দেশবন্ধু সংঘের পূজা উদ্বোধনে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা।।
আবারো পথ দুর্ঘটনায় প্রাণ হারালে এক ব্যক্তি,
ঘটনা উদয়পুর মহাকুমারাধীন বাঘমা এলাকায়।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন কে কেন্দ্র করে
উদয়পুর ইয়ুথ ক্লাবের সাংবাদিক সম্মেলন।।
দুর্গাপূজার চাঁদার জুলুমের জেরে আর.কে.পুর মহিলা থানার দ্বারস্থ জনজাতি পরিবার।
উদয়পুর নেতাজি বিদ্যানিকেতনের অ্যালোমনি এসোসিয়েশনের সাংবাদিক সম্মেলন।
আসন্ন শারদীয় দুর্গোৎসব কে কেন্দ্র করে উদয়পুর জুয়েল ক্লাবের সদস্যদের সাক্ষাৎকার।
আসন্ন দূর্গাপূজা নিয়ে হতাশাগ্রস্ত ঢাকিরা।
বাইক দুর্ঘটনায় আহত দুই ঘটনাও উদয়পুর মহকুমাধীন বারভাইয়া এলাকায়।
জামজুরী সামাজিক উন্নয়ন মঞ্চের উদ্যোগে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। বুধবার উদয়পুর মহাকুমার রাজধরনগর এস. বি. স্কুলে আয়োজিত হয় এই স্বাস্থ্য শিবির।।
বেঙ্গালুরের বিভিন্ন কলেজে ভর্তির নাম দিয়ে উদয়পুরের এক যুবক সোনামুড়া বক্সনগর এবং ধনপুর এলাকার বিভিন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নেই বলে অভিযোগ ছাত্র-ছাত্রীদের মাতা পিতা। রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করতে এলেন তারা।
হতাশায় ক্ষুব্ধ কৃষক সমাজ।
দপ্তরের গাফিলতীর ফল ভুগছে কৃষকরা।।
T.F.A পরিচালিত রাখাল শিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতার ২০২৩-২৪ মরশুমের খেতাব দখল করলো এগিয়ে চলো সংঘ। আসরের ফাইনাল ম্যাচে রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল টানা দ্বিতীয় বার চ্যাষ্পিয়ন এগিয়ে চলো সংঘ ও দীর্ঘ ৩১ বছর পর ফাইনালে উঠা রামকৃষ্ণ ক্লাব। ম্যাচে ১-০ গোলে রামকৃষ্ণ ক্লাব কে পরাজিত করে খেতাব দখলের হ্যাট্রিক করে নেয় এগিয়ে চলো সংঘ। ম্যাচে এগিয়ে চলো সংঘের হয়ে জয় সূচক গোলটি করে নিমা লেপচা। ম্যাচ শেষে চ্যাষ্পিয়ন দলের হাতে ৪০ হাজার টাকা সহ ট্রফি ও রানার্স দলের হাতে ৩০ হাজার টাকা সহ ট্রফি তুলেদেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় এগিয়ে চলো সংঘের গোলরক্ষক বুদ্বু দেববর্মা। এদিনের ম্যাচকে কেন্দ্র করে মাঠে দর্শক দের উপস্থিতি ছিলো চোখে পরার মতো।
আগামী কয়েকদিনের মধ্যেই ত্রিপুরা রাজ্যে আসছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী,, এমনটাই জানালে সুদীপ রায় বর্মন।
দীর্ঘ ৩ ঘন্টা মিটিং শেষে বের হয়ে আসলো টম টম চালকদের সমস্যার সমাধান।।
ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিতিকরণ কর্মচারী বৃন্দের ডেপুটেশন, স্বাস্থ্য দপ্তরে তাদের নয় দফা দাবি নিয়ে এই রেপুটেশন।
প্রথা মেনে দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হলো মা মনসা দেবীর পূজা। রাজন্য আমল থেকেই মা মনসার পুজো অনুষ্ঠিত হয়ে আসছে।।
৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজর্ষি কলা ক্ষেত্রে আয়োজিত অমৃত তাজা দিকে অমৃত মহোৎসব অনুষ্ঠান,,,,
নিষিদ্ধ এককালীন ব্যবহৃত প্লাস্টিকের উপর রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালালো প্রশাসন।।
STFI এর ২৪ তম প্রতিষ্ঠা দিবসে NEP ও NPS বাতিলের প্রতিবাদে শহরের বিক্ষোভ মিছিল করলো ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি ও ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি।।