MOU Acting QUEEN

MOU Acting QUEEN acting and song and blogging
(1)

Sobai kemon acho ? Subha ratri ❤️
11/06/2024

Sobai kemon acho ? Subha ratri ❤️

কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। ❤️❤️
28/05/2024

কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। ❤️❤️

Family injoy ❤️❤️💋💋
26/05/2024

Family injoy ❤️❤️💋💋

Morning
26/05/2024

Morning

⚊”তোমার নাম অপরাজিতা, তাই বলে কি এত সুন্দর হতে হবে ❯ 🦋💙🪽
15/05/2024

⚊”তোমার নাম অপরাজিতা, তাই বলে কি এত সুন্দর হতে হবে ❯ 🦋💙🪽

- আয়না মানুষের রুপ দেখায় 🥀- আর ব্যাবহার মানুষের চরিত্র দেখায় 😊💞🥀
13/05/2024

- আয়না মানুষের রুপ দেখায় 🥀
- আর ব্যাবহার মানুষের চরিত্র দেখায় 😊💞🥀














❣️❣️❣️ খেয়াল করে দেখবেন এভাবে প্রায় দেখা যায় কাপলদের রাস্তায়, রেস্টুরেন্টে, পার্কে, কিন্ত স্বামী স্ত্রী খুব কম পাবেন। এট...
13/05/2024

❣️❣️❣️ খেয়াল করে দেখবেন এভাবে প্রায় দেখা যায় কাপলদের রাস্তায়, রেস্টুরেন্টে, পার্কে, কিন্ত স্বামী স্ত্রী খুব কম পাবেন। এটা অপ্রিয় হলেও সত্য।

প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।

প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক,কিন্তু বউয়ের জন্য কখনোও একটা লাল গোলাপের আবদারে তার আদিখ্যেতা লাগে।

প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়,মাসান্তে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভিষণ বড় অপরাধ।

প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক করে,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে।

প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!

প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে।

একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়,সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না ।

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

04/05/2024

# Bengali blogger mou samanta

চওড়া করে সিঁদুর পরায়,অনেকেই বলে তুমি  বড্ড সেকেলে!খারাপ লাগেনা তাতে।একজন বিবাহিত হিন্দু নারীকে, চওড়া সিঁদুর পরার জন্য যদ...
03/05/2024

চওড়া করে সিঁদুর পরায়,
অনেকেই বলে তুমি বড্ড সেকেলে!

খারাপ লাগেনা তাতে।
একজন বিবাহিত হিন্দু নারীকে,
চওড়া সিঁদুর পরার জন্য যদি সেকেলে হতে হয়, তো মেনে নিলাম, আমি তাই।

দাম অল্প হলেও, এটা ব্যবহারের সৌভাগ্য সবার থাকেনা। আমি অনেক সৌভাগ্যবতী যে আমি সিঁদুর পরতে পারি। সিঁদুর আমার অহংকার, আমার সাহস, আমার রক্ষাকবচ।

Dedicated 👉

Face : আমি নিজেই

তুমি যখন বড়ো হবে, তখন দেখবে, কিভাবে মায়ের বুকে মাথা রেখে, মাকে জড়িয়ে ঘুমাতে তুমি || 🤱আমার সোনায় মোড়ানো দিনগুলো
01/05/2024

তুমি যখন বড়ো হবে, তখন দেখবে, কিভাবে মায়ের বুকে মাথা রেখে, মাকে জড়িয়ে ঘুমাতে তুমি ||

🤱আমার সোনায় মোড়ানো দিনগুলো

সমাজ বরাবরই, ব্যর্থ মানুষকে নিয়ে মজা করে,  হাসাহাসি করে, ব্যর্থ মানুষটার দুর্বলতাতে আঘাত করে, আর সফল মানুষকে দেখে হিংসা...
01/05/2024

সমাজ বরাবরই, ব্যর্থ মানুষকে নিয়ে মজা করে, হাসাহাসি করে, ব্যর্থ মানুষটার দুর্বলতাতে আঘাত করে, আর সফল মানুষকে দেখে হিংসা করে, তাকে টেনে হিচড়ে নিচে নামাতে চায়, তাকে নিয়ে হাজার সমালোচনায় মেতে থাকে ||

বুঝে নিতে হবে, সমাজ কখনোই কোনও পরিস্থিতিতে, তোমার সঙ্গ দেবে না || তোমার আত্মবিশ্বাস ভেঙ্গে দেবে, কিন্তু গড়ে দেবে না ||

