে এক দিন হাজতবাস করতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আশা কর্মীরা ১ মার্চ থেকে লাগাতার কর্মবিরতি পালনের ডাক দিতে বাধ্য হয়েছিলেন।
আমাদের সংগঠনের পক্ষ থেকে ১ মার্চ সল্টলেক স্বাস্থ্য ভবনে মিশন ডাইরেক্টরের নিকট ডেপুটেশন দিয়ে দাবি জানান হয়, অবিলম্বে আশা কর্মীদের সাথে আলোচনা করা হোক এবং তাঁদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেওয়া হোক।
শেষ পর্যন্ত ৫ মার্চ মিশন ডাইরেক্টর আশা কর্মীদের সাথে আলোচনা করে কিছু দাবি মেনে নেন । তার ফলে কর্মবিরতি প্রত্যাহার করে আশা কর্মী ইউনিয়ন। আমরা মনে করি এই আলোচনা আগে করা হলে কর্মবিরতির কোন প্রয়োজন হতো না।
এই ধারাবাহিক আন্দোলনের চাপে শেষ পর্যন্ত আজ সকালে মাননীয় মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন।
আমরা মনে করি প্রয়োজনের তুলনায় এই বেতন বৃদ্ধি খুবই সামান্য। আমরা দাবি করছি অবিলম্বে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ী কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন আরও বৃদ্ধি করতে হবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী স্মার্ট ফোন দেওয়ার ব্যবস্থা করতে হবে। মিড ডে মিল কর্মীদের শিক্ষা কর্মীর স্বীকৃতি ও বেতন কমপক্ষে অঙ্গনওয়াড়ী সহায়িকাদের সমান করতে হবে।

বিশ্ব সাম‍্যবাদী আন্দোলনের মহান নেতা, প্রথম শ্রমিক শ্রেণীর রাষ্ট্র সোভিয়েত সমাজতন্ত্রের প্রতিষ্ঠিতার অন‍্যতম কারিগর কমরে...
05/03/2024

বিশ্ব সাম‍্যবাদী আন্দোলনের মহান নেতা, প্রথম শ্রমিক শ্রেণীর রাষ্ট্র সোভিয়েত সমাজতন্ত্রের প্রতিষ্ঠিতার অন‍্যতম কারিগর কমরেড জোসেভ স্ট‍্যালিনের ৭১ তম প্রয়ান বার্ষিকীতে পশ্চিমবঙ্গ রাজ‍্য কমিটির শ্রদ্ধার্ঘ‍্য।

৩ ফেব্রুয়ারি সম্মেলনের মধ্য দিয়ে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের কোলাঘাট ব্লক কমিটি গঠিত হয়।সম্মেলন থেকে সভাপতি...
03/03/2024

৩ ফেব্রুয়ারি সম্মেলনের মধ্য দিয়ে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের কোলাঘাট ব্লক কমিটি গঠিত হয়।
সম্মেলন থেকে সভাপতি হিসেবে নির্বাচিত হন অঞ্জলী মান্না, সম্পাদক হিসেবে নির্বাচিত হন সোনালী দাস ও কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন অনিমা হান্ডা সহ ৩৫ জনকে নিয়ে ব্লক কমিটি গঠিত হয়েছে।


AIUTUC- র উত্তর দিনাজপুর জেলা সম্মেলনে বক্তব‍্য রাখছেন সংগঠনের রাজ‍্য সম্পাদক কমরেড অশোক দাস।   Dinajpur
03/03/2024

AIUTUC- র উত্তর দিনাজপুর জেলা সম্মেলনে বক্তব‍্য রাখছেন সংগঠনের রাজ‍্য সম্পাদক কমরেড অশোক দাস।

