11/11/2023
খুবই নগন্য মানুষ আমি।যদি আমার চিন্তার সাথে আপনাদের আধুনিক চিন্তার মিল না হয় দয়া করে পোস্ট টি না দেখে চলে যাবেন। এই নিয়ে কিছু বোঝাতে এসে কমেন্ট বক্স ভর্তি করে আপনার আমার কারুর সময় ই নষ্ট করবেন না। তর্ক বোঝা্র বা নিজের বক্তব্য আরো স্পষ্ট করে বোঝানোর কোন ইচ্ছে আমার নেই। অনেক প্রসঙ্গ এসে গেছে একটি থেকে। জানিনা মনের কথাটা বোঝাতে পারব কিনা। যারা বুঝবেন/ বুঝবে ভালো, যারা বুঝবেন না/ বুঝবে না আরও ভালো, তাদের তো কোন অসুবিধাই নেই।আজকের এই পোস্ট টি আমার তীব্র বিরক্তির ফলাফল মাত্র।
এই আধুনিক যুগে আবেগ না থাকাটাই ভালো। ওনার গান যখন অন্য শিল্পী নতুন ভাবে করার নামে তছ্নছ্ করেছে তখনও যেমন মেনে নিতে পারিনি, মনে হয়েছিল নিজেদের কি কোনো যোগ্যতা নেই নতুন কিছু সৃষ্টি করার, তেমনি আজ আরও বেশি দুঃখ হল #কারার ওই লৌহ কপাট শুনে। ওনার ভান্ডার ও কি শেষ তাহলে। গানের ইতিহাস জানার দরকার নেই? অন্য কারুর সৃষ্টি নিয়ে যা খুশি করা যায়? পাগলা হাওয়ার একটু সৌভাগ্য ছিল যে সুরটা অন্তত এক ছিল। ওঃ আর একটা আবেগ ভাঙার নাম তো ভুলেই গেছিলাম - লাল পাহাড়ের দেশে যা,বড় লোকের বেটি লো। আরও আছে।আবেগ গুলি আমার। আর কারও কিনা জানিনা।
উপরের অংশটি পড়ে যে সব অতি আধুনিক মানুষজন আমাকে বলতে আসবেন যে আমি নতুন কে গ্রহণ করতে পারিনা, তাদের জন্য বলি - এই ধরনের অন্যের সৃষ্টি তছ্নছ্ করা নতুন কোন দিন আমার কাছে গ্রহণযোগ্য ছিলনা। হবেও না। এই ধরনের কাজ গ্রহণযোগ্য কারুর কাছেই হওয়া উচিত নয়। কোন শিল্পী যখন কিছু সৃষ্টি করেন সেটা তার অন্তরের সবচেয়ে কাছের, অনেকটা বলা যায় সন্তানতুল্য। তাকে নিয়ে এমন করা যায়?
ওহহ্ দুঃখিত দুঃখিত। এটাকে আধুনিক ভাষায় কি যেন বলে - একটা এক্সপেরিমেন্ট, মিউজিকাল এক্সপেরিমেন্ট মাত্র। উফ্ আমি কি ব্যাকডেটেড, কি আবেগপ্রবণ।
যাই হোক আমি ব্যাকডেটেড, আবেগপ্রবণ তাই থাকতে চাই। তবে যাদের শুধু এই #কারার ওই লৌহ কপাট শুনে খারাপ লেগেছে ,টনক নড়েছে তাদের উদ্দেশ্যে বলি - এরকম আরো আসতে চলেছে। লাল পাহাড়ের দেশে যা, উলালা উলালা উলালা লে পাগলা হাওয়ার এর সময় থেকে যদি খারাপ লাগা জাগতো, তীব্র প্রতিবাদ জাগতো, তাহলে হয়ত এই দিন আসত না। লাল পাহাড়ের দেশের আসল সুর কতজন জানে ,মনে আছে কতজনের কে জানে। সবাই বলবেন হয়ত যে ওই গান গুলি আর #কারার ওই লৌহ কপাট
দুটি বিষয় এক নয়। দুটি আবেগ এক নয়। আমার কাছে এক। তছ্নছ্ টি এই ভাবেই আস্তে আস্তে প্রবেশ করেছে। অন্যের সৃষ্টি নিয়ে কাটা ছেড়া করা যায়, এই চিন্তা ভাবনা এই ভাবেই আসতে আসতে প্রবেশ করেছে। কিন্তু তখন সবাই ভীষণ খুশি মিয়ানো রবীন্দ্রসংগীত নতুন গতিতে হাজির। বড় লোকের বেটিলো এর মাঝে বাদশাহ এর জঘন্য সংযোজন,আহা্ কি দারুণ।
আগেও প্রয়োজনানুযায়ী অন্যের সৃষ্টি গান ব্যবহার হলেও তাতে সুর, আবেগ অপরিবর্তিত থাকত। অবশ্য থাকবে না কেন ,ভান্ডার যে পরিপূর্ণ ছিল। এমন একজন মানুষ যার অসাধারণ সব সৃষ্টি, সত্যি ওনার কাছে এটি আশা করিনি।।