তাই সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, নিজের ইচ্ছে মতোন বাঁচতে হবে, কারণ জীবন ভীষণ সংক্ষিপ্ত ||

✍️ Good morning

নিজের ধর্মের সাথে প্রতিটা ধর্মকেই সন্মান জানাই || তবে আমি গর্বিত আমি হিন্দু, নিজের ধর্মকে ভালোবাসি অনেক || আর বরাবরই আমি...
22/04/2024

নিজের ধর্মের সাথে প্রতিটা ধর্মকেই সন্মান জানাই || তবে আমি গর্বিত আমি হিন্দু, নিজের ধর্মকে ভালোবাসি অনেক || আর বরাবরই আমি মানব ধর্মের প্রতি দুর্বল || আমরা যে যেমনই হই, হাত কাটলে রক্তটা সেই সবারই লাল || অল্প কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আসা, তাই ধর্মের ভেদাভেদ ভুলে, শ্রেয় নিজের মতো করে বাঁচা ||

জয় মা বর্গভীমা 🙏

প্রকৃত পুরুষ কখনোই রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে, তাকেই রানী করে রাখে.....সমাজ তাকে বউ পাগলা বললেও, অনায়াসে সে বলতে প...
19/04/2024

প্রকৃত পুরুষ কখনোই রাজকন্যা খোঁজে না,
যাকে ভালোবাসে, তাকেই রানী করে রাখে.....

সমাজ তাকে বউ পাগলা বললেও, অনায়াসে সে বলতে পারে, “হ্যাঁ, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি ❤️❤️❤️ কারণ আমার স্ত্রী, আমার মানসিক শান্তি ||”

এবার আমার কথা বলি, সাদামাটা এই মানুষটা আমার প্রকৃত পুরুষ || যে পাশে থাকলে আমি অসাধ্য কেও সাধন করতে পারি,

আমার বট বৃক্ষ তুমি, আমার সূর্য তুমি, আমার বিশ্বাস তুমি, আমার প্রেম তুমি, আমার রাজা তুমি, তুমি ছাড়া আমি নাই ||

বয়সের সাথে সাথে মানুষের পছন্দ গুলোও কেমন ভাবে বদলে যায় || একটা সময় Fitting Dress পরতে পছন্দ করা মেয়েটাই এখন ঢিলেঢালা পোশ...
17/04/2024

বয়সের সাথে সাথে মানুষের পছন্দ গুলোও কেমন ভাবে বদলে যায় || একটা সময় Fitting Dress পরতে পছন্দ করা মেয়েটাই এখন ঢিলেঢালা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করে || কি অদ্ভুত ভাবে সব অপছন্দ গুলোই আজ পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে 🙂 আর পছন্দগুলো থেকে এত্তো এত্তো অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে || তবে যা হয়, বা যা হচ্ছে, সবটাই ভালো হচ্ছে, কারণ জীবনে এই সবকিছুরই ভীষণ দরকার || আজ যেটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে, একটা সময় পর এই দিনটার জন্যই হয়তো জীবনকে ধন্যবাদ জানাবো ||

🍂একজন নারী সুন্দরী হওয়ার চেয়েও, বেশি জরুরী আত্মবিশ্বাসী হওয়া || 🍂”আমি যেমন তেমনি খুব ভালো” নিজের প্রতি এই বিশ্বাসটাই, তো...
16/04/2024

🍂একজন নারী সুন্দরী হওয়ার চেয়েও, বেশি জরুরী আত্মবিশ্বাসী হওয়া ||

🍂”আমি যেমন তেমনি খুব ভালো” নিজের প্রতি এই বিশ্বাসটাই, তোমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী গড়ে তুলবে ||

🍂জীবনের হাজারটা সমস্যাকে পাত্তা না দিয়ে, একটাবার তো চেষ্টা করাই যায়, নিজের নিজেকে তুলে ধরার ||

🍂বলো, একবার তো ঘুরে দাঁড়ানোই যায় ???