Dinajpur

03/03/2024

এ আই ইউ টি ইউ সি'র উত্তর দিনাজপুর জেলা সম্মেলন।

29/02/2024

আগামীকাল বাইক ট্যাক্সি চালকদের কমার্শিয়াল পারমিট প্রদানের অনুষ্ঠানের সকলের শামিল হওয়ার জন্য ইউনিয়ন সভাপতি শান্তি ঘোষের আহ্বান।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীন সমস্ত ব্লকের বিপি এইচ সি র অন্তর্গত সমস্ত সাব সেন্টার গুলিতে সি এইচ জি, টি ডি, লিংকম্যান, এ...
28/02/2024

রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীন সমস্ত ব্লকের বিপি এইচ সি র অন্তর্গত সমস্ত সাব সেন্টার গুলিতে সি এইচ জি, টি ডি, লিংকম্যান, এ ভি ডি,(ভ্যাকসিন ক্যারিয়ার) রা দীর্ঘদিন যাবত কাজ করছেন। এদের মধ্যে
সি এইচ জি কর্মীরা সত্তরের দশকে এদের সামান্য ৫০ টাকা মাসিক ভাতার বিনিময়ে গ্রামে নিয়োগ করা হয়। এরপর গ্রামীণ এলাকার মেয়েদের নিরাপদ প্রসবের জন্য গ্রামের কিছু মহিলাদের ট্রেনিং দিয়ে ট্রেন্ড দাই হিসাবে নিয়োগ করা হয়
এখন এদের ভাতা মাসে ৫৫০ টাকা দেওয়া হয়। এরপর লিংকম্যান নিয়োগ করা হয় এখনো তাদের ভাতা মাসে মাত্র ১০০ টাকা দেওয়া হয়। এ ভি ডি দের দৈনিক ৯০ টাকা মজুরি দেওয়া হয় এরা মাসে ৩৬০ টাকা বেতন পায়। তাই সি এইচ জি, টিডি লিঙ্কমেন দের মাসে ১২০০০ টাকা বেতন প্রদান এবং প্রতিমাসের পারিশ্রমিক প্রতি মাসেই প্রদান, এভিডি দের দৈনিক ৫০০ টাকা মজুরি প্রদান সহ বেশ কয়েক দফা দাবিতে মেখলিগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক কে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । আগাম অনুমতি নেওয়া সত্বেও ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপস্থিত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য কর্মীরা।
এবং তাদের দাবি না মানলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে তারা হুশিয়ারি দেন। এদিনের কর্মসূচিতে নেতৃত্বদেন এ আই ইউ টি ইউ সি কোচবিহার জেলা সম্পাদক বিপুল ঘোষ, কবিতা রায়, আতাউল রহমান, দয়াল রায় প্রমূখ।

আশা কর্মীদের জন্য মাসিক ভাতা বৃদ্ধি, মোবাইল প্রদান, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ ও সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া...
27/02/2024

আশা কর্মীদের জন্য মাসিক ভাতা বৃদ্ধি, মোবাইল প্রদান, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ ও সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করা ও অতিরিক্ত কাজের অতিরিক্ত পারিশ্রমিকের দাবিতে ১লা মার্চ ২০২৪ থেকে কর্মবিরতি পালন করার আবেদন করে বিভিন্ন ব্লক ও জেলায় জেলায় স্ট্রাইক নোটিশ দেওয়া চলছে।
#পশ্চিমবঙ্গ_আশা_কর্মী_ইউনিয়ন #কর্মবিরতি

ব্যাঙ্কের বেসরকারিকারণ ও কর্মীদের ছাঁটায়ের বিরুদ্ধে, স্থায়ী পদে নিয়োগ, পেনশন প্রদান, গ্রাহকদের যথাযথ পরিষেবা দেওয়া স...
26/02/2024

ব্যাঙ্কের বেসরকারিকারণ ও কর্মীদের ছাঁটায়ের বিরুদ্ধে, স্থায়ী পদে নিয়োগ, পেনশন প্রদান, গ্রাহকদের যথাযথ পরিষেবা দেওয়া সহ বিভিন্ন দাবিতে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের ২৪-২৫ ফেব্রুয়ারি ২য় সর্বভারতীয় সম্মেলনের প্রতিনিধি অধিবেশন অনুষ্ঠিত কলকাতার মৌলালি যুব কেন্দ্রে। প্রতিনিধি অধিবেশনে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি 'র সর্বভারতীয় সহ সভাপতি কমরেড স্বপন ঘোষ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শংকর দাশগুপ্ত সহ কেন্দ্রীয় নেতৃত্ব।

