26/11/2021
স্বামী ড. প্রজ্ঞাদাস কাঠিয়াবাবার ভক্তদের অনুরোধে, তাঁর তিরোধানের দিন কী হয়েছিল, তা নিয়ে ‘অমৃতলোকে অমৃতের পুত্র’ নামক বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, ইস্ট হরাইজন মিডিয়ার উদ্যোগে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারী, ধানবাদের কাছে গোবিন্দপুরে এক মর্মান্তিক গাড়ি দূর্ঘটনায় স্বামী ড. প্রজ্ঞাদাস কাঠিয়াবাবার পার্থিব শরীরের মৃত্যু হয়। স্বামী ড. প্রজ্ঞাদাস কাঠিয়াবাবা মহারাজের উক্ত যাত্রায় যারা তার সহযাত্রী ছিলেন, তাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি, নিজের মুখে তারা যদি সেই মর্মান্তিক ঘটনার কথা বলেন তাহলে, স্বামী ড. প্রজ্ঞাদাস কাঠিয়াবাবা মহারাজের শিষ্য-ভক্তদের বহু অভিযোগ এর নিষ্পত্তি ঘটবে। তারা জানতে পারবেন সত্যটা কী।
এই অনুষ্ঠানটি দেখার জন্য, চোখ রাখবেন VOICE 9 মিডিয়ায়। আগামি, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, স্বামী ড. প্রজ্ঞাদাস কাঠিয়াবাবা মহারাজের ৯ তম তিরোধান-বার্ষিকীতে VOICE 9 এর ইংরাজী, বাংলা নিউজ পোর্টাল, ইস্ট হরাইজন মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, VOICE 9 এর ইন্টারনেট টিভি চ্যানেল সহ আরোও বেশ কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান। লাইভ দেখা যাবে, VOICE 9 এর ফেসবুক পেজে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, বাবাজী মহারাজের বিশিষ্ট ভক্ত শিষ্যবৃন্দ সহ ভিন্ন ভিন্ন পেশার বেশ কিছু গুরুত্ত্বপূর্ণ ব্যাক্তিত্ব।