যদি ভেবে নেই, আজই আমার জীবনের শেষ দিন, তবে আমার ভাবনায় থাকবে, আমার ভালোবাসার মানুষ গুলো, আমার জীবনের সেরা মুহূর্ত গুলো,...
15/04/2024

যদি ভেবে নেই, আজই আমার জীবনের শেষ দিন, তবে আমার ভাবনায় থাকবে, আমার ভালোবাসার মানুষ গুলো, আমার জীবনের সেরা মুহূর্ত গুলো, নিজেকে নিজের স্বপ্নের কাছে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টাগুলো, নিজের ব্যর্থতার কষ্টগুলো, না থাকবে কোনও প্রতিযোগিতা, না থাকবে কোনও লোভ, না কোনও হিংসা || মনটা শুধু চাইবে, এই যতটুকু আছি, খুব খুব ভালো থাকি, প্রিয় মানুষগুলোর সাথে, নিজেকে ভালো রাখি নিজের মতো করে ||

আমি ভালো থাকি,
কারণ জীবন, খুব অল্প দিনের গল্প ||

না রাগ, না অভিমান, না লোভ, না হিংসা,
জীবন জুড়ে একটাই অনুভূতি, নাম তার ভালোবাসা ||

প্রতিদিন ঠিক এতো গুলো ঔষধ খাই ||নাম, যশ, খ্যাতি, টাকা-পয়সা, সম্পত্তি, এই সব কিছুর আগে, একটা সুস্থ শরীর কাম্য || তবে সমস্...
15/04/2024

প্রতিদিন ঠিক এতো গুলো ঔষধ খাই ||
নাম, যশ, খ্যাতি, টাকা-পয়সা, সম্পত্তি, এই সব কিছুর আগে, একটা সুস্থ শরীর কাম্য || তবে সমস্যা এটাই, শরীর সুস্থ হলেই বাকি সবকিছুর চাহিদা, ভীষণ ভাবে মাথা চারা দিয়ে ওঠে ▪️▪️▪️▪️▪️

জীবন মানেই এক কঠিন যুদ্ধ || হাসি খুশি চেহারার আড়ালে কত অসুস্থতাই না লুকিয়ে থাকে ||

একটা সময় আমি অর্থের জন্য লড়াই করেছি ||
একটা সময় আমি নিজের পরিচিতি গড়ে তোলার লড়াই করেছি || একটা সময় নিজের পরিবারকে পাশে পাওয়ার লড়াই করেছি || প্রতিটা লড়াইয়ে আমি জয়ী হয়েছি || আশা রাখবো এবারও জয়ী হবে, ঈশ্বর আমার সাথে আছেন 🙏

✍️ mou samanta

📌Comments গুলো দেখে এই কথাটা লিখলাম, আমি বেশি খাই, এই খবর তোমাদের কোন নিউজ চ্যানেল দিলো বলো দেখি 🤣 যাইহোক তোমরা সবাই সুস্থ থাকো, এটাই কামনা করি 🙏

সুস্থতা জীবনের আসল সম্পদ || নববর্ষে সকলের সুস্বাস্থ্য কামনা করি ||
14/04/2024

সুস্থতা জীবনের আসল সম্পদ ||
নববর্ষে সকলের সুস্বাস্থ্য কামনা করি ||

 # subha neel puja 🙏
12/04/2024

# subha neel puja 🙏

 # 🌲মাঝে মাঝে মন চায়, এক ছুটে চলে যাই, সবুজে ঘেরা কোনো এক পাহাড়ের কোলে ||কিন্তু ঠিক সেই সময়ই, আমার দায়িত্বের পাহাড়টা ...
12/04/2024

# 🌲মাঝে মাঝে মন চায়, এক ছুটে চলে যাই,
সবুজে ঘেরা কোনো এক পাহাড়ের কোলে ||
কিন্তু ঠিক সেই সময়ই, আমার দায়িত্বের পাহাড়টা আমার সামনে এসে বলে, এইতো আমি এখানে 😔

🌲কোনো একদিন এই দায়িত্বের পাহাড় টাকেও আমি জয় করবো || তবে তখন হয়তো পাহাড় চড়ার ইচ্ছেটাই আমার আর থাকবে না 😔

 # Eid Mubarak 🌙
10/04/2024

# Eid Mubarak 🌙

একদিন  হঠাৎই দেখবো সময়টা আমার ফুরিয়ে গেছে, বেড়েছে বয়সের সংখ্যাটা, কখন যে এতটা পথ পেরিয়ে এলাম !! কিছু হিসাব মিলবে, কিছ...
09/04/2024

একদিন হঠাৎই দেখবো সময়টা আমার ফুরিয়ে গেছে,
বেড়েছে বয়সের সংখ্যাটা, কখন যে এতটা পথ পেরিয়ে এলাম !! কিছু হিসাব মিলবে, কিছু হিসাব মিলবে না || তখন হাতে সময়ও থাকবে না, নামিলা হিসাব গুলো মেলানোর জন্য || শেষ হবে যৌবন, কুঁচকে যাবে শরীরের চামড়া, কমে যাবে কর্মক্ষমতা, প্রিয় মানুষগুলোর কাছেও কখনও বোঝে হতে হবে হয়তো ||