সম্মেলন থেকে কমরেড পূর্ণচন্দ্র বেহেরাকে সভাপতি, কমরেড শ্রী জগন্নাথ রায়মণ্ডলকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং কমরেড রতন কর্মকারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৫২ জনের সর্বভারতীয় কার্যকরী কমিটি গঠিত হয়।

ব্যাঙ্কের বেসরকারিকারণ ও কর্মীদের ছাঁটায়ের বিরুদ্ধে, স্থায়ী পদে নিয়োগ, পেনশন প্রদান, গ্রাহকদের যথাযথ পরিষেবা দেওয়া স...
24/02/2024

ব্যাঙ্কের বেসরকারিকারণ ও কর্মীদের ছাঁটায়ের বিরুদ্ধে, স্থায়ী পদে নিয়োগ, পেনশন প্রদান, গ্রাহকদের যথাযথ পরিষেবা দেওয়া সহ বিভিন্ন দাবিতে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের ২৪-২৫ ফেব্রুয়ারি ২য় সর্বভারতীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত কলকাতার মৌলালি যুব কেন্দ্রে।
শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে সমাবেশের কাজ শুরু হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি 'র সর্বভারতীয় সহ সভাপতি কমরেড স্বপন ঘোষ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শংকর দাশগুপ্ত, বক্তব্য রাখেন এআইবিইইউএফ ' সহ সভাপতি কমরেড পূর্ণ চন্দ্র বেহেরা, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কমরেড জগনাথ রায় মন্ডল, সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড বিজয় পাল সিং।

ব্যাঙ্কের বেসরকারিকারণ ও কর্মীদের ছাঁটায়ের বিরুদ্ধে, স্থায়ী পদে নিয়োগ, পেনশন প্রদান, গ্রাহকদের যথাযথ পরিষেবা দেওয়া স...
24/02/2024

ব্যাঙ্কের বেসরকারিকারণ ও কর্মীদের ছাঁটায়ের বিরুদ্ধে, স্থায়ী পদে নিয়োগ, পেনশন প্রদান, গ্রাহকদের যথাযথ পরিষেবা দেওয়া সহ বিভিন্ন দাবিতে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের ২৪-২৫ ফেব্রুয়ারি ২য় সর্বভারতীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত কলকাতার মৌলালি যুব কেন্দ্রে।
শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে সমাবেশের কাজ শুরু হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি 'র সর্বভারতীয় সহ সভাপতি কমরেড স্বপন ঘোষ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শংকর দাশগুপ্ত, বক্তব্য রাখেন এআইবিইইউএফ ' সহ সভাপতি কমরেড পূর্ণ চন্দ্র বেহেরা, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কমরেড জগনাথ রায় মন্ডল, সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড বিজয় পাল সিং।

২য় সর্বভারতীয় ব্যাংক সম্মেলন সফল করুন। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম
23/02/2024

২য় সর্বভারতীয় ব্যাংক সম্মেলন সফল করুন।

অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম

বিজেপি সরকার কর্তৃক কৃষক আন্দোলনের উপর লাঠি- গুলি-টিয়ার গ্যাস চালানো এবং কৃষক হত্যার প্রতিবাদে  ২৩ ফেব্রুয়ারি ২০২৪ সার...
22/02/2024

বিজেপি সরকার কর্তৃক কৃষক আন্দোলনের উপর লাঠি- গুলি-টিয়ার গ্যাস চালানো এবং কৃষক হত্যার প্রতিবাদে

২৩ ফেব্রুয়ারি ২০২৪
সারা ভারত কালা দিবস
পালন করুন

সন্দেশখালিতে সাধারণ মানুষের উপর শাসক দল ও প্রশাসনের যৌথ সন্ত্রাস বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত কর...
21/02/2024

সন্দেশখালিতে সাধারণ মানুষের উপর শাসক দল ও প্রশাসনের যৌথ সন্ত্রাস বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, অবিলম্বে মহিলা ও নাবালিকার উপর যৌন নির্যাতনে অভিযুক্ত শাসক দলের নেতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি সহ অন্যান্য শ্রমিক সংগঠনের আহবানে প্রতিবাদ মিছিল।

শিলিগুড়ি মহকুমা পরিষদের কনফারেন্স হলে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র পঞ্চম দার্জিলিং জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। আ...
20/02/2024

শিলিগুড়ি মহকুমা পরিষদের কনফারেন্স হলে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র পঞ্চম দার্জিলিং জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। আশা, পৌর স্বাস্থ্য কর্মী, আইসিডিএস, মিড ডে মিল, পরিচারিকা, পরিবহন, চা, ব্যাংক, বিড়ি, পেপার মিল সহ মোট ২২টি সেক্টরের শ্রমিক/কর্মচারীরা এই সম্মেলনে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মচারীর মর্যাদা, টোটো ও মোটরভ্যান চালকদের পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি, পরিচারিকাদের সংগঠন করার আইনি অধিকার এবং লেবার কোড ও নয়া পেনশন স্কিম বাতিলের দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। কমরেড দেবাশীষ শর্মাকে সভাপতি এবং কমরেড জয় লোধ কে সম্পাদক করে ২৪ জনের জেলা কমিটি সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড অশোক দাস। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক স্বার্থবিরোধী আইন ও পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক - কৃষক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও চা শ্রমিক আন্দোলনের নেতা কমরেড অভিজিৎ রায় এবং রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ও স্কিম ওয়ার্কার্সদের নেত্রী কমরেড ইসমত আরা খাতুন।

   ই-রিক্সা বা টোটো চলাচলে বিধিনিষেধের প্রতিবাদে, প্রশাসনিক হয়রানি বন্ধ, চালকদের অবিলম্বে পরিবহন শ্রমিকের স্বীকৃতির দাবি...
17/02/2024




ই-রিক্সা বা টোটো চলাচলে বিধিনিষেধের প্রতিবাদে, প্রশাসনিক হয়রানি বন্ধ, চালকদের অবিলম্বে পরিবহন শ্রমিকের স্বীকৃতির দাবি সহ অন‍্যান‍্য দাবিতে নদীয়া জেলার কালীগঞ্জ ব্লকে বিক্ষোভ ডেপুটেশনে সামিল হলেন দুই শতাধিক চালক। এদিন দেবগ্রাম ডাকবাংলা মাঠ থেকে চালকরা সুসজ্জিত মিছিল সহকারে কালীগঞ্জ থানায় কামাল উদ্দিন শেখ, হিদাইশেখ,
কলিমুদ্দিন শেখের নেতৃত্বে এক প্রতিনিধি দল ডেপুটেশনে যান এবং প্রশাসনিক হয়রানী বন্ধের দাবি জানান। বিক্ষোভ সভায় বক্তব‍্য রাখেন AIUTUC র জেলা সংগঠক বসির আহমেদ ও সংগঠনের রাজ‍্য সম্পাদক শ‍্যামল রাম।

কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে বাইকের কমার্শিয়াল লাইসেন্স প্রদানের সুবিধের জন্য রাজ্যের বিভি...
17/02/2024

কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে বাইকের কমার্শিয়াল লাইসেন্স প্রদানের সুবিধের জন্য রাজ্যের বিভিন্ন দপ্তরে সংগঠনের পক্ষ থেকে ক্যাম্প অনুষ্ঠিত হয়।

  বিড়ি শ্রমিকদের অবিলম্বে সরকার নির্দ্ধারিত মজুরী প্রদান, বিড়ি শ্রমিকদের সন্তান-সন্তনীদের পুনরায় স্কলারশীপ চালু করা, সহ ...
17/02/2024