কঠিন সময়ের কথা গুলো তিক্ত ভীষণ শুনতে, আর ওই সময়টা পেরিয়ে যাওয়া, আরও অনেক বেশি কষ্টের || তবে এই সবটাই আমাদের ভবিষ্যত ||

চলে যাবে সবটাই, রয়ে যাবে শুধু উপভোগ গুলো || জীবন জীবনের মতো চলুক, সাথে থেকে যাক প্রাণ খোলা হাসি গুলো || কারন, একটা বয়সের পর প্রাণ খুলে হাসার শক্তিটাও আর শরীরে থাকবে না ||

তাই নিজের নিজেকে ভালোবাসা, নিজের নিজেকে ব্যস্ত রাখা, জীবনের প্রতিটা সময় নিজের জন্য ব্যয় করাই, জীবনের একমাত্র লক্ষ্য হোক ||

আঘাত, জীবনের একটা Part . . . . .আর সেই আঘাতগুলোকে পিছনে ফেলে, প্রাণ খুলে বাঁচতে পারাটা, জীবনের সবচেয়ে বড় Art . . . . . আ...
05/04/2024

আঘাত, জীবনের একটা Part . . . . .
আর সেই আঘাতগুলোকে পিছনে ফেলে, প্রাণ খুলে বাঁচতে পারাটা, জীবনের সবচেয়ে বড় Art . . . . .

আর আমি তো বরাবরই একজন ভালো Artist 🙂

যেই দুনিয়াতে প্রতিনিয়তই মানুষ মানুষকে বোকা বানাচ্ছে, সেই দুনিয়াতে বোকা বানানোর জন্য, এপ্রিলের এই একটা দিন, বড্ড বিলাসিতা...
01/04/2024

যেই দুনিয়াতে প্রতিনিয়তই মানুষ মানুষকে বোকা বানাচ্ছে, সেই দুনিয়াতে বোকা বানানোর জন্য, এপ্রিলের এই একটা দিন, বড্ড বিলাসিতা ||

 #সেকি আমায় নেবে চিনে! 🌸এই নব ফাল্গুনের দিনে....🩵
28/03/2024

#সেকি আমায় নেবে চিনে! 🌸
এই নব ফাল্গুনের দিনে....🩵

 # amader holi kobe ses hobe? 😆
26/03/2024

# amader holi kobe ses hobe? 😆

26/03/2024
 # maro pichkari left hote right
24/03/2024

# maro pichkari left hote right

 # যে মানুষটা সাঁতার কাটতেই জানেনা, সেই মানুষটা সমুদ্রের গভীরতা মাপবে কিভাবে !! আসলে, যোগ্যতা যোগ্য রাই মাপতে পারে || অন...
17/03/2024

# যে মানুষটা সাঁতার কাটতেই জানেনা, সেই মানুষটা সমুদ্রের গভীরতা মাপবে কিভাবে !! আসলে, যোগ্যতা যোগ্য রাই মাপতে পারে ||

অনেক আগে থেকেই আমি নিন্দুকদের পাত্তা দেইনা, কারণ তাদের পাত্তা দিতে গিয়ে আমার অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে, আর সেটা আমি কখনই হতে দেবোনা ||

তবে আজ কথাগুলো লিখলাম কারণ, অনেকেই আছো যারা নিন্দুকের কথায় থমকে যাও মাঝপথে, সমালোচনার চাপে পরে বিসর্জন দাও নিজের পছন্দটাকে || বরাবরের মতন আমি একটাই কথা বলব, নিজের মতো করে বাঁচো || কে কি বলল, কে কি ভাবল, এটা নিয়ে তোমার সময় নষ্ট কোরো না, কারণ জীবনটা তো তোমার, আর তোমার তোমাকে ভালো রাখার দায়িত্বটাও তোমাকেই নিতে হবে ||

নিজের জীবনের জন্য না হয় একটু বেপরোয়া, একটু জেদি, একটু একগুয়ে হলে || তবুও তো দিনশেষে বলতে পারবে “আমি আমার নিজের জন্য বাঁচি ||”

Address

TAMLUK , EAST MEDINIPUR
Tamluk
721636

Website

Alerts

Be the first to know and let us send you an email when MOU Acting QUEEN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MOU Acting QUEEN:

Videos

Share

Nearby media companies



You may also like