বিড়ি শ্রমিকদের অবিলম্বে সরকার নির্দ্ধারিত মজুরী প্রদান, বিড়ি শ্রমিকদের সন্তান-সন্তনীদের পুনরায় স্কলারশীপ চালু করা, সহ অন‍্যান‍্য দাবীতে আন্দোলনকে শক্তিশালী করতে AIUTUC অনুমোদিত করনদিঘী বিড়ি ওয়ার্কার্স ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয় ১৭ ফেব্রুয়ারি গোপালপুরে। দুই শতাধিক মহিলা বিড়ি শ্রমিক এই সভায় অংশগ্রহন করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিড়ি ওয়াকার্স এন্ড এমপ্লয়িজ ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ‍্য কমিটির সম্পাদক আনিসুল আম্বিয়া, রাজ‍্য অফিস সম্পাদক সনাতন দাস।
সম্মেলন থেকে শান্তি লাল সিংহকে সভাপতি, জাহিরুদ্দিনকে সম্পাদক ও নুরমহম্মদকে কোষাধক্ষ্য হিসাবে নির্বাচিত হন। ৩৫ জনের নিয়ে করনদীঘি বিড়ি ওয়ার্কার্স ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়।

कर्नाटक में " आशा " के दो दिवसीय ( दिन/ रात) आंदोलन की धमक , स्वास्थ्य मंत्री पहले दिन ही मंच पर हाजिर।
14/02/2024

कर्नाटक में " आशा " के दो दिवसीय ( दिन/ रात) आंदोलन की धमक , स्वास्थ्य मंत्री पहले दिन ही मंच पर हाजिर।

শ্রমিক সংগঠন AIUTUCর রাজ্য সম্পাদক অশোক দাস এক বিবৃতিতে বলেন, "আজ এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, ওয়...
12/02/2024

শ্রমিক সংগঠন AIUTUCর রাজ্য সম্পাদক অশোক দাস এক বিবৃতিতে বলেন, "আজ এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়ন যৌথভাবে এবছরের কেন্দ্র ও রাজ্য বাজেটে এক পয়সাও বেতন বৃদ্ধি না করা, পূর্ব প্রতিশ্রুতি মত মোবাইল ফোন না দেওয়া সহ বিভিন্ন দাবিতে এসপ্লানেড এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছিল। বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের প্রতিনিধিদল মাননীয়া মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্যের সাথে আলোচনা শেষে বিক্ষোভ স্থলে এসে আলোচিত বিষয় জানানোর পর কর্মসূচি শেষ করার সময় পুলিশ আচমকা আন্দোলনের নেত্রী ইসমত আরা খাতুন, রুণা চক্রবর্তী, কেকা পাল, পৌলমী করঞ্জাই, রীতা মাইতি সহ ৩০ জনকে গ্রেফতার করে এবং অনেককে লাঠিচার্জ করে আহত করে ও শারীরিক নির্যাতন করে।
আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং দাবি করছি বিনাশর্তে আন্দোলনকারীদের মুক্তি দিতে হবে। সাথে সাথে আমরা দাবি করছি কেন্দ্র ও রাজ্য সরকারকে অবিলম্বে আশা ও অঙ্গনওয়াড়ী কর্মীদের বেতন বৃদ্ধি, মোবাইল প্রদান সহ অন্যান্য যুক্তি ও ন্যায় সঙ্গত দাবি পূরণের ব্যবস্থা করতে হবে।"
এই ঘটনার প্রতিবাদে আগামীকাল সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করার আহবান জানান তিনি।।

12/02/2024

শান্তিপূর্ণ অবরোধ তুলতে পুলিশ ঝাপিয়ে পরে ও বহু আশা , অঙ্গন ওয়াড়ি , পৌর স্বাস্থ‍্য কর্মীকে টেনে হিচঁরে পুলিশভ‍্যানে তোলা হয়।

12/02/2024

Address


Telephone

+918777257731

Website

Alerts

Be the first to know and let us send you an email when সংগ্রামী শ্রমিক - Sangrami Shramik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংগ্রামী শ্রমিক - Sangrami Shramik:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share